শব্দ প্রকাশন

শব্দ প্রকাশন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রের নতুন নতুন বিষয়ে কাজ করা এবং দুষ্প্রাপ্য বইয়ের পুণর্মুদ্রণ করা

শারদ বই-পার্বণ ১৪৩২ শব্দ প্রকাশন স্টল নং ৯এই বছরও শব্দ প্রকাশন থাকছে নতুন/পুরোনো সব বই নিয়ে... সঙ্গে থাকছে বিশেষ ছাড়...আ...
30/08/2025

শারদ বই-পার্বণ ১৪৩২ শব্দ প্রকাশন স্টল নং ৯

এই বছরও শব্দ প্রকাশন থাকছে নতুন/পুরোনো সব বই নিয়ে...
সঙ্গে থাকছে বিশেষ ছাড়...

আমাদের স্টল নং— ৯
মেলা চলবে ৩০ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর
প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা

সকলকে সাদর আমন্ত্রণ।

ধন্যবাদ
শব্দ প্রকাশন

পাঠ-প্রতিক্রিয়া লিখেছেন দিয়া ঘোষাল বই: আপনজনলেখক: দেবজ্যোতি ভট্টাচার্য প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী: সৌজন্য চক্রবর্তীপ্রকাশন...
30/08/2025

পাঠ-প্রতিক্রিয়া
লিখেছেন দিয়া ঘোষাল

বই: আপনজন
লেখক: দেবজ্যোতি ভট্টাচার্য
প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী: সৌজন্য চক্রবর্তী
প্রকাশনী: শব্দ প্রকাশন
মুদ্রিত মূল্য: ৩২৫ টাকা

স্বাধীনতা দিবসে মনে হল এই বইটির কথা সবার সাথে ভাগ করে নিই, কারণ এর প্রতিটি পৃষ্ঠায় স্পন্দিত হয়েছে সেই অগ্নিঝরা সময়ের কথাই। উপন্যাসের সূচনা স্বাধীনতা আন্দোলনের উত্তাল আবহেই, যেখানে দেশ, সমাজ ও ব্যক্তিজীবন—তিনেরই লড়াই একসূত্রে গাঁথা।
দেবজ্যোতি ভট্টাচার্যের একাধিক রচনা আগেও পড়েছি, এবং প্রতিটি পাঠেই তিনি মুগ্ধ করেছেন। কিন্তু আপনজন—তার আবেগ, বেদনাবোধ ও মানবিকতার গভীরতায়—আমার পাঠযাত্রায় এক অনন্য সংযোজন হয়ে রইল।

পটভূমি : ১৯৪২ থেকে ১৯৭০ - বাংলার ইতিহাসের এক ঝোড়ো অধ্যায়। স্বাধীনতার স্বপ্ন, রাজনৈতিক কূটকৌশল, রক্তাক্ত দাঙ্গা, উদ্বাস্তু জীবনের দীর্ঘশ্বাস, মহামারীর করাল ছায়া, আর শেষে নকশাল আন্দোলনের উন্মাদনা—সব মিলিয়ে এক বিশাল ক্যানভাসে আঁকা মানুষের বেঁচে থাকার গল্প। লেখক এই বিপুল আবহকে নিপুণ বয়নশৈলীতে মেদহীন অথচ আবেগপ্রবণ ভাষায় ফুটিয়ে তুলেছেন।

