News Bangla 24x7 Online

News Bangla 24x7 Online www.newsbanglaonline.in
নিউজ বাংলা (Bengali News Portal in West Bengal, India)

পশ্চিম মেদিনীপুরের ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ
07/01/2026

পশ্চিম মেদিনীপুরের ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ

পশ্চিম মেদিনীপুরের ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ জারি। প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে শিক্ষা মহলে চাঞ্চল্য ও প্রশ্ন।

ছাব্বিশের ভোটের আগে উত্তরবঙ্গে চা-রাজনীতির লড়াই
07/01/2026

ছাব্বিশের ভোটের আগে উত্তরবঙ্গে চা-রাজনীতির লড়াই

ছাব্বিশের ভোটের আগে উত্তরবঙ্গে চা-রাজনীতির লড়াই তুঙ্গে। মজুরি নিয়ে অভিষেকের ৩০০ টাকার দাবির বিপরীতে রাজু বিস.....

বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনযাত্রীদের জন্য আসছে নয়া অ্যাপ RailOne
07/01/2026

বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনযাত্রীদের জন্য আসছে নয়া অ্যাপ RailOne

বন্ধ হচ্ছে কি UTS অ্যাপ? লোকাল ট্রেনযাত্রীদের জন্য ভারতীয় রেলের নতুন অ্যাপ RailOne আসছে। টিকিট ও পরিষেবায় কী বদল?

ঝাড়গ্রামের জঙ্গলে সিএসপি কর্মীর কাছ থেকে বন্দুক দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাই
07/01/2026

ঝাড়গ্রামের জঙ্গলে সিএসপি কর্মীর কাছ থেকে বন্দুক দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাই

ঝাড়গ্রামের জঙ্গলে সিএসপি কর্মীর কাছ থেকে বন্দুক দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় এলাকায় .....

07/01/2026

ঘন ঘন প্যারোল মুক্তি যেন ' জলভাত' রাম রহিমের

ঘন ঘন প্যারোল মুক্তি যেন ' জলভাত' রাম রহিমের । একাধিক অপরাধে সাজাপ্রাপ্ত রাম রহিম আবার প্যারোলে জেলের বাইরে ।
07/01/2026

ঘন ঘন প্যারোল মুক্তি যেন ' জলভাত' রাম রহিমের । একাধিক অপরাধে সাজাপ্রাপ্ত রাম রহিম আবার প্যারোলে জেলের বাইরে ।

পশ্চিম মেদিনীপুরের ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ**News Bangla 24x7 Online সংবাদ প্রতিনিধি অভিজিৎ সাহা: কলকাতা: আদালতের নির...
06/01/2026

পশ্চিম মেদিনীপুরের ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ**
News Bangla 24x7 Online সংবাদ প্রতিনিধি অভিজিৎ সাহা: কলকাতা: আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে (Contempt of Court) কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) অমিত রায়ের বেতন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের স্পষ্ট নির্দেশ—যতদিন না পর্যন্ত মৃত শিক্ষকের স্ত্রী তাঁর প্রাপ্য সমস্ত অবসরকালীন বেনিফিট পাচ্ছেন, ততদিন ডিআই কোনও বেতন তুলতে পারবেন না।
ঘটনার সূত্রপাত পশ্চিম মেদিনীপুর জেলার বৌলাসিনি বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইটকে ঘিরে। দীর্ঘদিন সরকারি পরিষেবায় যুক্ত থাকার পর অবসর গ্রহণ করলেও তিনি তাঁর প্রাপ্য অবসরকালীন বেনিফিট না পাওয়ার অভিযোগ করেন। একাধিকবার জেলা বিদ্যালয় পরিদর্শক অমিত রায়ের কাছে আবেদন জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
মামলা চলাকালীনই গত অক্টোবর মাসে মৃত্যু হয় দেবব্রত হাইটের। এরপর তাঁর স্ত্রী অপর্ণা হাইট আদালতে ফের আবেদন জানান। চলতি বছরের ২৫ নভেম্বর মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে। সেই সময় আদালত স্পষ্ট নির্দেশ দেয়, আগামী ৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে মৃত শিক্ষকের সমস্ত বকেয়া অবসরকালীন বেনিফিট মিটিয়ে দিতে হবে।
কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশ মানেননি জেলা বিদ্যালয় পরিদর্শক। নির্দিষ্ট সময়সীমার মধ্যেও কোনও অর্থ প্রদান না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন মৃত শিক্ষকের স্ত্রী।
বিষয়টি শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি মন্তব্য করেন,
“একজন সরকারি কর্মচারী শিক্ষক তাঁর সারা জীবন সরকারি কাজে ব্যবহার হলেন, অথচ তিনি নিজের অবসরকালীন বেনিফিট পেলেন না। এমনকি তাঁর মৃত্যুর পরেও তাঁর স্ত্রী সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
এই প্রেক্ষিতেই আদালত কড়া সিদ্ধান্ত নেয়। বিচারপতির নির্দেশ অনুযায়ী, যতদিন না পর্যন্ত মৃত শিক্ষকের স্ত্রী তাঁর প্রাপ্য সমস্ত অবসরকালীন বেনিফিট হাতে পাচ্ছেন, ততদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই অমিত রায় কোনও বেতন তুলতে পারবেন না। আদালতের এই নির্দেশ প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ নজির বলে মনে করছেন আইন মহল।

