উন্মোচন টিভি

উন্মোচন টিভি আমাদের কাজ চরম সত্য কথা তুলে ধরা, যা অন্য কেউ করেনি!

জকিগঞ্জে মসজিদ নিয়ে কটুক্তির অভিযোগ দীপক বিশ্বাসের উপর। তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।
09/09/2025

জকিগঞ্জে মসজিদ নিয়ে কটুক্তির অভিযোগ দীপক বিশ্বাসের উপর। তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

08/09/2025

জকিগঞ্জের শাহ শিতালংশাহ মাজারের দানবক্স থেকে টাকা চুরির দৃশ্য,,,,

#চুরি #টাকা #মাজার #

08/09/2025

দারুলউলুম হাটহাজারী মাদ্রাসার উপরে হামলার ঘটনা নিয়ে পিনাকীর চমৎকার বিশ্লেষণ,,,,,,,

07/09/2025

রংপুরের বোয়ালমারীতে ধুমধামে বিয়ে করে বাঁশের ঘরেই স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ!!!

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস (১৪ লক্ষ) টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রায়হান উদ্দিন রেহান কে আটক করেছে জক...
06/09/2025

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস (১৪ লক্ষ) টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রায়হান উদ্দিন রেহান কে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ নেই, ঈদে মিলাদুন্নবী পালন করা অন্যায় :জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। ...
06/09/2025

ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ নেই, ঈদে মিলাদুন্নবী পালন করা অন্যায় :জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক।

ঈদে মিলাদুন্নবী পালন করা স্পষ্ট বিদআত । ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি করা, মিছিল করা, কিয়াম করা, সিন্নি করা ইত্যাদি এই গুলা স্পষ্ট বিদআত।

প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।’ (মুসলিম, হাদিস : ১৫৩৫, নাসায়ি, হাদিস: ১৫৬০) ।
অনেকে আবার শ্লোগান দেয়— ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী।’ কিন্তু ইসলামে ঈদ দুটো তৃতীয় কোন ঈদ নেই। যদি থাকত তাহলে নবিজি( সাঃ) আমাদের জানিয়ে দিতেন।

‘ঈদে মিলাদুন্নবী’ পালন করা যদি জায়েজ কিংবা সওয়াবের কাজ হতো তাহলে রসূলুল্লাহ ( সাঃ) তা জানিয়ে দিতেন। তার জীবদ্দশায় সাহাবিদের পালন করার নির্দেশ দিতেন। আমরা কি সাহাবিদের থেকে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেশি ভালোবাসতে পারব? যদি না পারি তাহলে যেখানে সাহাবিরা ঈদে মিলাদুন্নবী পালন করেননি, তাবে-তাবেঈনগন পালন করেননি চার মাযহাবের কোন ইমাম পালন করেননি সেখানে আমরা মনগড়া ইবাদত কিভাবে পালন করি। যার ভিত্তি শরীয়তে নেই।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন — “বলুন, ‘আমি কি তোমাদেরকে সংবাদ দেব তাদের যারা কর্মে সর্বাধিক ক্ষতিগ্রস্ত?’ দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে, তারা ভাল কাজই করছে’!” [সূরা কাহাফ : ১০৩-১০৪]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন — “আল্লাহ তায়ালা বিদআতী ব্যক্তির সালাত, সাওম, যাকাত, হাজ্জ, উমরাহ, জিহাদ, সদকাহ, ন্যায় বিচার, তাওবাহ, আমল ইত্যাদি কিছুই কবুল করবেন না। সে ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেভাবে আটার খামির থেকে চুল বের হয়ে যায়।” [ইবনে মাজাহ : ৪৯]

শরীয়তবিহীন যেই আমল করে রসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন, তার শাফায়াত কামনা করছেন কিংবা হাউজে কাউছার থেকে পানি পানের স্বপ্ন দেখছেন। তা কিন্তু সম্ভব নয় কেননা সেদিন নতুন এই কর্ম তৈরি করার জন্য আল্লাহর রাসূল আপনাকে হাউজ থেকে তাড়িয়ে দিবেন এবং বলবেন— ‘দূর হও! দূর হও! যারা আমার পরে আমার দ্বীনে বিকৃতি তৈরি করেছ।’ [বুখারী : ৬৫৮৩]

আর শাফায়াত সেটাও মিলবেনা সেদিন। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন — “আমার উম্মতের জন্য আমার সুপারিশ হালাল। কিন্তু বিদআতীর জন্য আমার সুপারিশ হালাল নয়। [আল বিদাউ, ইবনে উদ্দাহ : ৮৫]

