The Bong Status

The Bong Status সব সময় সকল নিউস, সবার আগে পেতে আমাদের সাথে থাকুন ... সাথে থেকো, পাশে থেকো, জানতে পারবে সব কিছু

26/10/2025

এই ভাই এসে বলল স্যার আমি তো লেখা পড়া জানি না,,, কুড়ায় পাইলাম....
একটু পইড়া শুনাইবেন??

এরপর বলল স্যার আমি তো গরীব মানুষ - এইটা আমার কাছে থাকলে মাইন্সে চোর কইবো....
আপনি রাইখা দেন আর আমারে যা পারেন দেন....

আহারে লোকটা অনেক দয়ালু, এর মূল্য বর্তমান বাজারে কত হইতে পারে একটু আইডিয়া দেন তো,,,.....
।।।।

20/10/2025

প্রথমে দেখে মনে হবে পাকিস্থানি কোনো নায়িকা..কিন্তু আসলে সে একজন মা-দ-ক ব্যাবসায়ীর বউ..

মাঝে মধ্যে মনে হয় এত ভালো মানুষ না হয়ে হি-রো-ঞ্চি হলে অনেক ভালো ছিলো 🙂

19/10/2025

প্রবাসীর লা-শ..একজন কে বলছিলাম..ভাই লা-শগুলো পু-ড়ে যাবে..উনি বললেন..হুর মিয়া লা-শ নিয়ে পইড়া আছেন..জীবিত মানুষ বাচঁতেছে না..কিন্তু বিশ্বাস করেন..হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নি-থ-র দেহ আমাকে অস্থির করে তুলছিল..বাক্সবন্দি যে লা-শে-র অপেক্ষায় তার এ-তি-ম বাচ্চা..বি-ধ-বা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লা-শ তারা শে-ষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না..
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না..এর চেয়ে বি-ষা-দে-র বে-দ-না আর কি হতে পারে..
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁতকে উঠি..চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি..তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার..হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার র-ক্তা-ক্ত কফিন আমার চোখে ভেসে উঠে 🙂

19/10/2025

পরিবারের ৭ জন হারানো ওমান প্রবাসী বাহার উদ্দিন স্ট্রোক করে হাসপাতালে। সবাই তার জন্য দোয়া করবেন।

18/10/2025

ভিকারুন্নেসার যে মেয়েটার ভাইরাল হল তাকে নিয়ে হাসাহাসি করার কিছু নেই..এই সময়টাই এমন..এই মেয়েগুলো এরকম একটা সমাজ দেখেই বেড়ে উঠছে..

মেয়েটা নারায়ণগঞ্জের নিম্ন মধ্যবিত্ত ঘরের..দেখতে সুন্দর..টিকটক করে..সে জানে কোনভাবে ভাইরাল হতে পারলে এ পৃথিবীতে তার অনেক সুযোগ..

এই মেয়েগুলা only fans দেখে বড় হয়..তারা দেশের মডেল অভিনেত্রীদের দেখে..যে যত বেশি খো-লা-মে-লা ভাবে ক্যামেরার সামনে আসতে পারে সে তত বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছে..

এই মেয়েরা পপুলার হতে চায়..মানুষের কাছে রেলিভেন্ট হতে চায়..টাকা-পয়সা আয় করতে চায়..ছেলেদের অ্যাটেনশন চায়..

কারণ তাদের বোঝানো হয়েছে এটাই সাফল্য..

একটা মেয়ে মাসে ২০ দিন টিউশনি করে পাঁচ হাজার টাকা পায়..আবার আরেকজন এক রাত একজন পুরুষের সাথে থেকে বিশ হাজার টাকা আয় করে..তারা এই পার্থক্য গুলো দেখে সমাজে..তারা এই ১৯ দিন ফাও খাটতে চায় না..একটা কম্ফোর্টেবল জীবন চায়..

তারা জানে যে কোনভাবে একটু ল-জ্জা কমাতে পারলেই সবকিছু সম্ভব জীবনে 🙂

18/10/2025

রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম!

18/10/2025

তৃতীয় বিয়েতে বাধা, অভিমানে মালয়েশিয়া প্রবাসীর মৃ*ত্যু

12/10/2025

টেকনাফ হ্নীলা থেকে নিখোঁ জ আফসিকে পুকুরে মৃ*ত পাওয়া গেছে। তার কানফুল দুটি নেই, মুখে প্লা*স্টারের দাগ রয়েছে পরিবারের দাবি।

12/10/2025

বাংলাদেশের প্রথম লন্ডনি মৌলভীবাজারের জরিফ মিয়া।

বাংলাদেশের প্রথম লন্ডনি ছিলেন মৌলভীবাজার জেলার জরিফ মিয়া। তিনি ১৯৩৭ সালে কয়লার ইঞ্জিন চালিত জাহাজে প্রায় দুই মাস ভ্রমণ করে লন্ডনে গিয়েছিলেন। তার মাধ্যমে পরবর্তীতে আরও অনেকে লন্ডন যাওয়া শুরু করেন।

বর্তমানে জরিফ মিয়ার কারণেই বাংলাদেশের মানুষ ঘরেঘরে লন্ডনি।

🔴নাম: জরিফ মিয়া।
🔴গ্রাম: ইসলামপুর, মৌলভীবাজার সদর, সিলেট বিভাগ।
🔴যাত্রা শুরুর সময়: ১৯৩৭ সাল।
🔴ভ্রমণের মাধ্যম: কয়লার ইঞ্জিন চালিত জাহাজ।
🔴যাত্রার সময়কাল: প্রায় দুই মাস।

বিষয়টি নিশ্চিত করেন লন্ডনি জরিফ মিয়ার ছেলে।

12/10/2025

আহা জীবন..মা মা-রা গেলে বাপ হয়ে যায় তালই..শুধু বা-থ-রু-মে পড়লে এমন হয়..

