
15/07/2025
স্বামীজী কাশীতে থাকাকালীন খবর পেলেন, গুরুভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজী অশ্রুসংবরণ করতে পারলেন না। স্বামীজীকে শোক করতে দেখে কাশীর পন্ডিত প্রমদাদাস মিত্র বললেন, "আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ অনুচিত। "স্বামীজী উত্তর দিলেন, " বলেন কি? সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে আরও বেশী কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ ত বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরুভাই। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না।"
---সবার স্বামীজী, পৃষ্ঠা ৭