শব্দের মিছিল

শব্দের মিছিল একটি মুক্ত সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন।

07/04/2025

🤍

মানুষ স্বাধীনতা চায়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে বন্ধনে বাঁধে। এ এক আশ্চর্য মানব কূটাভাস!
14/01/2025

মানুষ স্বাধীনতা চায়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে বন্ধনে বাঁধে। এ এক আশ্চর্য মানব কূটাভাস!

 #শুভ_জন্মদিন@ফলোয়ার প্রায় ত্রিশ বছর ধরে কবিতার পথে হেঁটে চলেছি। এই হাঁটার কোনো শেষ নেই। প্রতিদিন ঝুলিতে নিত্য নতুন অভ...
02/01/2025

#শুভ_জন্মদিন

@ফলোয়ার
প্রায় ত্রিশ বছর ধরে কবিতার পথে হেঁটে চলেছি। এই হাঁটার কোনো শেষ নেই। প্রতিদিন ঝুলিতে নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চিত হচ্ছে। এতদিন কবিতার পথে পথে একা হেঁটেছি। কবিতা নিয়ে নিজের মনে অনেক কথাই বলেছি। আজ মনে হচ্ছে কবিতার পথে পথে হাঁটতে হাঁটতে আপনাদের সাথেও কথা বলব। কবিতা নিয়ে হাজার প্রশ্ন মনের ভেতর সবসময় উঁকি দেয়। সে সবও আপনাদের জানাব। জেনে নেব আপনাদের মতামত। অভিজ্ঞতার ঝুলি আরও ভরে উঠবে বলে আমার বিশ্বাস।

আমি বিশ্বাস করি, কবির জন্ম মৃত্যু বলে কিছু হয় না। এ সৃষ্টিশক্তির একটা ধারা। এ যেন ঠিক রিলে রেসের মতো। একজন দৌড়বীর ছুটতে ছুটতে এসে আর একজন দৌড়বীরের হাতে ব্যাটন তুলে দেন। চোখের পলকে তিনি তখন ছুটতে শুরু করেন। কবিদের ক্ষেত্রেও ঠিক তাই।

প্রথম কবে কবিতা লিখেছিলাম আজ আর মনে নেই। সেই কবিতা কোথায় আছে তাও জানা নেই। সেই কবিতা সেদিন সত্যিই কবিতা হয়ে উঠেছি...

 #শুভ_জন্মদিন যে দেশের শাষনযন্ত্র রাজনৈতিক পরিকঠামোর উপর অনেকাংশেই নির্ভরশীল সে দেশের পরিবর্তনের চাকা অবশ্যই রাজনৈতিক দল...
01/01/2025

#শুভ_জন্মদিন

যে দেশের শাষনযন্ত্র রাজনৈতিক পরিকঠামোর উপর অনেকাংশেই নির্ভরশীল সে দেশের পরিবর্তনের চাকা অবশ্যই রাজনৈতিক দলকে কেন্দ্র করেই বদলের দৃষ্টান্ত আনবে।​ আমাদের দেশ ভারতবর্ষে বর্তমান পরিস্থিতিতে তেমন ভাবেই আনতে হবে অবতরনের বিরুদ্ধ প্রতিরোধ; কোন বিশেষ রাজনৈতিক দলের সমালোচনা না করে অথবা সমর্থন না করে বলা ভালো ঠিক যে যে কারণে অপসংস্কৃতি, অরাজকতা সেই জায়গাগুলোতে ই সদর্থক হতে হবে রাজনৈতিক দলকে, পুরোনো ভাবনা বা নীতির​ ইতি টেনে নিয়ে আসতে হবে নবীন মতাদর্শকে আর এই দেশের এই সঙ্কটাপন্ন অবস্থায় শিক্ষিত সদস্যরা ই পাবে প্রাধান্য।

​ যে দেশের শাষনযন্ত্র রাজনৈতিক পরিকঠামোর উপর অনেকাংশেই নির্ভরশীল সে দেশের পরিবর্তনের চাকা অবশ্যই রাজনৈতিক দলকে...

 #শুভ_জন্মদিন​ ফোনটা রেখে মলয়বাবু একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। নাতনিটার সঙ্গে কথা বললে মনটা যে কী ফুরফুরে হয়ে যায়। ম...
26/12/2024

#শুভ_জন্মদিন

​ ফোনটা রেখে মলয়বাবু একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। নাতনিটার সঙ্গে কথা বললে মনটা যে কী ফুরফুরে হয়ে যায়। মাঝে মাঝে যদি নিজের কাছে এনে রাখতে পারতেন! কিন্তু এই বয়সে একার এই হালভাঙা সংসারে তরতরে কৈশোরকে টেনে আনার সাহস হয় কৈ!

