BroZ Homes & Resort Dumdum

BroZ Homes & Resort Dumdum One Life. One World. Explore it!


চলুন ঘুরে আসি যেখানে শুধু পায়ের ছাপ ,
যাত্রা,আবিষ্কার, অজানা কিছু খোঁজা, রোমাঞ্চ সবই ভ্রমণের অংশ!

🍁BroZ Homes And Resorts🍁 ♦️সকাল সকাল এক কাপ চা হয়ে যাক ☕তাও আবার জানালায় দাঁড়িয়ে এত সুন্দর ভিউ এই ভিউ পেতে হলে চলে আ...
22/09/2024

🍁BroZ Homes And Resorts🍁

♦️সকাল সকাল এক কাপ চা হয়ে যাক ☕
তাও আবার জানালায় দাঁড়িয়ে এত সুন্দর ভিউ
এই ভিউ পেতে হলে চলে আসতে হবে আমাদের গ্যাংটকের হোটেল BroZ Nazom Retreat এ। ♦️

✅আপনি Silk Route করছেন অথবা নর্থ সিকিম গ্যাংটক এ এসে MG MARG ঘুরে দুদিন কাটিয়ে যান।
ডিসেম্বর মাসে MG MARG ঘুরতে বেশ দারুন লাগে।😌

♦️👉🏼তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি বুক করে নিন আমাদের হোটেল - ✴️BroZ Nazom Retreat✴️

☎️ - 6289602994

🍁BroZ Homes And Resorts🍁♦️রাতের সামালবং♦️কালো আকাশে চাঁদ উঠেছিল কাল_ তার মধ্যে আকাশ ভর্তি পেজা তুলোর মতন মেঘ।✴️ঘরের জানা...
21/09/2024

🍁BroZ Homes And Resorts🍁

♦️রাতের সামালবং♦️

কালো আকাশে চাঁদ উঠেছিল কাল_ তার মধ্যে আকাশ ভর্তি পেজা তুলোর মতন মেঘ।
✴️ঘরের জানালায় বসে রাতের পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছিল😌
🌿চোখ যতদূর যায় ততদূর পাহাড়ের চূড়া __ 🍁চাঁদের জোৎস্না আলোতে কি অপরূপ লাগছিল আমাদের এই সামালবং🍁

♦️রাতের আকাশেও পাহাড় দেখার একটা আলাদাই মজা আর সেটা আমাদের ঘরে বসেই পাওয়া যায়।♦️

তাহলে বেরিয়ে পড়ুন দু রাত তিন দিনের জন্য সামালবং। মাত্র 1500(Swiss Cottage) , 1700(Duplex) Per Head, Per Day.
Including - Fooding & Lodgings

🌿Tibetan Villa Samalbong🌿

🍁Silk Route With BroZ Homes And Resorts🍁 ☘️ঘুরতে যাবেন ভাবছেন  কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না। তাহলে চলুন BroZ এর সা...
19/09/2024

🍁Silk Route With BroZ Homes And Resorts🍁

☘️ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না। তাহলে চলুন BroZ এর সাথে একবার সিল্করুট ঘুরে আসুন। শুরুটা হবে আমাদের কালিংপং এর ছোট্ট একটা গ্রাম সামালবং থেকে তারপর জিগজ্যাক রোডের আঁকাবাঁকা পথ পেয়ে উঠে পড়বো পাহাড়ের শেষ প্রান্তে, শেষটা হবে গ্যাংটকের MG MARG ঘুরে। ☘️
♦️ একদিন গ্যাংটক এ থেকে সন্ধ্যেবেলায় MG MARG ঘুরতে বেরুন। এই MG MARG ডিসেম্বর মাসে তার এক নতুন সাজে সেজে ওঠে , সেটা অনুভব করতে চলে আসুন আপনাদের প্রিয় মানুষটার হাত ধরে।।❤️