#কলকাতা_হাইকোর্ট
#বিচারপতি_অমৃতা_সিনহা
#আদালতের_অবমাননা
#ডিআই_বেতন_বন্ধ
#অবসরকালীন_বেনিফিট
#শিক্ষক_নির্যাতন
#পশ্চিম_মেদিনীপুর
#ন্যায়বিচার
#সরকারি_গাফিলতি

ঝাড়গ্রামের জঙ্গলে সিএসপি কর্মীর কাছ থেকে বন্দুক দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইNews Bangla 24x7 Online , অভিজিৎ সাহা,...
06/01/2026

ঝাড়গ্রামের জঙ্গলে সিএসপি কর্মীর কাছ থেকে বন্দুক দেখিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাই

News Bangla 24x7 Online , অভিজিৎ সাহা,ঝাড়গ্রাম: ফের জঙ্গলমহলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহক পরিষেবা কেন্দ্র (সিএসপি) কর্মীর কাছ থেকে বন্দুক ঠেকিয়ে প্রায় তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের জামবনি থানা এলাকায়। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুটিয়া গ্রামের বাসিন্দা সুব্রত সিংহ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি সেন্টার চালান। এদিন সকালে গ্রাহকদের লেনদেনের জন্য ব্যাঙ্ক থেকে নগদ টাকা তুলে বাইকে করে গ্রামে ফিরছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে কিছুটা দূর যাওয়ার পর একটি বাইকে তিনজন যুবক তাঁকে অনুসরণ করতে শুরু করেন বলে অভিযোগ।
ঘং পেরিয়ে বালিডিহা পিচ রাস্তা ধরে বাহিরগ্রামের জঙ্গলের মধ্যে পৌঁছনোর পর আচমকাই সুব্রতের বাইকের পিছনে সজোরে লাথি মারেন দুষ্কৃতীদের একজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। সেই সুযোগে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে তিনজন। ব্যাগ বাঁচাতে বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি।
বিপদ বুঝে এক দুষ্কৃতী আচমকাই বন্দুক বার করে সুব্রতের মাথায় ঠেকায় বলে অভিযোগ। তাতেও ব্যাগ ছাড়তে রাজি হননি সুব্রত। তবে শেষ পর্যন্ত তিনজনের সঙ্গে পেরে উঠতে না পেরে গুরুতর আঘাত পান তিনি। টাকাভর্তি ব্যাগ নিয়ে বালিডিহার দিক দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
জামবনি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুব্রত সিংহকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুব্রতের দাবি, তাঁর কাছে গ্রাহকদের মোট ২ লক্ষ ৬৮ হাজার টাকা ও নিজের ১৭ হাজার টাকা ছিল।
সুব্রত বলেন,
“অনেক চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলাম না। বুঝতে পারছিলাম আমাকে ফলো করা হচ্ছে। কিন্তু জঙ্গলের মধ্যে কেউ সাহায্য করতেও এগিয়ে আসেনি।”
ঘটনার তদন্তে নেমেছে জামবনি থানার পুলিশ। আশপাশের থানাগুলিতেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