কাহিনির আবর্ত
এক মেধাবী তরুণ চিকিৎসক, স্বাধীনতার প্রাক্কালে এক ঘৃণ্য চক্রান্তে প্রিয়তমাকে হারিয়ে বাধ্য হন এক পুলিশ কর্মকর্তার কন্যাকে বিয়ে করতে। সম্পর্কের প্রতি সম্মান বজায় রাখলেও হৃদয়ের দরজা সেখানে কোনোদিন খোলেনি। তারপর আসে ভয়াল দাঙ্গা—যেখানে এক মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর সংসার; হারিয়ে ফেলেন স্ত্রী ও সন্তান এবং নিজস্ব সমস্তকিছু।
তার প্রিয়তমা সুমিত্রা হয়ে ওঠেন এক প্রাজ্ঞ চিকিৎসক। একদিন দাঙ্গায় আহত এক শিশুকে চিকিৎসা করতে গিয়ে তিনি আবিষ্কার করেন—শিশুটি তাঁর এককালের প্রিয় মানুষেরই রক্ত-মাংসের অংশ। অতীতের অব্যক্ত বেদনা, অবর্ণনীয় আত্মত্যাগ ও এক গোপন সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়। সুমিত্রা শিশুটিকে নিজের সন্তানের মতো মানুষ করেন। এই শিশুটিই যৌবনে জড়িয়ে পড়ে নকশাল আন্দোলনের ঘূর্ণাবর্তে। এরপরের ঘটনাপ্রবাহে মিশে থাকে রোমাঞ্চ, রাজনৈতিক চক্রান্ত ও অনিবার্য ট্র্যাজেডি।

প্রসঙ্গ ও প্রভাব:
আপনজন কেবল এক প্রেম বা দুঃখের কাহিনি নয়, বরং দুই প্রজন্মের ভাগ্যের নদীপথে ভেসে চলা জীবনের মহাকাব্য। এখানে যেমন দেখা যায় রাজনৈতিক নির্মমতা, তেমনই ধরা পড়ে মানবিকতার অন্তর্লীন স্রোত। সুমিত্রা, সুরেন্দ্র, নিশা, অসীম, রাজেন, লক্ষ্মী, মানসীদের মতো চরিত্রেরা শেষ পাতা পর্যন্ত পাঠকের হৃদয়ে বেঁচে থাকে—তাদের আনন্দ, দুঃখ, ক্ষোভ ও ভালোবাসা একসময়ে নিজের হয়ে যায়।
পড়তে পড়তে মনে হয়েছে—আপনজন মানে শুধু রক্তের বন্ধন নয়; কখনও তা হয়ে ওঠে আত্মার বন্ধন, যা সময়, দূরত্ব ও প্রথার গণ্ডি অতিক্রম করে। দেবজ্যোতি ভট্টাচার্য এই প্রচলিত ধারণাকে ভেঙেছেন মমতা ও মর্মস্পর্শী সত্যের ছোঁয়ায়।
কিছু বই শেষ হয়ে গেলেও বুকের গভীরে এক স্থায়ী অনুরণন জাগিয়ে রাখে, আপনজন সেই বিরল অভিজ্ঞতার একটি। চরিত্রের সংলাপ, কাহিনির আবেগঘন বাঁক ও সময়ের বাস্তব চিত্রায়ণ—সবই এমন, যা পাঠ শেষে দীর্ঘক্ষণ মনকে স্থির থাকতে দেয় না।

তবে দুঃখের বিষয়, মুদ্রণে একাধিক বানানপ্রমাদ চোখে পড়েছে—যা প্রকাশকের নজর দাবি করে।

_______________________________________________
পরবর্তী মুদ্রণে বানান সংক্রান্ত ত্রুটি শুধরে নেওয়া হয়েছে।
আর বইটির বর্তমান মূল্য ৩৭৫/-

অসংখ্য ধন্যবাদ দিয়া। ভালো থাকুন, পাঠে থাকুন...
শব্দ প্রকাশন

সদ্য প্রকাশিত বইটির বিষয় বৈচিত্র—ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী বইটির চারটি ভাগ। অনেকেই মনে করতে পারেন, "ওরে বাবা, চারভাগ ক...
29/08/2025