🌿 তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের আতিথেয়তা আর বাঙালিয়ানা খাবার আপনার মনকে খুশি করে দেবে আর একটা সুন্দর স্মৃতি প্রদান করবে। এটা আমাদের গ্যারান্টি।🌿
✅যোগাযোগ করু-- 6289602994

➡️The Story of - 🍁SAMALBONG 🍁🌿 কালিম্পং শহরের ছোট্ট একটা গ্রাম সামালবং"___♦️যে গ্রামে রয়েছে হাতে গোনা কিছু  ঘর বাড়ি আর...
18/09/2024

➡️The Story of - 🍁SAMALBONG 🍁
🌿 কালিম্পং শহরের ছোট্ট একটা গ্রাম সামালবং"___

♦️যে গ্রামে রয়েছে হাতে গোনা কিছু ঘর বাড়ি আর অল্পসংখ্যক লোকের আনাগোনা। যেখানে শহরের ক্লান্ত ভরা জীবন থেকে একটু বিরতি নিয়ে চলে আসুন পাহাড়ের দেশে ।
♦️পাহাড়ের কোলে তৈরি আমাদের এই ছোট্ট হোমস্টে➡️ 🌿Tibetan Villa Samalbong🌿.
♦️অসাধারণ পরিবেশের সাথে জানালা খুললেই মেঘের আনাগোনা ঘরের মধ্যে হয়েই চলেছে।
♦️আর পায়ে হেঁটে ভিউ পয়েন্ট গিয়ে যতদূর চোখ যায় ততদূর দেখা মেলে সারিবদ্ধ পাহাড়ের চূড়া একের পর এক মুখ উঠিয়ে দাঁড়িয়ে রয়েছে।
♦️সন্ধ্যেবেলা নেকলেস ভিউটা___ কি অসাধারণ
মনে হয় দুই পাহাড়ের মাঝখানে হীরের নেকলেস ঝুলিয়ে রেখেছে, কালো আকাশের মধ্যে ঝকমক করে ওঠে কালিম্পং শহরটা।
♦️ পাহাড়ে ঘুরতে এসে বাঙালিয়ানা খাবারের স্বাদ পেয়েছেন কখনো সেটাও পাবেন আমাদের এই সামালবঙং এ।

✅➡️চলে আসুন একবার আমাদের সামালবং এ আমরা এবং আমাদের আতিথিয়তা আপনাদের জন্য অপেক্ষা করছি।

☎️যোগাযোগ করুন - 6289602994

➡️. ✴️BroZ Homes And Resorts✴️

#

17/09/2024
⭐🚨𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐑𝐬3,499/- 𝐎𝐧𝐥𝐲 🚨⭐এবার সাধ্যের মধ্যে সিকিম ভ্রমন, ভ্রমণ প্রিয় বাঙালির পছন্দের ঘোরার জায়গা হল সিকিম, এ...
15/09/2024

