LTV Entertainment

LTV Entertainment Enjoy Latest Celebrity Entertainment News & Gossip. Check out our Channel on YouTube ! https://www.youtube.com/LTVofficialtube

Welcome to the Official page of LTV . We provide latest entertainment news for our viewers. For business inquiry: [email protected]

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গত পাঁচ বছরের জীবনের পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। 🗣...
31/08/2025

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গত পাঁচ বছরের জীবনের পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। 🗣️✨

তিনি জানান, পাঁচ বছর আগের নুসরাত আর এখনকার নুসরাতের মধ্যে অনেক পার্থক্য। আগের মতো পার্টিতে যাওয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া নেই। এখন শুধু বাড়ি আর কাজ। 🏡🎬 নিজেকে একঘেয়ে মনে হলেও, এই একঘেয়েমি তার কাছে ইন্টারেস্টিং লেগেছে।

নুসরাত আরও বলেছেন, এই পরিবর্তনের পেছনে যশের প্রভাব আছে। 💡 তিনি লক্ষ্য করেছেন, যশ কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলেন না। তার থেকে শিখেছেন কখনো কী বলা উচিত আর কখনো কী বলা উচিত নয়। আগে তিনি যা মনে হতো তা বলে দিতেন, যার ফলে অনেক সময় হিতে বিপরীত ফলও হতো। 😅

নুসরাত মনে করেন, মেয়েদের এমন পরিস্থিতিতে পড়তে হয় কারণ সামাজিক নিয়ম এবং বিধিনিষেধ বহু বছর ধরে চলে আসছে। 👩‍🦰⚖️ তাই ব্যক্তিজীবনের বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মনের কথা কখন কোথায় বলা যায় এবং কখন চুপ থাকা ভালো।

🎭 শুভাশিস মুখোপাধ্যায় – এক নাম, এক ভরসা। বাংলা সিনেমার ভুবনে তাঁর অবদান অবিস্মরণীয়। বহু গুণী পরিচালকের ছবিতে তাঁর অভিনয় ...
31/08/2025

🎭 শুভাশিস মুখোপাধ্যায় – এক নাম, এক ভরসা। বাংলা সিনেমার ভুবনে তাঁর অবদান অবিস্মরণীয়। বহু গুণী পরিচালকের ছবিতে তাঁর অভিনয় একসময় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। অথচ আজ প্রশ্ন জাগছে—কোথায় হারিয়ে গেল সেই উজ্জ্বল উপস্থিতি? নতুন প্রজন্মের পরিচালকরা কি তাঁর মেধাকে অবহেলা করছেন? 🤔

সাক্ষাৎকারে নিজের অভিমত জানিয়ে শুভাশিসবাবু বলেন, “এখনকার পরিচালকরা আমাকে অশিক্ষিত ভাবে। ভাবে, ও কি পারবে? বুঝবে? তার ফলে নেয় না। কেন আমাকে অন্য ধারার ছবিতে ব্যবহার করা হয় না, সেটা পরিচালক-প্রযোজকরাই বলতে পারবেন।” 🎬

তাঁর এই কথার আড়ালে যেন লুকিয়ে রয়েছে হালকা আক্ষেপ, আবার তীব্র প্রশ্নও—অভিনয়ের এত সমৃদ্ধ ভাণ্ডার থাকা সত্ত্বেও কেন সুযোগের ঘাটতি? দর্শকদের হৃদয়ে শুভাশিস মুখোপাধ্যায় আজও ততটাই প্রাসঙ্গিক, যতটা আগে ছিলেন। 🌟

👉 হয়তো সময়ই বলবে, পরিচালকরা আবার নতুন দৃষ্টিতে তাঁকে আবিষ্কার করবেন কি না। কিন্তু একথা নিশ্চিত—একজন শিল্পী কখনও ফুরিয়ে যান না, তিনি কেবল অপেক্ষা করেন সঠিক মঞ্চ আর সঠিক আলোয় ফের জ্বলে ওঠার জন্য। ✨

সময়টা ১৯৭১। 🎬 উত্তম কুমার ও সুচিত্রা সেনের যুগের কথা। মুক্তি পেয়েছে ‘আলো আমার আলো’ ছবিটি। ছবিতে সুচিত্রার অভিনয় দেখে মুগ...
31/08/2025

