05/06/2025
এতো সুন্দর করেও ভালোবাসার কথা বলা যায়। ❤️❤️❤️❤️❤️
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
ভালোবাসায় ভালবেসে বেঁধে যে রাখে.....
বেঁচে থাকুক পৃথিবীর সকল প্রেম আর ভালোবাসা
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
এভাবে থেকে থেকে, অল্প অল্প করে, থেমে থেমে ভালোবাসা হয় না। ভালোবাসতে হয় স্রোতের বেগে, পাগলের মতো। নিঃশ্বাস যেমন নেয়, তেমন।
এভাবে ধরেও যেন না ধরা, ছেড়েও যেন না ছাড়ার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে খুব শক্ত করেই ধরে রাখতে হয়। হারিয়ে যাওয়ার ভয়ে বারবার মূর্ছা যেতে হয়!
এভাবে থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে সবটা জুড়েই থাকতে হয়। বুকের আষ্টেপৃষ্টে, হৃদপিণ্ডে, মস্তিষ্কে এবং মনে। যে ভালোবাসা নিঃসঙ্গতায় মৌন পাহাড় করে দেয়, সেই ভালোবাসা মানুষকে সুখী করে না!
এভাবে যোগাযোগহীনতায় পার হওয়া কয়েকশ কোটি বিমর্ষ দিন-রাত শেষে “ ভালোবাসি ” বলে কী লাভ? যে ভালোবাসায় অস্তিত্বের জানান নেই, যে ভালোবাসায় বোঝার উপায় নেই, আদৌ কেউ আছে ভালোবাসার, সেই ভালোবাসার জন্য তো মানুষ হৃদয়ে অসীম খরা পুষে না।
এভাবে থেকে থেকে, কয়েকশ কোটি নির্ঘুম একাকিত্বের রাত পেরিয়ে এসে, কেউ হুট করে দু'একটা দিনের জন্য ভালোবাসা চায় না। ভালোবাসতে হয় পাগলের মতো, যেন খুব অল্পতেই অনুভবে সেই ভালোবাসা বুঝতে পারি। প্রতিদিন নিয়ম করেই ভালোবাসতে হয়, নিয়ম করেই কাছে আসতে হয়, কথা বলতে হয়। অনিয়মে জর্জরিত হতে হতে ভালোবাসা নষ্ট হয়। ভালোবাসা যতদিন নিয়মের মধ্যে এবং বাধ্যবাধকতায় হৃদয়ে সাংবিধানিকভাবেই স্বীকৃত থাকে, ঠিক ততদিন সম্পর্ক এবং মানুষ ভালো থাকে।