সদ্য প্রকাশিত বইটির বিষয় বৈচিত্র—

ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী বইটির চারটি ভাগ। অনেকেই মনে করতে পারেন, "ওরে বাবা, চারভাগ করে একি কালী সিঙ্গির মহাভারত বানিয়েচ নাকি?"
না, বিষয়টি একেবারেই সেই রকম নয়। আসলে কলকাতাকে নিয়ে আমাদের প্রত্যেকের কিছু আলাদা আলাদা স্মৃতি আছে। কারো কাছে কলকাতা মানে হয়তো হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ফুটপাত ধরে হেঁটে যাওয়া, আবার কারো কাছে কলকাতা মানে বাগবাজারে পটলার দোকানের কচুরি, অন্যদিকে কেউ হয়তো কলকাতা মানে বোঝেন কোনো কবি বা মনীষীর স্মৃতি-বিজড়িত কোনো বাড়ি কিংবা আর একজনের কাছে কলকাতা মানে শুধুই নস্টালজিয়া আর মন কেমন, মানে যা ছিল আর যা নেই, তার মাঝের দোলাচলটি।

এই চার ধরনের পাঠকের কথা মাথায় রেখেই এই ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী-তে চারটি পর্বের অবতারণা। প্রথম পর্ব অর্থাৎ যার কাছে কলকাতা মানে ইতিহাস, রাস্তা আর স্থাপত্যের একটি সার্থক মেলবন্ধন, তার জন্য থাকল 'কলকাতা পায়ে পায়ে।'
আবার যিনি কলকাতা বলতে এই শহরের অলিতে-গলিতে ছড়িয়ে থাকা বিভিন্ন খাবারের দোকান বোঝেন, তার জন্য থাকল, 'কলকাতার পাকস্থলী চর্চা।'
আবার যার কাছে কলকাতা মানে হরেকরকম নস্টালজিয়া আর মন কেমন, যা বড়ো হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে বা যাচ্ছে, তার জন্য, 'সোনালী শহর, মন কেমন।'
আর সবশেষে সেই সকল মানুষ, যিনি এখনও গর্ববোধ করেন, এই শহর, রবীন্দ্রনাথ, সত্যজিৎ, সলিল বা উত্তম কুমারের, তাদের জন্য এই বইয়ে সংযোজিত হয়েছে 'স্মৃতি ঝরানো আলোকপথিক।'
তা বলে কি খাদ্যানুরাগী মানুষটি নস্টালজিয়ায় ভোগেন না, নাকি শীতের দুপুরে পায়ে হেঁটে চলা মানুষটি কোনো প্রাচীন স্থাপত্যের সামনে দাঁড়িয়ে কুলের আচার চুষতে চুষতে টকাস করে টাকনায় আওয়াজ করবেন না? আর সেই চির নস্টালজিক বাঙালিটি খেতে খেতে কি বলবেন না, "বুঝলে হে আমাদের সময়ের নিরঞ্জন আগারের ডেভিল, তোমাদের এই মাছের চপকে বলে বলে দশ গোল দিত!"
অর্থাৎ সবশেষে এই বই, পাঠক-পাঠিকা আপনাদের সকলের। এর সব ভাগ আপনার। কলকাতা নিয়ে এক মহা ভোজের উৎসবে আপনাকে স্বাগত...

লেখায়: অভিনব রায়
ছবি: বিকাশ কল্প
প্রকাশনায়: শব্দ প্রকাশন
মুদ্রিত মূল্য: ৫০০.০০

পাওয়া যাচ্ছে আমাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন অনলাইন সাইট এবং কলেজ স্ট্রিটে...

|| শারদ বই-পার্বণ ১৪৩২ ||এই বছরও শব্দ প্রকাশন থাকছে নতুন/পুরোনো সব বই নিয়ে... সঙ্গে থাকছে বিশেষ ছাড়...আমাদের স্টল নং— ৯ম...
29/08/2025

|| শারদ বই-পার্বণ ১৪৩২ ||

এই বছরও শব্দ প্রকাশন থাকছে নতুন/পুরোনো সব বই নিয়ে...
সঙ্গে থাকছে বিশেষ ছাড়...

