30/08/2025
পাঠ-প্রতিক্রিয়া
লিখেছেন দিয়া ঘোষাল
বই: আপনজন
লেখক: দেবজ্যোতি ভট্টাচার্য
প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী: সৌজন্য চক্রবর্তী
প্রকাশনী: শব্দ প্রকাশন
মুদ্রিত মূল্য: ৩২৫ টাকা
স্বাধীনতা দিবসে মনে হল এই বইটির কথা সবার সাথে ভাগ করে নিই, কারণ এর প্রতিটি পৃষ্ঠায় স্পন্দিত হয়েছে সেই অগ্নিঝরা সময়ের কথাই। উপন্যাসের সূচনা স্বাধীনতা আন্দোলনের উত্তাল আবহেই, যেখানে দেশ, সমাজ ও ব্যক্তিজীবন—তিনেরই লড়াই একসূত্রে গাঁথা।
দেবজ্যোতি ভট্টাচার্যের একাধিক রচনা আগেও পড়েছি, এবং প্রতিটি পাঠেই তিনি মুগ্ধ করেছেন। কিন্তু আপনজন—তার আবেগ, বেদনাবোধ ও মানবিকতার গভীরতায়—আমার পাঠযাত্রায় এক অনন্য সংযোজন হয়ে রইল।
পটভূমি : ১৯৪২ থেকে ১৯৭০ - বাংলার ইতিহাসের এক ঝোড়ো অধ্যায়। স্বাধীনতার স্বপ্ন, রাজনৈতিক কূটকৌশল, রক্তাক্ত দাঙ্গা, উদ্বাস্তু জীবনের দীর্ঘশ্বাস, মহামারীর করাল ছায়া, আর শেষে নকশাল আন্দোলনের উন্মাদনা—সব মিলিয়ে এক বিশাল ক্যানভাসে আঁকা মানুষের বেঁচে থাকার গল্প। লেখক এই বিপুল আবহকে নিপুণ বয়নশৈলীতে মেদহীন অথচ আবেগপ্রবণ ভাষায় ফুটিয়ে তুলেছেন।
কাহিনির আবর্ত
এক মেধাবী তরুণ চিকিৎসক, স্বাধীনতার প্রাক্কালে এক ঘৃণ্য চক্রান্তে প্রিয়তমাকে হারিয়ে বাধ্য হন এক পুলিশ কর্মকর্তার কন্যাকে বিয়ে করতে। সম্পর্কের প্রতি সম্মান বজায় রাখলেও হৃদয়ের দরজা সেখানে কোনোদিন খোলেনি। তারপর আসে ভয়াল দাঙ্গা—যেখানে এক মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর সংসার; হারিয়ে ফেলেন স্ত্রী ও সন্তান এবং নিজস্ব সমস্তকিছু।
তার প্রিয়তমা সুমিত্রা হয়ে ওঠেন এক প্রাজ্ঞ চিকিৎসক। একদিন দাঙ্গায় আহত এক শিশুকে চিকিৎসা করতে গিয়ে তিনি আবিষ্কার করেন—শিশুটি তাঁর এককালের প্রিয় মানুষেরই রক্ত-মাংসের অংশ। অতীতের অব্যক্ত বেদনা, অবর্ণনীয় আত্মত্যাগ ও এক গোপন সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়। সুমিত্রা শিশুটিকে নিজের সন্তানের মতো মানুষ করেন। এই শিশুটিই যৌবনে জড়িয়ে পড়ে নকশাল আন্দোলনের ঘূর্ণাবর্তে। এরপরের ঘটনাপ্রবাহে মিশে থাকে রোমাঞ্চ, রাজনৈতিক চক্রান্ত ও অনিবার্য ট্র্যাজেডি।
প্রসঙ্গ ও প্রভাব:
আপনজন কেবল এক প্রেম বা দুঃখের কাহিনি নয়, বরং দুই প্রজন্মের ভাগ্যের নদীপথে ভেসে চলা জীবনের মহাকাব্য। এখানে যেমন দেখা যায় রাজনৈতিক নির্মমতা, তেমনই ধরা পড়ে মানবিকতার অন্তর্লীন স্রোত। সুমিত্রা, সুরেন্দ্র, নিশা, অসীম, রাজেন, লক্ষ্মী, মানসীদের মতো চরিত্রেরা শেষ পাতা পর্যন্ত পাঠকের হৃদয়ে বেঁচে থাকে—তাদের আনন্দ, দুঃখ, ক্ষোভ ও ভালোবাসা একসময়ে নিজের হয়ে যায়।
পড়তে পড়তে মনে হয়েছে—আপনজন মানে শুধু রক্তের বন্ধন নয়; কখনও তা হয়ে ওঠে আত্মার বন্ধন, যা সময়, দূরত্ব ও প্রথার গণ্ডি অতিক্রম করে। দেবজ্যোতি ভট্টাচার্য এই প্রচলিত ধারণাকে ভেঙেছেন মমতা ও মর্মস্পর্শী সত্যের ছোঁয়ায়।
কিছু বই শেষ হয়ে গেলেও বুকের গভীরে এক স্থায়ী অনুরণন জাগিয়ে রাখে, আপনজন সেই বিরল অভিজ্ঞতার একটি। চরিত্রের সংলাপ, কাহিনির আবেগঘন বাঁক ও সময়ের বাস্তব চিত্রায়ণ—সবই এমন, যা পাঠ শেষে দীর্ঘক্ষণ মনকে স্থির থাকতে দেয় না।
তবে দুঃখের বিষয়, মুদ্রণে একাধিক বানানপ্রমাদ চোখে পড়েছে—যা প্রকাশকের নজর দাবি করে।
_______________________________________________
পরবর্তী মুদ্রণে বানান সংক্রান্ত ত্রুটি শুধরে নেওয়া হয়েছে।
আর বইটির বর্তমান মূল্য ৩৭৫/-
অসংখ্য ধন্যবাদ দিয়া। ভালো থাকুন, পাঠে থাকুন...
শব্দ প্রকাশন