সময়টা ১৯৭১। 🎬 উত্তম কুমার ও সুচিত্রা সেনের যুগের কথা। মুক্তি পেয়েছে ‘আলো আমার আলো’ ছবিটি। ছবিতে সুচিত্রার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান উত্তম। তাঁর মুগ্ধতা এতটাই ছিল যে তিনি ফোনে সেই প্রশংসা সরাসরি মহানায়িকাকে জানিয়ে দেন। 📞✨

তবে শুধু প্রশংসা নয়, উত্তম চান একান্তে সুচিত্রাকে দেখার সুযোগ—সিনেমার ফ্লোর নয়, একান্তে। কিন্তু তখন সুচিত্রা ছিলেন সিনেমাপাড়ার সবচেয়ে ব্যস্ত নায়িকা। 🎥 একের পর এক শুটিং, হাতে নতুন নতুন ছবি। শিডিউল এতটাই চাপ ছিল যে, শুটিং থেকে সময় বের করা সম্ভব হয়নি। ফলস্বরূপ, উত্তমের সঙ্গে সেই সাক্ষাৎ কখনো আর সম্ভব হয়নি।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) জন্য ২৯ আগস্ট ছিল বিশেষ দিন। 🎬 তাঁর নতুন ছবি ‘বেলা’ মুক্তি পেয়েছে, যা...
31/08/2025

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) জন্য ২৯ আগস্ট ছিল বিশেষ দিন। 🎬 তাঁর নতুন ছবি ‘বেলা’ মুক্তি পেয়েছে, যা অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি। এই ছবিতে ‘মহিলামহল’-এর পুরনো আমেজ ও নস্ট্যালজিয়া ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি।

তবে শুটিংয়ের সময় ঋতুপর্ণার ব্যক্তিগত জীবন চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। 😔 তাঁর মা অ* সুস্থ, হা* সপা^ তালের বেডে মৃ*ত্যু^ র সঙ্গে লড়ছিলেন। কিন্তু এই মন ভার থাকা সত্ত্বেও ঋতুপর্ণা চরিত্রে কোনও ছেদ ঘটতে দেননি। যখন শুটিং চলছিল, তিনি পুরোপুরি ‘বেলা’ চরিত্রে ঢুকে যেতেন, নিজের দুঃখ-পীড়া খুঁজে পাওয়া যায়নি।

প্রিমিয়ারের সময় শুটিংয়ের স্মৃতি উসকে বলেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের স্ত্রী, “একটা করে শট হচ্ছিল, আর অনিলাভ বারবার বলছিল, ‘ঋতু আই অ্যাম সরি’। ঠিক পরের দিনই ঋতুর মা চলে যান। আমরা সেই রাতেই ঋতুর বাড়ি যাই। তখন ঋতু বলে, ‘আমি জানি, কী জটিলতায় কাজ করেছি। কিন্তু অভিনয় করার সময় আর কিছু মাথায় থাকে না। আমাকে সেই পরিস্থিতিতেও চরিত্র হয়ে উঠতে হয়। তখন কিছুই বুঝতে পারিনি। আজ বুঝতে পারছি।’” 😢

ঋতুপর্ণা প্রিমিয়ারের সময় আবেগে চোখের জলে ভাসেন, কারণ তাঁর মা এই চরিত্রে দেখতে চেয়েছিলেন, কিন্তু সেই সাধ পূরণ হল না। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি পুরো ছবির টিমের প্রশংসা করেছেন, “গোটা টিম অনেক পরিশ্রম করেছে। সবাইকে অনুরোধ, ছবিটা দেখবেন।” 👏✨

টেলিপাড়ার ধারাবাহিক নিয়ে দর্শকের সমালোচনা যেন থামছেই না 🎭। চড়া রূপটান, ঠোঁটে লিপস্টিক, কপালে বড় টিপ, মাথায় ভারী গয়না—...
30/08/2025

টেলিপাড়ার ধারাবাহিক নিয়ে দর্শকের সমালোচনা যেন থামছেই না 🎭। চড়া রূপটান, ঠোঁটে লিপস্টিক, কপালে বড় টিপ, মাথায় ভারী গয়না—এসব পরে নায়িকারা ঘুমোতে যাচ্ছেন কিংবা প্রেম করছেন, এ দৃশ্য অনেকেরই হজম হচ্ছে না 😅। সম্প্রতি ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকের এক পর্বে দেখা গেছে ভবানীকে—গলায় দুই-তিনটে হার, হাতে একগুচ্ছ চুড়ি, নাকে নথ পরে মাটিতে শুয়ে আছেন, আর নায়ক রামকান্ত তাঁকে কোলে তুলে বিছানায় নিচ্ছেন। দর্শকের প্রশ্ন—"এত গয়না পরে কেউ ঘুমোয় নাকি? 🤔"

