27/07/2025
এখন আসল জীবন ...............................
তবু ভালো এখনো ফুল ফটো,
কাটা আছে... আগেও ছিল।
তখন নির্যাসে মধু ছিল,
আর আজ গরল গড়িয়ে পড়ে উল্লাসে।
চলতে হয় তাই পথ চলি,
পা আর এগোতে চায় না ঘরের দরোজায় ।
একটা ঘর এখনো গোটা পৃথিবী,
সব কিছু অনায়াসে খুঁজে পাবে এখানে।
শিক্ষা সংস্কৃতি খেলাধুলা রাজনীতি ইত্যাদি
ঘাটতি নেই কোনকিছুর একটুও।
শুধু ভরা পাত্রের ফাটল দিয়ে
ঝরে গেছে সবুজ মনটা খালি।
বন্ধু, মনের সওদাগর তুমি,
ব্যর্থতার জ্বালায় দুঃখ পেয়ে লাভ নেই,
কৃত্রিমতাই এখন নাকি আসল জীবন।