06/07/2025
#জন্মদিন
৬ জুলাই, ২০২৫
ঠিক ছয় বছর আগে আজকের দিনেই শব্দ প্রকাশনের পথচলা শুরু হয়েছিল। আজ আমরা ষষ্ঠ বর্ষ পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করলাম...
এই ছয় বছরের যাত্রাপথে যাঁরা আমাদের পাশে ছিলেন— লেখক-লেখিকা, সম্পাদক, সহ-প্রকাশক, শুভানুধ্যায়ী, পরামর্শদাতা, সমালোচক— তাঁদের প্রতি রইল অকুণ্ঠ কৃতজ্ঞতা। পাঠক-পাঠিকারা আমাদের প্রতি যে আস্থা ও ভালোবাসা রেখেছেন, স্নেহ করেছেন, আমাদের বই পরম যত্নে হাতে তুলে নিয়েছেন— তাঁদের সকলকে জানাই অকৃত্রিম ধন্যবাদ। প্রুফরিডার, প্রচ্ছদশিল্পী, প্রেসকর্মী, অনলাইন ও অফলাইন বই বিক্রেতা— সকলের সম্মিলিত পরিশ্রমেই আমাদের বই পৌঁছেছে পাঠকের হাতে। তাঁদের প্রতিও রইল কৃতজ্ঞতা।
এছাড়াও, যে সকল ফেসবুক, হোয়াটস্অ্যাপ গ্রুপ আমাদের বই নিয়মিতভাবে প্রচার করতে সাহায্য করেছে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদেরও জানাই ধন্যবাদ।
আগামী দিনেও আপনাদের সকলকে পাশে পাব, এই আশা রাখি। কারণ, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই পথচলা এতটা মসৃণ হত না। এখনও অনেকটা পথ বাকি...
ভালো থাকুন, বইয়ে থাকুন, শব্দে থাকুন...
শব্দ প্রকাশন,
বিপণি: স্টল নং ১১, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার (দক্ষিণ), কলকাতা ৭০০০১২
যোগাযোগ/WhatsApp: ৯৮৫১৭৪১২১৫
Website: shabdopub.com
Email: [email protected]