পুবের কলম পত্রিকা - Puber Kalom

  • Home
  • India
  • KOLKATA
  • পুবের কলম পত্রিকা - Puber Kalom

পুবের কলম পত্রিকা - Puber Kalom Puber Kalom is an Elite Bengali Daily published
from Kolkata,West Bengal,India.

*খোশ আমদেদ মাহে রমযান*আহমদ হাসান ইমরানআজ থেকে দেশে শুরু হচ্ছে পবিত্র রমযান মাস। এ মাসের গুরুত্ব ও মর্যাদা এই জন্য যে, এই...
24/03/2023

*খোশ আমদেদ মাহে রমযান*
আহমদ হাসান ইমরান

আজ থেকে দেশে শুরু হচ্ছে পবিত্র রমযান মাস। এ মাসের গুরুত্ব ও মর্যাদা এই জন্য যে, এই মুবারক মাসটিতে ব্যক্তি এবং সমাজের সামনে একটি বড় সুযোগ আসে। রমযান মানব জাতির কল্যাণ এবং মুক্তির সওগাত বহন করে আনে। আল্লাহ্র শেষ নবী সা.-র একটি হাদিস রয়েছে। তা হল, সেই ব্যক্তি যথার্থ হতভাগ্য যে রমযান মাস পেল অথচ নিজের গুনাহ (পাপরাশি) মাফ করিয়ে নিতে পারল না। রমযান মাস ক্ষমার মাস, বরকতের মাস, মানুষের জন্য সবথেকে ভয়ানক শাস্তি জাহান্নামের আগুন থেকে নাজাত বা মুক্তি অর্জনের মাস।
রমযান মানুষকে আত্মশুদ্ধির পথও বাতলে দেয়। কী করে আমরা সৃষ্টিকর্তার ইবাদত করে, নবী সা.-এর সুন্নাহ অনুসরণ করে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারি। সর্বোত্তম গুণাবলিতে ভূষিত হতে পারি। কী করে আল্লাহ্র রঙে নিজেকে রাঙিয়ে তুলতে পারি। রমযানের রোযা আমাদের কাছে সেই সুযোগ নিয়ে আসে।
রমযানের আরও শিক্ষা হল, ক্রোধ নিয়ন্ত্রণ। বলা হয়েছে, কেউ যদি কোনও রোযাদার ব্যক্তিকে গালমন্দ অপমান করে, তবে সে রেগে না গিয়ে বলবে, ভাই আমি রোযা রেখেছি, আমি কোনও অনাবশ্যক বিতণ্ডায় লিপ্ত হতে চাই না। রমযানের রোযার আরও অনেক দিক রয়েছে। হাদিসে বলা হয়েছে, কেউ যদি রোযা রেখে খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকে কিন্তু সে খারাপ কাজ ও আচরণ থেকে বিরত না হয়, তবে আল্লাহ বলছেন, এই ব্যক্তি শুধু ক্ষুধা ও পিপাসাই অর্জন করবে। রমযানের কোনও সওয়াব সে পাবে না।
আমরা জানি, রমযান হচ্ছে সহানুভূতিরও মাস। পরস্পরকে বিশেষ করে আর্ত ও বিপন্ন মানুষের প্রতি সহানুভূতি এই মাসে আমাদের জন্য আল্লাহ্র রহমত নিয়ে আসবে। ক্ষুধার্তকে খাদ্য দান থেকে শুরু করে যেকোনও সদাচরণ আল্লাহ্র কাছে গুরুত্বপূর্ণ। আর রমযান মাসে আল্লাহ্ এক্ষেত্রে সওয়াব বা পুরস্কার বহুগুণ বৃদ্ধি করেন।
রমযান শয়তানি কাজ ও অশ্লীলতা থেকে দূরে থাকারও পূর্ণ তাগিদ দেয়। সমাজ থেকে অবিচার, অশ্লীলতা দূর করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ভূমিকা পালন করা উচিত। আরও উল্লেখযোগ্য হল, এই মাহে রমযানেই পবিত্র কুরআন নাযিল হয়েছিল। ঐশী বাণী অবতীর্ণ হয়েছিল। তাই এই মাসে আমাদের যেমন আল্লাহ্র সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে, সেইসঙ্গে পবিত্র কুরআনের তিলাওয়াত ও অর্থ বোঝার দ্বারা আল্লাহ্র বাণীকে মেনে চলার অঙ্গিকার করতে হবে। সমাজেও তা ছড়িয়ে দিতে হবে।
আর শেষ কথা হল, রমযান মাসে আমরা ত্যাগ, তিতিক্ষা সবরের যে শিক্ষা অর্জন করি, শিক্ষা অর্জন করি খোদা ভীরুতার, তা যেন বাকি ১১ মাস আমাদের জীবনকে অনুপ্রাণিত করতে থাকে, তার সঠিক প্রচেষ্টাও আমাদের করতে হবে। তবেই আমাদের জীবনে রমযান সার্থক হয়ে উঠবে।

Address

1, Samsul Huda Road
Kolkata
700017

Opening Hours

Monday 11am - 8pm
Tuesday 11am - 8pm
Wednesday 11am - 8pm
Thursday 11am - 8pm
Friday 11am - 8pm
Saturday 11am - 8pm
Sunday 11am - 8pm

Telephone

+913346044230

Website

https://puberkalom.com/

Alerts

Be the first to know and let us send you an email when পুবের কলম পত্রিকা - Puber Kalom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুবের কলম পত্রিকা - Puber Kalom:

Share