#ঝাড়গ্রাম
#জামবনি
#ছিনতাই
#বন্দুকদেখিয়েছিনতাই
#সিএসপিসেন্টার
#ব্যাঙ্কগ্রাহকপরিষেবা
#জঙ্গলমহল
#আইনশৃঙ্খলা
#পুলিশতদন্ত
#অপরাধসংবাদ

অমিত শাহের নির্দেশে ফের ‘অ্যাকশনে’ দিলীপ, মেদিনীপুরে বিজেপিতে যোগ ৫০টি পরিবারNews Bangla 24x7 Online , দীপাঞ্জন, মেদিনীপ...
06/01/2026

অমিত শাহের নির্দেশে ফের ‘অ্যাকশনে’ দিলীপ, মেদিনীপুরে বিজেপিতে যোগ ৫০টি পরিবার

News Bangla 24x7 Online , দীপাঞ্জন, মেদিনীপুর: অমিত শাহের বঙ্গ সফরের পরেই ফের চেনা মেজাজে ধরা দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। একসময়ে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়ে সংগঠন মজবুত করার যে পরিচিত ছবি, সোমবার ফের সেই দৃশ্যই দেখা গেল মেদিনীপুরে।
সোমবার সন্ধ্যায় নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরে বিজেপির ‘পরিবর্তন সভা’-য় যোগ দেন দিলীপ ঘোষ। মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে আয়োজিত ওই সভায় তিনি তৃণমূল সরকার ও শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সভা শেষে দিলীপ ঘোষের হাত ধরে মেদিনীপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের মোট ৫০টি পরিবার বিজেপিতে যোগ দেয় বলে দাবি গেরুয়া শিবিরের।
এই যোগদান কর্মসূচিতে বিজেপির মণ্ডল ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির জেলা সহ-সভাপতি শঙ্কর গুছাইত জানান, “তৃণমূল কংগ্রেসে প্রতিদিন ভাঙন চলছে। গতকাল ২২ নম্বর ওয়ার্ড থেকে ৪০টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। আজ এসসি ও এসটি সম্প্রদায়ের ৫০টি পরিবার আমাদের দলে এল। আগামীকাল থেকেই তাঁরা বিজেপির হয়ে কাজ করবেন।”
উল্লেখ্য, গত বছর দিলীপ ঘোষকে ঘিরে রাজ্য বিজেপির অন্দরে নানা জল্পনা তৈরি হয়েছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে রাজ্য বিজেপির একাংশ অসন্তোষ প্রকাশ করে। এরপর থেকেই দিলীপের সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব বাড়ে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এমনকি দলবদলের জল্পনাও ছড়ায়।
তবে কয়েকদিন আগে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তিন দিনের রাজ্য সফরে এলে তাঁর সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। সেই বৈঠকের পরেই ফের সক্রিয় রাজনীতিতে দেখা যাচ্ছে তাঁকে। দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, অমিত শাহ তাঁকে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। আর সেই নির্দেশ পেয়েই মেদিনীপুর থেকে শুরু হলো বিজেপির সংগঠন বিস্তারের নতুন অধ্যায়।

#দিলীপঘোষ
#বিজেপি
#মেদিনীপুর
#পরিবর্তনসভা
#অমিতশাহ
#বঙ্গরাজনীতি
#তৃণমূলভাঙন
#বিজেপিতে_যোগদান
#পশ্চিমবঙ্গরাজনীতি
#লোকসভা২০২৬

হাসিমুখের আড়ালে যন্ত্রণা! আত্মঘাতী সিদ্ধান্তে পৌঁছনোর আগে কী ঘটেছিল সংগীতশিল্পী দেবলীনা নন্দীর সঙ্গে?News Bangla 24x7 O...
06/01/2026

হাসিমুখের আড়ালে যন্ত্রণা! আত্মঘাতী সিদ্ধান্তে পৌঁছনোর আগে কী ঘটেছিল সংগীতশিল্পী দেবলীনা নন্দীর সঙ্গে?

