Absolute

Absolute Absolute is an organization which serves advertising, strategic planning, direct response, design and

Our Services

Creative Designing, Photography & Printing

2D & 3D Corporate Identity
Posters, Catalogues, Brochures
Hoarding, Banner, Flex Designs
Product Packaging

Films & Commercials

TVC
Corporate Films
AV Presentations
Still Photo Shoot
Product Photo Shoot
Model Coordination

Animations

3D Commercials and Promotional
Product Modeling & Animation
Compositing
Cinematic Titles, Effects & Logo Animations.

🎬 We're Hiring: 2D Animator cm Motion Graphics Artist 🎨Absolute is on the lookout for a creative professional! If you h...
25/02/2025

🎬 We're Hiring: 2D Animator cm Motion Graphics Artist 🎨

Absolute is on the lookout for a creative professional! If you have a passion for bringing stories to life through animation and motion graphics, we want to hear from you.

Location : Kolkata (This position requires on-site presence and is not a remote role. This role is strictly full-time, and we are seeking candidates committed to a long-term position.)

Who We're Looking For:
✅ Experienced professionals preferred
✅ Freshers with strong potential are welcome

Must-Have Skills:
🎨 Adobe Photoshop
🎞 Adobe After Effects
🖌 Adobe Animate

Bonus Points For:
✏ Adobe Illustrator
🎬 Adobe Premiere Pro

What We Expect:
🎥 A solid portfolio—work samples or showreels are a must (applications without these will not be considered).

📩 Send your CV and work samples to [email protected]

Ready to take the next step in your creative journey? Join us at Absolute!

Absolute

17/02/2025

এবার ফিরে দেখার পালা, আমাদের অন্যতম পছন্দের একটা প্রজেক্ট, "ন্যাশনাল ইন্স্যুরেন্স" I
Pressman Advertising এর সম্বদ্ধে তো বলার কিছু নেই, এডভার্টাইসিং এর সাথে যুক্ত সবাই মোটামুটি এই নামটার সাথে পরিচিত। এই রকম একটা নামকরা এজেন্সীর হয়ে কাজ করার একটা আলাদা সম্মান আর ভালো লাগা তো ছিলই, তার সাথে যখন ক্লায়েন্ট "ন্যাশনাল ইন্স্যুরেন্স" এর মতো খ্যাতনামা কোম্পানি, তখন তো সোনায় সোহাগা। সব মিলিয়ে এটা একটা দারুন অভিজ্ঞতা ছিল কারণ একই সাথে ৪টে বিজ্ঞাপন বানানো হয়েছিল এবং প্রতিটি বিজ্ঞাপন কোম্পানির আলাদা আলাদা পলিসিগুলোর বৈশিষ্ট গুলোকে তুলে ধরেছিলো।

কর্পোরেট এডভার্টাইসমেন্টটিতে উল্লেখ করা হয়েছিল কোম্পানির প্রায় ২০০এর বেশি পলিসি উপলব্ধ থাকার বিষয়ে, যেখানে বিভিন্ন সমস্যার সমাধানে আলাদা আলাদা পলিসির লাভ নেয়ার বিষয়টি বলা ছিল। National Insurance এর "Universal Health Policy" বিজ্ঞাপনটি, সাধারণ মানুষ এমনকি নিম্ন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ইন্স্যুরেন্সের কে Highlight করেছিল, দৈনন্দিন মাত্র দেড় টাকা খরচে ইন্স্যুরেন্স ব্যাপারটা বেশ জনপ্রিয় হয়েছিল, "সাধ্যের মধ্যে ইন্স্যুরেন্স" এই ভাবে বিষয়টিকে তুলে ধরা হয়েছিল। পরবর্তী বিজ্ঞাপনের বিষয় তথা নাম ছিল "পরিবার মেডিক্লেম পলিসি", এর বিষয়বস্তু ছিল একটি মেডিক্লেমের মাধ্যমে পুরো পরিবারের একসাথে মেডিক্লেম, এতে অভিনয় করেছিল আমাদের অ্যাবসলিউট পরিবারের অতি পরিচিত মুখ Rachel White। পরবর্তী "Shopkeeper পলিসি" টি ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, যাতে বিভিন্ন সমস্যায় তারা চটজলদি সমাধান পেতে পারেন। এই বিজ্ঞাপনে আমাদের মুখ ছিলেন, নাট্যজগৎ, থিয়েটার এবং চলচিত্রের পরিচিত মুখ Punya Darshan Gupta বা আমাদের পুণ্যদা।

