Sanghamitra Sarkar Dey

Sanghamitra Sarkar Dey আমার আমি বড্ড দামী

05/06/2025

এতো সুন্দর করেও ভালোবাসার কথা বলা যায়। ❤️❤️❤️❤️❤️
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
ভালোবাসায় ভালবেসে বেঁধে যে রাখে.....
বেঁচে থাকুক পৃথিবীর সকল প্রেম আর ভালোবাসা


লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

এভাবে থেকে থেকে, অল্প অল্প করে, থেমে থেমে ভালোবাসা হয় না। ভালোবাসতে হয় স্রোতের বেগে, পাগলের মতো। নিঃশ্বাস যেমন নেয়, তেমন।

এভাবে ধরেও যেন না ধরা, ছেড়েও যেন না ছাড়ার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে খুব শক্ত করেই ধরে রাখতে হয়। হারিয়ে যাওয়ার ভয়ে বারবার মূর্ছা যেতে হয়!

এভাবে থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে সবটা জুড়েই থাকতে হয়। বুকের আষ্টেপৃষ্টে, হৃদপিণ্ডে, মস্তিষ্কে এবং মনে। যে ভালোবাসা নিঃসঙ্গতায় মৌন পাহাড় করে দেয়, সেই ভালোবাসা মানুষকে সুখী করে না!

এভাবে যোগাযোগহীনতায় পার হওয়া কয়েকশ কোটি বিমর্ষ দিন-রাত শেষে “ ভালোবাসি ” বলে কী লাভ? যে ভালোবাসায় অস্তিত্বের জানান নেই, যে ভালোবাসায় বোঝার উপায় নেই, আদৌ কেউ আছে ভালোবাসার, সেই ভালোবাসার জন্য তো মানুষ হৃদয়ে অসীম খরা পুষে না।

এভাবে থেকে থেকে, কয়েকশ কোটি নির্ঘুম একাকিত্বের রাত পেরিয়ে এসে, কেউ হুট করে দু'একটা দিনের জন্য ভালোবাসা চায় না। ভালোবাসতে হয় পাগলের মতো, যেন খুব অল্পতেই অনুভবে সেই ভালোবাসা বুঝতে পারি। প্রতিদিন নিয়ম করেই ভালোবাসতে হয়, নিয়ম করেই কাছে আসতে হয়, কথা বলতে হয়। অনিয়মে জর্জরিত হতে হতে ভালোবাসা নষ্ট হয়। ভালোবাসা যতদিন নিয়মের মধ্যে এবং বাধ্যবাধকতায় হৃদয়ে সাংবিধানিকভাবেই স্বীকৃত থাকে, ঠিক ততদিন সম্পর্ক এবং মানুষ ভালো থাকে।

01/05/2025

আমি অভিশাপ দেব না, যদি মনে করেন যে আপনি আমার সঙ্গে ঠিক করেছেন, তাহলে এমন অনেক ঠিক যেন আপনার সাথেও হয়

01/05/2025

কবিতাটি আমি সোশ্যাল প্লাটফর্মেই পেয়েছি কার লেখা বলতে পারব না কিন্তু অপূর্ব অসাধারণ লেগেছে আমার কাছে তাই মনে হল এটা শেয়ার না করা অন্যায় হবে আমাদের সমাজের প্রতি তাই শেয়ার করলাম :


আলতো ঠোঁটে খৈনি চেপে, প্যাডেল ঘোরায় রিক্সা-তে...
হারিয়ে যাওয়া শপথগুলো, যাচ্ছেনা তার ঠিক সাথে!
এর পরে ওর সময় যাবে, চুল্লু ঠেকের বিশ্রামে,
শপথ হয়ে ফিরে আসুক, *রিক্সাওয়ালার* *পয়লা মে* !

ছোট্ট উঠোন পার হতো না, অন্ধকারের ভয় পেয়ে,
ময়দান আর গলির রাতে এখন দাঁড়ায় সেই যে মেয়ে!
একলা বাঁচার অশ্রু মেশায়, অগ্নি-দহন সংগ্রামে,
সেই *যুবতীর* খোলা আঁচলে , দুর্বার হোক *পয়লা মে*।

মিলের ছাঁটাই পঙ্গু শ্রমিক, তার ছেলেটা হকার হয়,
ইস্কুল নেই, সেই সাথে নেই মাষ্টারদের বকার ভয়।
রানিং ট্রেনে উঠতে পারে, পোক্ত দারুণ দর-দামে,
এই *কিশোরের* তীক্ষ্ণ গলায়, নেমে আসুক *পয়লা মে*!

