Basak Book Store Pvt Ltd বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড

  • Home
  • India
  • Calcutta Bara Bazar
  • Basak Book Store Pvt Ltd বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড

Basak Book Store Pvt Ltd  বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড PUBLICATION HOUSE

সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা।জয় জগন্নাথ 🙏🙏🙏🙏🙏
27/06/2025

সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা।
জয় জগন্নাথ 🙏🙏🙏🙏🙏

'আমি রচনা কুমারী, রিঙ্কেল কুমারী, মনীষা কুমারী এবং নাম না জানা আরও অনেক হিন্দু মেয়ে যাদের কে পাকিস্তানে জোরপূর্বক ধর্মান...
22/06/2025

'আমি রচনা কুমারী, রিঙ্কেল কুমারী, মনীষা কুমারী এবং নাম না জানা আরও অনেক হিন্দু মেয়ে যাদের কে পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে। আমি তাদের পরিবারের ভয় আতংক এবং যে জ্বালা যন্ত্রণা তারা দিনের দিনের পর দিন বহন করে চলেছে । আমি সেই সব মেয়ের প্রতীক যারা দিনের পর দিন অবর্ণনীয় জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

বহুদিন হল আমার বাবা মা ফিরে গেছে ভারতে। আমি হারিয়ে গেছি পাকিস্তানের হাজার হাজার মানুষের মাঝে, আমার পরবর্তী প্রজন্ম প্রতিনিধিত্ব করবে বসির খান খটকের পরিবারের হয়ে। আমি ত্রিশঙ্কু হয়ে ঝুলব শূন্যে কারণ আমি পাকিস্তানের সংখ্যা লঘু পরিবারের এক ধর্মান্তরিত মেয়ে।'

-আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে

----------
বই : আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে ও অন্যান্য গল্প
লেখক: দেবশ্রী চক্রবর্তী
মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা
বসাক বুক স্টোর
----------

প্রকাশিতমুদ্রিত মূল্য-৩৮০ টাকামহারাজা দাহির সেনের মিথিলাকে মনে আছে? যে মেয়েটিকে অপহরণ করার কিছুদিন পর মিডিয়ার সামনে ধর্ম...
18/06/2025

প্রকাশিত
মুদ্রিত মূল্য-৩৮০ টাকা

মহারাজা দাহির সেনের মিথিলাকে মনে আছে? যে মেয়েটিকে অপহরণ করার কিছুদিন পর মিডিয়ার সামনে ধর্মান্তরিত করে একজনের সাথে বিয়ে দেওয়া হয়, তারপর কয়েক মাস পর মেয়েটি একেবারে নিরুদ্দেশ হয়ে যায়। মিথিলা তো উপন্যাসের চরিত্র, বাস্তবের প্রিয়া কুমারি কিংবা রিংকেল কুমারির মতো বহু মেয়ে নিত্য এই একভাবে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে। কিছুদিন আগে এক সিন্ধী ভাইয়ের সাথে ভিটে ছেড়ে পাকিস্তানের সিন্ধী হিন্দু পরিবারগুলোর ভারতে চলে আসা নিয়ে আলোচনা চলছিল। তখন সেই ভাই জানালেন যে, তাদের গ্রামে কয়েকদিনের মধ্যে মোট চারটি হিন্দু মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। নিজেদের মেয়েদের রক্ষার জন্য এদের ভারতে চলে যেতে হচ্ছে।

প্রকাশিত হওয়ার দশ বছর পর আবার প্রকাশিত হল "আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে ও অন্যান্য গল্প"। বাস্তব ধর্মী লেখা লিখতে ভালোবাসি। যেকোন বাস্তব সমস্যার গভীরে ঢুকে তার চুলচেরা বিচার বিশ্লেষন করে সেই সমস্যার সমাধান করতে ভালোবাসি। তাতে যদি জীবনের ঝুঁকি থাকে ভয় পাই না। কারন সব কিছু মুখ বুজে মেনে নেওয়া আমার ভালো লাগে না।