এই এডভার্টাইসমেন্ট সিরিজটি আমাদের জন্যে একদিকে যেমন একটা learning experience ছিল, সেরকমই এতে মর্যাদার প্রশ্নও জড়িয়ে ছিল। একদিকে একটা বাঁধাধরা সময়ের গন্ডির মধ্যে বিষয়গুলিকে সাধারণ মানুষের কাছে একটা সুন্দর গল্পের মাধ্যমে পৌঁছে দিতে হবে, আবার সাথে সাথে মূল policy-র বিষয়বস্তু থাকতে হবে একেবারে স্পষ্ট ও সহজবোধ্য। এই সব মিলিয়ে যখন রিলিজ এর পর ক্লায়েন্ট এর মুখে হাসির দেখা মেলে, তখন বুঝে নিতে হয় যে কাঙ্খিত সাফল্য পাওয়া গেছে।

Absolute-এর ২৫ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দিকে ফিরে তাকাই, যেগুলো আমাদের আজকের সাফল্যকে গড়ে তুলেছে। আপনি যদি একজন সহ-সৃজনশীল, Brand enthusiast, বা শুধু আমাদের সম্বন্ধে জানতে ইচ্ছুক হন, তবে আমাদের সাথে থাকুন, মন্তব্য করুন এবং আমাদের গল্পের অংশ হয়ে যান। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলছি। 🌟"



আমাদের LinkedIn পোস্ট এর লিংক:
https://www.linkedin.com/posts/absolutefilms_national-insurance-all-ads-by-absolute-activity-7296513605666062336-UZQG?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAACEKQkoBL9QPfzgkNhchEnvG4Y6JZo-JGmk
আমাদের YouTube পোস্ট এর লিংক:
https://www.youtube.com/watch?v=Hcqf7xQxLmA

14/02/2025

আজ আমরা ফিরে দেখতে চলেছি কুবের মশালার জন্যে বানানো আমাদের একটি হিন্দি বিজ্ঞাপন। যার ট্যাগলাইন ছিল " स्वादिष्ट जीवन, चाहे हर मन ।"

কুবের মশালার এডভার্টাইসমেন্ট দিয়েই আমাদের সাথে এস. কে. এডভার্টাইসিং তথা তার কর্ণধার মিঃ রাজেশ জোশির একসাথে পথ চলার শুরু। এই বিজ্ঞাপনে অনেক গুণী শিল্পীর সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছিল। এদের মধ্যে বিশেষ ভাবে যাদের কথা এই মুহূর্তে মনে পড়ছে তারা হলো Pritha Chatterjee, Arun Talwar, Meghaa Ghosh, মিষ্টি Mrieja Mukherjee আর ছোট্ট Ishaan. এই বিজ্ঞাপনটি যে শুধুমাত্র ভীষণ উপভোগ্য হয়েছিল তাই নয়, এই কাজটির মধ্যে দিয়েই আমরা এদের অনেকের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরী করতে পেরেছিলাম।

পরবর্তী বছরগুলোতে বেশ কয়েকবার আমরা এস. কে. এডভার্টাইসিং-এর সাথে কাজ করেছি। একই ভাবে বাকি কাস্ট এবং ক্রিউ-এর সাথেও বেশ কিছু কাজ করেছিলাম, যেটা এই বিজ্ঞাপনটির হাত ধরেই শুরু হয়েছিল। আজ ফিরে ফিরে সেই দিনগুলোর দিকে তাকালে এই সমস্ত talented artist দের কথা খুব মনে পড়ে, বেশ ভালো লাগে সেই সব সময়কে আরেকবার কাছ থেকে দেখতে। আমরা এই সমস্ত কৃতি শিল্পীদের কাছে যেমন কৃতজ্ঞ, ঠিক একই ভাবে খুবই কৃতজ্ঞ কুবের মশালা-র কাছে, যারা আমাদের সুযোগ করে দিয়েছেন তাদের ব্র্যান্ড এর সাথে যুক্ত হওয়ার।

