শব্দ প্রকাশন

শব্দ প্রকাশন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রের নতুন নতুন বিষয়ে কাজ করা এবং দুষ্প্রাপ্য বইয়ের পুণর্মুদ্রণ করা

20/10/2025

শুভ দীপাবলি ১৪৩২

ধন্যবাদ
শব্দ বিপণি ও দপ্তর

শব্দ বিপণি এবং শব্দ দপ্তরের তরফ থেকে সকলকে শুভ দীপাবলি...ধন্যবাদ শব্দ প্রকাশন
20/10/2025

শব্দ বিপণি এবং শব্দ দপ্তরের তরফ থেকে সকলকে শুভ দীপাবলি...

ধন্যবাদ
শব্দ প্রকাশন

অনুবাদকের ডেস্ক থেকে—টিহাউস ডিটেকটিভ সিরিজ় সম্পর্কে কিছু কথা...অনেকেই ইনবক্সে বা কমেন্টে প্রকাশক ও এ অধমের কাছে জানতে চ...
19/10/2025

অনুবাদকের ডেস্ক থেকে—

টিহাউস ডিটেকটিভ সিরিজ় সম্পর্কে কিছু কথা...

অনেকেই ইনবক্সে বা কমেন্টে প্রকাশক ও এ অধমের কাছে জানতে চাইছেন, কেন টিহাউস ডিটেকটিভ সিরিজ়ের দ্বিতীয় বই 'ওল্ড ম্যান ইন দ্য কর্নার'-কে আগে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হল। তাই এই বিষয়টি একটু বুঝিয়ে দেওয়া দরকার।

গ্রন্থাকারে প্রকাশকাল অনুযায়ী দেখলে এ কথা সত্য যে, এই সিরিজ়ের এটি দ্বিতীয় প্রকাশিত বই। 'দি কেস অফ মিস এলিয়ট' প্রকাশিত হয়েছিল ১৯০৫-এ। ঠিক।
কিন্তু আরও একটু ইতিহাস খুঁড়লেই পাওয়া যাবে, 'দি ওল্ড ম্যান ইন দ্য কর্নার'-এর কাহিনিগুলি ১৯০১ ও ১৯০২ সালে 'দি রয়্যাল ম্যাগাজ়িন'-এ দু''টি আলাদা সিরিজ় হিসেবে প্রকাশিত হয়েছিল। ছবি এঁকেছিলেন পি বি হিকলিং। তখন দুই সিরিজ় মিলিয়ে মোট তেরোটি গল্প প্রকাশিত হয়েছিল। এরপরে ১৯০৮ সালে যখন এই কাহিনিগুলি গ্রন্থাকারে আসে, তখন তেরোটি নয়, বারোটি গল্প সংকলিত হয়। পি বি হিকলিংয়ের ছবিগুলিও বাদ পড়ে যায়।
কাজেই, টিহাউস ডিটেকটিভের আবির্ভাব থেকে কাহিনি শুরু করতে গেলে 'দি ওল্ড ম্যান ইন দ্য কর্নার'-কেই প্রথম বই হিসেবে ধরতে হয়। কাজেই, আমি যখন অনুবাদ করেছি, এই বইকেই প্রথম বই হিসেবে ধরেছি। পাশাপাশি, যে কাহিনি আজ পর্যন্ত টিহাউস ডিটেকটিভের কোনও সংকলনে নেই, সেই কাহিনিও আছে শব্দ প্রকাশন প্রকাশিতব্য এই বইয়ে...
এর বাইরে আর যা কিছু প্রশ্ন রয়ে গেল, যেমন:
১) কোন দুই সিরিজ়ে এই কাহিনিগুলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল
২) একটি কাহিনি কেন বাদ পড়েছিল
সে সব কথা অনুবাদ সংকলনটির ভূমিকায় সবিস্তারে লেখা আছে। খুব শিগগিরই প্রকাশিত হবে বইটি। চাইলে না-ও কিনতে পারেন, তবে ভূমিকাটি পড়লে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন বলেই আমার বিশ্বাস

|| প্রচ্ছদ প্রকাশ ||"রহস্য! অপরাধের সঙ্গে রহস্যের কোনও সম্পর্ক নেই, যদি তার তদন্তে বুদ্ধি প্রয়োগ করা হয়।"এক বিকেলে নরফোক...
15/10/2025

