
24/06/2025
☁️🎒আপনি কি কলকাতার কোলাহল থেকে একদিনের জন্য একটু নির্জন, শান্ত পরিবেশে ঘুরে আসতে চান? তাহলে একটিবার ঘুরে আসুন কার্শিয়াং – মেঘে ঢাকা এক পাহাড়ি শহর, যেখানে প্রকৃতি কথা বলে নীরবে।
📍রাতে - সিয়ালদহ স্টেশন:
রাত ১০:১৫ -এ দার্জিলিং মেল ছাড়ে সিয়ালদহ স্টেশন থেকে। ট্রেনের জানালায় ভেসে আসে স্টেশনগুলোর আলো, ট্রেনের টুপটাপ শব্দ আর গন্তব্যে পৌঁছানোর উত্তেজনা। সকালের আলো ফোটার পরেই পৌঁছে যাই এনজেপি (NJP)।
🚖 NJP থেকে কার্শিয়াং এর পথে:
স্টেশন থেকে বেরিয়েই পাই শেয়ারিং গাড়ি। প্রথমে যাই দার্জিলিং মোড় পর্যন্ত, এরপর সেখান থেকে আবার একটি শেয়ারিং গাড়িতে চড়ে পৌঁছে যাই কার্শিয়াং – ছোট্ট, সবুজে মোড়া এক পাহাড়ি শহর, যার বুক চিরে উঠে যায় রাস্তাগুলো।
🏡 আমাদের গন্তব্য: Tea Nest Homestay
যেখানে পৌঁছেই চোখ জুড়িয়ে যায় – চারদিকে চা বাগানের সবুজ গালিচা আর তার উপরে ভেসে বেড়ানো মেঘের দল। এক কাপ কার্শিয়াং এর স্পেশাল চা হাতে বারান্দায় দাঁড়িয়ে মনে হয় – এটাই বুঝি প্রকৃতিকে ছুঁয়ে দেখা।
🌄 দর্শনীয় স্থানগুলো:
Hanuman Top – এখান থেকে দেখা যায় মেঘে ঢাকা পাহাড় আর নিচে ছড়িয়ে থাকা শহরের আলো।
Dow Hill – এক রহস্যে ঘেরা পাহাড়ি রাস্তা, যেটাকে অনেকে “ভূতের রাস্তা” বলেও ডাকে। গাড়ি চলার সময় কুয়াশায় সব কিছু ঢেকে যায়, যেনো এক ভৌতিক সিনেমার দৃশ্য।
Netaji Museum – নেতাজির স্মৃতি বিজড়িত এই জায়গা ইতিহাসপ্রেমীদের মন কেড়ে নেয়।
Giddha Pahar View Point – যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন মেঘের সাগর আর নিচে ছড়ানো পাহাড়ি গ্রামগুলো।
এই রোমাঞ্চকর যাত্রার ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে –
👉 ভিডিও দেখতে ক্লিক করুন - https://youtu.be/SQb2mdFRBE4
বিকেলের দিকে যখন Tea Nest এর ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যটা পাহাড়ের পেছনে মিলিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল – এ শহর যেন কোনো পুরনো কবিতার মতো, যার প্রতিটি লাইনে আছে মেঘ, ভালোবাসা আর নিরবতা। কুয়াশার চাদরে ঢাকা এই শহর বারবার ডাকে ফিরে যেতে...
একদিনের ছুটি পেলেই ঘুরে আসুন কুর্সিয়ং।
প্রকৃতির কোলে কাটান কিছু মুহূর্ত নিজের জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।