All India Trinamool Congress - AITC Supporters

All India Trinamool Congress - AITC Supporters To fast forward the development of our state, JOIN AITC

ফেসবুকের তৃণমূল মনোভাবাপন্ন বন্ধুদের পরিচালিত ফ্যাম পেজে আপনাদের স্বাগত জানাই

*This page is not Affiliated to AITC, it is run by Supporters

নাই ভোটার অধিকার পদযাত্রায় তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ও উত্তরপ্...
30/08/2025

নাই ভোটার অধিকার পদযাত্রায় তৃণমূল কংগ্রেসও।
তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশপতি ত্রিপাঠি।

কংগ্রেস নেতারা রাহুল গান্ধী ও আর জে ডি নেতা তেজস্বী যাদবের ডাকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতারা।

30/08/2025

সব চরিত্র কাল্পনিক।

দেশের প্রথম কোল্ড ক্র্যাকার তৈরী হবে বাংলায়।প্রস্তুতি শুরু রাজ্য সরকারের।
29/08/2025

দেশের প্রথম কোল্ড ক্র্যাকার তৈরী হবে বাংলায়।
প্রস্তুতি শুরু রাজ্য সরকারের।

আবারো মমতা মডেল সুপারহিট।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে চালু হওয়া 'আমাদের পাড়া আমাদের সমাধান' ২৬ দিনে ...
29/08/2025

আবারো মমতা মডেল সুপারহিট।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে চালু হওয়া 'আমাদের পাড়া আমাদের সমাধান' ২৬ দিনে ১কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন সারা বাংলা জুড়ে।
মমতার সুশাসনে রাজ্যবাসীর যে পূর্ণ আস্থা রয়েছে তা আবারো প্রমাণিত এর মধ্যে দিয়ে।
Mamata Banerjee

The FAM Community is pleased to announce the updated list of Egra ( Kathi, Purba Medinipur ) Assembly FAM CommitteeWe co...
29/08/2025

The FAM Community is pleased to announce the updated list of Egra ( Kathi, Purba Medinipur ) Assembly FAM Committee

We congratulate the new committee members on their appointments and wish the absolute best for their endeavours.

28/08/2025

গরীব মানুষরা আমার হৃদয়, আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালবাসি: মমতা বন্দ্যোপাধ্যায়

সেনাপতিকে স্বাগত বাংলার ছাত্র-যুবদের!সমাবেশস্থলে আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্...
28/08/2025

সেনাপতিকে স্বাগত বাংলার ছাত্র-যুবদের!

সমাবেশস্থলে আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হওয়া মাত্রই উৎসাহ-উদ্দীপনায় ভরে উঠেছে চারদিক।

দেখে নিন তারই কিছু সোনালী মুহূর্ত 👇

বাংলায় থেকে 'জয় বাংলা' বলার জন্য জুটলো বেধরক মার এবং অত্যাচার।তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে আসার সময় ...
28/08/2025

বাংলায় থেকে 'জয় বাংলা' বলার জন্য জুটলো বেধরক মার এবং অত্যাচার।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে আসার সময় একদল বিজেপির দুষ্কৃতী ডানকুনির দুই দলীয় কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয় কারণ তাঁরা 'জয় বাংলা' স্লোগান দিয়েছিল।

এই হচ্ছে বিজেপির বাংলা বিরোধীতার প্রমাণ। এই বিজেপিকে আবার এই বাংলা জবাব দেবে গণতান্ত্রিক উপায়ে।

28/08/2025

রাজ্যের পাশ করা অপরাজিতা বিল প্রসঙ্গে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে যে উন্নয়নের সরণি তৈরি হয়েছে, এই বাংলার নবযৌবনের দূত সেই পথের অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের ছাত্র-যুবসমাজ ব...
28/08/2025

পশ্চিমবঙ্গে যে উন্নয়নের সরণি তৈরি হয়েছে, এই বাংলার নবযৌবনের দূত সেই পথের অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের ছাত্র-যুবসমাজ বাংলার গর্ব, দেশের গর্ব, তারাই আগামী ভবিষ্যতের কাণ্ডারি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই ঐতিহাসিক দিনে সকলকে আমার জাতীয়তাবাদী এবং সংগ্রামী অভিনন্দন।

কুচক্রী বিজেপি বাংলাকে যেমন কালিমালিপ্ত করার চেষ্টা করে চলেছে, তেমনই এসআইআরের নামে প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত ক'রে - বাংলার পুণ্যভূমিতে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। আমি কথা দিচ্ছি, কোনোরকম নৈরাজ্যবাদী শক্তিকে সংস্কৃতি সম্পন্ন এই বাংলায় অরাজকতা সৃষ্টি করতে দেবো না। আমার ছাত্র-যুবরা যতদিন বুক চিতিয়ে লড়াই করবে, ততদিন কোনো বাংলা-বিরোধী, ভাষা-বিদ্বেষী, গণতন্ত্র-বিরোধী এই পুণ্যধরণীতে পা রাখতে পারবে না।

এসআইআর প্রক্রিয়া নির্বাচনী লড়াই নয়, গণতন্ত্র কেড়ে নেওয়ার চক্রান্ত। বাংলায় জোর করে এনআরসি ঢুকিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার নোংরা খেলায় নেমেছে কেন্দ্রীয় সরকার। এই গণতন্ত্র-বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াব আমরা। আমি কথা দিচ্ছি, বাংলায় যতদিন মা-মাটি-মানুষের সরকার রয়েছে - ততদিন বাংলার একজনও ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে অত্যাচার, নিপীড়ন করছে। বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার। ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম্‌’ এই বাংলার ভূমিপুত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমের উঠে এসেছে। ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন-অধিনায়ক জয় হে’ ভারতের প্রথম নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। এই বাংলা স্বাধীনতা আন্দোলনের মহাতীর্থ। দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যে বীর স্বাধীনতা সংগ্রামী শহিদ হয়েছেন; তিনি এই বাংলার ক্ষুদিরাম বসু।

তাই এই বাংলা-বিরোধী, ভাষা-বিদ্বেষী, ভারত-বিরোধী, গণতন্ত্র-বিরোধী বিজেপিকে আগামী নির্বাচনে বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য জবাব দেবেন, এ আমার দৃঢ় বিশ্বাস।

জয় বাংলা।

28/08/2025

‘ছাব্বিশে পঞ্চাশ পেরোবে না BJP’, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শুভ জন্মদিন তনয় তালুকদার দাদা।দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তনয় তালুকদার দাদার শুভ জন্মদিনে সমগ...
28/08/2025

শুভ জন্মদিন তনয় তালুকদার দাদা।
দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তনয় তালুকদার দাদার শুভ জন্মদিনে সমগ্র ফ্যাম পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
খুব ভালো ও সুস্থ থাকবেন দাদা ফ্যামের পক্ষ থেকে এই কামনা করি।

Address

NSC BOSE ROAD
Kolkata
700040

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India Trinamool Congress - AITC Supporters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All India Trinamool Congress - AITC Supporters:

Share