Matri Parosh Food vlogs

Matri Parosh Food vlogs I am Street Food Lover and i travel lots of places to discover new, unique &Tasty Street food

27/07/2025

এখন আসল জীবন ...............................

তবু ভালো এখনো ফুল ফটো,
কাটা আছে... আগেও ছিল।
তখন নির্যাসে মধু ছিল,
আর আজ গরল গড়িয়ে পড়ে উল্লাসে।
চলতে হয় তাই পথ চলি,
পা আর এগোতে চায় না ঘরের দরোজায় ।
একটা ঘর এখনো গোটা পৃথিবী,
সব কিছু অনায়াসে খুঁজে পাবে এখানে।
শিক্ষা সংস্কৃতি খেলাধুলা রাজনীতি ইত্যাদি
ঘাটতি নেই কোনকিছুর একটুও।
শুধু ভরা পাত্রের ফাটল দিয়ে
ঝরে গেছে সবুজ মনটা খালি।
বন্ধু, মনের সওদাগর তুমি,
ব্যর্থতার জ্বালায় দুঃখ পেয়ে লাভ নেই,
কৃত্রিমতাই এখন নাকি আসল জীবন।

27/07/2025

চেতনা......................

এখন তুমি একটি স্মৃতি মাত্র,
মারা গেছ সভ্যতার যুগে সভ্য মানুষেরই হাতে।
পৃথিবীকে কারা যেন ভালোবেসে
জন্ম দিয়েছিল তোমায় বহুকাল আগে
অনেক অনেক দিন সযত্নে গর্ভে ধারণ কোরে,
লালন করেছিল মহৎ স্বপ্ন বুকে নিয়ে।
তুমি বড় হলে-
ফুল ফুটলো হৃদয়ের শাখা প্রশাখায়,
কুঞ্জে পাখি গাইল সুমধুর গান,
রোদে শিশির ঝলমল করে উঠলো মনের সবুজ চাদরে।
তারপর প্রকৃতির নিয়মে চলে গেল তারা- জন্ম দিল যারা |
কিন্তু তাদের মনের একমাত্র কামনা ছিল- তুমি আজীবন বেঁচে থাকো সকলের হৃদয়।
কিন্তু আমরা তোমায় ভালোবাসতে পারিনি একটুও,
তিলে তিলে দগ্ধ করেছি,
খুন করেছি নির্লজ্জভাবে গর্ভে প্রকাশ্যে।
এখন তুমি একটি শব্দ মাত্র,
মোটা অভিধানের পাতার এক কোণে
তোমার শব-দেহটা পড়ে আছে অবহেলায়।
জানিনা আবার কেউ কোনদিন
ভালোবাসার যাদুস্পর্শে তোমাকে বাঁচিয়ে তুলবে কি না।
হয়তো গোবরে চাপা মৃত ঘাসের মতো
বর্ষণে ধুয়ে দুপুরের গার রোদে একদিন আবার ঘন সবুজ সতেজ হয়ে উঠবে তুমি,- চেতনা।

Happy Birthday Sir.........
22/06/2025

Happy Birthday Sir.........

বাংলার শিল্পীদের কারিগরি.... টালা পার্ক খাদি মেলা ২০২৫ | শুরু ১৭ই এপ্রিল শেষ ৮ই মে
27/04/2025

বাংলার শিল্পীদের কারিগরি....
টালা পার্ক খাদি মেলা ২০২৫ | শুরু ১৭ই এপ্রিল শেষ ৮ই মে

টালা পার্ক খাদি মেলা ২০২৫ | শুরু ১৭ই এপ্রিল শেষ ৮ই মে পর্যন্ত
27/04/2025

টালা পার্ক খাদি মেলা ২০২৫ | শুরু ১৭ই এপ্রিল শেষ ৮ই মে পর্যন্ত

 # ফুচকা
06/04/2025

# ফুচকা

Eid Mubarak.....
31/03/2025

Eid Mubarak.....

Address

Belgachia Road
Kolkata
700037

Alerts

Be the first to know and let us send you an email when Matri Parosh Food vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Matri Parosh Food vlogs:

Share