Bengal Times

Bengal Times যোগাযোগ নাম্বার - 6297472175 নিরপেক্ষ সংবাদ
(1)

Bengal Times : স্ত্রী এবং কন্যার জন্য প্রতি মাসে ৪ লাখ টাকা দিতে হবে, শামিকে নির্দেশ হাই কোর্টের। কলকাতা হাই কোর্টে ধাক্...
01/07/2025

Bengal Times : স্ত্রী এবং কন্যার জন্য প্রতি মাসে ৪ লাখ টাকা দিতে হবে, শামিকে নির্দেশ হাই কোর্টের। কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন মহম্মদ শামি। ভরণপোষণ বাবদ প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লাখ টাকা করে দিতে হবে শামিকে। মেয়ের জন্য মাসে দিতে হবে আরও আড়াই লাখ টাকা করে। চাইলে মেয়ের পড়াশোনা বা অন্য প্রয়োজনে আরও টাকা খরচ করতে পারেন ভারতীয় দলের ক্রিকেটার। গার্হস্থ্য হিংসার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা দিতে হবে তাঁকে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।

২০১৪ সালে মডেল এবং অভিনেত্রী জাহানের সঙ্গে বিয়ে হয় শামির। ২০১৫ সালে তাঁদের কন্যা সন্তানের জন্ম। কিন্তু তাঁদের দাম্পত্য সুখের হয়নি। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন জাহান। স্ত্রী নির্যাতন, বিষ খাওয়ানো, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ একাধিক অভিযোগ করা হয় শামির বিরুদ্ধে। বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতেরও দ্বারস্থ হন জাহান। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ২০০৫ অনুযায়ী মামলা দায়ের করেন তিনি। মামলার খরচ এবং অন্তর্বর্তীকালীন ভরণপোষণ বাবদ ১০ লাখ টাকা চেয়েছিলেন। নিজের জন্য মাসে ৭ লাখ এবং মেয়ের জন্য মাসে ৩ লাখ টাকা চান। কিন্তু নিম্ন আদালতে তাঁর এই আবেদন গ্রাহ্য হয়নি। আলিপুর আদালত শুধুমাত্র তাঁর সন্তানকে ৮০,০০০ টাকা প্রতি মাসে দেওয়ার নির্দেশ দেয় শামিকে। পরে জেলা জজ সেই নির্দেশ সংশোধন করে জাহানকেও মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন।

এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন জাহান। তাঁর আইনজীবী বলেন, মাসে জাহানের আয় ১৬ হাজার টাকা। ব্যাঙ্কে স্থায়ী আমানত থেকে সুদ বাবদ এই টাকা পান তিনি। এই টাকায় তাঁর এবং কন্যার খরচ চালানো সম্ভব নয়। অথচ শামির সঙ্গে থাকার সময় থেকে তাঁরা ব্যয়বহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন। ফলে তাঁর প্রতি মাসে খরচ হয় প্রায় ৬ লাখ টাকা। অন্য দিকে, তাঁর প্রাক্তন স্বামীর ২০২০-২১ অর্থ বর্ষের আয় প্রায় ৭.১৯ কোটি টাকা। সামর্থ্য থাকতেও তিনি টাকা দিতে চাইছেন না।

শামি এর জবাবে আদালতকে জানান, তাঁর প্রাক্তন স্ত্রী এক জন সফল মডেল এবং অভিনেত্রী। বিজ্ঞাপনেও কাজ করেন। তাঁর মাসিক আয় অন্তত ৫ লাখ টাকা। এ ছাড়াও বিভিন্ন ব্যাঙ্কে তাঁর বেশ কিছু আমানত রয়েছে। তথ্য গোপনের অভিযোগও করেন শামি।