তবে শিল্পীরা এ সমালোচনায় খুব একটা কান দিচ্ছেন না। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় (যিনি এই ধারাবাহিকে ‘নারায়ণী’-র চরিত্রে অভিনয় করছেন) সোজাসাপ্টা বললেন, "যে যুগের কাহিনি দেখানো হচ্ছে তখন রাজা,রানিরাএমনই পোশাক পরতেন। ‘যোধা আকবর’,‘পদ্মাবত’-এর মতো সিনেমায় দেখানো হয়েছিল ভারি লহেঙ্গা পরে সবাই ঘুমোচ্ছে। চিত্রনাট্য অনুযায়ী শিল্পীদের সাজানো হবে। এটাই নিয়ম। তা নিয়েও যদি সমালোচনা হয় কিছু বলার নেই আমার।"

অর্থাৎ দর্শক যতই প্রশ্ন তুলুক, চিত্রনাট্য অনুযায়ী সাজপোশাকেই চরিত্র ফুটিয়ে তোলা হবে।

ক’দিন ধরেই টলিপাড়ার আড্ডা জমে উঠেছে ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্যকে ঘিরে 🌸। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা প...
30/08/2025

ক’দিন ধরেই টলিপাড়ার আড্ডা জমে উঠেছে ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্যকে ঘিরে 🌸। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা পোশাক নিয়ে তাঁর কিছু মন্তব্যই নেটিজেনদের মধ্যে তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে।

শ্বেতা বলেন, 👉 “আমি জানি কোনো চরিত্রের জন্য যদি স্লিভলেস ডিমান্ড করে, তাহলে পরতেই হয়। কেউ স্লিভলেস পরলেই খারাপ হয়ে যায় না। আমি আগেরদিন সাক্ষাৎকারে মিশমির (মিশমি দাস) কথা বলেছিলাম, শ্রীতমাদির (শ্রীতমা দে) কথা বলেছি, অস্মিতার (অস্মিতা চক্রবর্তীর) কথা বলেছি। ওদের ফাটাফাটি লাগে। ওরা দারুণ ক্যারি করে, আমাকে অদ্ভুত লাগে। হতে পারে এটা আমার মানসিকতা।”

তাঁর দাবি, তিনি কখনওই স্লিভলেস বা খোলামেলা পোশাক পরা মানুষকে হেয় করেননি 🚫। বরং যাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে এ ধরনের পোশাক পরতে পারেন, তাঁদের তিনি সবসময়ই প্রশংসা করেছেন 👏।

শ্বেতা আরও বলেন, 👉 “আমি কখনো বলিনি যারা স্লিভলেস পরে তাঁরা শরীর বেচে দিচ্ছে। আমি কখনো কাউকে ছোট করে কথা বলতে শিখিনি, আর কখনো বলবও না।”

তবে তাঁর এই ব্যাখ্যার পরেও বিতর্ক থামার কোনো লক্ষণ নেই 🔥। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে সমর্থন করছেন, আবার একাংশ নেটিজেন তাঁর বক্তব্যকে ঘিরে সমালোচনাও করছেন।

গণেশ পুজোয় দেবের বাড়ি ভরে উঠল তারকাদের ভিড়ে ✨কারা কারা হাজির ছিলেন দেবের বাড়ির বিশেষ পুজোয়?
30/08/2025

গণেশ পুজোয় দেবের বাড়ি ভরে উঠল তারকাদের ভিড়ে ✨কারা কারা হাজির ছিলেন দেবের বাড়ির বিশেষ পুজোয়?

