
31/08/2025
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গত পাঁচ বছরের জীবনের পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। 🗣️✨
তিনি জানান, পাঁচ বছর আগের নুসরাত আর এখনকার নুসরাতের মধ্যে অনেক পার্থক্য। আগের মতো পার্টিতে যাওয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া নেই। এখন শুধু বাড়ি আর কাজ। 🏡🎬 নিজেকে একঘেয়ে মনে হলেও, এই একঘেয়েমি তার কাছে ইন্টারেস্টিং লেগেছে।
নুসরাত আরও বলেছেন, এই পরিবর্তনের পেছনে যশের প্রভাব আছে। 💡 তিনি লক্ষ্য করেছেন, যশ কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলেন না। তার থেকে শিখেছেন কখনো কী বলা উচিত আর কখনো কী বলা উচিত নয়। আগে তিনি যা মনে হতো তা বলে দিতেন, যার ফলে অনেক সময় হিতে বিপরীত ফলও হতো। 😅
নুসরাত মনে করেন, মেয়েদের এমন পরিস্থিতিতে পড়তে হয় কারণ সামাজিক নিয়ম এবং বিধিনিষেধ বহু বছর ধরে চলে আসছে। 👩🦰⚖️ তাই ব্যক্তিজীবনের বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মনের কথা কখন কোথায় বলা যায় এবং কখন চুপ থাকা ভালো।