জোরে বোলারের যুক্তি খারিজ করে দিয়েছে হাই কোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শামিকে অন্তর্বর্তীকালীন ভরণপোষণ বাবদ মাসে ৪ লাখ টাকা করে দেওয়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে নিম্ন আদালতকে মূল মামলার দ্রুত নিষ্পত্তি (৬০ দিন) করার নির্দেশ দিয়েছেন।

01/07/2025

Chanditala : সাইবার প্রতারণা হওয়া প্রায় লক্ষাধিক টাকা ও চুরি যাওয়া ৩০টি মোবাইল উদ্ধার চন্ডীতলা থানার

Bengal Times : রাস্তায় কোনও খানাখন্দ নেই। দুই পাশে গাছের সারি। তবে গাছ শুধু রাস্তার দুই পাশে নয়, মাঝেও ছড়িয়ে-ছিটিয়ে রয়ে...
01/07/2025

Bengal Times : রাস্তায় কোনও খানাখন্দ নেই। দুই পাশে গাছের সারি। তবে গাছ শুধু রাস্তার দুই পাশে নয়, মাঝেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আর তাতেই বেধেছে গোল! নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এ হেন রাস্তা রয়েছে বিহারে। রাজধানী পটনা থেকে ৫০ কিলোমিটার দূরে জহানাবাদে। ১০০ কোটি টাকা খরচ করে সেখানে পটনা-গয়া সড়ক সম্প্রসারণে উদ্যোগী হয় রাজ্য সরকার। সম্প্রসারণ হলেও তা আর মানুষের কাজে আসেনি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, লাল ফিতের গেরোয় সেই প্রকল্প বিফলে গিয়েছে।

দীর্ঘ দিন ধরে জহানাবাদে এই পটনা-গয়া সড়ক সম্প্রসারণের দাবি তুলেছিলেন স্থানীয়েরা। সেইমতো ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে জেলা প্রশাসন। রাস্তার ধারে গাছ কাটতে চেয়ে বন দফতরের দ্বারস্থ হয় তারা। বন দফতর শর্ত দেয়, নতুন বনভূমি তৈরির জন্য ১৪ হেক্টর জমি দিতে হবে। জেলা প্রশাসন তা দিতে পারেনি। ফলে বন দফতরও গাছ কাটার অনুমতি দেয়নি।

তবে তাতে দমে যায়নি বিহারের জহানাবাদ প্রশাসন। তারা গাছ রেখেই রাস্তা নির্মাণ করে। ৭.৪৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হয়। কিন্তু তার মাঝেই থেকে যায় গাছ। সেই গাছে ধাক্কা খেয়ে বহু দুর্ঘটনা ইতিমধ্যে হয়েছে ওই রাস্তায়। প্রশ্ন উঠছে, এ ভাবেই কি চলবে? বড় দুর্ঘটনা হলে তার দায় কে নেবে? প্রশাসন যদিও এখনও এই নিয়ে মুখ খোলেনি।

Bengal Times : পুলিসের জেরায় প্রমিত ও জঈবের বিস্ফোরক দাবি, পরিকল্পনা করেই ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয়। ঘটনার দিন দুয়...
01/07/2025

Bengal Times : পুলিসের জেরায় প্রমিত ও জঈবের বিস্ফোরক দাবি, পরিকল্পনা করেই ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয়। ঘটনার দিন দুয়েক আগে পরিকল্পনা করে মনোজিৎ। ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, সে কথা দুদিন আগে নিজের দুই শাগরেদকে জানায় মনোজিৎ।

সেই পরিকল্পনা অনুযায়ী মনোজিৎ ওই দুজনকে নির্দেশ দেয়, ওই ছাত্রী ফর্ম ফিলাপ করতে এলে তাঁকে কাজের অজুহাত দিয়ে আটকে রাখতে। জেরায় প্রমিতের দাবি, মনজিৎ -র কথা মতো সে ওই ছাত্রীকে ইউনিয়ন রুমের বাইরে নিয়ে যায়। সে সময় রুমে থেকে ভিতরে বসে থেকে মনোজিৎ ও জায়েব। দাদার” কথা শুনে চললে রাজনৈতিক পদ পাবে সেই বিষয়ে ছাত্রীকে বোঝায় প্রমিত। তারপর দুজন ফিরে আসে ইউনিয়ন রুমে