আমাদের স্টল নং— ৯
মেলা চলবে ৩০ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর
প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা

সকলকে সাদর আমন্ত্রণ।

ধন্যবাদ
শব্দ প্রকাশন

28/08/2025

ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী— বই প্রকাশ প্রসঙ্গে 'পাঠকের দপ্তর' গ্রুপের অন্যতম অ্যাডমিন Diya Ghoshal এই সুন্দর রিলটি বানিয়েছেন এবং সঙ্গে অনবদ্য বিশ্লেষণ করলেন—

|| বই প্রকাশ ইত্যাদি ||

গত রবিবার রিড বেঙ্গলি বুকস্টোরে বইপ্রেমীদের ভিড় জমে উঠেছিল এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। প্রকাশিত হলো অভিনব রায় ও বিকাশ কল্পের যুগলবন্দী গ্রন্থ “ক্যালকাটা – অলি গলি পাকস্থলী”, আয়োজক শব্দ প্রকাশন।

গানের রেশ, আড্ডার উচ্ছ্বাস, বইয়ের গন্ধে মাখা সন্ধ্যেটা হয়ে উঠেছিল অনবদ্য। বিকাশদার খানিক টেনশন আর পাঠকের দপ্তরের চিরচেনা ছ্যাবলামি যোগ করেছিল বাড়তি রঙ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ, কবি বিমান কুমার সাহা, প্রচ্ছদশিল্পী রৌম্যজিৎ হাজরা, গীতিকার বারিষ, প্রকাশক রাজা পোদ্দার (খোয়াবনামা), শব্দ প্রকাশনের প্রকাশক বিকাশ কল্প এবং পাঠকের দপ্তরের সদস্যবৃন্দ।

🌼 বইটির বিষয়বস্তু 🌼

বুড়ি কলকাতার তন্বী রূপের প্রেমে পড়েছি কবে—আজ আর তা মনে পড়ে না। শুধু জানি, এই শহর এক স্বভাব জাদুকরী।
তিনশো বছরের কোলাহলময় অলিগলি পেরোতে পেরোতে হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে এক ক্যালাইডোস্কোপ—
যেখানে একদিকে মাথা তোলে নন্দরামের মন্দির, অন্যদিকে বাংলার গ্যারিক; যেখানে নবাব ওয়াজেদের লখনৌ বিরিয়ানির গন্ধ মিশে যায় চিৎপুরের আতরওয়ালাদের আতরের অলৌকিক সুবাসে।

উত্তরের এঁদোগলিতে গুনগুন করে সুর বাঁধেন সলিল চৌধুরী, দক্ষিণে রাতভর খোলা থাকে ‘বাথগেট’-এর ওষুধের দোকান।
ময়দানে গোলের চিৎকার মিলিয়ে যায় চিকেন স্ট্যুর গন্ধে, আর মধ্যরাতের পার্ক স্ট্রিটে আলো-ছায়ার মায়াজালে জেগে ওঠেন পাম ক্রেইন ও উষা আইয়ার।

এ শহরের পথ ধরে হাঁটতে হাঁটতে আমাদের সঙ্গী হন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শক্তি, সুনীল, সত্যজিৎ।
উত্তরের পাথুরেঘাটায় বাজে জ্ঞান গোঁসাইয়ের মিঞা-কি-মলহার, দক্ষিণে দেববর্মনদের গানবাড়িতে ভেসে আসে সুর—
আর আমরা ডুবে যাই সেই অলিগলি আর পাকস্থলির অন্তহীন মায়াজালে, যে শহরের নাম ছিল একসময়— ক্যালকাটা।

🌸 সন্ধ্যার শেষ মুহূর্তে এই উপলব্ধি হলো—এ যেন কেবল একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠান নয়, বরং কলকাতার অলিগলির গল্প, গান আর মানুষের উষ্ণ উপস্থিতি মিশে তৈরি করেছিল এক জীবন্ত, আবেগঘন পরিসর।
শব্দের ছোঁয়া, সুরের মূর্ছনা, ছ্যাবলামি আর প্রাণবন্ত হাসির মিলনে পুরো অনুষ্ঠানটাই যেন হয়ে উঠেছিল এক জীবন্ত অধ্যায়, যা মনে বারংবার করিয়ে দিচ্ছিল—কলকাতা শুধু পড়ার শহর নয়, অনুভব করার, বেঁচে থাকার শহরও।