News Bangla 24x7 Online নিজস্ব প্রতিবেদন:
সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ হাসিমুখ, গানের অনুষ্ঠানে ব্যস্ত জীবন—সব কিছুর আড়ালেই লুকিয়ে ছিল গভীর যন্ত্রণা। সেই মানসিক ও শারীরিক অত্যাচারের কাছেই নতিস্বীকার করে অবশেষে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন জনপ্রিয় সংগীতশিল্পী দেবলিনা নন্দী। বর্তমানে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এবং বিপন্মুক্ত বলে জানিয়েছেন পরিবার।
দেবলিনার সঙ্গে ঠিক কী ঘটেছিল? এই প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় তাঁর মায়ের সঙ্গে। কান্নায় ভেঙে পড়ে দেবলীনার মা একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর মেয়ের শ্বশুরবাড়ি ও স্বামী প্রবাহ-এর বিরুদ্ধে।
দেবলিনার মায়ের দাবি, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। তিনি বলেন,
“বিয়ের আগেই সব কথা পরিষ্কার করা হয়েছিল। আমার মেয়ে গান-বাজনার সঙ্গে যুক্ত থাকবে, আমিও ওর সঙ্গে থাকব—সব মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের পরেই বলা হয়, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না।”
মায়ের অভিযোগ, দেবলীনা সবসময় দুই পরিবারকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছিলেন। এমনকি শাশুড়ির মানসিক অবসাদের কথা ভেবে তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার উদ্যোগও নেন দেবলীনা। কিন্তু তাতেও অশান্তি কমেনি।
“ওরা বলত, ২৮ বছরের মেয়ের সঙ্গে সবসময় মা কেন যাবে? আমাকে নাকি ও ব্রেনওয়াশ করে।”
শুধু দেবলীনা নন, তাঁর মাকেও নানাভাবে অপমান করা হত বলে অভিযোগ।
“আমাকে অশিক্ষিত, কুৎসিত, মূর্খ বলা হয়েছে। ভিখিরির বাচ্চা বলেও অপমান করা হয়েছে,” — কাঁদতে কাঁদতে বলেন তিনি।
দেবলিনার মায়ের আরও দাবি, তাঁর মেয়েকে একাধিকবার মারধর করা হয়েছে, তবুও সংসার ভাঙবে ভেবে তিনি কখনও পুলিশে যাওয়ার কথা বলেননি।
“সমাজ কী বলবে, এই ভয়েই ও বেরিয়ে আসতে পারেনি। ইন্ডাস্ট্রির মেয়েরা খারাপ—এই বদনাম ও সহ্য করত।”
গত বছর ভাদ্র মাসে দেবলিনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি পরে ‘সেপারেশন’-এর কথাও বলা হয়।
“তবুও আমরা কোনও অভিযোগ করিনি,” — জানান দেবলীনার মা।
অভিযোগ জানাতে থানায় গিয়েও কোনও সাহায্য পাননি বলে দাবি পরিবারের।
“৫ ঘণ্টা থানায় বসে ছিলাম, অভিযোগ নেয়নি। উল্টে বলা হয়, দেবলিনার বিরুদ্ধেও কেস হতে পারে।”
বর্তমানে দেবলীনার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তাঁর মা।
“এরপর কী সিদ্ধান্ত নেবে, সেটা ওর ওপরই ছেড়ে দিয়েছি।”
এই ঘটনার পর এখনও পর্যন্ত দেবলিনার স্বামী প্রবাহ বা তাঁর পরিবারের তরফে কোনও খোঁজ নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।
বাংলা হ্যাশট্যাগ
#দেবলিনা_নন্দী
#শিল্পীর_যন্ত্রণা
#গার্হস্থ্য_হিংসা
#নারী_নির্যাতন
#মানসিক_স্বাস্থ্য
#এসএসকেএম
#বাংলা_সংবাদ
#সোশ্যাল_রিয়ালিটি
#ঘরোয়া_হিংসা
#ন্যায়বিচার