⭐🚨𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐑𝐬3,499/- 𝐎𝐧𝐥𝐲 🚨⭐
এবার সাধ্যের মধ্যে সিকিম ভ্রমন, ভ্রমণ প্রিয় বাঙালির পছন্দের ঘোরার জায়গা হল সিকিম, এবার শীতে বরফ নিয়ে খেলতে হলে আসতেই হবে সিকিম।
🚨কি ভাবছেন? খরচ কত হবে? কম লোক গেলে অনেক বেশি গাড়ি ভাড়া দিতে হবে? একদমই নয়, এসব চিন্তার দিন শেষ। আমরা নিয়ে এসছি সাধ্যের মধ্যে সাধ পূরণের ঘোরার প্যাকেজ।
🚨𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 𝗖𝗼𝘀𝘁(𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝑡𝑜 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘, 𝑀𝑖𝑛𝑖𝑚𝑢𝑚 2 ℎ𝑒𝑎𝑑𝑠, 𝑆ℎ𝑎𝑟𝑖𝑛𝑔 𝐶𝑎𝑟 𝑃𝑎𝑐𝑘𝑎𝑔𝑒)🚨
✅ 𝟮𝗡𝟯𝗗: 𝗥𝘀3,499/𝗵𝗲𝗮𝗱✅
⭐𝙋𝙡𝙖𝙣⭐
✅ 𝐷𝑎𝑦 1 : 𝐶ℎ𝑒𝑐𝑘 𝑖𝑛 𝑎𝑛𝑑 𝑆𝑡𝑎𝑦 𝑎𝑡 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝐻𝑜𝑡𝑒𝑙.
✅ 𝐷𝑎𝑦 2 : 𝑆𝑖𝑔ℎ𝑡𝑠𝑒𝑒𝑖𝑛𝑔 (𝐶ℎ𝑎𝑛𝑔𝑢 𝐿𝑎𝑘𝑒, 𝑁𝑒𝑤 𝐵𝑎𝑏𝑎 𝑀𝑎𝑛𝑑𝑖𝑟, 𝑁𝑎𝑡ℎ𝑢𝑙𝑎 𝑃𝑎𝑠𝑠), 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝑠𝑡𝑎𝑦.
✅ 𝐷𝑎𝑦 3 : 𝐴𝑓𝑡𝑒𝑟 𝐵𝑟𝑒𝑎𝑘𝑓𝑎𝑠𝑡 𝐶ℎ𝑒𝑐𝑘 𝑜𝑢𝑡 𝑓𝑟𝑜𝑚 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝐻𝑜𝑡𝑒𝑙.
✅ 𝟯𝗡𝟰𝗗: 𝗥𝘀𝟰,𝟵𝟵𝟵/𝗵𝗲𝗮𝗱✅
⭐𝙋𝙡𝙖𝙣⭐
✅ 𝐷𝑎𝑦 1 : 𝐶ℎ𝑒𝑐𝑘 𝑖𝑛 𝑎𝑛𝑑 𝑆𝑡𝑎𝑦 𝑎𝑡 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝐻𝑜𝑡𝑒𝑙
✅ 𝐷𝑎𝑦 2 : 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝐿𝑜𝑐𝑎𝑙 𝑆𝑖𝑔ℎ𝑡𝑠𝑒𝑒𝑖𝑛𝑔 Mixed point. 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝑠𝑡𝑎𝑦.
✅ 𝐷𝑎𝑦 3 : 𝑆𝑖𝑔ℎ𝑡𝑠𝑒𝑒𝑖𝑛𝑔 (𝐶ℎ𝑎𝑛𝑔𝑢 𝐿𝑎𝑘𝑒, 𝑁𝑒𝑤 𝐵𝑎𝑏𝑎 𝑀𝑎𝑛𝑑𝑖𝑟, 𝑁𝑎𝑡ℎ𝑢𝑙𝑎 𝑝𝑎𝑠𝑠), 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝑠𝑡𝑎𝑦.
✅ 𝐷𝑎𝑦 4 : 𝐴𝑓𝑡𝑒𝑟 𝐵𝑟𝑒𝑎𝑘𝑓𝑎𝑠𝑡 𝐶ℎ𝑒𝑐𝑘 𝑜𝑢𝑡 𝑓𝑟𝑜𝑚 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝐻𝑜𝑡𝑒𝑙

🚨 আমরা কি কি দিচ্ছি🚨
✅ প্রথম দিন লাঞ্চ থেকে শেষ দিন সকালের খাবার, হোটেলে।
✅ Deluxe হোটেল। (With Geyser, Smart TV with YouTube Premium and DTH, Electric Kettle, Free wifi)
✅ Sightseeing এর Sharing Car।
✅ সমস্ত পারমিট এর খরচ।