টলিপাড়ায় গত ক’দিন ধরে চলছে জোর বিতর্ক 🔥। কেন্দ্রবিন্দুতে ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য 📺। এক সাক্ষাৎকারে তাঁর...
30/08/2025

টলিপাড়ায় গত ক’দিন ধরে চলছে জোর বিতর্ক 🔥। কেন্দ্রবিন্দুতে ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য 📺। এক সাক্ষাৎকারে তাঁর খোলামেলা পোশাক নিয়ে করা মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। আর সেই মন্তব্যের বিরোধিতা করেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় 🎭।

স্বস্তিকা নিজের পোস্টে কারও নাম না করেই লেখেন ✍️ –
👉 “শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে শরীরটাই নেই! আমি তো মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।” 😑

পোস্টের পাশাপাশি স্বস্তিকা আরও একটি তালিকা বানান 📜— যেখানে তিনি উল্লেখ করেন ফিল্ম ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীর নাম, যারা স্লিভলেস ব্লাউজ পরতেন বা এখনও পরছেন। এমনকি নিজের মায়ের কথাও তুলে ধরেন তিনি, যিনি গৃহবধূ হয়েও হাতকাটা ব্লাউজ পরতেন।

এই ঘটনার জেরে শ্বেতার দিকে সমালোচনার ঝড় বয়ে যায় 🌪️। তবে ‘কোন গোপনের মন ভেসেছে’-র সেটে এক সাংবাদিকের প্রশ্নে শ্বেতা মুখ খোলেন 🎤।
শ্বেতার জবাব যথেষ্ট বিনয়ী 🙏—
👉 “স্বস্তিকাদির ভক্ত আমার বর, আমিও ওঁকে ভীষণ পছন্দ করি। তাই ওঁকে বাদ দিয়েই বলছি— আমি কখনোই বলিনি যে হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা।”

শ্বেতা ব্যাখ্যা করেন যে ১৬ বছর আগে এক ইভেন্টে তাঁকে স্লিভলেস ব্লাউজ পরতে বলা হয়েছিল 👗। তখন তিনি না করায় তাঁকে বলা হয়— “তুমি যদি শরীর না দেখাও তবে কাজ করবে কী করে!” সেই অভিজ্ঞতার কথাই তিনি শেয়ার করেছিলেন।
👉 “আমি তখন উত্তর দিয়েছিলাম, শরীর দেখিয়ে নয়, ট্যালেন্ট দিয়েই কাজ করতে চাই। আমি শরীর বিক্রি করতে আসিনি, ট্যালেন্ট বিক্রি করতে এসেছি।” 💪

শ্বেতা আরও স্পষ্ট করেন—
👉 “কোনো চরিত্রের প্রয়োজনে স্লিভলেস পরতেই হয়। কেউ স্লিভলেস পরলেই খারাপ হয়ে যায় না। আমি বরং বলেছিলাম, মিশমি, শ্রীতমাদি বা অস্মিতার মতো অভিনেত্রীরা দারুণ ক্যারি করেন। আমায় মানায় না, তাই আমি পরতে চাই না।” 🌸

তবে শ্বেতা এটাও বলেন— তিনি কখনওই কাউকে ছোট করে কথা বলেননি, ভবিষ্যতেও বলবেন না ❤️।

অন্যদিকে, স্বস্তিকার পোস্টে দেখা গিয়েছে বহু নেটিজেন তাঁর সমর্থনে মুখ খুলেছেন 👍। অনেকে মনে করছেন, শ্বেতার মন্তব্য হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আবার অনেকে সরাসরি শ্বেতাকেই দায়ী করছেন তাঁর অসাবধানী মন্তব্যের জন্য।

👉 সব মিলিয়ে, এই বিতর্কে এখন একদিকে শ্বেতার সাফাই 🕊️, অন্যদিকে স্বস্তিকার তির্যক মন্তব্য 🎯— যার ফলে টলিপাড়ায় রয়ে গিয়েছে গরম হাওয়া 🔥।

শিরোনাম: ‘ওরে নীল দরিয়া’ আজও শেষ হয় না, কিংবদন্তি আব্দুল জব্বারের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা। 🌟বিবরণ:আজ ৩০শে আগস্ট, ...
30/08/2025

শিরোনাম: ‘ওরে নীল দরিয়া’ আজও শেষ হয় না, কিংবদন্তি আব্দুল জব্বারের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা। 🌟

বিবরণ:
আজ ৩০শে আগস্ট, কালজয়ী গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে তিনি নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর কণ্ঠ আজও অমলিন কোটি বাঙালির হৃদয়ে। 'ওরে নীল দরিয়া', 'তারা ভরা রাতে', 'তুমি কি দেখেছ কভু' - এর মতো অসংখ্য কালজয়ী গানে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।