আমি মনে করি অতীত,বর্তমান এবং ভবিষ্যৎ একে অপরের সাথে পাশাপাশি সমান্তরাল ভাবে প্রবহমান এক নদীর তিনটি স্রোত। জীবনের কোন এক পর্যায় এসে এই অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কোন এক বিন্দুতে এঁকে অপরকে অতিক্রম করে যখন চলে যায়, তখন অতীত কিংবা ভবিষ্যৎ থেকে বহু চরিত্র এবং ঘটনা বর্তমানের মানব জমিনে নেমে এসে আমাদের কাছে ধরা দেয়। ঠিক সেই সময় আমরা সেই চরিত্র এবং ঘটনার সাথে একাত্ম হয়ে সেই স্রোতে ভেসে চলি। আর সেই যাদুকরের ভূমিকা পালন করে সাহিত্য।তাই সাহিত্যকে যেমন তিনটি নদীর অববাহিকা বলা যায়, আবার তাকে বলা যায় সভ্যতার দর্পণ। শুধু দর্পণ বললেও তাকে ভুল বলা হবে, আমি বলব, সাহিত্য যেকোনো পারমানবিক বোমার থেকে শক্তিশালী একটি অস্ত্র, যার মাধ্যমে ঘরের চার দেওয়ালের মাঝে বসেই যেকোনো বাচালতা কিংবা বিকৃতির বিরুদ্ধে আওয়াজ তুলে তাকে সমূলে উৎখাত করা সম্ভব।

আমার লেখা গল্পের চরিত্ররা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা সর্বহারা একদল মানুষ। অতীত বর্তমান এবং ভবিষ্যতের অত্যাচারের চিত্র এবং তার কারণ পর্যালোচনা করলে দেখা যায় শুরুটা যে বিন্দু থেকে শেষটাও সেই একই বিন্দুতে। আমার লেখা গল্পের পটভূমি অতীতের জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বর্তমানে সিরিয়ার ক্যাম্প পর্যন্ত যেমন বিস্তৃত ,তেমনি তা অন্যদিকে বর্তমান পাকিস্তান থেকে অতীতের বার্লিনের প্রাচীর পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন গবেষণা করে বিভিন্ন চরিত্র গুলি তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিটি চরিত্র এবং প্রেক্ষাপটের ওপর দীর্ঘ গবেষণা করে গল্প গুলি লেখা। অনেকে ভাবছেন বইটির নাম "আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে ও অন্যান্য গল্প" রাখার কারণ কি। পাকিস্তানের এক হিন্দু মেয়ে গল্পটি দিল্লি থেকে প্রকাশিত এক্সপ্রেস খবরে প্রথম প্রকাশিত হবার পর ফেসবুকে দেড়শ বার শেয়ার হয়েছিল। পাঠকের প্রতিক্রিয়া পেয়ে আমি মুগ্ধ হয়েছিলাম। আসলে আমি নিজেও জানতাম না যে পাকিস্তানে কোন হিন্দুরা এখনো বসবাস করেন। রিঙ্কল কুমারীর ঘটনাটা সামনে আসার পর আমি পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের নিয়ে কিছু দিন বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে একটা সামগ্রিক চিত্র খুঁজে পাই। তারপর এই গল্পটি আমি লিখি। এই গল্প সংকলনে পাকিস্তানের একটি হিন্দু মেয়ের চূড়ান্ত পরিণতির গল্প যেমন উঠে এসেছে, তেমনি বরিশালের একটি মুসলিম মেয়ের গল্পও আছে যাকে পাচার করে কলকাতার সোনাগাছিতে নিয়ে আসা হয়েছিল। আমি প্রথমেই বলেছি আমার লেখায় ইতিহাসের বিভিন্ন সময়ের কথা উঠে এসেছে। মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশের এক হতভাগী বীরাঙ্গনা মায়ের স্বামী সন্তান হারিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার চিত্র যেমন আছে, তেমনি বর্তমান রোহিঙ্গা মেয়েদের দুর্দশার চিত্র দুটি গল্পে চিত্রিত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ায় একটি রিপোর্ট পড়ে দেবী গল্পটি লেখার প্রেক্ষাপট খুঁজে পাই, এই গল্পে দীর্ঘ পারিবারিক ধর্ষণের শিকার একটি মেয়ের কথা উঠে এসেছে। পোকা গল্পটি একটি মণিপুরি মেয়ের আতংকবাদী হয়ে ওঠার গল্প।

