28/05/2025
স্বতন্ত্র ফিরে এলো কমলিনীর কাছে অন্যদিকে বর্ষা একেবারের জন্য বাড়ি ছেড়ে চলে গেল
কমলিনী বর্ষার মাকে বলে এই যে আপনারা সবাই মিলে নতুন ঠাকুরপোকে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলেন, তাতে কিন্তু তার কিছু হলো না, এমনকি আমাদেরও কিছু হলো না,কারণ আমরা তার সঙ্গে এখনো যোগাযোগ রেখেছি। উল্টে যা হওয়ার আপনাদের হলো, বর্ষা আমি কথা দিচ্ছি তোমার সাথে এবাড়ির কেউ যোগাযোগ না রাখলেও আমি রাখবো, ভালো থেকো।।
পরের দিন রান্নাঘরে সবাই যখন একসঙ্গে গল্প করতে থাকে তখন মিঠি এসে বলে,দাদাভাই মাকে যেভাবে অপমান করেছিল দাদাভাইয়ের এটা পাওনা ছিল।কমলিনী বলে মিঠি এই নিয়ে তোমাকে কথা বলতে হবে না,বুব্লাই যেন এগুলো না শুনতে পারে।
এরপর নতুন কাকু এসে মিঠির সাথে কথা বলতে থাকলে বুব্লাই অফিসে যাবার জন্য বের হয়ে নতুন কাকুকে দেখতে পেয়ে বলে নতুন কাকু তুমি কখন এলে।
স্বতন্ত্র বলে এক্ষুনি এলাম তবে তুই ব্যস্ত হোস না আমি থাকতে আসিনি, তোর আর মিঠির সাথে কথা বলতে এসেছি। বুব্লাই বলে নতুন কাকু আমি আমার পার্সোনাল ব্যাপার গুলো নিয়ে কারো সঙ্গে আলোচনা করতে চাই না।।
স্বতন্ত্র বলে সেটা তোর পার্সোনাল ব্যাপার তবে কি তুই বর্ষাকে একেবারেই জন্য বাড়িতে পাঠিয়ে দিলি , বুব্লাই বলে হ্যাঁ আমি আর বর্ষার সাথে থাকবো না কিন্তু নতুন কাকু বর্ষা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল আর সেই তুমি তার কথা বলছ, স্বতন্ত্র বলে ও যেটা করেছে সেটা আমাকেও যে করতে হবে তার কি মানে, তোরা তো আমার ছেলে মেয়ের মতো। তুই আমাকে এ বাড়িতে আসতে বারণ করেছিস তারপরেও দেখ দু দু বাড়িতে এলাম তুই কি আটকাতে পেরেছিস পারিস নি তো।
তোর কাজকর্মের কিছু হল, বুব্লাই বলে চেষ্টা তো করছি পেয়ে যাব। তুমি চিন্তা করো না। স্বতন্ত্র বলে তুই বারন করলে যে আমার চিন্তা হবে না সেটা তো নয়।
এরপর বুব্লাই এর খাওয়া হয়ে গেলে বলে আমি আসছি আর স্বতন্ত্রকে বলে নতুন কাকু আমার জীবনে যেটা হয়েছে আমি সামলে নেব কিন্তু আমার মায়ের জীবনে যদি কিছু হয় সেটা আমি সামলাতে পারবো না।
ঠাম্মি বলে এগুলো কি বলছিস,আর কার সামনে দাঁড়িয়ে বলছিস সেটা তো একবার ভেবে কথা বলবি।
স্বতন্ত্র তখন বলে এই কথাটা কেন বললি তোর মায়ের জীবনে কি ঘটবে, কি বলতে চাইছিস বলতো।
বুব্লাই কমলিনীকে বলে কিছু না,আমি শুধু বলতে চাই তুমি আমাদের সাথে থাকো আমাদের হয়ে থাকো।
বাবিল বলে তুই মাকে নিয়ে এইরকম ভাবিস, বুব্লাই বলে কেন তুই কি ভাবিস,মায়ের যদি আমাদের বাবার মত কেউ থাকে যে সব সময় মাকে গাইড করবে ভালবাসবে তাহলে তোর ভালো লাগবে, যা শুনে তো কমলিনী আর স্বতন্ত্র আর বাকি সবাই খুবই রেগে যায়।।
তো বন্ধুরা বর্ষা বাড়ি থেকে চলে যাবার জন্য কতটা দুঃখ পেলেন কিংবা স্বতন্ত্র বাড়িতে ফিরে আসবে শুনে কতটা খুশি হলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর একটা ছোট্ট অনুরোধ বিস্তারিত জানতে সোম থেকে রবি রাত্রি ন'টায় স্টার জলসার পর্দায় চিরসখা দেখতে থাকুন।
আর এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের পেজটা FOLLOW করে নিও 🙏🙏Bangla Serial Duniya
#চিরসখা #স্টারজলসা