_______________________________________
ধন্যবাদ দীয়া। ভালো থাকুন, পাঠে থাকুন...

মগজদখল— তৃতীয় মুদ্রণ● লেখক: কাজল ভট্টাচার্য ● প্রকাশনায়: শব্দ প্রকাশন ● মুদ্রিত মূল্য: ৩৭৫.০০● বিষয়বস্তু: আমেরিকায় চাকর...
28/08/2025

মগজদখল— তৃতীয় মুদ্রণ

● লেখক: কাজল ভট্টাচার্য
● প্রকাশনায়: শব্দ প্রকাশন
● মুদ্রিত মূল্য: ৩৭৫.০০
● বিষয়বস্তু: আমেরিকায় চাকরি করতে গিয়ে এমন বিপদে পড়তে হবে ঝিলিক ভাবেনি।একটা পথ দুর্ঘটনায় মাথায় চোট লাগার পরেই ওর জীবনে সংকট নেমে এসেছে।নিজের ইচ্ছায় ঝিলিক কোনও কাজ করতে পারছে না।এমনকী খিদে-তেষ্টা কিংবা ঘুম এসব জৈবিক প্রবৃত্তির ওপর ওর আর নিজের নিয়ন্ত্রণ নেই।ঝিলিককে পরিচালনা করছে অন্য কেউ, তার হাতে রয়েছে ঝিলিকের মস্তিষ্কের নিয়ন্ত্রণ। এখন কী করবে ঝিলিক? ওর মগজ কারা দখল করে নিয়েছে? তাদের কাছ থেকে সে কি ফেরত পাবে নিজের চুরি-যাওয়া মন আর শরীরের অধিকার?
মগজদখল— A thriller based on attempts by various secret services to control the human mind

পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইট এবং স্টোরে...

অবশেষে সেই বহু প্রতীক্ষিত প্রচ্ছদ উন্মোচন—বই: অস্ত্র: প্রাচীন থেকে আধুনিক (পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ)লেখক: বিভাস রা...
27/08/2025

অবশেষে সেই বহু প্রতীক্ষিত প্রচ্ছদ উন্মোচন—

বই: অস্ত্র: প্রাচীন থেকে আধুনিক (পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ)
লেখক: বিভাস রায়চৌধুরী
প্রচ্ছদ রূপায়ণ: সৌজন্য চক্রবর্তী
প্রকাশনায়: শব্দ প্রকাশন
মুদ্রিত মূল্য: ৭৫০.০০ (অপরিবর্তিত)

সভ্যতার আদিম যুগ থেকে ভারতবর্ষে অস্ত্রের উদ্ভব ও বিকাশ ঘটেছে সমাজ, ধর্ম, রাজনীতি ও বিজ্ঞানের সঙ্গে সমান্তরালে।
ধাতুবিদ্যা থেকে বারুদ, সাগর থেকে মহাকাশ— যুদ্ধক্ষেত্র বদলেছে সময়ের সঙ্গে।
ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনা আজ ক্ষিতি, অপ ও ব্যোম— তিন ক্ষেত্রেই সমান পারদর্শী।
কনভেনশনাল অস্ত্র ছাড়াও নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল সক্ষমতা গড়ে তুলেছে দেশ।
অস্ত্রের ইতিহাসের সঙ্গে জুড়ে আছে উপনিবেশবাদ, বিশ্বরাজনীতি ও দেশের ভেতর-বাহিরের নানা সংঘাত।
এই বইয়ে সেই দীর্ঘ যাত্রার বিবরণ, সঙ্গে কিছু যুদ্ধের গল্প যেখানে অস্ত্রই হয়ে উঠেছে নির্ণায়ক শক্তি।

খুব শীঘ্রই আসছে...