absolute এর ২৫তম বর্ষপূর্তিতে আমরা এইরকম কিছু মুহূর্তকে একসাথে ফিরে দেখার চেষ্টা করছি। অনেক শিল্পী, কলাকুশলী যাদের সাথে আমরা কাজ করেছি, তাদের আরেকবার ধন্যবাদ জানাতে চাইছি। আসুন, এই সমস্ত বিজ্ঞাপনগুলোর হাত ধরে আমরা আরেকবার ফিরে যাই সেই দিনগুলোতে, একসাথে ভাগ করে নি সেই মজাদার মুহূর্তগুলোকে। আপনি কমেন্ট করুন, শেয়ার করুন এই অভিজ্ঞতার আনন্দ, যেন আমরা সেই পুরোনো দিনের মজা সবাই আরেকবার সমান ভাবে নিতে পারি।

Absolute-এর ২৫ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দিকে ফিরে তাকাই, যেগুলো আমাদের আজকের সাফল্যকে গড়ে তুলেছে। আপনি যদি একজন সহ-সৃজনশীল, Brand enthusiast, বা শুধু আমাদের সম্বন্ধে জানতে ইচ্ছুক হন, তবে আমাদের সাথে থাকুন, মন্তব্য করুন এবং আমাদের গল্পের অংশ হয়ে যান। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলছি। 🌟"


আমাদের LinkedIn পোস্ট এর লিংক:
https://www.linkedin.com/posts/absolutefilms_kuber-malsala-tvc-activity-7295788872829931520-FN_0?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAACEKQkoBL9QPfzgkNhchEnvG4Y6JZo-JGmk
আমাদের YouTube পোস্ট এর লিংক:
https://youtu.be/Q4UqUSDsTZA?si=_CYSJJAcr7kF7UAF

03/02/2025

এবারে আমাদের স্মৃতির মনিকোঠায় THACKER DAIRY-র একটি টেলিভিশন কমার্শিয়াল।

এই বিজ্ঞাপনটিতে মুখ্য ভূমিকায় যারা দুজন আছেন, তাদের মধ্যে একজন কে তো প্রায় সবাই চেনে, তিনি হলেন Maestro Bickram Ghosh। অত্যন্ত গুণী শিল্পী, সাথে দুর্দান্ত পারফরমার ও। এতো অনায়াস ভঙ্গিতে ক্যামেরায় শট দিয়েছিলেন সেটা এক কথায় অসাধারণ, যেটা অবশ্য তার আগে সিনেমাতেও তিনি করে দেখিয়েছিলেন। তার মুখে THACKER DAIRY দুধের এই কমার্শিয়ালটির tagline "The Taste of Bengal" সেই সময়ে খুব জনপ্রিয়তা লাভ করেছিল।

তার সাথে স্টেজ ভাগ করে নিয়েছিল যে, সে আমাদের Absolute পরিবারের এক অবিচ্ছেদ্দ্য অংশ। রিনিতা ম্যামের ছোট ছেলে Chandranath Banerjee বা আমাদের সবার ভালোবাসার "বিলে"। এর আগে বিলে অনেক project-এর অংশ হলেও এককভাবে Bickram Ghosh -এর সাথে পারফর্ম করা মুখের কথা ছিল না। কিন্তু ছোট্ট বিলে খুবই মিষ্টি আর সহজ ভাবে সেটা করতে পেরেছিলো। এই ঘটনার পরবর্তীতেও বিলে বেশ কিছু এডভার্টাইসমেন্টে সাফল্যের সঙ্গে অংশ নিয়েছিল। কিন্তু ছোটবেলার সেই ঘটনাটা আজও ভীষণ স্পেশাল।