|| প্রচ্ছদ প্রকাশ ||

"রহস্য! অপরাধের সঙ্গে রহস্যের কোনও সম্পর্ক নেই, যদি তার তদন্তে বুদ্ধি প্রয়োগ করা হয়।"
এক বিকেলে নরফোক স্ট্রিটে এবিসি টিউহাউসের এক কোণে বসে 'ইভনিং অবজ়ার্ভার' সংবাদপত্রের তরুণী সাংবাদিক পলি বার্টনকে কথাটা বলেছিলেন এক সাধারণদর্শন, বৃদ্ধ ভদ্রলোক। খবরের কাগজের কাজ আর দুপুরের খাওয়া থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বৃদ্ধকে মনে-মনে ক্ষমা করে দিয়ে মিস বার্টন জানতে পারেন, খ্যাপাটে এই বৃদ্ধের মধ্যে অনুসন্ধানের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা রয়েছে― পুলিশ যে রহস্যগুলো ভেদ করতে গিয়ে হিমশিম খেয়েছে, তা তিনি চায়ের টেবিলে বসে তুড়িতে সমাধান করেন।
সপ্তাহের পর সপ্তাহ কাটে। বিভিন্ন বিচিত্র অপরাধের রহস্যের জট কাটানোর কথা মিস বার্টন তাঁর মুখে শোনেন। কেবল রয়ে যায় একটিই রহস্য: কোণে বসা ওই বৃদ্ধ নিজে।

—দ্য টিহাউস ডিটেকটিভ সিরিজ় ১—

● দি ওল্ড ম্যান ইন দ্য কর্নার
● ব্যারনেস এমুস্কা অর্কজ়ি
● ভাষান্তর: দীপ্তজিৎ মিশ্র
● প্রচ্ছদ: সুমন সরকার
● প্রকাশনায়: শব্দ প্রকাশন

আসছে...

শব্দ প্রকাশন প্রকাশিত এখনও পর্যন্ত অভিনব রায়ের লেখা বই সমূহ—সবকটি বই সংগ্রহে ধন্যবাদ আপনাকে।
12/10/2025

শব্দ প্রকাশন প্রকাশিত এখনও পর্যন্ত অভিনব রায়ের লেখা বই সমূহ—

সবকটি বই সংগ্রহে

ধন্যবাদ আপনাকে।

● পাঠ-প্রতিক্রিয়া ●লিখেছেন Megha Chatterjee ● বই - চখাচখি● লেখক - দেবজ্যোতি ভট্টাচার্য ● প্রকাশনী - শব্দ প্রকাশন ● মুদ্র...
10/10/2025

● পাঠ-প্রতিক্রিয়া ●
লিখেছেন Megha Chatterjee

● বই - চখাচখি
● লেখক - দেবজ্যোতি ভট্টাচার্য
● প্রকাশনী - শব্দ প্রকাশন
● মুদ্রিত মূল্য - ৩০০.০০

● পৃষ্ঠা - ১৬৮

'ভালোবাসা' এই চার অক্ষরের সরল শব্দটির মানে হয়তো আমরা কেউই পুরোপুরি বুঝি না। মান-অভিমান, প্রেম-মোহ, হিংসা-বিচ্ছেদ বা ব্যর্থতা, সবকিছু মিলিয়েও কি ভালোবাসাকে বোঝানো যায়? হয়তো না। ভালোবাসার অনেক রঙ, অনেক সুর, অনেক ছবি আছে, আর প্রতিটিই আলাদা গল্প বলে।

দেবজ্যোতি ভট্টাচার্য স্যারের 'ঈশ্বরপুরের প্রেমকথা' পড়ার পর 'চখাচখি' বইটির চারদিকে এত প্রশংসা দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি। সময় নিয়ে, আস্তে আস্তে পড়ে শেষ করলাম এই বই।

মন খারাপের দিনে, যখন মনের কোণে মেঘ জমে থাকে, 'চখাচখি' নিঃসন্দেহে এক পশলা ভালো লাগার বৃষ্টি হয়ে আসে। প্রতিটি গল্প যেন ভিন্ন রঙে মোড়ানো একটি ফুল, যার ঘ্রাণ বইয়ের পাতায় ছড়িয়ে আছে। ভালোবাসা যে কানে কানে সারাজীবন থেকে যাওয়ার আশ্বাস দেয়, এই বই তা মনে করিয়ে দেয় বারবার।

১২টি প্রেমের গল্পের এই সংকলনের মধ্যে আমার সবচেয়ে প্রিয় গল্প দুটি হলো 'চিন্ময়ী' আর 'চখাচখি'। সরল, মিষ্টি অথচ হৃদয়ছোঁয়া গল্পগুলো জটিল পৃথিবীর কোলাহল থেকে সরিয়ে এনে এক অন্যরকম শান্তি দেয়। বইটি প্রেমকে নতুনভাবে দেখায়, সরলতা, আবেগ আর স্নিগ্ধতার মলাটে।
আমি অবশ্যই পড়ে দেখতে বলবো এই মন ভালো করা একটা বই।

_______________________________________________
ছবি ও এই সুন্দর পাঠ-প্রতিক্রিয়াটির জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন মেঘাদেবী। ভালো থাকুন, পাঠে থাকুন...