🚨আমরা কি কি দিচ্ছি না🚨
✅কোনরকম Taxi ভাড়া, ট্রেন এর টিকিট,শিলিগুড়ি টু গ্যাংটক/গ্যাংটক টু শিলিগুড়ি গাড়ি ভাড়া।
✅ হোটেল এর বাইরে কোনো খাবার।
✅ কোনো জায়গার কোনরকম টিকেট।
✅ কোনো ব্যক্তিগত খরচ।
✅ যা ওপরে আমরা যা যা দিছির মধ্যে বলা নেই।
🚨🚨বি:দ্র: বরফ পাওয়া না পাওয়া পুরোটাই প্রকৃতির ওপর, বরফ পরার পর কতটা রাস্তা যাওয়া যাবে সেটা নির্ভর করে আর্মি ও সিকিম পুলিশের পারমিট এর ওপর।
🌟🌟 🌟গ্যাংটক শুধু রুম বা থাকা খাওয়া সহ আলাদা বুকিং দেয়া হয় ।
✅6289602994

⭐🚨𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐑𝐬3,499/- 𝐎𝐧𝐥𝐲 🚨⭐এবার সাধ্যের মধ্যে সিকিম ভ্রমন, ভ্রমণ প্রিয় বাঙালির পছন্দের ঘোরার জায়গা হল সিকিম, এ...
14/09/2024

⭐🚨𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐑𝐬3,499/- 𝐎𝐧𝐥𝐲 🚨⭐
এবার সাধ্যের মধ্যে সিকিম ভ্রমন, ভ্রমণ প্রিয় বাঙালির পছন্দের ঘোরার জায়গা হল সিকিম, এবার শীতে বরফ নিয়ে খেলতে হলে আসতেই হবে সিকিম।
🚨কি ভাবছেন? খরচ কত হবে? কম লোক গেলে অনেক বেশি গাড়ি ভাড়া দিতে হবে? একদমই নয়, এসব চিন্তার দিন শেষ। আমরা নিয়ে এসছি সাধ্যের মধ্যে সাধ পূরণের ঘোরার প্যাকেজ।
🚨𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 𝗖𝗼𝘀𝘁(𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝑡𝑜 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘, 𝑀𝑖𝑛𝑖𝑚𝑢𝑚 2 ℎ𝑒𝑎𝑑𝑠, 𝑆ℎ𝑎𝑟𝑖𝑛𝑔 𝐶𝑎𝑟 𝑃𝑎𝑐𝑘𝑎𝑔𝑒)🚨
✅ 𝟮𝗡𝟯𝗗: 𝗥𝘀3,499/𝗵𝗲𝗮𝗱✅
⭐𝙋𝙡𝙖𝙣⭐
✅ 𝐷𝑎𝑦 1 : 𝐶ℎ𝑒𝑐𝑘 𝑖𝑛 𝑎𝑛𝑑 𝑆𝑡𝑎𝑦 𝑎𝑡 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝐻𝑜𝑡𝑒𝑙.
✅ 𝐷𝑎𝑦 2 : 𝑆𝑖𝑔ℎ𝑡𝑠𝑒𝑒𝑖𝑛𝑔 (𝐶ℎ𝑎𝑛𝑔𝑢 𝐿𝑎𝑘𝑒, 𝑁𝑒𝑤 𝐵𝑎𝑏𝑎 𝑀𝑎𝑛𝑑𝑖𝑟, 𝑁𝑎𝑡ℎ𝑢𝑙𝑎 𝑃𝑎𝑠𝑠), 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝑠𝑡𝑎𝑦.
✅ 𝐷𝑎𝑦 3 : 𝐴𝑓𝑡𝑒𝑟 𝐵𝑟𝑒𝑎𝑘𝑓𝑎𝑠𝑡 𝐶ℎ𝑒𝑐𝑘 𝑜𝑢𝑡 𝑓𝑟𝑜𝑚 𝐺𝑎𝑛𝑔𝑡𝑜𝑘 𝐻𝑜𝑡𝑒𝑙.

