19/10/2024
প্রায় এক যুগের আগের একটা প্রজেক্ট এবার আমাদের স্মৃতির আয়নায় - " Simoco Mobile... শুনছে তপন !"
এই বিজ্ঞাপনটি এক নতুন আঙ্গিকে তৈরী, একটা নতুনত্ব ভাবনাচিন্তা ছিল এটাকে জুড়ে, এই concept-টির মূল কারিগর ছিলেন O&M-এর ক্রিয়েটিভ ডিরেক্টর সুজয় মুখার্জি, পরবর্তী সময়ে ক্লায়েন্টের মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তনের পর মূল খসড়া তৈরী হয়, এবং তা মূল বিষয়কে আরো প্রাণবন্ত করে তুলেছিল।
এটা যে সময়ে তৈরী, তখন সাধারণ মানুষের হাতে মোবাইল ছিল শুধুমাত্র কল্পনা, সেটা সাধারণের নাগালে পৌঁছানো ছিল প্রায় দুঃসাধ্য, কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও আমরা বুঝেছিলাম যে খুব ই তাড়াতাড়ি মোবাইল হয়ে উঠবে মানুষের জীবনের অংশ।
ক্লায়েন্ট প্রথমে বিষয়টি মেনে নিতে পারেনি, মোবাইলের মতো একটা দামি জিনিস সাধারণের হাথে আসার কল্পনা আর বাস্তবের চিত্রের মধ্যে দূরত্বটা কিভাবে মিতে যাবে, সেটা বোঝা তার পক্ষেও বেশ কঠিন হয়ে পড়েছিল, কিন্তু আমাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনার পর ক্লায়েন্টও বুঝতে পারে যে এটা সত্যি game changer হতে পারে, আর তাই সাধারণের জন্যে Simoco নিয়ে আসে affordable range of mobile phones।
আমাদের সৌভাগ্য হয়েছিল অভিনয় জগতের কিংবদন্তি দেবেশ রায়চৌধুরী (দেবেশ দা) এবং খরাজ মুখার্জি (খরাজ দা)-এর সাথে কাজ করার। পুরো cast এবং crew কনসেপ্টটির সাথে একাত্ম হয়ে তা জীবন্ত করে তোলেন। এই বিজ্ঞাপনে সবার পারফরম্যান্স ছিল অনবদ্য – শর্বরী মুখার্জি, নীনা কেজরিওয়াল, শর্মিষ্ঠা, গৌতম দা, জুয়েল, এবং রনি সবাই নিজ নিজ চরিত্রে উজ্জ্বল ছিলেন।
আজ ফিরে তাকালে, দেখতে অবাক লাগে কিভাবে সেই vision বাস্তবে পরিণত হয়েছে। যা তখন কল্পনাতীত ছিল, আজ তা বাস্তব। আমরা গর্বিত, কারণ সেই বিজ্ঞাপনে আমরা যা তুলে ধরেছিলাম তা আজকের দিনের বাস্তবতার একেবারে সঠিক পূর্বাভাস ছিল।
Absolute-এর ২৫ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দিকে ফিরে তাকাই, যেগুলো আমাদের আজকের সাফল্যকে গড়ে তুলেছে। আপনি যদি একজন সহ-সৃজনশীল, Brand enthusiast, বা শুধু আমাদের সম্বন্ধে জানতে ইচ্ছুক হন, তবে আমাদের সাথে থাকুন, মন্তব্য করুন এবং আমাদের গল্পের অংশ হয়ে যান। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলছি। hashtag 🌟"
Followers and Viewers
আমাদের LinkedIn পোস্ট এর লিংক: https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7245409376868438016/
আমাদের YouTube পোস্ট এর লিংক: https://youtu.be/3XQ4MAEC5Pk?si=Rb0nEoFATnOf095A