শব্দ প্রকাশন

09/10/2025

সম্প্রতি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত চারটি নতুন বই—

● ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী
লেখক: অভিনব রায়
ছবি: বিকাশ কল্প
মূল্য: ৫০০/-

এই সময়ে দাঁড়িয়ে পুরোনো কলকাতা নিয়ে লেখা প্রচুর অজানা কিংবা কম চর্চিত বিষয়ের ওপর লেখা নন-ফিকশন বই। বইটি চার ভাগে বিভক্ত। অলি-গলি রাস্তাঘাট, খাওয়াদাওয়া, স্থাপত্য ও ঐতিহ্য এবং মনীষীদের স্মৃতিবিজড়িত বাসস্থান তথা নস্টালজিয়া। ............................
● অস্ত্র: প্রাচীন থেকে আধুনিক
লেখক: বিভাস রায় চৌধুরী
মূল্য: ৭৫০/-

প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অস্ত্রের বিবর্তন। সেই সঙ্গে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন অস্ত্রের প্রয়োগ এবং তার ইতিহাস নিয়ে দীর্ঘ গবেষণামূলক নন-ফিকশন বই। প্রায় ২৫০-এর ওপর ছবি এবং সম্প্রতি ঘটে যাওয়া অপারেশন সিঁদুর নিয়েও আছে চমকপ্রদ তথ্য-সমৃদ্ধ আলোচনা।.............................

● দার্জিলিং: Queen of Hills
লেখক: অনিরুদ্ধ সরকার
মূল্য: ৩৭৫/-

ব্রিটিশ আমলের স্মৃতি, টয়ট্রেনের হুইসল, শত বছরের গল্প— সব মিলেমিশে এই শহরকে করে তুলেছে সত্যিকারের Queen of Hills। লেখক তার কলমে সেই অজানা কাহিনি আর জানা ইতিহাসকে বুনেছেন একসঙ্গে।............................

● যুদ্ধ-কথা ২: কুরুক্ষেত্র থেকে সিপাহি বিদ্রোহ
লেখক: অভিনব রায়
মূল্য: ৩৭৫/-

যুদ্ধের ইতিহাস শুধু নয়, সেই যুদ্ধের মূল কুশীলবদেরও কথা বলে এই বই, সঙ্গে বলে সমর প্রস্তুতির নেপথ্য কাহিনীও যুদ্ধ প্রকরণের মানচিত্র সমেত।............................

পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইট এবং বিপণিতে এছাড়া কলেজ স্ট্রিটের সর্বত্র...

যুদ্ধ-কথা সিরিজ—● যুদ্ধ-কথা: প্রাচীন যুদ্ধের কৌশল ও মানচিত্রলেখক : অভিনব রায়মূল্য: তিনশত টাকা"Wars maybe fought with wea...
09/10/2025

যুদ্ধ-কথা সিরিজ—

● যুদ্ধ-কথা: প্রাচীন যুদ্ধের কৌশল ও মানচিত্র
লেখক : অভিনব রায়
মূল্য: তিনশত টাকা

"Wars maybe fought with weapons but they are won by men"
খ্রিস্টপূর্ব ১২৭৪ অব্দ থেকে ১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসের গতিপথ বদলে দেওয়া কিছু বিখ্যাত যুদ্ধ ও যুদ্ধকৌশলের মানচিত্র-সহ বিশ্লেষণ নিয়েই যুদ্ধ-কথা।

● যুদ্ধ-কথা ২: কুরুক্ষেত্র থেকে সিপাহি বিদ্রোহ
লেখক: অভিনব রায়
মূল্য: তিনশত পঁচাত্তর টাকা

যুদ্ধ কি? যুদ্ধ কেন? এই আপাতসরল দু'টি প্রশ্নের উত্তর খুঁজতে এই বই। বস্তুত সভ্যতার সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে নিয়মিত এবং ধ্রুব যে ঘটনা‚ সেটি যুদ্ধ। ভারতবর্ষের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ ও তাদের সমর প্রকরণ নিয়ে এই গ্রন্থ‚ যার বিস্তৃতি কুরুক্ষেত্র থেকে সিপাহি বিপ্লবের লখনৌ পর্যন্ত। তার সঙ্গে রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রায় সবক’টি রাজবংশ নিয়ে একটি মনোজ্ঞ ও সংক্ষিপ্ত আলোচনা।

শব্দ প্রকাশন

সম্প্রতি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত চারটি  নতুন বই—● ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী লেখক: অভিনব রায় ছবি: বিকাশ কল্পমূল্য: ৫...
08/10/2025

