
18/10/2024
✍️✍️
অ.ভ.য়ার ন্যায় বিচারের দাবিতে এবং থ্রে'ট কাল'চারকে ধ্বংস করার লক্ষ্যে জুনিয়র ডাক্তারদের সংগঠন, W.B.J.D.F. কলেজে কলেজে আন্দো'লনের ডাক দিয়েছে, যা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আন্দো'লনের চাপে আর-জি-কর-মেডিকেল কলেজে ৫৯ জন সহ নর্থ বে'ঙ্গল মেডিকেল কলেজ ও সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রে'ট কাল'চারের পান্ডাদের শাস্তি হয়েছে। পশ্চিমবঙ্গের মেডিকেল সহ সমস্ত কলেজে এই আন্দো'লন প্রয়োজন। কিন্তু এই থ্রে'ট কাল'চার রুখে দিতে হলে চাই, দীর্ঘদিন ধরে সমস্ত শাসকের প্রশ্রয়ে থাকা ধারাবাহিক (স)ন্ত্রাসের শৃ'ঙ্খলটা ভেঙে ফেলা। তাই বর্তমান তৃণ(মূল) কংগ্রেস সরকারের দুর্নী'তি ও স্বৈ-রাচারের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রাম পরিচালনা করতে করতেই অতীতের (স)ন্ত্রাসের সংস্কৃতির ধারক বাহকদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।
🔴 স্বাধীন দেশে আমাদের রাজ্যে ভয়ংকর (স)ন্ত্রাসের নমুনা রেখেছিল কংগ্রেস। কলেজ- বিশ্ববিদ্যালয়ে, সমাজের সর্বস্তরে গণ-তান্ত্রিক পরিসরকে ধ্বংস করে কংগ্রেসী গু ন্ডা বাহিনী তান্ডব চালিয়েছে বিগত ছয় ও সাতের দশকে। কংগ্রেসি রাজ-নীতিকে প্রতিহত করতে গিয়ে (বাম)পন্থীদের লড়াই ছিলো ঐতিহাসিক। এরপর ক্ষমতায় এসে ১৯৭৭ সাল থেকেই তারা পরিচালনা করতে থাকে সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত সংকীর্ণ দলীয়করণ, ভিন্ন মতাবলম্বীদের উপর আক্র'মণ। আজকে প্রত্যক্ষ ভাবে তৃণ(মূল) কংগ্রেসের সংগঠিত থ্রে'ট সিন্ডি'কেটগুলি অতীতের সর'কারের জমানার উত্তরাধিকার বহন করছে।
🔴🔴 ২০০১ সালে সৌ-মি-ত্র বি-শ্বা-স এর খু'ন কে আত্ম-হত্যা বলে চালাতে চেয়েছিল আর-জি-কর মেডিকেল কলেজের তৎকালীন এস.এফ.আই. পরিচালিত ইউ'নিয়ন। সৌ-মি-ত্র বি-শ্বা-সের মা খু'নের অভি'যোগ দায়ের করেছিল। এ ঘটনা আবারও সামনে এসেছে। অর্থাৎ সি.পি.এম. যেখানে শেষ করেছে, সেখান থেকেই তৃণ(মূল) শুরু করেছে।