শুধু নির্যাতিতা নারীদের কথা না, আমার এই গল্প সঙ্কলনে স্থান পেয়েছে শিশুদের জন্য ভূত,এলিয়েনের গল্প।আবার ব্লু হোয়েলের শিকার এক পাঞ্জাবী মেয়ের গল্প দীপাবলি যেমন আছে , তেমনি যারা গোয়েন্দা গল্প ভালোবাসেন, তাদের জন্য গোয়েন্দা গল্পও আছে। এককথায় মানুষের অনুভূতির চলমান চিত্র এই গল্প গুচ্ছ। সাহিত্যে যেমন অতীতের কথা থাকবে, তেমনি বর্তমান সমাজের নানা রকম সমস্যার কথাও তো থাকবে। সুরৎহাল গল্পটিতে পণপ্রথার বলি একটি মেয়ের কথা উঠে এসেছে। টেলিপ্যাথি গল্পটি একটি শিশুকে নিয়ে লেখা, যে বিনা চিকিৎসায় একটি বেসরকারি হাসপাতালে মাড়া যায়, কারণ তার বাবা ঠিক সময় টাকা আনতে পারেনি। গুরু গম্ভীর বিষয়ের পাশাপাশি একটু অন্য ধরনের প্রেমের গল্পও এই গল্প গুলির সাথে স্থান পেয়েছে।

দেবশ্রী চক্রবর্তী।

(লেখিকা)

"আমি একজন কিন্তু অনেকের সমন্বিত যন্ত্রণা। আমি রচনা কুমারী, রিঙ্কেল কুমারী, মনীষা কুমারী এবং নাম না জানা আরও অনেক হিন্দু ...
31/05/2025

"আমি একজন কিন্তু অনেকের সমন্বিত যন্ত্রণা। আমি রচনা কুমারী, রিঙ্কেল কুমারী, মনীষা কুমারী এবং নাম না জানা আরও অনেক হিন্দু মেয়ে যাদের কে পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে। আমি তাদের পরিবারের ভয় আতংক এবং যে জ্বালা যন্ত্রণা তারা দিনের দিনের পর দিন বহন করে চলেছে। আমি সেই সব মেয়ের প্রতীক যারা দিনের পর দিন অবর্ণনীয় জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

বহুদিন হল আমার বাবা মা ফিরে গেছে ভারতে । আমি হারিয়ে গেছি পাকিস্তানের হাজার হাজার মানুষের মাঝে, আমার পরবর্তী প্রজন্ম প্রতিনিধিত্ব করবে
বসির খান খটকের পরিবারের হয়ে । আমি ত্রিশঙ্কু হয়ে ঝুলব শূন্যে কারণ আমি পাকিস্তানের সংখ্যা লঘু পরিবারের এক ধর্মান্তরিত মেয়ে ।"

-আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে
দেবশ্রী চক্রবর্তীর কলমে
বসাক বুক স্টোর থেকে

26/05/2025
21/05/2025

"আমি একজন কিন্তু অনেকের সমন্বিত যন্ত্রণা। আমি রচনা কুমারী, রিঙ্কেল কুমারী, মনীষা কুমারী এবং নাম না জানা আরও অনেক হিন্দু মেয়ে যাদের কে পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে। আমি তাদের পরিবারের ভয় আতংক এবং যে জ্বালা যন্ত্রণা তারা দিনের দিনের পর দিন বহন করে চলেছে। আমি সেই সব মেয়ের প্রতীক যারা দিনের পর দিন অবর্ণনীয় জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

বহুদিন হল আমার বাবা মা ফিরে গেছে ভারতে । আমি হারিয়ে গেছি পাকিস্তানের হাজার হাজার মানুষের মাঝে, আমার পরবর্তী প্রজন্ম প্রতিনিধিত্ব করবে
বসির খান খটকের পরিবারের হয়ে । আমি ত্রিশঙ্কু হয়ে ঝুলব শূন্যে কারণ আমি পাকিস্তানের সংখ্যা লঘু পরিবারের এক ধর্মান্তরিত মেয়ে ।"

-আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে
দেবশ্রী চক্রবর্তীর কলমে
বসাক বুক স্টোর থেকে

Debasree Chakraborti

মহারাজা দাহির সেনের মিথিলাকে মনে আছে? যে মেয়েটিকে অপহরণ করার কিছুদিন পর মিডিয়ার সামনে ধর্মান্তরিত করে একজনের সাথে বিয়ে দ...
08/05/2025