এতো বছর পরও এটা ভেবে ভালো লাগে যে THACKER DAIRY -র সাথে কোনো না কোনোভাবে আমরা আজও যুক্ত আছি, ঠিক সেই পুরোনো দিনের মতোই। Absolute এর ২৫তম বর্ষ পূর্তিতে তাই সাফল্যের সমান ভাগিদার THACKER DAIRY-ও।

Absolute-এর ২৫ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দিকে ফিরে তাকাই, যেগুলো আমাদের আজকের সাফল্যকে গড়ে তুলেছে। আপনি যদি একজন সহ-সৃজনশীল, Brand enthusiast, বা শুধু আমাদের সম্বন্ধে জানতে ইচ্ছুক হন, তবে আমাদের সাথে থাকুন, মন্তব্য করুন এবং আমাদের গল্পের অংশ হয়ে যান। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলছি। hashtag 🌟"
Followers and Viewers

আমাদের LinkedIn পোস্ট এর লিংক:
https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7292164933838905344
আমাদের YouTube পোস্ট এর লিংক:
https://youtu.be/txbnRwWyQqo

A few days ago, our Absolute family came together to celebrate a special Aiburobhat for our dear colleague, Purnendu Mis...
16/12/2024

A few days ago, our Absolute family came together to celebrate a special Aiburobhat for our dear colleague, Purnendu Misra

What followed was an afternoon filled with laughter, food, and some epic storytelling as we shared our wedding day experiences with the team! The celebration took place at Big Boss in China Town, conveniently close to our office. It was a unique cultural crossover—Bengali traditions perfectly paired with Chinese cuisine—because why not have rice and noodles when life is all about balance?

Here are some of the cherished memories we managed to capture...


Braving Cyclone Dana to bring creativity to life 💪 Amidst strong winds and wild conditions, our amazing team pulled toge...
11/11/2024

Braving Cyclone Dana to bring creativity to life 💪

Amidst strong winds and wild conditions, our amazing team pulled together – juggling laughter and lens, grit and gags, and a whole lot of props. Every scene brought a new challenge, but the teamwork and talent kept the energy high.

Can’t wait for you all to see the magic we created through it all! Here are a few snapshots of those incredible moments on set.

🎬✨ Stay tuned for the crackling TVC release – it’s going to be a real treat with a twist 😉🍪💫



We are seeking actors (20 -45 years) enthusiastic male, female and child actors (4 to 12 years) for upcoming projects. I...
04/11/2024

We are seeking actors (20 -45 years) enthusiastic male, female and child actors (4 to 12 years) for upcoming projects. If you're interested, please send us your CV, recent photographs, and any previous work you’ve done through the mail given below. This is an urgent requirement, so don't wait!

Write us to: [email protected]✌️

19/10/2024

প্রায় এক যুগের আগের একটা প্রজেক্ট এবার আমাদের স্মৃতির আয়নায় - " Simoco Mobile... শুনছে তপন !"

এই বিজ্ঞাপনটি এক নতুন আঙ্গিকে তৈরী, একটা নতুনত্ব ভাবনাচিন্তা ছিল এটাকে জুড়ে, এই concept-টির মূল কারিগর ছিলেন O&M-এর ক্রিয়েটিভ ডিরেক্টর সুজয় মুখার্জি, পরবর্তী সময়ে ক্লায়েন্টের মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তনের পর মূল খসড়া তৈরী হয়, এবং তা মূল বিষয়কে আরো প্রাণবন্ত করে তুলেছিল।

এটা যে সময়ে তৈরী, তখন সাধারণ মানুষের হাতে মোবাইল ছিল শুধুমাত্র কল্পনা, সেটা সাধারণের নাগালে পৌঁছানো ছিল প্রায় দুঃসাধ্য, কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও আমরা বুঝেছিলাম যে খুব ই তাড়াতাড়ি মোবাইল হয়ে উঠবে মানুষের জীবনের অংশ।

ক্লায়েন্ট প্রথমে বিষয়টি মেনে নিতে পারেনি, মোবাইলের মতো একটা দামি জিনিস সাধারণের হাথে আসার কল্পনা আর বাস্তবের চিত্রের মধ্যে দূরত্বটা কিভাবে মিতে যাবে, সেটা বোঝা তার পক্ষেও বেশ কঠিন হয়ে পড়েছিল, কিন্তু আমাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনার পর ক্লায়েন্টও বুঝতে পারে যে এটা সত্যি game changer হতে পারে, আর তাই সাধারণের জন্যে Simoco নিয়ে আসে affordable range of mobile phones।