🚨 আমরা কি কি দিচ্ছি🚨
✅ প্রথম দিন লাঞ্চ থেকে শেষ দিন সকালের খাবার, হোটেলে।
✅ Deluxe হোটেল। (With Geyser, Smart TV with YouTube Premium and DTH, Electric Kettle, Free wifi)
✅ Sightseeing এর Sharing Car।
✅ সমস্ত পারমিট এর খরচ।

🚨আমরা কি কি দিচ্ছি না🚨
✅কোনরকম Taxi ভাড়া, ট্রেন এর টিকিট,শিলিগুড়ি টু গ্যাংটক/গ্যাংটক টু শিলিগুড়ি গাড়ি ভাড়া।
✅ হোটেল এর বাইরে কোনো খাবার।
✅ কোনো জায়গার কোনরকম টিকেট।
✅ কোনো ব্যক্তিগত খরচ।
✅ যা ওপরে আমরা যা যা দিছির মধ্যে বলা নেই।
🚨🚨বি:দ্র: বরফ পাওয়া না পাওয়া পুরোটাই প্রকৃতির ওপর, বরফ পরার পর কতটা রাস্তা যাওয়া যাবে সেটা নির্ভর করে আর্মি ও সিকিম পুলিশের পারমিট এর ওপর।
🌟🌟 এছাড়াও কালিম্পং,সিল্করুট, নর্থ সিকিমের Customised Package ও করা হয়।
🌟🌟গ্যাংটক শুধু রুম বা থাকা খাওয়া সহ আলাদা বুকিং দেয়া হয় ।
✅🚨যোগাযোগ🚨✅
•*PH:+91 62896 02994
◆ *BroZ Homes & Resorts*
◆ 𝑹𝒂𝒊 𝑫𝒂𝒓𝒂, 𝑺𝒂𝒎𝒂𝒍𝒃𝒐𝒏𝒈
𝑲𝒂𝒍𝒊𝒎𝒑𝒐𝒏𝒈, 𝑾𝑩 - 734301
◆ *Gangtok , Manbir Colony, Road, near District Court, Burtuk, Gangtok, Sikkim 737101*
◆ *Book Office Addresses :-barrakpore
◆ *Our Other branches*:-Bishore para.
,Malda,Canning,Dulnop.Baruipur,Dum Dum cantonment.

#ভ্রমণ_আপনার_দায়িত্ব_আমাদের

12/09/2024

♦️BroZ Homes And Resorts♦️
🌿 Tibetan Villa Samalbong 🌿

🍁সকাল সকাল ঘুম থেকে উঠেই পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের সামালবং ভিউ পয়েন্টে।🍁

😃আজকের ওয়েদারটা অসাধারণ, মেঘ যেন আজ পাহাড়ের চূড়ার কাছে নত হয়েছে তাই মাথা উঠিয়ে বেরিয়ে এসেছে সাদা চাদরে মোরা আমাদের কাঞ্চনজঙ্গা___ 🏔️
🔺যেটা দেখার জন্য শয়ে শয়ে মানুষ বৃষ্টির দিনে অপেক্ষা করে থাকে কিন্তু আমাদের সামালবং থেকে বৃষ্টির দিনেও কাঞ্চনজঙ্ঘা উঁকি মারে।🏔️😌

🌄সকালের সোনালী আলোটা যখন পাহাড়ের শীর্ষে পড়ে মনে হয় কত দিগন্ত জুড়ে এই দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি।💐

✅চলুন না বেরিয়ে পড়ি__ আমাদের জন্য অপেক্ষা করছে কাঞ্চনজঙ্গা। তার সেই অপরূপ দৃশ্য উপভোগ করে আসি কিছুদিন হাতে সময় নিয়ে।✴️

