LTV Entertainment

LTV Entertainment Enjoy Latest Celebrity Entertainment News & Gossip. Check out our Channel on YouTube ! https://www.youtube.com/LTVofficialtube

Welcome to the Official page of LTV . We provide latest entertainment news for our viewers. For business inquiry: [email protected]

বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্র, যিনি তাঁর দীর্ঘ অভিনয় জীবনে টাকা, নাম, যশ - সবই অর্জন করেছেন, এবার তাঁর জীবনের এক গভীর দ...
23/10/2025

বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্র, যিনি তাঁর দীর্ঘ অভিনয় জীবনে টাকা, নাম, যশ - সবই অর্জন করেছেন, এবার তাঁর জীবনের এক গভীর দর্শন দিয়ে মুগ্ধ করলেন ভক্তদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "টাকা, নাম, যশ- সবই আসবে-যাবে। কিন্তু দিনের শেষে যদি পরিবার আর বন্ধুরা পাশে না থাকে, তাহলে সব ব্যর্থ।" তাঁর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ধর্মেন্দ্রর এই উক্তিটি প্রমাণ করে যে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক। অর্থ এবং খ্যাতি ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু পরিবার এবং বন্ধুদের নিঃশর্ত ভালোবাসা একজন মানুষকে মানসিক শান্তি ও সম্পূর্ণতা দেয়। নিজের বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি এই সত্যটি তুলে ধরেছেন।

তাঁর এই কথাগুলো অসংখ্য মানুষের মন ছুঁয়ে গেছে। ভক্তরা ধর্মেন্দ্রর এই সরল অথচ গভীর জীবনবোধের প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, জীবনে যতই সফল হওয়া যাক না কেন, প্রকৃত সুখ তখনই আসে যখন প্রিয়জনরা পাশে থাকে। ধর্মেন্দ্রর এই মানবিক দিকটি আবারও প্রমাণ করলো যে, তার তারকাখ্যাতির পেছনে রয়েছে এক সংবেদনশীল হৃদয়। 👨‍👩‍👧‍👦

টলিউডের অভিনেতা সাগ্নিক সম্প্রতি নিজের পারিবারিক জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। তিনি জানান, পরিবার ও সন্তানদের সঙ্গে ...
23/10/2025

টলিউডের অভিনেতা সাগ্নিক সম্প্রতি নিজের পারিবারিক জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। তিনি জানান, পরিবার ও সন্তানদের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো এবং সবাই মিলেমিশে সুখে দিন কাটাচ্ছেন।

সাগ্নিক বলেন:

“আমার আগের পক্ষের দুই ছেলেমেয়ে। শম্পার আগের পক্ষের মেয়ে আছে। আর আমার ভাগ্নে ছোট থেকে আমার সঙ্গেই থাকে। হিসাব মতো আমার চার ছেলেমেয়ে। আমি আর শম্পা চার সন্তানকে নিয়ে ভাল আছি।”

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক নুসরাত জাহান সম্প্রতি নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর উঠানো সমালোচন...
23/10/2025

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক নুসরাত জাহান সম্প্রতি নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর উঠানো সমালোচনা ও বিতর্কের প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করেছেন, মানুষের ভুল ধারণা ও মন্তব্যের কারণে তাকে প্রায়ই অবাঞ্ছিত বিতর্কের মুখোমুখি হতে হয়।

নুসরাত জাহান বলেন:

“কী করব? যে কথাই বলি, তার ব্যাখ্যা হয় অন্য ভাবে। মানুষ অন্যের সমস্যা দেখলে মজা পায়। এখন আমি অনেক বদলে গিয়েছি। নুসরত মানেই বিতর্ক—এভাবে দেখা হত আমায়। আমি তার চেয়ে একটু বেশি। যাঁরা বিতর্ক বা সমালোচনা করছেন, তাঁরা আমার সমস্যার কথা জানেন না। আর যা বলা হয় তার বেশির ভাগই অর্ধসত্য।”

