All India Trinamool Congress - AITC Supporters

All India Trinamool Congress - AITC Supporters To fast forward the development of our state, JOIN AITC

ফেসবুকের তৃণমূল মনোভাবাপন্ন বন্ধুদের পরিচালিত ফ্যাম পেজে আপনাদের স্বাগত জানাই

*This page is not Affiliated to AITC, it is run by Supporters

মাঝারি ও কুটির শিল্পেও এখন এগিয়ে বাংলা। যাদের একটা সময় ধর্তব্যের মধ্যেই আনা হয়নি, বাংলার সেই প্রান্তিক মানুষগুলি ও তা...
11/07/2025

মাঝারি ও কুটির শিল্পেও এখন এগিয়ে বাংলা। যাদের একটা সময় ধর্তব্যের মধ্যেই আনা হয়নি, বাংলার সেই প্রান্তিক মানুষগুলি ও তাদের কাজকে পাদ প্রদীপের আলোয় এনে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee

বিজেপি বিধায়ক সুকুমার রায়ের এলাকায় বিজেপিতে ভাঙ্গন অব্যাহত।কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত ...
10/07/2025

বিজেপি বিধায়ক সুকুমার রায়ের এলাকায় বিজেপিতে ভাঙ্গন অব্যাহত।
কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য সুশান্ত রায় সহ ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
তৃণমূলে তাদের স্বাগত জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয়।


মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা নেই। কিন্তু যারা তাঁর সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে অনেক কেস রয়েছে।...
10/07/2025

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা নেই।
কিন্তু যারা তাঁর সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে অনেক কেস রয়েছে।
নাম না করেই শুভেন্দু কে ধুয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

10/07/2025

একুশের প্রস্তুতি উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের।
বার্তা দিলেন মাননীয়া মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা।

উত্তর কলকাতা জেলা ফ্যাম কমিউনিটির পক্ষ থেকে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শ্রীমতি প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া মহাশয়...
10/07/2025

উত্তর কলকাতা জেলা ফ্যাম কমিউনিটির পক্ষ থেকে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শ্রীমতি প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া মহাশয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হলো।

১৩ই জুলাই ফ্যাম কমিউনিটির ডাকে ২১শে জুলাইয়ের মাহাত্ম্য,শহিদদের বীরগাথা ও মমতা দিদির সংগ্রামের ইতিহাস বাংলার মানুষের কাছ...
10/07/2025

১৩ই জুলাই ফ্যাম কমিউনিটির ডাকে ২১শে জুলাইয়ের মাহাত্ম্য,শহিদদের বীরগাথা ও মমতা দিদির সংগ্রামের ইতিহাস বাংলার মানুষের কাছে তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হলো আমাদের প্রিয় স্বরূপ বিশ্বাস মহাশয়কে।

ঐতিহাসিক হাজরা মোড়
09/07/2025

ঐতিহাসিক হাজরা মোড়

09/07/2025

রাজন্যা হালদারের মিথ্যাচার প্রমাণিত

১৩ই জুলাই ফ্যাম কমিউনিটির ডাকে ২১শে জুলাইয়ের মাহাত্ম্য,শহিদদের বীরগাথা ও মমতা দিদির সংগ্রামের ইতিহাস বাংলার মানুষের কাছ...
09/07/2025

১৩ই জুলাই ফ্যাম কমিউনিটির ডাকে ২১শে জুলাইয়ের মাহাত্ম্য,শহিদদের বীরগাথা ও মমতা দিদির সংগ্রামের ইতিহাস বাংলার মানুষের কাছে তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হলো তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুনাল ঘোষ মহাশয়কে।

কোচবিহার এম.জে.এন  মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবার সূচনা হলো।সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত...
09/07/2025

কোচবিহার এম.জে.এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবার সূচনা হলো।
সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ ও সম্মানীয় অভিজিৎ দে ভৌমিক মহাশয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

শিল্পক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার।আজ নবান্নে টাটা সনস্ এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন. চন...
09/07/2025

শিল্পক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার।

আজ নবান্নে টাটা সনস্ এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন. চন্দ্রসেকরণের সঙ্গে সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করাই যায়, এই আলোচনা ভবিষ্যতের শিল্প বিনিয়োগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

আগামী ১০ ই জুলাই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন ওমর আবদুল্লাহ।
09/07/2025

আগামী ১০ ই জুলাই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন ওমর আবদুল্লাহ।

Address

NSC BOSE Road
Kolkata
700040

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India Trinamool Congress - AITC Supporters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All India Trinamool Congress - AITC Supporters:

Share