10/09/2024
10/09/2024

🍁আমাদের প্রিয় সামালবং🍁
✅ Tibetan Villa Samalbong

💐শহরের ব্যস্ত জীবন ছেড়ে একটু ক্লান্তিমুক্ত হওয়ার জন্য চলুন না যাই এক নির্জন জায়গায়, যেখানে আপনি দেখতে পাবেন হাতে-গোনা কয়েকটা ঘর বাড়ি তার সাথে কিছু লোকজন কিন্তু তাও আবার সন্ধ্যের পর কোন একটা টু শব্দ পাবেন না এতটাই নিরিবিলি আর শান্তশিষ্ট্য জায়গা আমাদের এই সামালবং।😌

🍁সামালবং এর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি যখন সামনের দিকে দেখবেন - যতদূর চোখ যায় ততদূর দেখতে পারবেন পাহাড়ের সারিবদ্ধ সীমানাহীন আলঙ্গন আর দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। 🏔️

🌿শুধু তাই নয়, সন্ধ্যেবেলায় নেকলেস ভিউ পয়েন্টে চলুন হাঁটতে হাঁটতে , __ একটু পিছনের দিকে ঘুরেই দেখতে পাবেন আপনার জীবনের এক স্মৃতি পূর্ণ ভিউ __ কালিংপং শহরটা পুরো আকাশের তারার মতন জ্বলে ওঠে, আপনার জীবনের এক সেরা মুহূর্ত হয়ে দাঁড়াবে এই সন্ধ্যেবেলা । মনে হবে পাহাড়ের কোলে কেউ হীরের নেকলেস ঝুলিয়ে দিয়েছে তাও আবার চকমকে।😌

📢তাহলে ভাবছেন কি দু-তিন দিনের ছুটি নিয়ে চলেই আসুন আমাদের সামালবং এক্সপ্লোর করতে।

🚨🔴1500/- [Per Head/Per Day]🔴🚨
✅ Including fooding and Lodging
😃 জানালা খুলে দেখব পাহাড় সামালবং এ বাঙালিয়ানা খাবার। 😋

🏠 Tibetan Villa Samalbong

🏘️আমাদের সামালবং 😊🤔চলুন না একবার ঘুরেই আসি পাহাড়ের কোলে বসে জানালা দিয়ে এক অপরূপ পাহাড়ে দৃশ্য 🏔️ সে কি অনুভূতি 😌🌄সকাল...
09/09/2024

🏘️আমাদের সামালবং 😊
🤔চলুন না একবার ঘুরেই আসি
পাহাড়ের কোলে বসে জানালা দিয়ে এক অপরূপ পাহাড়ে দৃশ্য 🏔️ সে কি অনুভূতি 😌
🌄সকালে ঘুম থেকে ওঠার পর দরজা কিংবা জানলা খুললেই আপনার ঘরে ঢুকে পড়বে ঘন সাদা মেঘ ☁️
🌹আমাদের আতিথিয়তা তার সাথে বাঙালিয়ানা খাওয়া দাওয়া,😋পাহাড়ের কোলে বসে বাঙালিয়ানা সবকিছু পাওয়া এটাও একটা অসাধারণ অভিজ্ঞতা, 😋🌹এটা উপভোগ করতে চলে আসুন আমাদের সামালবং এ🌹
🍁BroZ Homes And Resorts🍁

🍁BroZ Homes And Resorts🍁 ☘️চলুন না পাহাড়ের কোলে বসে এক কাপ চা হয়ে যাক🌿সকালে আমাদের দিনটা শুরু হয় এক কাপ চা দিয়ে আর দ...
08/09/2024

🍁BroZ Homes And Resorts🍁

☘️চলুন না পাহাড়ের কোলে বসে এক কাপ চা হয়ে যাক

🌿সকালে আমাদের দিনটা শুরু হয় এক কাপ চা দিয়ে আর দিনটা শেষ হয় শহরের ক্লান্ত ভরা জীবনে। 🌿
হাতে কিছুটা সময় নিয়ে চলুন পাহাড়ের কোলে বসে এই দৃশ্য দেখতে দেখতে এক কাপ চায়ে চুমুক দেই।

Address

Dumdum
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when BroZ Homes & Resort Dumdum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share