তারকাদের মধ্যে প্লাস্টিক সা*র্জা^ রি নিয়ে আলোচনা নতুন নয়। কেউ কেউ এই প্রসঙ্গে চুপ থাকেন, আবার কেউ খোলাখুলিভাবে নিজের ম...
23/10/2025

তারকাদের মধ্যে প্লাস্টিক সা*র্জা^ রি নিয়ে আলোচনা নতুন নয়। কেউ কেউ এই প্রসঙ্গে চুপ থাকেন, আবার কেউ খোলাখুলিভাবে নিজের মতামত জানান। তবে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া। সেখানেই আলাপচারিতার এক পর্যায়ে তিনি বলেন,

“মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সা*র্জা^ রি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি ‘হেড টু টো’ (মাথা থেকে পা পর্যন্ত) প্লাস্টিক সা*র্জা^ রি করা।”

জয়া আরও বলেন,

“বো*ট^ ক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মান* সিক অবস্থা বোঝা যায়।”

তবে তিনি প্লাস্টিক সা*র্জা^ রি করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
তাঁর বক্তব্যে বরং উঠে এসেছে সমাজের দৃষ্টিভঙ্গি ও নারীদের প্রতি সমালোচনার প্রকৃতি—যা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, মানসিকতার প্রতিফলনও তুলে ধরে।

টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী কুনিকা সদানন্দ সম্প্রতি ‘বিগ বস্‌ ১৯’-এ অংশগ্রহণের সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখু...
23/10/2025

টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী কুনিকা সদানন্দ সম্প্রতি ‘বিগ বস্‌ ১৯’-এ অংশগ্রহণের সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। কুনিকা জানান, তাঁর সম্পর্ক ও একত্রবাসের অভিজ্ঞতা নিয়ে কোনও লুকোছাপা নেই।

কুনিকা সদানন্দ বলেন:

“আমি দুটো একত্রবাস সম্পর্কে ছিলাম। আর চারটে প্রেম করেছি। আমার বিয়েও হয়েছে দুটো। ৬০ বছর বয়স পর্যন্ত এ সব চলতেই পারে। তবে আমি কখনও মা* দক নইনি। একসময় আমি ম*দ্য^ পান করতাম। বিশেষ করে এক সম্পর্ক ভাঙার পরে খুব ভেঙে পড়েছিলাম। নিজের অবস্থা দেখেও ভাবছিলাম, ‘বাপ রে বাপ! এ আমাকে কেমন দেখতে লাগছে!’”

"অপমান আর প্রত্যাখ্যান সহ্য করার ক্ষমতা রাখো" ~ অমিতাভ বচ্চনের জীবনের পাঠ 🌟বিবরণ: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, যিনি তা...
22/10/2025

"অপমান আর প্রত্যাখ্যান সহ্য করার ক্ষমতা রাখো" ~ অমিতাভ বচ্চনের জীবনের পাঠ 🌟

বিবরণ: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, যিনি তাঁর দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য চড়াই-উতরাই পেরিয়েছেন, আবারও তাঁর জীবনের দর্শন দিয়ে মুগ্ধ করলেন ভক্তদের। সম্প্রতি তাঁর একটি উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে ভাইরাল হয়েছে, যা অসংখ্য মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে। তিনি বলেছেন, "বড় হতে গেলে অপমান আর প্রত্যাখ্যান সহ্য করার ক্ষমতা রাখতে হয়। প্রত্যেকটা 'না' তোমাকে তোমার 'হ্যাঁ'-এর দিকে এক ধাপ ঠেলে দেয়।"

অমিতাভ বচ্চনের জীবন নিজেই এই উক্তির এক জ্বলন্ত প্রমাণ। তার অভিনয় জীবনের শুরুতে অসংখ্য প্রত্যাখ্যান এবং ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। কণ্ঠস্বরকে 'ভারী' বলে অনেক সময় তাঁকে বাতিল করা হয়েছে। কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি, বরং প্রতিটি 'না' কে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এগিয়ে গেছেন। আর আজ তিনি ভারতীয় চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি।