গড়বেতায় মুখ্যমন্ত্রীর জন্মদিনে রক্তদান শিবির, রক্তদান প্রায় ৪০ জনেরNews Bangla 24x7 Online, অভিজিৎ সাহা, গড়বেতা:  ৫ই...
05/01/2026

গড়বেতায় মুখ্যমন্ত্রীর জন্মদিনে রক্তদান শিবির, রক্তদান প্রায় ৪০ জনের

News Bangla 24x7 Online, অভিজিৎ সাহা, গড়বেতা: ৫ই জানুয়ারি, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল জন্মদিন অনুষ্ঠান। এই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, ওই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দলনেত্রীর জন্মদিন পালন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, জেলা পরিষদের সদস্য শান্তনু দে, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ, সাবিনা বেগম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস।

#মমতা_বন্দ্যোপাধ্যায়
#শুভ_জন্মদিন_মমতা
#তৃণমূল_কংগ্রেস
#রক্তদান_শিবির
#গড়বেতা
#পশ্চিম_মেদিনীপুর
#মানবিক_রাজনীতি
#জনসেবায়_তৃণমূল

বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনযাত্রীদের জন্য আসছে নয়া অ্যাপ RailOneNews Bangla 24x7 Online : ডিজিটাল টিকিট ব্যবস্থায় ...
04/01/2026

বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনযাত্রীদের জন্য আসছে নয়া অ্যাপ RailOne

News Bangla 24x7 Online : ডিজিটাল টিকিট ব্যবস্থায় বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় রেল
সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। লাইনে দাঁড়িয়ে লোকাল ট্রেনের টিকিট কাটার দিন প্রায় অতীত। নিত্যযাত্রীদের ভরসা দীর্ঘদিন ধরেই রেলের UTS (Unreserved Ticketing System) অ্যাপ। কিন্তু এই জনপ্রিয় অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার এল বড় খবর। রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে UTS অ্যাপ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। তার পরিবর্তে চালু হচ্ছে নতুন অ্যাপ RailOne।
UTS অ্যাপের মাধ্যমে স্টেশন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক ক্লিকেই টিকিট কাটা যেত। পেপারলেস ও পেপার—দুই ধরনের টিকিট ব্যবস্থাই ছিল এই অ্যাপে। বহু নিত্যযাত্রী মাসিক বা মান্থলি টিকিটও কাটতেন UTS-এর মাধ্যমেই। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অ্যাপে আর মান্থলি বুকিং করা যাচ্ছে না। প্রথমে একে যান্ত্রিক ত্রুটি বলে মনে করা হলেও পরে রেলের বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, RailOne অ্যাপেই ভবিষ্যতে লোকাল ট্রেনের টিকিট, মান্থলি পাস, ট্রেন লাইভ লোকেশন, PNR স্ট্যাটাস-সহ সমস্ত রেল সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে। ফলে একাধিক অ্যাপ ব্যবহারের ঝামেলা কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
যাঁদের বর্তমানে UTS অ্যাপে মান্থলি টিকিট রয়েছে, তাঁরা চাইলে তা RailOne অ্যাপে ট্রান্সফার করে নিতে পারবেন। জানা গিয়েছে, গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই RailOne অ্যাপ উপলব্ধ। UTS ব্যবহারকারীরা তাঁদের পুরনো লগইন তথ্য দিয়েই নতুন অ্যাপে প্রবেশ করতে পারবেন।
তবে আদৌ UTS অ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পূর্ব রেলের এক সিনিয়র ডিআরও জানিয়েছেন, শনিবার পর্যন্ত এই বিষয়ে তাঁদের কাছে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা পৌঁছয়নি।
সব মিলিয়ে, লোকাল ট্রেনযাত্রীদের জন্য ডিজিটাল টিকিট ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে ভারতীয় রেল—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

্যাপ

#লোকালট্রেন
#রেলখবর
#ডিজিটালটিকিট
#নিত্যযাত্রী
#ভারতীয়রেল
#ট্রেনআপডেট
#বাংলাখবর

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla 24x7 Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangla 24x7 Online:

Share