প্রমিতের দাবি, মনোজিৎ-এর নির্দেশ মতো তারা দুজনের ইউনিয়ন রুমের বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং পরে তার কথা মতোই গেট থেকে ধরে গার্ড রুমে নিয়ে যায়। তদন্তকারীদের দাবি, পদ পাইয়ে দেওয়া, প্রেমের প্রস্তাব থেকে পদের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে মনোজিৎ। কিন্তু ছাত্রী রাজি না হলেও জোর করে যে এই ঘটনা ঘটাবে সে বিষয়ে আগেই স্থির করে রেখেছিল মনোজিৎ।

Howrah : পরিবারের তিন সদস্য পুলিশে চাকরি করেন। সেই বাড়িতেই চোরের হানা। নগদ টাকা, গয়নাগাটি তো হাতিয়েছেই, অভিযোগ, যাওয়...
30/06/2025

Howrah : পরিবারের তিন সদস্য পুলিশে চাকরি করেন। সেই বাড়িতেই চোরের হানা। নগদ টাকা, গয়নাগাটি তো হাতিয়েছেই, অভিযোগ, যাওয়ার সময়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জগৎবল্লভপুরের মুন্সিরহাটে। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

জগৎবল্লভপুরের মুন্সিরহাটের ধসা জেলেপাড়ায় কোটাল বাড়ি। এ বাড়ির বেশ নামডাক। পাড়ার লোকজন রীতিমতো সমীহ করে চলে। কারণ, বাড়ির চারজনের মধ্যে তিন ছেলেই পুলিশে কাজ করেন। স্থানীয় সূত্রে খবর, কোটাল বাড়ির ছেলে পরিমল কোটাল হুগলির গোঘাট থানার কনস্টেবল, সজল কোটাল বজবজ পুলিশ ফাঁড়ির কনস্টেবল। উদয়নারায়ণপুর থানায় হোম গার্ড হিসেবে কাজ করেন উজ্জ্বল কোটাল। আর এক ছেলে, শুভাশিস কোটাল রাজ্যপালের অফিসে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।

রবিবার বাড়ির সদস্যরা বজবজে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না, নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তার আগে ঘরে রাখা কেরোসিনের বোতল থেকে কেরোসিন ঢেলে বেশ কিছু জিনিস পুড়িয়ে দেয় বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, চুরি করার সময়ে চোরেরা আশপাশের পাঁচটি বাড়ির দরজার বাইরে থেকে শিকল তুলে দেয়। পরে কোটাল পরিবারের সদস্যরা এসে দেখেন বাড়ি ফাঁকা। তড়িঘড়ি জগৎবল্লভপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Jangipara : হুগলী গ্রামীণ জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার উদ্যোগে, জাঙ্গিপাড়ায় আয়োজিত হল রক্তদান শিবিরে। এই রক্তদান শিবি...
30/06/2025

Jangipara : হুগলী গ্রামীণ জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার উদ্যোগে, জাঙ্গিপাড়ায় আয়োজিত হল রক্তদান শিবিরে। এই রক্তদান শিবিরে জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ নাজিরুদ্দিন আলি সহ আরও ৫৪জন পুলিশ কর্মী রক্তদান করেন। গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখেই এই মহৎ মানবিক উদ্যোগ জাঙ্গিপাড়া থানার।

এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তমাল সরকার (SDPO শ্রীরামপুর), সন্দীপ গাঙ্গুলি (CI, চন্ডীতলা), পাশাপাশি উপস্থিত ছিলেন BMOH জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতাল। এদিনের এই মঞ্চ থেকে নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিকতার গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তাও দেওয়া হয়।