তাঁর এই কথাগুলো শুধু অভিনয় নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই সফল হতে চাওয়া মানুষের জন্য এক দারুণ শিক্ষা। এটি শেখায় যে, ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং তা থেকে শক্তি সঞ্চয় করে সামনে এগিয়ে যেতে হবে। অমিতাভ বচ্চনের এই উক্তি মুহূর্তেই ভক্তদের মন জয় করে নিয়েছে এবং অনেকেই এটিকে তাঁদের জীবনের মন্ত্র হিসেবে গ্রহণ করছেন। 🚀

বলিউড তারকা অনুপম খেরের জীবনে সাফল্যের অভাব নেই—কিন্তু তবুও তিনি এখনও ভাড়া বাড়িতেই থাকেন! শুনতে অবাক লাগলেও, এর পিছনে ...
22/10/2025

বলিউড তারকা অনুপম খেরের জীবনে সাফল্যের অভাব নেই—কিন্তু তবুও তিনি এখনও ভাড়া বাড়িতেই থাকেন! শুনতে অবাক লাগলেও, এর পিছনে লুকিয়ে আছে গভীর জীবনদর্শন ও আত্মনিবেদন।

সম্প্রতি ইউটিউব শো ‘জিন্দগি উইথ ঋচা’-তে এসে অভিনেতা জানিয়েছেন, এই সরল জীবনযাপনই তাঁকে শান্তি দেয়, পরিবারের বন্ধন দৃঢ় রাখে।

“আমার ভাই রাজু খেরকে আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই আজও ওর প্রতি দায়িত্ববোধ কাজ করে,” বলেন অনুপম।

তিনি জানান, বহু বছর ধরেই ভাইয়ের আর্থিক বিষয় তিনি নিজেই সামলান।

“আমি আমার ম্যানেজারকে বলেছিলাম, কখনও যেন প্রশ্ন না করে আমি ভাইকে কত টাকা দিই। এসব হিসেবের মধ্যেই তো সমস্যার শুরু হয়,” — বলেন অনুপম খের।

স্ত্রী কিরণ খের-এর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অভিনেতা।

“কিরণ কোনও দিনও জিজ্ঞাসা করেনি, কেন এত কিছু করি ভাইয়ের জন্য। ওর এই বোঝাপড়াই আমাদের পরিবারকে একসঙ্গে রেখেছে।”

জমকালো বলিউড জীবনের বাইরেও অনুপমের এই বিনয়ী জীবনদৃষ্টি যেন শেখায়—আত্মীয়তার মূল্য টাকায় নয়, ভালোবাসায় মাপা যায়।

গত ডিসেম্বরের ঘটনায় মঞ্চে গান গাইতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইমন চক্রবর্তী। গানের মাঝেই এক যুবকের চিৎকার—“হিন্দি গানা...
22/10/2025

গত ডিসেম্বরের ঘটনায় মঞ্চে গান গাইতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইমন চক্রবর্তী। গানের মাঝেই এক যুবকের চিৎকার—“হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে”—নিয়ে তখন চর্চা ছড়িয়েছিল সর্বত্র। বছর ঘুরতে না ঘুরতেই ফের নতুন বিতর্কে নাম জড়াল এই গায়িকার। এবার অভিযোগ—শ্যামাপুজোর মঞ্চে ইমন নাকি ‘জিন্‌স’ পরে গান গেয়েছেন!

এই মন্তব্যে ক্ষুব্ধ ইমন নিজের প্রতিক্রিয়া জানান মা কালীর ছবি ভাগ করে নিয়ে। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন—এই বিতর্কে তিনি একেবারেই প্রভাবিত নন। তাঁর লেখায় ফুটে উঠেছে ক্লান্তি ও প্রতিবাদের সুর—

“গতকাল থেকে আমার জিন্‌স পরে শ্যামাসঙ্গীত গাওয়া নিয়ে অনেক কিছু দেখছি। এত দিন অনেক কিছু দেখে এসেছি, অনেক কথা শুনেছি। কিন্তু নিজের উপর বিশ্বাস হারাইনি।”

