Rashma Sultana

Rashma Sultana আসসালামু আলাইকুম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
(3)

সবার তালা খুলে গেল। আমার তালা কবে খুলবে??
18/07/2025

সবার তালা খুলে গেল। আমার তালা কবে খুলবে??

18/07/2025
অনেক ভালবাসি আপনাকে মা।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।        #মা
18/07/2025

অনেক ভালবাসি আপনাকে মা।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

#মা

18/07/2025
আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক।
18/07/2025

আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক।

তোমার রব কে?
17/07/2025

তোমার রব কে?

আব্বু চলে যাওয়ার পর আমার মা ই সবচেয়ে ভেঙে পড়েছে। আমার মা সাদাসিধা একটা মানুষ। আমার দাদা ৬ ফুট লম্বা ছিল।তিনি দুইবছর ধরে ...
17/07/2025

আব্বু চলে যাওয়ার পর আমার মা ই সবচেয়ে ভেঙে পড়েছে। আমার মা সাদাসিধা একটা মানুষ। আমার দাদা ৬ ফুট লম্বা ছিল।তিনি দুইবছর ধরে বেডে শুয়ে থাকতেন।মানে তার পটি বিছানায় হত আর আমার মা সেটা পরিস্কার করতেন।মাঝে মাঝে আব্বু হেল্প করত।আমার নানিও কয়েক বছর সেইম অবস্থায় ছিল আমার মা সেবা যত্ন করেছেন। আমার আব্বু ২০১২ সাল থেকে অসুস্থ। বিছানায় পড়েছে অনেক বার। লাস্ট এক বছর বেডেই সব করেন। এমনকি সারাক্ষণ পায়খানা ঝরত তার। কিন্তু আমার মা কোনদিন বলে নি যে তার বিরক্ত লাগছে পারছে না। এখনো বলছে আরও ৫ বছর থাকলে আমি বিরক্ত হতাম না।কি অদ্ভুত ধৈর্য তার। আমার মা সত্যি একজন উন্নত মনের মানুষ। আমার আব্বু ভাগ্যবান ছিলেন এমন স্ত্রী পেয়ে। তাদের মাঝে ভালবাসার ঘাটতি ছিল না। কোনদিন ঝামেলা ঝগড়া করছে দেখিনি। মাকে কখনও বলা হয়নি আমি আপনাকে ভালবাসি❤️। আমরা মা বাবা সামনে ভালবাসার কথা বলিনা।হয়ত বাবা মাও কোনদিন সেটা আমাদের বলেন নি। তাও ভালবাসা সম্মান শ্রদ্ধা ছিল অনেক। আমার মা আমাদের শিখিয়েছেন সবার প্রতি ভালো ব্যবহার করতে। বাবা চলে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি মাকে অনেক বছর হায়াত দান করে। সুস্থ রাখে ভালো রাখে। আমিন।

#মা

17/07/2025
আসসালামু আলাইকুম সবাইকে
17/07/2025

আসসালামু আলাইকুম সবাইকে

রাসূল (ﷺ) বলেন:"দুনিয়াতে এমন জীবন যাপন করো, যেন তুমি একজন পথিক—এক গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়েছ,তারপর আবার চলতে হবে।"📚 ...
16/07/2025

রাসূল (ﷺ) বলেন:
"দুনিয়াতে এমন জীবন যাপন করো, যেন তুমি একজন পথিক—
এক গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়েছ,
তারপর আবার চলতে হবে।"
📚 — সহীহ বুখারী: ৬৪১৬

#হাদিস

আদর্শ বাবা কেমন হওয়া উচিত? এখনকার বাবারা কেমন?  আপনি বাবা হিসেবে কেমন? জীবন ধরে টাকার পিছনে ছুটে চলছেন? নাকি মনে করেন টা...
16/07/2025

আদর্শ বাবা কেমন হওয়া উচিত? এখনকার বাবারা কেমন? আপনি বাবা হিসেবে কেমন? জীবন ধরে টাকার পিছনে ছুটে চলছেন? নাকি মনে করেন টাকাই সন্তানের ভবিষ্যৎ। কিন্তু আমার বাবা ছিল আলাদা।প্রতিদিন রাতে কোলে নিয়ে গল্প করতেন। দুনিয়া সৃষ্টির রহস্য এমন ভাবে বলতেন যা আমার কানে বাজে এখনো। বলেছেন ফেরেস্তাদের ইতিহাস। নবী রাসুলের জীবনী তাদের আত্নত্যাগের গল্প৷ আমি আমার বাবার কাছে শুনেছি হজরত ওমর (রা:) শাসন ব্যবস্থা কেমন ছিল। শুনেছি রাসুলুল্লাহ সাঃ এর এতিম হওয়ার সেই আল্লাহর পরিকল্পনা। বলেছিলেন হাসরের ময়দানের সেই হিসাবের ভয়াবহতা নিয়ে। কেয়ামতের দিনে যা ঘটবে। আমার বাবা আমাকে সাদ্দাম হোসেনের উপর যা হয়েছে তাও বলেছেন। বলেছেন সে রে বাংলা এ কে ফজরুল হকের অবদান। শুনেছি নজরুলের বিদ্রোহী কবিতা লেখার পটভূমি। বৃটিশদের শাসনে তার প্রতিবাদ । রবিন্দ্রনাথের চরিত্র বা গীতাঞ্জলির নোবেল পুরুষ্কার। আমার বাবা আমাকে শিনিয়েছিল ৫২ ভাষা আন্দলোন, ৭১ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ম্যারাডোনা হাতে দেওয়া গোল বা প্লের রেকর্ড। এই সব ই আমার বাবা আমাকে শিখিয়েন। প্রতিরাতে তার রহস্যময় গল্প (কিস্তা) আমাকে কল্পনার রাজ্য নিয়ে যেত। আমি তার সবচেয়ে বড় শ্রোতা ছিলাম। আমার বাবার ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা করাবেন যেহেতু আমার আগ্রহ বেসি ছিল। আলহামদুলিল্লাহ আমি তার সেই স্বপ্ন রেখেছি। বলেছিলেন মানুষ হও,অন্যের ক্ষতি কর না,হিসাবটা তোমাকেই দিতে হবে। সেই কথা আজও প্রতিটি কাজে মাথায় আসে৷ আমি বড় হয়ে এগুলো বই পড়ে আরও শিখেছি। কিন্তু আমার বাবা হিসাবে তিনি যা শিখিয়েছেন প্রতি মুহুর্তে তাই মনে পড়ে। হয়ত লক্ষ কোটি টাকা রেখে যান নি কিন্তু তিনি আমার মস্তিষ্কে যা রেখে গেছেন তা জন্ম থেকে জন্মান্তর মনে থাকবে। আপনি শ্রেষ্ঠ বাবা ছিলেন। অনেক ভালবাসি আপনাকে। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।

হে আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।🤲       #ইসলামিক
15/07/2025

হে আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।🤲

#ইসলামিক

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashma Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share