11/08/2025
এই ভিডিও না দেখলে তুমি চিরকাল নিজেকে ভুল বুঝবে |
• তুমি কি কখনও ভেবে দেখেছ যে আমি শব্দটা আমরা প্রতিদিন বলি, তার মানে ঠিক কী ?
এই আমিটা কে, আমার নাম, আমার শরীর, আমার চিন্তা, না আমার অনুভূতি, নাকি আমি যা কিছু ভাবি তারও বাইরে কিছু ?আমরা অন্যদের মূল্য দিতে শিখেছি, সমাজ ধর্ম, প্রযুক্তি সম্পর্ক সবকিছুর হিসেব করি। কিন্তু কখনও কি থেমে নিজেকে জিজ্ঞেস করছেন আমি নিজের কদর কতটা করি? বন্ধুরা এই পডকাস্টে আমরা খুঁজে দেখব এই আমির কতগুলি স্তর আছে। শরীর, মন, সমাজ, আত্মা, অস্তিত্ব, প্রযুক্তি, সম্পর্ক, মৃত্যু, পরমার্থ, সব কিছুর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আমার আসল আমিটা কে। কারণ যদি তুমি নিজেকেই চিনতে না পারো তাহলে বাকি পৃথিবীটা তোমার কী মূল্য দেবে?
•"আমি" বলতে আমরা কী বুঝি? নাম? শরীর? অনুভূতি? এই পডকাস্টে আমরা খুঁজে দেখব আত্মপরিচয়ের বিভিন্ন স্তর — শরীর, মন, সমাজ, আত্মা, প্রযুক্তি, মৃত্যু ও সম্পর্ক।
এটি এমন এক ভ্রমণ যেখানে প্রতিটি মানুষ তার আত্মমূল্য বুঝতে শিখবে।
বাংলা ভাষায় এটাই হতে পারে তোমার আত্ম-অন্বেষণের প্রথম ধাপ।
• একান্ত মনোযোগ দিয়ে শুনুন — জানুন বাস্তবতা, ভাবুন নিজের অবস্থান, আর খুঁজে নিন পরিবর্তনের পথ।
ভিডিওটি দেখুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
--------------
Chapters (Timestamps):
00:00 – Intro
01:20 – শারীরিক আমি
03:31 – মানসিক আমি
05:50 – সামাজিক আমি
08:57 – আধ্যাত্মিক আমি
11:22 – অস্তিত্বের আমি
13:36 – ডিজিটাল আমি
16:03 – সম্পর্কের আমি
18:28 – মারণশীল আমি
20:55 – পরম আমি
23:21 – পুনরুদ্ধার করা আমি
25:39 – Outro
--------------
Social Links:
Facebook: www.facebook.com/SOLife
Youtube: www.youtube.com/
---------------
Contact Information:
আমাদের সাথে যোগাযোগ করতে ইমেল করুন:
---------------
Credits:
Voice & Hosting: পবিত্র ও সৌরভ
Script & Editing: Sense of Life Team
Music: SHELTER by Savfk | https://www.youtube.com/channel/UCXlppUGWeGtHBp_1xKsawmQ
---------------
Disclaimer:
এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞানচর্চা ও মনন-উদ্দীপক আলোচনা সৃষ্টি করা। এখানে উপস্থাপিত তথ্য, মতামত ও বিশ্লেষণ কেবলমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক প্রয়োজনে তৈরি করা হয়েছে। এটি কোনও ব্যক্তি, সংগঠন বা সম্প্রদায়ের প্রতি আক্রমণ, অপমান বা অবমূল্যায়নের উদ্দেশ্যে প্রণীত নয়।
এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও দৃষ্টিভঙ্গিগুলি মূলত বিভিন্ন গবেষণা ও ইন্টারনেটে প্রকাশিত উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত। “Sense of Life” চ্যানেল কোনো মতামতের প্রতি ব্যক্তিগত সমর্থন প্রদান করে না এবং চূড়ান্ত সত্য হিসেবে কোনো বিষয় উপস্থাপন করে না।
দর্শকদের কাছে অনুরোধ, আপনারা নিজ নিজ বিচক্ষণতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি ব্যবহার করে বিষয়গুলো গ্রহণ করবেন।
---------------
#নিজেকে_চেনা #আত্মজ্ঞান