আব্দুল জব্বার কেবল একজন সংগীতশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার কণ্ঠযোদ্ধা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাঁর গাওয়া 'সালাম সালাম হাজার সালাম' ও 'জয় বাংলা বাংলার জয়'-এর মতো গানগুলো মুক্তিযোদ্ধাদের জুগিয়েছে অসীম প্রেরণা। দেশাত্মবোধক গানের পাশাপাশি তাঁর দরদমাখা কণ্ঠের রোমান্টিক গানগুলোও বাংলা সংগীতকে করেছে সমৃদ্ধ।

তাঁর প্রয়াণ দিবসে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক সংগঠন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তাঁকে স্মরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিল্পী, ভক্ত ও অনুরাগীরা তাঁর প্রতি জানাচ্ছেন বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। যতদিন বাংলা গান থাকবে, ততদিন আব্দুল জব্বারের কণ্ঠ বাংলার আকাশ-বাতাসে ধ্বনিত হবে।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সবসময়ই নিজের খোলামেলা স্বভাবের জন্য টলিপাড়ায় পরিচিত 🌟। স্পষ্ট কথা বলা, নিজের মতো করে জীব...
30/08/2025

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সবসময়ই নিজের খোলামেলা স্বভাবের জন্য টলিপাড়ায় পরিচিত 🌟। স্পষ্ট কথা বলা, নিজের মতো করে জীবন যাপন করা আর ট্রোলারদের মুখের ওপর জবাব দেওয়া – এটাই তাঁর বৈশিষ্ট্য 💪। তাই তাঁকে ঘিরে বিতর্ক যেমন হয়, আবার একইভাবে প্রশংসার ঝড়ও ওঠে 👏।

সম্প্রতি গণেশ চতুর্থী উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেছিলেন স্বস্তিকা 🙏✨। পোস্টে দেখা যায় তাঁর বাড়ির ঠাকুর ঘর, যেখানে গণেশ, জগন্নাথ, সরস্বতী, শিব, বুদ্ধসহ আরও দেবদেবীর মূর্তি রয়েছে। আর সেই সঙ্গেই ঠাকুর আসনে রাখা রয়েছে তাঁর প্রয়াত বাবা – কিংবদন্তি অভিনেতা সন্তু মুখোপাধ্যায় এবং মায়ের ছবি 🕯️❤️। ছবিটি শেয়ার করে স্বস্তিকা লেখেন –
👉 “বাড়ির ঠাকুর। রোজই পুজো করি। মা-বাবারা তারাদের দেশে চলে গেলে তাঁদের স্থান ঠাকুরের আসনেই। সেদিন কেউ বলেছিল, যখন অভিভাবকেরা মারা যান, আমরা দুটো অতিরিক্ত ঈশ্বর পাই—যাঁরা শুধুমাত্র আমাদের।” 💫

এই আবেগঘন পোস্টে অনেকে ভালোবাসা জানালেও, কিছু কটাক্ষও ধেয়ে আসে 💔। একজন নেটিজেন তাঁকে মন্তব্য করেন – “তোমার বাবার একটা ভাল ছবি দিতে পারোনি?” 😑📸

তবে চুপ করে বসে থাকার পাত্রী নন স্বস্তিকা 🔥। সঙ্গে সঙ্গে সপাটে জবাব দেন –
👉 “আমার বাবার কোন ফটোটা ভাল, সেটাও কি আপনাদের ঠিক করতে হবে?” 💥
এরপর আরও তীক্ষ্ণ উত্তর দিয়ে বলেন –
👉 “আপনার পছন্দ মতো একটা ফটোশুট করিয়ে রাখুন, আপনার বাবা-মায়ের। ভাল ছবি না থাকলে আপনারই সমস্যা হবে। মা-বাবা তো সারাজীবন থাকে না, শেষে ছবিই থেকে যায়—ওটাই আসল। ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্ট লাগলে বলবেন, আমি নম্বর দিয়ে দেব।” 🎯

এই জবাবের পর নেটিজেনদের মধ্যে আলোড়ন পড়ে যায়। কেউ স্বস্তিকার সাহসিকতার প্রশংসা করেন 👏❤️, কেউ আবার আরও কটাক্ষ ছুঁড়ে দেন। তবে যাই হোক না কেন, স্বস্তিকা নিজের শর্তে বাঁচেন 🌈, আর কারও ট্রোল তাঁকে দমিয়ে রাখতে পারে না।