মহারাজা দাহির সেনের মিথিলাকে মনে আছে? যে মেয়েটিকে অপহরণ করার কিছুদিন পর মিডিয়ার সামনে ধর্মান্তরিত করে একজনের সাথে বিয়ে দেওয়া হয়, তারপর কয়েক মাস পর মেয়েটি একেবারে নিরুদ্দেশ হয়ে যায়। মিথিলা তো উপন্যাসের চরিত্র, বাস্তবের প্রিয়া কুমারি কিংবা রিংকেল কুমারির মতো বহু মেয়ে নিত্য এই একভাবে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে। কিছুদিন আগে এক সিন্ধী ভাইয়ের সাথে ভিটে ছেড়ে পাকিস্তানের সিন্ধী হিন্দু পরিবারগুলোর ভারতে চলে আসা নিয়ে আলোচনা চলছিল। তখন সেই ভাই জানালেন যে, তাদের গ্রামে কয়েকদিনের মধ্যে মোট চারটি হিন্দু মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। নিজেদের মেয়েদের রক্ষার জন্য এদের ভারতে চলে যেতে হচ্ছে।

প্রকাশিত হওয়ার দশ বছর পর আবার প্রকাশিত হতে চলেছে "আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে ও অন্যান্য গল্প"। বাস্তব ধর্মী লেখা লিখতে ভালোবাসি। যেকোন বাস্তব সমস্যার গভীরে ঢুকে তার চুলচেরা বিচার বিশ্লেষন করে সেই সমস্যার সমাধান করতে ভালোবাসি। তাতে যদি জীবনের ঝুঁকি থাকে ভয় পাই না। কারন সব কিছু মুখ বুজে মেনে নেওয়া আমার ভালো লাগে না।

আমি মনে করি অতীত,বর্তমান এবং ভবিষ্যৎ একে অপরের সাথে পাশাপাশি সমান্তরাল ভাবে প্রবহমান এক নদীর তিনটি স্রোত। জীবনের কোন এক পর্যায় এসে এই অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কোন এক বিন্দুতে এঁকে অপরকে অতিক্রম করে যখন চলে যায়, তখন অতীত কিংবা ভবিষ্যৎ থেকে বহু চরিত্র এবং ঘটনা বর্তমানের মানব জমিনে নেমে এসে আমাদের কাছে ধরা দেয়। ঠিক সেই সময় আমরা সেই চরিত্র এবং ঘটনার সাথে একাত্ম হয়ে সেই স্রোতে ভেসে চলি। আর সেই যাদুকরের ভূমিকা পালন করে সাহিত্য।তাই সাহিত্যকে যেমন তিনটি নদীর অববাহিকা বলা যায়, আবার তাকে বলা যায় সভ্যতার দর্পণ। শুধু দর্পণ বললেও তাকে ভুল বলা হবে, আমি বলব, সাহিত্য যেকোনো পারমানবিক বোমার থেকে শক্তিশালী একটি অস্ত্র, যার মাধ্যমে ঘরের চার দেওয়ালের মাঝে বসেই যেকোনো বাচালতা কিংবা বিকৃতির বিরুদ্ধে আওয়াজ তুলে তাকে সমূলে উৎখাত করা সম্ভব।