সমাজমাধ্যমে পোশাক নিয়ে শিল্পীদের আক্রমণ নতুন নয়। বিশেষ করে মহিলা শিল্পীরা প্রায়ই হন ‘বডি শে*মিং’ ও অ*শা*লীন মন্তব্যের শিকার। সেই বাস্তবতাকেই সামনে এনে ইমন লেখেন—

“শিল্পীদের যা ইচ্ছে তাই বলা যায়। আর শিল্পী মহিলা হলে তো কোনও কথাই নেই, আরও বেশি করে ‘বডি শেমিং’ করা যায়। করুন, যা ইচ্ছে করুন। তবে, একটা জিনিস জানবেন, জবাব দিতে হবে। আপনাকে, আমাকে জবাব কিন্তু দিতেই হবে।”

ইমনের এই পোস্ট যেন এক প্রতিবাদের প্রতিধ্বনি—সমাজের কটাক্ষের জবাব সাহসী গলাতেই দিতে হবে।

৮৪ বছর বয়সে শেষ নিঃ*শ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানী, যিনি সবার কাছে কেবল ‘আসরানী’ নামেই পরিচি...
22/10/2025

৮৪ বছর বয়সে শেষ নিঃ*শ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানী, যিনি সবার কাছে কেবল ‘আসরানী’ নামেই পরিচিত ছিলেন। সোমবার মুম্বইয়ের আরোগ্য নিধি হাসপাতালে প্রয়াত হন এই বর্ষীয়ান তারকা। তাঁর মৃ*ত্যু^ তে শোকস্তব্ধ গোটা বলিউড।

তাঁর স্ত্রী মঞ্জু আসরানীর সঙ্গে মুম্বইতেই বাস করতেন আসরানী। মঞ্জুও একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন—‘কবিলা’, ‘তপস্যা’ এবং ‘চাঁদি’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘আজ কি তাজ়া খবর’ এবং ‘নমক হারাম’ ছবির সেটেই প্রথম দেখা হয়েছিল এই দম্পতির।

জীবনের শেষ দিন পর্যন্ত ক্যামেরার সামনে সক্রিয় ছিলেন আসরানী। মৃ*ত্যু^ র কয়েক দিন আগেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। তাই আর্থিক দিক থেকে কখনও সংকটে পড়তে হয়নি তাঁকে। জানা গেছে, মৃ*ত্যু^ র সময় তিনি রেখে গিয়েছেন ৪০ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি।

অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক হিসেবেও কাজ করেছেন এবং একাধিক ব্র্যান্ডের হয়ে প্রচার করেছেন। সিনেমা, ওয়েব সিরিজ়, পরিচালনা এবং বিজ্ঞাপনী কাজ মিলিয়ে গড়ে তুলেছিলেন এক স্থিতিশীল ও সম্মানজনক ক্যারিয়ার—যা তাঁকে বলিউডের এক অনন্য কিংবদন্তিতে পরিণত করেছে।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তার সরল জীবনযাপন ও পারিবারিক মূল্যবোধের জন্য পরিচিত। সম্প্রতি ইউটিউব শো ‘জিন্দগি উইথ...
22/10/2025

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তার সরল জীবনযাপন ও পারিবারিক মূল্যবোধের জন্য পরিচিত। সম্প্রতি ইউটিউব শো ‘জিন্দগি উইথ ঋচা’-তে এসে তিনি নিজের সিদ্ধান্ত ও পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। অনুপম খের বলেন—

“আমার ভাই কোনও দিন আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়নি। বাবা-মাও ওর সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন। আমি খুব কষ্ট পাই যখন দেখি ভাইয়েরা সম্পত্তির জন্য একে অপরের শত্রু হয়ে যায়। হয়তো সেই কারণেই আমি আজও ভাড়ায় থাকি। এতে শান্তি পাই।