সমানাধিকার মানে নিজের ভাবনা, নিজের কথা, নিজের শিক্ষা, নিজের কাজ, নিজের​ জীবনের স্বাধীনতা প্রত্যেক মানুষের থাকবে।

 #শুভ_জন্মদিনযা হওয়ার হবে। এবার গিয়ে রুমিকে বুঝিয়ে বলতে হবে। তার জীবনের পঁচিশ বছর যে মাসিই আগলেছে! মাসি একাধারে মা, বাবা...
25/12/2024

#শুভ_জন্মদিন

যা হওয়ার হবে। এবার গিয়ে রুমিকে বুঝিয়ে বলতে হবে। তার জীবনের পঁচিশ বছর যে মাসিই আগলেছে! মাসি একাধারে মা, বাবা, ভাই, বন্ধু সব। তার বাল্য, কৈশোর, যৌবনের সবটা জুড়ে মাসি। ছেলেবেলার হাজার বায়না, বয়ঃসন্ধির নানা প্রশ্নের মীমাংসা, যৌবনের প্রেম-অপ্রেম, হতাশা-উচ্ছ্বাস—সবই মাসির স্নেহে-শাসনে-প্রশ্রয়ে পল্লবিত হয়েছে। এখন এই শেষবেলায় ভগবানের ভরসায় তাঁকে ফেলে রাখা চরম অমানবিকতা।

‘পরশু ভোররাতে, ঠিক চারটের সময়!’ দেবু কোনও কথা বলতে পারে না, পরশু ভোররাত্রের স্বপ্নের কথা ভেবে নিঃস্পন্দ দাঁড়িয়ে থা...

 #শুভ_জন্মদিন_দিদি শ্যামলী আর সুদাম বাবানের জীবনের স্বপ্নে বিভোর। বাবান নিজের পড়ার বাইরে আর কিচ্ছুটি জানে না। শ্যামলী আর...
24/12/2024

#শুভ_জন্মদিন_দিদি

শ্যামলী আর সুদাম বাবানের জীবনের স্বপ্নে বিভোর। বাবান নিজের পড়ার বাইরে আর কিচ্ছুটি জানে না। শ্যামলী আরও দুটো বাড়িতে কাজ নেয়, খোক্কুরে ক্ষয়াটে চেহারা আরও জীর্ণ হয়।। হার্টের অসুখ ধরা পড়ে।।​ সুদাম ফাইবার ফিটিংস এর মিস্ত্রি।।আরও আরও কাজের​ চাপে গুঁড়ো গুঁড়ো ফাইবার গ্লাস ফুসফুস ভেদ করে ঢুকে শ্বাসের রোগ ধরা পড়ে।।​

বাবান এতাবৎকাল একটুও ফাঁকি দেয় নি তার নিজস্ব পড়াশোনায়। না,সে কোনো বদসঙ্গে পড়েনি। সুতরাং শ্যামলী বা সুদামের আশাহত হবার কোনো কারণ দেখি না।।

আমার মেয়ের স্কুলে? জানিস, ওটা শহরের কত্ত নামী স্কুল, মাইনে কত? পারবি টানতে?​ নিজেদের জীবনের সুখ সাধগুলো নিয়ে ভাবিস র...

 #শুভ_জন্মদিন_ইন্দিরা_মুখোপাধ্যায় আগেই বলেছি আন্তর্জালের কাছে আমি এই সাহিত্যচর্চার ব্যাপারে আদ্যোপান্ত ঋণী। এই প্রযুক্তি...
19/12/2024

#শুভ_জন্মদিন_ইন্দিরা_মুখোপাধ্যায়

আগেই বলেছি আন্তর্জালের কাছে আমি এই সাহিত্যচর্চার ব্যাপারে আদ্যোপান্ত ঋণী। এই প্রযুক্তির জন্যই আজ ব্লগদুনিয়ায় পা রাখা। আমার নিজের ব্লগ চারটি। মূল ব্লগ সোনারতরী, ভ্রমণ ব্লগ চরৈবেতি, রম্যরচনার ব্লগ রসকলি আর কবিতার ব্লগ ছিন্নপাতা। নিয়মিত ব্লগ না লিখলে বুঝি থেমে থাকত সাহিত্যচর্চা। আর আমার সম্পাদনায় ই-পত্রিকা প্যাপিরাস উত্সব সংখ্যা প্রকাশিত হয় বছরে দুবার। এই পত্রিকার সাতবছর পূর্ণ হল। প্রিন্ট পত্রিকার পাশাপাশি ই-পত্রিকার বাড়বাড়ন্ত দেখে মনে হয় ই-পত্রিকাই সাহিত্যচর্চার ভবিষ্যত। অত্যন্ত কম খরচে এই পত্রিকা ডিজিটালি প্রকাশ করায় অনেক সুবিধা।