ঝালকাঠিতে বাড়ী..বাচ্চাটার নাম রাইসা..ছোট কিউট মেয়েটার মা ব্লা-ড ক্যা-ন্সা-রে মা-রা যায়..বাবা ২য় বিয়ে করে..সৎ মার বক্তব্য মতে..বাচ্চা নাকি বা-থ-রু;মে পড়ে গিয়ে মাথায় আ-ঘা-ত লেগে এমন হয়েছে..

অথচ..বাচ্চাটা সাংবাদিক কে বলছে..সৎ মা কি-ল ঘু-ষি মে-রে-ছে চোখে..গালে..
সৎ মা বলছে..রাইসা মি-থ্যা কথা বলছে..

মি-থ্যা কথা কি জিনিস এটা বুঝার বয়স ও তো রাইসা-র হয়নি..

মা না হলেও..কোন মেয়ে কি করে এমন আ-ঘা-ত দেয় একটা মাসুম বাচ্চার শ-রী-রে 🙂

12/10/2025

আসল ঠিকানা

11/10/2025

আপনারা অনেকেই অবগত আছেন যে রাশিয়া-ইউক্রে*ন যু*দ্ধে রাশিয়ার পক্ষে মার্সেনারী হিসাবে অনেক দেশের নাগরিক যু*দ্ধ করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালীদের পার্টিসিপেশন বেশি হলেও বাংলাদেশীরাও আছেন। অনেকেই দালালের পাল্লায় পড়ে না বুঝে সৌদি হয়ে রাশিয়া গিয়ে যুদ্ধে যেতে বাধ্য হয়ে কান্নাকাটি করছেন। ইতিমধ্যে কয়েকজন মা*রাও গেছেন। তাদের পরিবার সংবাদ সন্মেলন করে লা*শের জন্য কান্নাকাটি করছে।

তবে এর মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম দেখলাম সোহেল সর্দারকে। সেও সৌদি হয়ে রাশায় গিয়েছে। আরো অনেক বাঙালির মত ইউ*ক্রেনের যু*দ্ধক্ষেত্রে যু*দ্ধ করছে কিন্তু ব্যতিক্রমী হলো সে যু*দ্ধক্ষেত্র থেকেই নিয়মিত ভিডিও ভ্লগ করছে এবং বুঝে বা না বুঝে একদম চিল মুডে আছে। হয়তো সে স্ট্রং নার্ভের লোক বা অতিশয় বোকা; যাই হোক সে যেভাবে ফেলো সোলজারদের মৃ ত্যুকে ন্যারেট করছে তাতে বূঝা যায় সে এসব মৃ ত্যুভয় গায়েই মাখছে না। লাইক একদিন ভিডিওতে দেখাচ্ছে তার বন্ধু মাইনে ব্রাষ্ট হয়ে উড়ে গেছে। আরেকদিন দেখাচ্ছে এগুলা আমাদের সো লজার, আজকে ম রে গেছে তাই কালা পলিথিনে প্যাকেট করে রেখেছি বাড়ি পাঠানোর জন্য।

সে কোন কোনদিন স্বল্পজ্ঞানে যু দ্ধ ও যু দ্ধা*স্ত্র পরিচয় ও দেয়ার চেষ্টা করছে। একদিন দেখলাম আরপি জি চেনাচ্ছে, আরেকদিন ল্যা*ন্ড মা*ইন। যদিও সঠিক নামগুলো সে নিজেও জানেনা। তাছাড়া মাঝে মাঝে নানান ভূ*পাতি ত ড্রো*ন দেখিয়ে বলে রাউটার প্রযুক্তি(?) আর গু*লি করে নামিয়েছে৷ আবার মাঝে মাঝে উনার প্রকৃতিপ্রেম উথলে উঠলে ইউ*ক্রে নের সমভূমির জঙ্গলে জন্মানো নানা ফুল ফল দেখিয়ে আহা-উহু করছে।

বুঝাই যাচ্ছে অতি স্বল্পমাত্রার ট্রে নিং সে পেয়েছে এবং একদম ফ্র ন্টলা ইন যু*দ্ধে মানবঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার সাথের লোকজনের ভাষা সে বেশি বুঝেনা। তারাও দেখলাম তাকে দুধভাত ধরে নিয়েই সাথে রাখছে, পিঠ চাপড়া চ্ছে। তার ভ্লগ বানানোতেও মাই ন্ড করছেনা। সে প্রায়ই ভ্লগে তাদের কমান্ডা*র ও ডাক্তারকে দেখায়।

বাংলার সরল যুবক সোহেল সর্দারের জন্য শুভকামনা রইলো। তার অদেখা কন্যা সন্তানের মুখটা দেখার জন্য হলেও অন্তত বেঁচে ফিরুক। আর যেহেতু তার ভ্লগার হবার আকাঙ্খা তাই তাকে প্রমোট করে দিলাম। তার এখনো লাখখানেক ফলোয়ার হয়নি। আশা করি বাঙালিরা মিলিয়ন করে দিবে! ❤️

Address

Kolkata
1236

Alerts

Be the first to know and let us send you an email when The Bong Status posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share