আমার ভাই রাজু খেরকে আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই আজও ওর প্রতি দায়িত্ববোধ কাজ করে। বহু বছর ধরেই ভাইয়ের আর্থিক বিষয় আমি নিজেই সামলাই। আমি আমার ম্যানেজারকে বলেছিলাম, কখনও যেন প্রশ্ন না করে আমি ভাইকে কত টাকা দিই। এসব হিসেবের মধ্যেই তো সমস্যার শুরু হয়।

আর স্ত্রী কিরণ কোনও দিনও জিজ্ঞাসা করেনি, কেন এত কিছু করি ভাইয়ের জন্য। ওর এই বোঝাপড়াই আমাদের পরিবারকে একসঙ্গে রেখেছে।”

অনুপম খেরের মতে, আর্থিক স্বাচ্ছন্দ্য নয়, শান্তি ও পরিবারিক বন্ধনই জীবনের প্রকৃত সম্পদ।

স্বামীর শেষ ইচ্ছে এভাবেই পূর্ণ করলেন প্রয়াত কৌতুকাভিনেতা আসরানির স্ত্রী!বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি জীবনের মতোই মৃ*ত...
22/10/2025

স্বামীর শেষ ইচ্ছে এভাবেই পূর্ণ করলেন প্রয়াত কৌতুকাভিনেতা আসরানির স্ত্রী!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি জীবনের মতোই মৃ*ত্যু^ কেও দেখেছিলেন শান্ত ও মর্যাদাপূর্ণ এক অধ্যায় হিসেবে। খ্যাতির চূড়ায় থেকেও তিনি সবসময় ছিলেন বিনয়ী, সাধারণ মানুষের মতোই বাঁচতে চেয়েছিলেন, আর মৃত্যুতেও সেই সরলতাকেই বেছে নিয়েছিলেন।

“আমি এই পৃথিবী থেকে নীরবে এবং মর্যাদাপূর্ণভাবে বিদায় নিতে চাই। খ্যাতি নয়, মানুষ যেন আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে মনে রাখে,” — এভাবেই নিজের শেষ ইচ্ছা ব্যক্ত করেছিলেন আসরানি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃ*ত্যু^ র আগে তিনি স্ত্রী মঞ্জু আসরানিকে অনুরোধ করেছিলেন যেন তাঁর শে* ষযাত্রা হয় নিঃশব্দ, মিডিয়ার আলো থেকে দূরে। সেই ইচ্ছার প্রতিই সম্মান জানিয়ে গোপনে সম্পন্ন হয় তাঁর শে* ষকৃত্য, আর মৃ*ত্যু^ র খবর প্রকাশ্যে আসে শুধুমাত্র দা* হ সম্পন্ন হওয়ার পর।

টলিউডের অভিনেত্রী পাওলি দাম তার স্বতন্ত্র রূপ ও অভিনয়ধারার জন্য পরিচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজের শ্যামবর্ণা ...
22/10/2025

টলিউডের অভিনেত্রী পাওলি দাম তার স্বতন্ত্র রূপ ও অভিনয়ধারার জন্য পরিচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজের শ্যামবর্ণা হয়ে ওঠার অভিজ্ঞতা এবং কালো রঙের মধ্যে থাকা রহস্য নিয়ে খোলাসা করেছেন। তিনি বলেন—

“যাঁরা আমার মতো বা আমার থেকেও শ্যামবর্ণা, তাঁরা মনখারাপ করবেন না। কালোর মধ্যে কিন্তু এক গভীর রহস্য থিতিয়ে। বলিউডের রেখাজিকে দেখুন। ওঁর মতো ‘প্রহেলিকা’ আর কে আছেন? আমিও নাকি ‘রহস্যময়ী’, বলেন অনেকে। পাওলি ‘কালী’ না ‘দুর্গা’, আগেই যদি লোকে বুঝে যায়, তা হলে আর আমার প্রতি আকর্ষণ রইল কী?”

পাওলি মনে করেন, রঙের আড়ালে থাকা এক রহস্যই দর্শকের কৌতূহল ও আকর্ষণ বাড়ায়।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when LTV Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LTV Entertainment:

Share