সম্প্রতি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত চারটি নতুন বই—

● ক্যালকাটা: অলি-গলি-পাকস্থলী
লেখক: অভিনব রায়
ছবি: বিকাশ কল্প
মূল্য: ৫০০/-

এই সময়ে দাঁড়িয়ে পুরোনো কলকাতা নিয়ে লেখা প্রচুর অজানা কিংবা কম চর্চিত বিষয়ের ওপর লেখা নন-ফিকশন বই। বইটি চার ভাগে বিভক্ত। অলি-গলি রাস্তাঘাট, খাওয়াদাওয়া, স্থাপত্য ও ঐতিহ্য এবং মনীষীদের স্মৃতিবিজড়িত বাসস্থান তথা নস্টালজিয়া। ............................
● অস্ত্র: প্রাচীন থেকে আধুনিক
লেখক: বিভাস রায় চৌধুরী
মূল্য: ৭৫০/-

প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অস্ত্রের বিবর্তন। সেই সঙ্গে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন অস্ত্রের প্রয়োগ এবং তার ইতিহাস নিয়ে দীর্ঘ গবেষণামূলক নন-ফিকশন বই। প্রায় ২৫০-এর ওপর ছবি এবং সম্প্রতি ঘটে যাওয়া অপারেশন সিঁদুর নিয়েও আছে চমকপ্রদ তথ্য-সমৃদ্ধ আলোচনা।.............................

● দার্জিলিং: Queen of Hills
লেখক: অনিরুদ্ধ সরকার
মূল্য: ৩৭৫/-

ব্রিটিশ আমলের স্মৃতি, টয়ট্রেনের হুইসল, শত বছরের গল্প— সব মিলেমিশে এই শহরকে করে তুলেছে সত্যিকারের Queen of Hills। লেখক তার কলমে সেই অজানা কাহিনি আর জানা ইতিহাসকে বুনেছেন একসঙ্গে।............................

● যুদ্ধ-কথা ২: কুরুক্ষেত্র থেকে সিপাহি বিদ্রোহ
লেখক: অভিনব রায়
মূল্য: ৩৭৫/-

যুদ্ধের ইতিহাস শুধু নয়, সেই যুদ্ধের মূল কুশীলবদেরও কথা বলে এই বই, সঙ্গে বলে সমর প্রস্তুতির নেপথ্য কাহিনীও যুদ্ধ প্রকরণের মানচিত্র সমেত।............................

পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইট এবং বিপণিতে এছাড়া কলেজ স্ট্রিটের সর্বত্র...

|| শুভ বিজয়া ||আমাদের সকল পাঠক, লেখক, সম্পাদক, অনুবাদক, শিল্পী, প্রুফ রিড়ার, প্রেসকর্মী, সহকর্মী, পুস্তক বিক্রেতা এবং শু...
02/10/2025

|| শুভ বিজয়া ||

আমাদের সকল পাঠক, লেখক, সম্পাদক, অনুবাদক, শিল্পী, প্রুফ রিড়ার, প্রেসকর্মী, সহকর্মী, পুস্তক বিক্রেতা এবং শুভানুধ্যায়ী সকলকে জানাই— শুভ বিজয়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাঠে থাকুন...

টিম শব্দ প্রকাশন

নদীয়ার ধোপাপাড়া বারোয়ারীর থিম মহাকালের বাহন। তাতে স্থান পেয়েছে শব্দ প্রকাশন থেকে তমোঘ্ন নস্করের লেখা  #পান্থপাদপ: শেষ না...
30/09/2025

নদীয়ার ধোপাপাড়া বারোয়ারীর থিম মহাকালের বাহন। তাতে স্থান পেয়েছে শব্দ প্রকাশন থেকে তমোঘ্ন নস্করের লেখা #পান্থপাদপ: শেষ না হওয়া গল্পেরা' বইটির 'দোস্ত' গল্পটি।

ধন্যবাদ পুজোর আয়োজকদের।
শব্দ প্রকাশন

ছবি সৌজন্যে: Tanima Sarkar

|| শুভ শারদীয়া, ১৪৩২ ||শব্দ প্রকাশন
27/09/2025

|| শুভ শারদীয়া, ১৪৩২ ||

শব্দ প্রকাশন

Address

Stall 11, Block 2, Surya Sen Street, College Square (South)
Kolkata
700012

Opening Hours

Monday 12pm - 8pm
Tuesday 12pm - 8pm
Wednesday 12pm - 8pm
Thursday 12pm - 8pm
Friday 12pm - 8pm
Saturday 12pm - 8pm

Telephone

+919851741215

Alerts

Be the first to know and let us send you an email when শব্দ প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দ প্রকাশন:

Share

Category