
16/02/2023
আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ভাবনা থিয়েটার পত্রিকার টেবিল থাকবে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজিত নাট্যমেলায়। এ বছর নাট্য আকাদেমির তরফে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের টেবিলে Beyond Greenroom Publications-এর বই ও ভাবনা থিয়েটার পত্রিকা ছাড়াও থাকছে বিভিন্ন প্রকাশনার নাট্যগ্রন্থ। যে সকল বন্ধুরা সংগ্রহে আগ্রহী তাঁরা আমাদের স্টলে যেতে পারেন। অথবা একবার ঘুরে আসতে পারেন। হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেও পারেন বইপত্র।
আ ম ন্ত্র ণ র ই লো।