আমল সেটাই যেটা নবী রসুলুল্লাহ ( সাঃ) করেছেন এবং তার উম্মতকে করতে নির্দেশ দিয়েছেন। শরীয়তে যেটা নেই মনগড়া সেই আমল করলে কবূল হওয়া ত দূরে থাক বরং সেটা হবে গুনাহ

05/09/2025

ঈদে মিলাদুন্নবী নিয়ে তথ্যবহুল আলোচনা করছেন সিলেট - ৫ আসনের হাতপাখার মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি রেজাউল করিম আবরার।

#ঈদেমিলাদুন্নবী #মুফতিরেজাউলকরিম #আবরার

জকিগঞ্জে বাবার সম্পত্তি ভাইয়ের নামে রেজিষ্টারী করতে গিয়ে বোনদের কাছে ধরা খেলেন ৪ ভাই!জকিগঞ্জের সোনাসারেবাবার সম্পত্তি ভা...
05/09/2025

জকিগঞ্জে বাবার সম্পত্তি ভাইয়ের নামে রেজিষ্টারী করতে গিয়ে বোনদের কাছে ধরা খেলেন ৪ ভাই!

জকিগঞ্জের সোনাসারে
বাবার সম্পত্তি ভাইয়ের নামে রেজিষ্টারী করতে গিয়ে বোনদের কাছে হাতেনাতে ধরা খেলেন ৪ ভাই!বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুর ১:৩০ মিনিটের সময় জকিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের সামনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জনান,আজ দুপুর ১:৩০ মিনিটের সময় জকিগঞ্জের সোনাসার এলাকা থেকে প্রাইভেট কার যোগে একজন বৃদ্ধ লোককে নিয়ে জকিগঞ্জ সাব- রেজিষ্টারী অফিসে আসেন তার সন্তানেরা।সাব-রেজিষ্টারী অফিসের সামনে আসা মাত্র ৪/৫ জন মহিলা প্রাইভেট কারটিকে বাধা প্রধান করে এবং ঐ বৃদ্ধ লোকটিকে তাদের বাবা পরিচয় দিয়ে গাড়ি থেকে নামিয়ে নিতে চায়।উপস্থিত প্রত্যক্ষদর্শীরা কারণ জানতে চাইলে তারা বলেন,আমাদের বাবা বৃদ্ধ মানুষ,যে কোন সময় মারা যাওয়ার কথা চিন্তা করে আমাদের ৪ ভাই বাবার সম্পত্তি তাদের নামে রেজিষ্টারী করার জন্য কালো গ্লাসের গাড়িতে করে সাব-রেজিষ্টারী অফিসে উদ্দেশ্যে আসতেছে খবর পেয়ে আমরা এখানে আসি।

পুত্রের নামে সম্পত্তি লিখে দিতে কালো গাড়িতে করে জকিগঞ্জ সাব-রেজিষ্টারী অফিসে যেতে চাইলে তীব্র বাধা ও প্রতিবাদের মুখে পড়েন বাবা।৪ পুত্র সন্তান বাবাকে ফুসলিয়ে এই কাজে উদ্ভুদ্ধ করেছেন বলে জানিয়েছেন তার মেয়েরা।তীব্র প্রতিবাদ ও হট্রগোলের মুখে রেজিষ্টারী না করে
ফিরে যেতে বাধ্য হন তারা।

04/09/2025

ঢাকার গুলশান অফিসে ডেকে নিয়ে মামুনুর রশীদ মামুনকে সিলেট -৫ আসনে নির্বাচনেরর জন্য মনোনয়ন দিয়েছেন :সাবেক কাউন্সিলর রিপন আহমদ।

চাকসু মামুন মিডিয়াসেল জকিগঞ্জ.কানাইঘাট

02/09/2025

জকিগঞ্জ প্রেসক্লাবকে ফ্যাসিস্ট মুক্ত করা এখন সময়ের দাবি।

#জকিগঞ্জ #প্রেসক্লাবকে #ফ্যাসিস্ট #মুক্তকরা #সময়ের #দাবি

02/09/2025

একটি হাঁসের জন্য চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন!

মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে!

01/09/2025

জকিগঞ্জে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন।

আসুন নিজে রক্ত দেই,
অন্যকে উৎসাহ করি।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when উন্মোচন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category