আমাদের সৌভাগ্য হয়েছিল অভিনয় জগতের কিংবদন্তি দেবেশ রায়চৌধুরী (দেবেশ দা) এবং খরাজ মুখার্জি (খরাজ দা)-এর সাথে কাজ করার। পুরো cast এবং crew কনসেপ্টটির সাথে একাত্ম হয়ে তা জীবন্ত করে তোলেন। এই বিজ্ঞাপনে সবার পারফরম্যান্স ছিল অনবদ্য – শর্বরী মুখার্জি, নীনা কেজরিওয়াল, শর্মিষ্ঠা, গৌতম দা, জুয়েল, এবং রনি সবাই নিজ নিজ চরিত্রে উজ্জ্বল ছিলেন।

আজ ফিরে তাকালে, দেখতে অবাক লাগে কিভাবে সেই vision বাস্তবে পরিণত হয়েছে। যা তখন কল্পনাতীত ছিল, আজ তা বাস্তব। আমরা গর্বিত, কারণ সেই বিজ্ঞাপনে আমরা যা তুলে ধরেছিলাম তা আজকের দিনের বাস্তবতার একেবারে সঠিক পূর্বাভাস ছিল।

Absolute-এর ২৫ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দিকে ফিরে তাকাই, যেগুলো আমাদের আজকের সাফল্যকে গড়ে তুলেছে। আপনি যদি একজন সহ-সৃজনশীল, Brand enthusiast, বা শুধু আমাদের সম্বন্ধে জানতে ইচ্ছুক হন, তবে আমাদের সাথে থাকুন, মন্তব্য করুন এবং আমাদের গল্পের অংশ হয়ে যান। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলছি। hashtag 🌟"

Followers and Viewers

আমাদের LinkedIn পোস্ট এর লিংক: https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7245409376868438016/
আমাদের YouTube পোস্ট এর লিংক: https://youtu.be/3XQ4MAEC5Pk?si=Rb0nEoFATnOf095A

30/09/2024

"২৫শে মে ২০০৯-এ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আয়লা’ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, যার গতিবেগ ছিল প্রায় ১২০ কিমি প্রতি ঘন্টা।

ঠিক সেই সময় আমি, উষা দি (উষা উত্থুপ)-র সাথে তার স্টুডিও, StudioVibrations-এ দেখা করি। দিদি অসহায় অনুভব করছিলেন এবং যেভাবে হোক সাহায্য করতে চাচ্ছিলেন। তখনই এই ভিডিওর তৈরী করার একটা idea তৈরী হয়।

সৃজিতের লেখা, রাজা নারায়ণ দেবের সুর এবং দিদির টিমের সহযোগিতায় প্রজেক্টটি গড়ে ওঠে। নানান ধারণা বিনিময় হয় এবং দিদি টলি ক্লাব জোগাড় করা থেকে শুরু করে সেলিব্রিটিদের একসাথে এক জায়গায় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সকলেই স্বেচ্ছায় এসে এই প্রজেক্টের পাশে দাঁড়ান।

নেতিবাচক চরিত্রে পরিচিত নতুন ও প্রতিশ্রুতিবান মুখ স্বাগতা মুখার্জিকে ঘূর্ণিঝড়ের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়, আর নৃত্যশিল্পী দিপ্তাংশু পাল প্রকৃতির প্রলয়কে নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

আমরা শুটিং শুরু করি ভোরে এবং অন্ধকার ঘনিয়ে এলে শেয়ালের ডাক শোনা পর্যন্ত কাজ চালিয়ে যাই। সকলের সমর্থন ছিল অসাধারণ, আর দিদি শেষ পর্যন্ত থেকে আমাদের উৎসাহ দেন।

