
25/09/2025
নতুন ফুড কোর্ট সেকশন চালু হওয়ার পর এখন এখন পশ্চিম বাংলার সব থেকে বড় ফুড কোর্টে পরিনত হলো কৃষ্ণনগরের মাদার্স হাট। নতুন গেস্টস্ ক্যপাসিটি ৮০০ জন + বুফে ৪০০ জন। রয়েছে একবারে ৪০০ গাড়ির পার্কিং এর ব্যবস্থা।
আর সেই নতুন ফুড কোর্ট শুরু হচ্ছে এবার দুর্গা পুজোয়। তাই তোমাদের দেখাতে চলে গিয়েছিলাম এই দিন ওখানকার পুজো স্পেশাল বুফে ট্রাই করতে। ৮৯৯ টাকার এই আনলিমিটেড বুফেতে থাকছে মটন, চিকেন, কাতলা ছাড়াও আরো মোট ২৭ রকমের পদ। ঘুরে দেখলাম ৬০০০ স্কোয়ার ফুটের কিচেনের ভিতরে... সব ভিডিও এসে গেছে। দেখে নিও...