03/10/2025
সত্যিই কি কমলিনীর স্বতন্ত্রকে ভুল বোঝা উচিত হচ্ছে।
স্বতন্ত্র অর্থাৎ আমাদের সবার প্রিয় নতুন কাকু সত্যিই আজকের অসহায় তার পাশে দাঁড়ানোর মতন একটাও মানুষ নেই।
😂সবাই যখন মেনে নিয়েছে হ্যাঁ সত্যিই, নতুন পার্বতীকে বিয়ে করেছে। তখন অসহায় ভাবে স্বতন্ত্রকে আপন মনে বলতে শোনা যাচ্ছে প্লিজ কমলিনি আমাকে ভুল বুঝনা এই অসহায় অবস্থায় একমাত্র তোমাকে আমার পাশে চাই। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না।
অন্যদিকে কমলিনী ভুল বুঝছে নতুনকে। আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা বলুন কমলিনীর এটা কি করা উচিত হচ্ছে।
🫣কমলিনী কি এটা ভুলে গিয়েছে, স্বতন্ত্র র বৌদির বোন ♥️ডল💖তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু নতুন তাকে রিজেক্ট করেছিল।
🤔সেটা না হয় ছেড়েই দিলাম তারপরেও কমলিনী কি করে ভাবলো, যে নতুন ঠাকুরপো এমন একটা কাজ করতে পারে কারণ কিছুদিন আগেই তো নতুন সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে চাইছিল🚶 কমলিনী আর তার মেয়ে মিলে, চোখের জলে নাকের জলে করে নতুনকে আটকে রাখল। আর এখন সবাই মিলে আমাদের অসহায় নতুন কাকুকে ভুল বুঝছে।।
♥️ তবে এমন কি কেউ নেই যে স্বতন্ত্রের মনের কথা বুঝবে, আর সেটা কি ভবিষ্যতে পার্বতী হতে চলেছে। যে কিনা ছোটবেলা থেকে স্বতন্ত্রকে নিজের স্বামী🌹 বলে ভাবে।
🙏ভুল ত্রুটি মার্জনীয়, আর আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন❤️🩹💥
#চিরসখা