আমরা নিউজ চ্যানেলগুলোর কাছে কৃতজ্ঞ, যারা আমাদের জন্য ঘূর্ণিঝড়ের ফুটেজ সরবরাহ করেছিলেন। আমাদের গ্রাফিক শিল্পী এবং সম্পাদকরা একসঙ্গে কাজ করে এই ভিডিওটি বাস্তবে রূপ দেন।

ভিডিওর শেষ অংশ দেখে দিদি কেঁদে ফেলেছিলেন, আর তার উষ্ণ আলিঙ্গন ছিল আমাদের জন্য সবচেয়ে বড় উপহার।

ভিডিওটি Dadagiri-তে লঞ্চ করা হয়েছিল, এবং যা প্রশংসা আমরা পেয়েছিলাম তা ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী।

Absolute-এর ২৫ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দিকে ফিরে তাকাই, যেগুলো আমাদের সাফল্যের পথ গড়ে তুলেছে।

আপনি যদি একজন সহ-সৃজনশীল, brand enthusiast, বা নিছক কৌতূহলী হন, তবে আমাদের সাথে থাকুন, মন্তব্য করুন এবং আমাদের গল্পের অংশ হয়ে যান। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলছি। আমরা ছিল, আছি, থাকবো AbsolutelyTogether 🌟"

Followers and Viewers

আমাদের LinkedIn পোস্ট এর লিংক: https://www.linkedin.com/posts/absolutefilms_aila-music-video-activity-7242876418286637060-vGBH?utm_source=share&utm_medium=member_desktop
আমাদের YouTube পোস্ট এর লিংক:
https://youtu.be/PL0LcOLs9EY?si=ZIrU-_m3BoTq335d

11/09/2024

২৫ বছরের অভিজ্ঞতার ঝুলি থেকে এবার যে টিভি কমার্শিয়ালটা নিয়ে এলাম, সেটা হলো Louis Herbals Face Wash.
যা কিছু প্রথম, তাই উত্তম। Louis Herbal হয়ে এই কাজটি এর একটা দারুন উদাহরণ। একটা নয়, বেশ কয়েকটা প্রথম নিয়ে এই অভিযান। এটা skincare বিভাগে আমাদের প্রথম পদক্ষেপ , যে কোনো ওপেন মলে করা আমাদের প্রথম শুট। আজকের Crowd Puller Mani Mani Square মল তখন সদ্য খুলেছে, তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের এই বিজ্ঞাপন। সেই সময়েও এই মলটি হয়ে উঠেছিল আধুনিক জীবনের বিশেষত Next Gen এর নতুন ট্রেন্ড। সিনেমাটোগ্রাফার দেবাশীষ দে, টুবান নামেই যে বেশি পরিচিত, তার দক্ষতা এই প্রজেক্টটিকে সফল করতে বিশেষ ভূমিকা নিয়েছিল। আর Rukmini Maitra , যে এখন টলিউড এর অন্যতম জনপ্রিয় নাম, তখন তার গ্ল্যামার আর রূপের ছটায় এই বিজ্ঞাপনটিকে আরো মোহময়ী করে তুলেছিল। ক্লায়েন্টের পরামর্শে হিন্দি ভাষায় এই বিজ্ঞাপনটি তৈরী করা হয়, যাতে করে আরো বেশি সংখ্যায় ভিন্নভাষী দর্শককে এটি উপভোগ করার সুযোগ করে দেয়া যায়।
এই বিজ্ঞাপনটির "ধো ডালা' পাঞ্চ লাইন টা নতুন জেনারেশনের কাছ থেকে খুব ই ভালো সাড়া পায়, আর পরবর্তীতে এটা হয়ে ওঠে একটা ইনস্ট্যান্ট হিট।
তাহলে এক সঙ্গে আরেকবার বলা যাক .
Sonali Chakraborty Kundalia

Followers and Viewers


আমাদের LinkedIn পোস্ট এর লিংক: https://www.linkedin.com/posts/absolutefilms_throwback-to-our-most-cherished-projects-activity-7238886414304595968-9TUj?utm_source=share&utm_medium=member_desktop
আমাদের YouTube পোস্ট এর লিংক:
https://www.youtube.com/watch?v=XNbqS6pwOuM

