01/11/2025
“বিজেপি নেতারা এতটাই কাপুরুষ যে ট্রাম্প প্রতিদিন এদের হুমকি দেয়। ট্রাম্প বলে আমেরিকা থেকে আসা তুলায় আমদানি শুল্ক তুলে নাও। এরা মাথা নত করে আদেশ পালন করে। ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কিনবে না, এরা কেনে না। ট্রাম্প বলেন, আমি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। এদের মুখে কোনও কথা নেই। ট্রাম্প কান ধরে দাঁড়াতে বললে দাঁড়ায়, বসতে বললে বসে। ট্রাম্পের সামনে এদের প্যান্ট ভিজে যায়। অথচ দরিদ্র কৃষকদের জেলে পাঠায়", মন্তব্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।