শব্দ প্রকাশন থেকে প্রকাশিত—‘রহস্যে ঘেরা হিমালয়’, ‘রহস্যে ঘেরা তিব্বত’, ‘শতবর্ষে বিবেকানন্দ বিরোধিতা’, ‘শতবর্ষে হার্জের ট...
25/08/2025

শব্দ প্রকাশন থেকে প্রকাশিত—
‘রহস্যে ঘেরা হিমালয়’, ‘রহস্যে ঘেরা তিব্বত’, ‘শতবর্ষে বিবেকানন্দ বিরোধিতা’, ‘শতবর্ষে হার্জের টিনটিন’, ‘ ‘রহস্যে ঘেরা তাজ’ এবং প্রকাশিতব্য ‘দার্জিলিং: Queen of hills’ বইয়ের লেখক শ্রীঅনিরুদ্ধ সরকারের আজ জন্মদিন। প্রকাশনার তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, লেখায় থাকুন...

ধন্যবাদ
টিম শব্দ প্রকাশন

Aniruddha Sarkar

প্রকাশিত ● ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী ● লেখা: অভিনব রায় ● ছবি: বিকাশ কল্প ● প্রকশনায়: শব্দ প্রকাশন ● মুদ্রিত মূল্য: ৫০০...
25/08/2025

প্রকাশিত
● ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী
● লেখা: অভিনব রায়
● ছবি: বিকাশ কল্প
● প্রকশনায়: শব্দ প্রকাশন
● মুদ্রিত মূল্য: ৫০০.০০

পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইট এবং বিপণিতে...

হইচই করে প্রকাশিত হল— ক্যালকাটা: অলি-গলি-পাকিস্থলীউপস্থিত ছিলেন চিত্র পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ এছাড়া কবি ব...
24/08/2025

হইচই করে প্রকাশিত হল— ক্যালকাটা: অলি-গলি-পাকিস্থলী

উপস্থিত ছিলেন চিত্র পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ এছাড়া কবি বিমান কুমার সাহা, প্রচ্ছদ শিল্পী রৌম্যজিৎ হাজরা, গীতিকার বারিষ, প্রকাশক রাজা পোদ্দার (খোয়াবনামা), প্রিয় পাঠকের দপ্তরের সদস্যেরা এবং শব্দ প্রকাশনের প্রকাশক বিকাশ কল্প।

সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
বিশেষভাবে ধন্যবাদ Read Bengali Books এবং Pritam Sengupta দাদা
টিম শব্দ প্রকাশন

অস্ত্র আসছে পরিমার্জিত ও পরিবর্ধিত আকারে... বই: অস্ত্র: প্রাচীন থেকে আধুনিক লেখক: বিভাস রায় চৌধুরীপ্রকাশনায়: শব্দ প্রকাশ...
24/08/2025

অস্ত্র আসছে পরিমার্জিত ও পরিবর্ধিত আকারে...

বই: অস্ত্র: প্রাচীন থেকে আধুনিক
লেখক: বিভাস রায় চৌধুরী
প্রকাশনায়: শব্দ প্রকাশন

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা...

আজ সারাদিন... শব্দ দপ্তরে...উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা...ছবি সৌজন্যে: Diya Ghoshal
23/08/2025

আজ সারাদিন... শব্দ দপ্তরে...

উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা...

ছবি সৌজন্যে: Diya Ghoshal

Address

Stall 11, Block 2, Surya Sen Street, College Square (South)
Kolkata
700012

Opening Hours

Monday 12pm - 8pm
Tuesday 12pm - 8pm
Wednesday 12pm - 8pm
Thursday 12pm - 8pm
Friday 12pm - 8pm
Saturday 12pm - 8pm

Telephone

+919851741215

Alerts

Be the first to know and let us send you an email when শব্দ প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দ প্রকাশন:

Share

Category