09/09/2024

কিছু প্রজেক্ট থাকে, যেগুলো হৃদয়ে একটা আলাদা জায়গা করে নেয়। সেরকম সবারই একটা খুব পছন্দের প্রজেক্ট - রাজা গোল্ডেন মারী।
২০ বছরেরও আগে, রাজা বিস্কুটের প্রথম টেলিভশন কমার্শিয়াল সুখ্যাত সিনেমাটোগ্রাফার শ্রী. অম্লান দত্ত শুট করেছিলেন। আর সব থেকে মজার ব্যাপার হলো এটির অবিস্মরণীয় কথা ও মূল সুরের স্রষ্টা ছিলেন বর্তমান যুগের জনপ্রিয় অভিনেতা শ্রী. সুমিত সমাদ্দার, এটিকে আরো সুন্দর করে সুরে সাজিয়ে তৈরী করেছিলেন বিখ্যাত সরোদ বাদক ডক্টর রাজীব চক্রবর্তী। আরো একটা মজার ব্যাপার হলো, রাজীবদার ছেলে মাত্র ৭ মাস বয়সে এই এডভার্টাইসমেন্টে অংশগ্রহণ করে। এই অ্যাডূটির কথা ও সুর ক্লায়েন্টের চিন্তাভাবনার সাথে এতই মিলে গেছিলো যে এটি কেবল একটি নয়, দু-দুটি এডভার্টাইসমেন্টের অংশ হয়েছিল।

কিছু বছর পর আমরা এই সিরিজের দ্বিতীয় অ্যাডূটি তৈরী করি। এই বার , এই অ্যাডূটির সিনেমাটোগ্রাফার হিসেবে যুক্ত হন বর্তমানকালের প্রথিতযশা ডিরেক্টর অফ ফোটোগ্রাফি শ্রী. শীর্ষ রায় এবং এই অ্যাডূটিতেই তখনকার সময়ের উঠতি তারকা সায়ন্তিকা নন্দী অভিনয় করেন। যথারীতি ক্লায়েন্ট এর অনুরোধে আগের সেই সুরটি অপরিবর্তিত থাকে। বাঙালিয়ানা আর ঐতিহ্য কে ধরে রাখার উদ্দেশ্যে এটি শুট করা হয় উত্তর কলকাতার হেদুয়ার বিখ্যাত লাহাবাড়িতে।

আমাদের দুর্ভাগ্য, প্রথম টেলিভশন কমার্শিয়ালটির ব্যাকআপ স্টোর করে রাখা হার্ড ডিস্কটি ক্র্যাশ হওয়ার সাথে সাথে কমার্শিয়ালটিও চিরতরে হারিয়ে যায়। কিন্তু এই দুটি কমার্শিয়াল-এরই স্মৃতি আজ বাঙালি মননে অক্ষয় হয়ে আছে। প্রায় ১৮ বছরের ও বেশি সময় ধরে এই দ্বিতীয় কমার্শিয়ালটি on-air থেকেছে, হয়ে উঠেছে বাঙালির জীবন এবং ঐতিহ্যের বার্তাবহ।

পরবর্তীতে এই সাফল্যের হাত ধরে রাজা বিস্কুটের জন্যে আমরা আরো অনেক টেলিভশন কমার্শিয়াল করেছি, প্রত্যেকটি এই ব্র্যান্ডের উত্তরোত্তর বেড়ে ওঠা নাম ও যশ এর ভাগিদার হয়েছে।

আসুন, আর একবার Absolute এর ২৫তম বর্ষ উদযাপনের মাধ্যমে সামিল হই সেই স্বাদের, সেই বাঙালিয়ানার।
সবাই মিলে আর একবার হয়ে উঠি .


