Phire dekha-ফিরে দেখা

Phire dekha-ফিরে দেখা ■এই মধ্যরাতে নতুন আলোর সন্ধানে
কলমের সেই অবাধ স্পর্ধার সন্ধানে
ফিরে দেখা! উজ্জ্বল নক্ষত্রদের পানে।

✍️✍️অ.ভ.য়ার ন্যায় বিচারের দাবিতে এবং থ্রে'ট কাল'চারকে ধ্বংস করার লক্ষ্যে জুনিয়র ডাক্তারদের সংগঠন, W.B.J.D.F. কলেজে কল...
18/10/2024

✍️✍️
অ.ভ.য়ার ন্যায় বিচারের দাবিতে এবং থ্রে'ট কাল'চারকে ধ্বংস করার লক্ষ্যে জুনিয়র ডাক্তারদের সংগঠন, W.B.J.D.F. কলেজে কলেজে আন্দো'লনের ডাক দিয়েছে, যা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আন্দো'লনের চাপে আর-জি-কর-মেডিকেল কলেজে ৫৯ জন সহ নর্থ বে'ঙ্গল মেডিকেল কলেজ ও সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রে'ট কাল'চারের পান্ডাদের শাস্তি হয়েছে। পশ্চিমবঙ্গের মেডিকেল সহ সমস্ত কলেজে এই আন্দো'লন প্রয়োজন। কিন্তু এই থ্রে'ট কাল'চার রুখে দিতে হলে চাই, দীর্ঘদিন ধরে সমস্ত শাসকের প্রশ্রয়ে থাকা ধারাবাহিক (স)ন্ত্রাসের শৃ'ঙ্খলটা ভেঙে ফেলা। তাই বর্তমান তৃণ(মূল) কংগ্রেস সরকারের দুর্নী'তি ও স্বৈ-রাচারের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রাম পরিচালনা করতে করতেই অতীতের (স)ন্ত্রাসের সংস্কৃতির ধারক বাহকদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।

🔴 স্বাধীন দেশে আমাদের রাজ্যে ভয়ংকর (স)ন্ত্রাসের নমুনা রেখেছিল কংগ্রেস। কলেজ- বিশ্ববিদ্যালয়ে, সমাজের সর্বস্তরে গণ-তান্ত্রিক পরিসরকে ধ্বংস করে কংগ্রেসী গু ন্ডা বাহিনী তান্ডব চালিয়েছে বিগত ছয় ও সাতের দশকে। কংগ্রেসি রাজ-নীতিকে প্রতিহত করতে গিয়ে (বাম)পন্থীদের লড়াই ছিলো ঐতিহাসিক। এরপর ক্ষমতায় এসে ১৯৭৭ সাল থেকেই তারা পরিচালনা করতে থাকে সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত সংকীর্ণ দলীয়করণ, ভিন্ন মতাবলম্বীদের উপর আক্র'মণ। আজকে প্রত্যক্ষ ভাবে তৃণ(মূল) কংগ্রেসের সংগঠিত থ্রে'ট সিন্ডি'কেটগুলি অতীতের সর'কারের জমানার উত্তরাধিকার বহন করছে।

🔴🔴 ২০০১ সালে সৌ-মি-ত্র বি-শ্বা-স এর খু'ন কে আত্ম-হত্যা বলে চালাতে চেয়েছিল আর-জি-কর মেডিকেল কলেজের তৎকালীন এস.এফ.আই. পরিচালিত ইউ'নিয়ন। সৌ-মি-ত্র বি-শ্বা-সের মা খু'নের অভি'যোগ দায়ের করেছিল। এ ঘটনা আবারও সামনে এসেছে। অর্থাৎ সি.পি.এম. যেখানে শেষ করেছে, সেখান থেকেই তৃণ(মূল) শুরু করেছে।

ফুটপাতের মানুষেরাকবি দিনেশ দাসফুটপাতের ধার দিয়ে হাঁটি,আমার পিছনে এরা শুয়ে থাকে ঘাসের জমির মত: এদের অস্পষ্ট কথা গুলো ধুল...
10/04/2024

ফুটপাতের মানুষেরা
কবি দিনেশ দাস

ফুটপাতের ধার দিয়ে হাঁটি,
আমার পিছনে এরা শুয়ে থাকে ঘাসের জমির মত:
এদের অস্পষ্ট কথা গুলো ধুলোর মত ছড়িয়ে পড়ে l
আমি কখনও চুপ করে দাঁড়াই,
চামড়ার উপর কি যেন জ্বালা অনুভব করি l

মানুষগুলোর একমাত্র চিন্তা
কেমন করে ক্ষুধার নেকড়েকে তাড়াবে :
এদের জীবনে একমাত্র আনন্দ সন্তান-প্রজননে,
এদের একমাত্র দুঃখ তাদের মৃত্যুতে l

এরা প্রতিদিন আমাদের বিদ্রুপ করে,
আমাদের বিশ্বাসকে পোকার মত কুরে খায় l
মনে হয়, পৃথিবীটাও, একটা বড় পোকা
যেটা সূর্য-প্রদীপের চারপাশে মিছিমিছি ঘুরছে l

ঠিক এই কাজটাই করা হচ্ছে আজকের সমাজে
08/04/2024

ঠিক এই কাজটাই করা হচ্ছে আজকের সমাজে

ফিরে দেখাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তার আলোকে
07/04/2024

ফিরে দেখা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তার আলোকে

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Phire dekha-ফিরে দেখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share