মাতাল স্বামী, যক্ষ্মা রুগী, হাঁপায় বসে আদুড় গা,
পাঁচ-বাড়িতে বাসন মাজে, ঠিকে কাজের *'মা দুর্গা'*।
সন্তানদের খাবার দিতে, দিন কেটে যায় রাত নামে,
লড়াই করা দুই চোখে তার নেমে আসুক *পয়লা মে*।

রাস্তায় পা রাখা কঠিন, পিচ গলে যায়...ভাপ ওঠে!
ফ্ল্যাটবাড়িতে প্রবেশ নিষেধ, সিকিউরিটির দাপটে।
বিক্রি তবু করতে হবেই! শরীর ভিজে যায় ঘামে,
*'সেলস-বালিকা'-র* দুঃখী ব্যাগে নেমে আসুক *পয়লা মে*!

রাত্রি জাগা টেকনো-কুলির নিদ্রাবিহীন ওই চোখে,
নিষেধ করে দিলো মালিক, রাখতে কোনো স্বপ্নকে!
বি.পি.ও আর চায়ের বাগান, খেত-মজুরের দূর গ্রামে,
একসঙ্গেই নেমে আসুক, নতুন কোনো *পয়লা মে*!!

30/04/2025

সবাই জীবনকে উপভোগ করে না কেউ কেউ সহ্যও করে।

শুভ সকাল বন্ধুরা,,, চারিদিকে সবুজের সমারোহ মন ওঠে মেতে, অতঃপর প্রাণের সঞ্চার ঘনায় উর্বর মাটিতে।🌿🌿🌺🌿🌿🌺🌿🌿🌺🌿🌿🌺🌿🌿🌺         ...
30/04/2025

শুভ সকাল বন্ধুরা,,,
চারিদিকে সবুজের সমারোহ মন ওঠে মেতে,
অতঃপর প্রাণের সঞ্চার ঘনায় উর্বর মাটিতে।
🌿🌿🌺🌿🌿🌺🌿🌿🌺🌿🌿🌺🌿🌿🌺

শুভরাত্রি র শুভেচ্ছা নিও বন্ধুরা,,,,, ❤️🥰🥰❤️
29/04/2025

শুভরাত্রি র শুভেচ্ছা নিও বন্ধুরা,,,,, ❤️🥰🥰❤️


শুভ সন্ধ্যা বন্ধুরা,,,🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️
29/04/2025

শুভ সন্ধ্যা বন্ধুরা,,,
🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️

শুভ সকাল বন্ধুরা,,,, সত্যের ক্ষয় নেই, ভয় নেই, লজ্জা নেই, বিনাশ নেই, সত্য খুব বেপরোয়া, তাই সত্যকে দমিয়ে রাখা অসম্ভব, ...
29/04/2025

শুভ সকাল বন্ধুরা,,,,
সত্যের ক্ষয় নেই, ভয় নেই,
লজ্জা নেই, বিনাশ নেই,
সত্য খুব বেপরোয়া,
তাই সত্যকে দমিয়ে রাখা অসম্ভব,
সত্যের জয় হয়।
🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿

28/04/2025

আমি আর আমার মেয়ে ঝগড়া করি দুই বোনের মত আর gossip করি best friend এর মত। তোমাদের কারোরও কি এরকম হয়?

শুভ সন্ধ্যা বন্ধুরা🌹❤️❤️❤️
28/04/2025

শুভ সন্ধ্যা বন্ধুরা🌹❤️❤️❤️

28/04/2025

শুভ দুপুর বন্ধুরা,,,,,,সেদিন কষা মাংস রান্না করেছিলাম,,, ‌,,,,,, 🐤🍗🐔😋

শুভ সকাল বন্ধুরা,,,,, বাঙালির জীবনে বৈশাখের আসা নববর্ষ। জেগে ওঠে উৎসব প্রাঙ্গণ জাগে মনে হর্ষ।❤️🥰🌿🥰❤️🌿🥰❤️🌿🥰❤️🌿🥰❤️🌿       ...
28/04/2025

শুভ সকাল বন্ধুরা,,,,,
বাঙালির জীবনে বৈশাখের আসা নববর্ষ।
জেগে ওঠে উৎসব প্রাঙ্গণ জাগে মনে হর্ষ।
❤️🥰🌿🥰❤️🌿🥰❤️🌿🥰❤️🌿🥰❤️🌿

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Sanghamitra Sarkar Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share