04/09/2024

Absolute পরিবারের, আমাদের সৃষ্টিশীল পথচলার ২৫ বছর পূর্ণ হচ্ছে এই বছরেই।
২৫ বছর আগে কলকাতায় জন্মানো সেই ছোট্ট চারাগাছ আজ মহীরুহ হয়ে উঠেছে আপনাদের সবার ভালোবাসায়। অনেক আবেগ, সৃজনশীলতা, পরিশ্রম তৈরী করেছে এই ২৫ বছরের সফর। ১০০০ এর-ও বেশি প্রজেক্টের পিছনে নীরব পরিচালকের ভূমিকায় থেকেছি আমরা। কোন ক্ষেত্রে আমরা ব্র্যান্ড বিল্ডিং -এর দায়িত্ব নিয়েছি, কখনো ব্র্যান্ড এর হয়ে তাদের গল্প সবার সামনে তুলে ধরেছি আবার কখনো ব্র্যান্ড বা প্রোডাক্ট কে নতুন ভাবে পরিচয় করিয়েছি আপনাদের সাথে।

Absolute-এ , আমরা সবসময় Ad-film making, Brand building, animation বা creative design যাই হোক না কেন, সব গুলো ক্ষেত্রেই দর্শকের পছন্দকে মাথায় রেখেই এগিয়েছি। সেই জন্যেই সময়ের সাথে সাথে আমাদের বিষয় গুলি নতুনত্ব পেয়েছে , একেবারে আলাদা হয়েছে আগের ক্রিয়েটিভ-এর থেকে, তাও সেটা ধরে রেখেছে তার brand এর মূল মন্ত্র । আমরা সবসময় চেষ্টা করেছি চিরাচরিত ধারণা থেকে সরে এসে নতুন করে ভাবতে, সেই চিন্তাভাবনা গুলোকে বাস্তবে রূপ দিতে।

আমরা নিজেরাও বদলাচ্ছি , অনেকদিন পর আমরা ফিরে আসতে চলেছি linkedIn ও, এখন আর শুধুমাত্র ফেসবুক বা ইন্সটা নয়, আমরা শুধুমাত্র বিনোদনে সীমাবদ্ধ না থেকে linkedIn-এর যোগাযোগ মাধ্যম কে ব্যবহার করে আরো মানুষের সাথে জুড়তে চলেছি। আমরাও চাই আপনারা যদি সেই মাধ্যমে থাকেন , তাহলে আমাদের সাথে connect করুন, যাতে আমরা আরো বড়ো পরিবার হয়ে উঠতে পারি।

আমাদের এই ২৫ বছরের মাইলস্টোন ছোঁয়ার আনন্দ , আগামী দিনের জন্যে আমাদের আরো বেশি করে উৎসাহিত করবে । এই বিশেষ মুহূর্ত কে আরো বেশি করে মনে রাখতে আমাদের পরবর্তী ২৫ টা পোস্ট আপনাদের নিয়ে যাবে এক নস্টালজিক সফরে। এই সফরে আপনিও হবেন আমাদের সফর সঙ্গী। এমনও হতে পারে যে আপনি হয়তো আমাদের সম্মানীয় ক্লায়েন্ট বা আমাদেরই পুরোনো দিনের সহকর্মী। হয়তো বা আপনিও চান আপনার ব্র্যান্ড কে সবার সামনে আনতে অথবা শুধুমাত্র অনেকদিন ধরে আমাদের শুধুই চেনেন, কিন্তু সামনাসামনি দেখা হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আমরা আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আমাদের follow করে, comment করে আপনিও আমাদের গল্পের একটা অংশ হলে আমরাই সব থেকে বেশি খুশি হবো। চলুন, আমরা একসাথে হয়ে উঠি .




আমাদের LinkedIn পোস্ট এর লিংক: https://www.linkedin.com/posts/absolutefilms_absolutelytogether-absoluteturns25-25yearsofabsolute-activity-7236372786623971328-hcTx?utm_source=share&utm_medium=member_desktop

আমাদের YouTube পোস্ট এর লিংক:
https://youtu.be/hN-F36UT8Pw?si=7g1lnTrd2wvkLv0s

Address

Brindavan Gardens, 98, Christopher Road
Kolkata
700046

Opening Hours

Monday 10:30am - 7pm
Tuesday 10:30am - 7pm
Wednesday 10:30am - 7pm
Thursday 10:30am - 7pm
Friday 10:30am - 7pm

Telephone

+919836789976

Alerts

Be the first to know and let us send you an email when Absolute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Absolute:

Share

Category