👉 সংক্ষেপে, তিনি প্রমাণ করলেন আবারও – নিজের বাবা-মাকে নিয়ে কারও মন্তব্য তিনি মেনে নেন না ✊। তাঁর কাছে বাবা-মায়ের স্মৃতি কোনো "ভাল ছবি"র মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা আর শ্রদ্ধাতেই অমর 🕊️💖।

শ্রীলেখা মিত্র নিজের জীবনের এক অনন্য সুরেই চলেছেন 🌿✨। তিনি স্পষ্ট ভাষায় জানালেন— কোনও দিন মিথ্যা বলেননি, কারও ক্ষতি করেন...
30/08/2025

শ্রীলেখা মিত্র নিজের জীবনের এক অনন্য সুরেই চলেছেন 🌿✨। তিনি স্পষ্ট ভাষায় জানালেন— কোনও দিন মিথ্যা বলেননি, কারও ক্ষতি করেননি 🙏। তাঁর মতো শিরদাঁড়া সোজা রেখে চলতে ক’জনই বা পারে? 💪🔥

এই আত্মবিশ্বাস থেকেই তিনি ঘোষণা করলেন— শ্রীলেখা মিত্র ফুরিয়ে যায়নি। এত সহজে তিনি হার মানার মেয়ে নন 🌟। বরং তিনি বিশ্বাস করেন, আবার ফিরবেন, ফিরবেন একেবারে আগের মতো করে 🎭🌈।

এ যেন এক জীবনের নতুন ঘোষণা—আত্মবিশ্বাস, সততা আর দৃঢ়তায় ভর করে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। 🚀

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবনের এক কঠিন অধ্যায় জুড়ে আছে তাঁর সেই সময়ের অভিজ্ঞতা, যখন সংসার চালাতে তাঁকে ভ...
30/08/2025

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবনের এক কঠিন অধ্যায় জুড়ে আছে তাঁর সেই সময়ের অভিজ্ঞতা, যখন সংসার চালাতে তাঁকে ভরি ভরি সোনা বিক্রি করতে হয়েছিল। ✨💍

অপু বিশ্বাস নিজেই জানিয়েছেন, তিনি সোনা কেনা ভীষণ ভালোবাসেন। দেশে কিংবা বিদেশে—যেখানেই কাজের সূত্রে যেতেন, সুযোগ পেলেই সোনার গয়না কিনতেন। 💎✈️ “এই সোনা যে কোনও দিন এভাবে কাজে লাগবে, ভাবিনি”—এই কথাগুলোতেই লুকিয়ে আছে তাঁর কষ্ট আর বাস্তবতা।

ছেলে হওয়ার পর কিছু সময়ের জন্য চলচ্চিত্র থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। 👶🎬 সেই সময় কাজের অভাব ছিল প্রবল, ফলে আর্থিক সংকটও দেখা দেয়। একজন অভিনেত্রীর জীবন যতটা ঝলমলে দেখায়, আড়ালে ততটাই অনিশ্চয়তা লুকিয়ে থাকে—এই অভিজ্ঞতাই তুলে ধরেছেন অপু। তিনি বলেন, একবার জীবনযাত্রার মান যখন উন্নত হয়ে যায়, তখন তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভীষণ কঠিন। 🏠💔

অর্থকষ্টের সেই দিনগুলোতে সংসার চালানোর জন্য তাঁর ভরসা হয়ে দাঁড়ায় নিজের শখের কেনা সোনার গয়নাগুলো। একে একে অনেক প্রিয় অলঙ্কার বিক্রি করতে হয়েছিল তাঁকে। 💔💍 তবে সেই গয়নাই তাঁকে জীবনের কঠিন সময় পার করে বাঁচার শক্তি দিয়েছিল।

আজ তিনি আবারও আলো-ঝলমলে রূপালি পর্দায় ফিরে এসেছেন, কিন্তু সেই অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে—খ্যাতি আর সাফল্যের মাঝেও অজানা এক অনিশ্চয়তা সবসময় অভিনেতাদের জীবনে লুকিয়ে থাকে। 🌟🎥

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when LTV Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LTV Entertainment:

Share