আর হাতের মুঠোয় ফোন বা ট্যাব থেকে পড়ার সুবিধা। আর ডিজিটাল এই মাধ্যমটি খুব ইকোফ্রেন্ডলি। যে হারে পরিবেশের দূষণ বাড়ছে তাতে গাছ কাটা বোধহয় অদূর ভবিষ্যতে সম্পূর্ণ বন্ধই হয়ে যাবে। তখন কোথায় কাগজ আর কোথায় কালি? ই-বুক ই হবে ভরসা আমাদের।

প্রিন্ট পত্রিকার পাশাপাশি ই-পত্রিকার বাড়বাড়ন্ত দেখে মনে হয় ই-পত্রিকাই সাহিত্যচর্চার ভবিষ্যত। অত্যন্ত কম খরচে এ.....

বিনম্র শ্রদ্ধা -
13/12/2024

বিনম্র শ্রদ্ধা -

এখন এইসব কবি সাহিত্যিকরা গুমুত যাই লিখুক, তা সমাদৃত হবে, প্রশংসায় মুখের ফেনা তুলে ফেলবে এবং রাষ্ট্রীয় সব পুরস্কার বগলদাব...
13/12/2024

এখন এইসব কবি সাহিত্যিকরা গুমুত যাই লিখুক, তা সমাদৃত হবে, প্রশংসায় মুখের ফেনা তুলে ফেলবে এবং রাষ্ট্রীয় সব পুরস্কার বগলদাবা করবে। এই পুরষ্কারগুলি আগে বাগাতো ঐ তথাকথিত প্রগতিশীল কবি লেখকগণ। আর বুদ্ধিজীবীরা যা বলবেন তা গিলবে স্বর্গীয় সুধার মত আর অশেষ পূণ্য অর্জন করে পরকালের পুরস্কার পাবার আশায় দিন গুনবে।

বাংলাদেশে এখন সাম্প্রদায়িক নিম্নশ্রেণীর কবিদের জয়জয়কার। শুধু কবি কেন, সাম্প্রদায়িক বুদ্ধিজীবীরা এখন সাম্প্রদ.....

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when শব্দের মিছিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দের মিছিল:

Share

Category

Our Story

শব্দের মিছিল অমানবিকতার বিরুদ্ধে। শব্দের মিছিল স্বজন পোষণ, দুর্নীতি, প্রতারণা, বিদ্রুপ, তুচ্ছ তাচ্ছিল্যর বিরুদ্ধে। শব্দের মিছিল কোনরূপ অসামাজিক, অনৈতিক ক্রিয়াকলাপকে সমর্থন করে না। সমর্থন করে না কলম এবং লেখকের মধ্যে গড়ে ওঠা কোনরূপ অসাধুতা এবং দ্বিচারিতা। শব্দের মিছিল বাক স্বাধীনতায় বিশ্বাসী, এবং অবিশ্বাসী স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা। অহং চটুল ব্যক্তি সর্বস্ব সাহিত্য সংস্কৃতির উপরে নির্ভর না করে, সভ্যতা এবং নাগরিকে প্রভূত উন্নতি ও স্পৃহাবোধের উদ্ভবনে শ্রদ্ধেয় প্রবীণদের সমন্বয়ে এই প্রজন্মের নির্ভীক নবীন সাহিত্য কর্মী, সংস্কৃতি কর্মী, শিক্ষাকর্মী, শিল্পী পাঠক শুভাকাঙ্ক্ষী এবং অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের সক্রিয় আরাধনা এবং স্বচ্ছ অবস্থানকে প্রকাশ করতেই শব্দের মিছিলের এই স্পর্ধা, এই প্রচেষ্টা, চর্চিত এই প্রয়াস। মিছিলের প্রতিটি শ্লোগানধারী;ই আমাদের গর্বের, আমাদের মুক্তির অহংকার। জানতে / লিখতে মেইল করুন - [email protected]