Our Story
শব্দের মিছিল অমানবিকতার বিরুদ্ধে। শব্দের মিছিল স্বজন পোষণ, দুর্নীতি, প্রতারণা, বিদ্রুপ, তুচ্ছ তাচ্ছিল্যর বিরুদ্ধে। শব্দের মিছিল কোনরূপ অসামাজিক, অনৈতিক ক্রিয়াকলাপকে সমর্থন করে না। সমর্থন করে না কলম এবং লেখকের মধ্যে গড়ে ওঠা কোনরূপ অসাধুতা এবং দ্বিচারিতা। শব্দের মিছিল বাক স্বাধীনতায় বিশ্বাসী, এবং অবিশ্বাসী স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা।
অহং চটুল ব্যক্তি সর্বস্ব সাহিত্য সংস্কৃতির উপরে নির্ভর না করে, সভ্যতা এবং নাগরিকে প্রভূত উন্নতি ও স্পৃহাবোধের উদ্ভবনে শ্রদ্ধেয় প্রবীণদের সমন্বয়ে এই প্রজন্মের নির্ভীক নবীন সাহিত্য কর্মী, সংস্কৃতি কর্মী, শিক্ষাকর্মী, শিল্পী পাঠক শুভাকাঙ্ক্ষী এবং অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের সক্রিয় আরাধনা এবং স্বচ্ছ অবস্থানকে প্রকাশ করতেই শব্দের মিছিলের এই স্পর্ধা, এই প্রচেষ্টা, চর্চিত এই প্রয়াস।
মিছিলের প্রতিটি শ্লোগানধারী;ই আমাদের গর্বের, আমাদের মুক্তির অহংকার।
জানতে / লিখতে মেইল করুন -
[email protected]