আমার লেখা গল্পের চরিত্ররা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা সর্বহারা একদল মানুষ। অতীত বর্তমান এবং ভবিষ্যতের অত্যাচারের চিত্র এবং তার কারণ পর্যালোচনা করলে দেখা যায় শুরুটা যে বিন্দু থেকে শেষটাও সেই একই বিন্দুতে। আমার লেখা গল্পের পটভূমি অতীতের জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বর্তমানে সিরিয়ার ক্যাম্প পর্যন্ত যেমন বিস্তৃত ,তেমনি তা অন্যদিকে বর্তমান পাকিস্তান থেকে অতীতের বার্লিনের প্রাচীর পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন গবেষণা করে বিভিন্ন চরিত্র গুলি তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিটি চরিত্র এবং প্রেক্ষাপটের ওপর দীর্ঘ গবেষণা করে গল্প গুলি লেখা। অনেকে ভাবছেন বইটির নাম "আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে ও অন্যান্য গল্প" রাখার কারণ কি। পাকিস্তানের এক হিন্দু মেয়ে গল্পটি দিল্লি থেকে প্রকাশিত এক্সপ্রেস খবরে প্রথম প্রকাশিত হবার পর ফেসবুকে দেড়শ বার শেয়ার হয়েছিল। পাঠকের প্রতিক্রিয়া পেয়ে আমি মুগ্ধ হয়েছিলাম। আসলে আমি নিজেও জানতাম না যে পাকিস্তানে কোন হিন্দুরা এখনো বসবাস করেন। রিঙ্কল কুমারীর ঘটনাটা সামনে আসার পর আমি পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের নিয়ে কিছু দিন বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে একটা সামগ্রিক চিত্র খুঁজে পাই। তারপর এই গল্পটি আমি লিখি। এই গল্প সংকলনে পাকিস্তানের একটি হিন্দু মেয়ের চূড়ান্ত পরিণতির গল্প যেমন উঠে এসেছে, তেমনি বরিশালের একটি মুসলিম মেয়ের গল্পও আছে যাকে পাচার করে কলকাতার সোনাগাছিতে নিয়ে আসা হয়েছিল। আমি প্রথমেই বলেছি আমার লেখায় ইতিহাসের বিভিন্ন সময়ের কথা উঠে এসেছে। মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশের এক হতভাগী বীরাঙ্গনা মায়ের স্বামী সন্তান হারিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার চিত্র যেমন আছে, তেমনি বর্তমান রোহিঙ্গা মেয়েদের দুর্দশার চিত্র দুটি গল্পে চিত্রিত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ায় একটি রিপোর্ট পড়ে দেবী গল্পটি লেখার প্রেক্ষাপট খুঁজে পাই, এই গল্পে দীর্ঘ পারিবারিক ধর্ষণের শিকার একটি মেয়ের কথা উঠে এসেছে। পোকা গল্পটি একটি মণিপুরি মেয়ের আতংকবাদী হয়ে ওঠার গল্প।

শুধু নির্যাতিতা নারীদের কথা না, আমার এই গল্প সঙ্কলনে স্থান পেয়েছে শিশুদের জন্য ভূত,এলিয়েনের গল্প।আবার ব্লু হোয়েলের শিকার এক পাঞ্জাবী মেয়ের গল্প দীপাবলি যেমন আছে , তেমনি যারা গোয়েন্দা গল্প ভালোবাসেন, তাদের জন্য গোয়েন্দা গল্পও আছে। এককথায় মানুষের অনুভূতির চলমান চিত্র এই গল্প গুচ্ছ। সাহিত্যে যেমন অতীতের কথা থাকবে, তেমনি বর্তমান সমাজের নানা রকম সমস্যার কথাও তো থাকবে। সুরৎহাল গল্পটিতে পণপ্রথার বলি একটি মেয়ের কথা উঠে এসেছে। টেলিপ্যাথি গল্পটি একটি শিশুকে নিয়ে লেখা, যে বিনা চিকিৎসায় একটি বেসরকারি হাসপাতালে মাড়া যায়, কারণ তার বাবা ঠিক সময় টাকা আনতে পারেনি। গুরু গম্ভীর বিষয়ের পাশাপাশি একটু অন্য ধরনের প্রেমের গল্পও এই গল্প গুলির সাথে স্থান পেয়েছে।

দেবশ্রী চক্রবর্তী।

(লেখিকা)

02/05/2025

ভাস্বর চট্টোপাধ্যায়ের কলমে অন্য উপত্যকা

01/05/2025

থাকছি আমরা
আপনারা আসছেন তো?

অক্ষয় তৃতীয়ায় শুরু হোক শুভতা, সমৃদ্ধি ও অফুরন্ত সম্ভাবনা
30/04/2025

অক্ষয় তৃতীয়ায় শুরু হোক শুভতা, সমৃদ্ধি ও অফুরন্ত সম্ভাবনা

29/04/2025

শাওনের কলমে লোহার অন্তর্বাস

29/04/2025

বই এর দোকানে কাজ করতে পারবেন ইচ্ছুক কেউ থাকলে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার এ

Address

Calcutta Bara Bazar

Opening Hours

Monday 11am - 5pm
Tuesday 11am - 5pm
Wednesday 11am - 5pm
Thursday 11am - 5pm
Friday 11am - 5pm
Saturday 11am - 5pm

Telephone

+917980537708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basak Book Store Pvt Ltd বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Basak Book Store Pvt Ltd বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড:

Share

Category