এই মহৎ উদ্যোগের মাধ্যমে জাঙ্গিপাড়া থানা যেন এমন বার্তা দিল যে “সেবা মানে শুধু আইন নয়, জীবন রক্ষার হাতও বাড়িয়ে দেওয়া।”

30/06/2025

Chanditala : ২৬ অহল্যাবাঈ রোডে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২, লাগামহীন গতি, হেলমেট বিহীন যাত্রা, ডাকলো বিপদ

ভয়াবহ বিস্ফোরণ তেলঙ্গানায় । কেঁপে উঠল গোটা এলাকা।   রাসায়নিক ট্যাঙ্কার ফেটে মৃত্যু মিছিল নিজামের শহরে। সোমবার হায়দরাবাদে...
30/06/2025

ভয়াবহ বিস্ফোরণ তেলঙ্গানায় । কেঁপে উঠল গোটা এলাকা। রাসায়নিক ট্যাঙ্কার ফেটে মৃত্যু মিছিল নিজামের শহরে। সোমবার হায়দরাবাদে সিগাচি কেমিক্যালস কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন বলে খবর। কীভাবে বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, সিগাচি ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থা সম্প্রতিই হায়দরাবাদে একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খোলে। আর সেখানেই এই দুর্ঘটনা।

সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে অবস্থিত সিগাচি কেমিক্যালসে একটি রিঅ্যাক্টরে বিস্ফোরণ হয়। এর পর আগুন ছড়িয়ে পরে দ্রুত । ইতি মধ্যেই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যাও বহু বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দমকলের ২ টি ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে দ্রুত।

স্থানীয় সূত্রে খবর, তেলের ট্যাঙ্কারটি এলপিজি সিলিন্ডার ভরা ট্রাকের খুব কাছে বিপজ্জনকভাবে পার্ক করা ছিল, সেই সময় হঠাৎ করে আগুন ধরে যায় । দমকল অফিসারদের মতে, ট্যাঙ্কারের ব্যাটারিটিই প্রথমে ফেটে যায়। তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লেগে যায়। এর ফলে বড় বিপদের আশঙ্কা প্রকট হয়। এলাকায় ক্রমেই ছড়িয়ে পড়ে আগুন। তবে বিপদ আরও বাড়তে পারত। স্থানীয়দের মতে, দমকল বাহিনীর তৎপরতাতেই আরও বড় বিপদ এড়ানো গিয়েছে। চেরলাপল্লী ফায়ার স্টেশন থেকে একটি দমকল ইঞ্জিন কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর আরও ইঞ্জিন পৌঁছায়।

29/06/2025

Chanditala : জঙ্গলপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ১। এই দুর্ঘটনায় মৃত একজনের নাম সেখ সহেল, বাড়ি জঙ্গলপাড়ার হোজাঘাটা এবং আরেকজনের নাম সেখ আসলাম হাবিব, বাড়ি ইছানগরী, জগৎবল্লভপুর

Chanditala : ২৬ অহল্যাবাঈ রোডে জঙ্গলপাড়ায় কালীমন্দির ঠিক সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২, আশঙ্কাজনক ১
29/06/2025

Chanditala : ২৬ অহল্যাবাঈ রোডে জঙ্গলপাড়ায় কালীমন্দির ঠিক সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২, আশঙ্কাজনক ১

29/06/2025

Hooghly : মর্মান্তিক পথ দুর্ঘটনা চন্ডীতলার জঙ্গলপাড়ায়, মৃত ২, আশঙ্কাজনক ১

Chanditala : ২৬ অহল্যাবাঈ রোডে জঙ্গলপাড়ায় কালীমন্দির ঠিক সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ বাইক ওই স্কুটির,...
29/06/2025

Chanditala : ২৬ অহল্যাবাঈ রোডে জঙ্গলপাড়ায় কালীমন্দির ঠিক সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ বাইক ওই স্কুটির, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

Address

Kolkata
700107

Telephone

+916297472175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category