16/07/2025
আদর্শ বাবা কেমন হওয়া উচিত? এখনকার বাবারা কেমন? আপনি বাবা হিসেবে কেমন? জীবন ধরে টাকার পিছনে ছুটে চলছেন? নাকি মনে করেন টাকাই সন্তানের ভবিষ্যৎ। কিন্তু আমার বাবা ছিল আলাদা।প্রতিদিন রাতে কোলে নিয়ে গল্প করতেন। দুনিয়া সৃষ্টির রহস্য এমন ভাবে বলতেন যা আমার কানে বাজে এখনো। বলেছেন ফেরেস্তাদের ইতিহাস। নবী রাসুলের জীবনী তাদের আত্নত্যাগের গল্প৷ আমি আমার বাবার কাছে শুনেছি হজরত ওমর (রা:) শাসন ব্যবস্থা কেমন ছিল। শুনেছি রাসুলুল্লাহ সাঃ এর এতিম হওয়ার সেই আল্লাহর পরিকল্পনা। বলেছিলেন হাসরের ময়দানের সেই হিসাবের ভয়াবহতা নিয়ে। কেয়ামতের দিনে যা ঘটবে। আমার বাবা আমাকে সাদ্দাম হোসেনের উপর যা হয়েছে তাও বলেছেন। বলেছেন সে রে বাংলা এ কে ফজরুল হকের অবদান। শুনেছি নজরুলের বিদ্রোহী কবিতা লেখার পটভূমি। বৃটিশদের শাসনে তার প্রতিবাদ । রবিন্দ্রনাথের চরিত্র বা গীতাঞ্জলির নোবেল পুরুষ্কার। আমার বাবা আমাকে শিনিয়েছিল ৫২ ভাষা আন্দলোন, ৭১ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ম্যারাডোনা হাতে দেওয়া গোল বা প্লের রেকর্ড। এই সব ই আমার বাবা আমাকে শিখিয়েন। প্রতিরাতে তার রহস্যময় গল্প (কিস্তা) আমাকে কল্পনার রাজ্য নিয়ে যেত। আমি তার সবচেয়ে বড় শ্রোতা ছিলাম। আমার বাবার ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা করাবেন যেহেতু আমার আগ্রহ বেসি ছিল। আলহামদুলিল্লাহ আমি তার সেই স্বপ্ন রেখেছি। বলেছিলেন মানুষ হও,অন্যের ক্ষতি কর না,হিসাবটা তোমাকেই দিতে হবে। সেই কথা আজও প্রতিটি কাজে মাথায় আসে৷ আমি বড় হয়ে এগুলো বই পড়ে আরও শিখেছি। কিন্তু আমার বাবা হিসাবে তিনি যা শিখিয়েছেন প্রতি মুহুর্তে তাই মনে পড়ে। হয়ত লক্ষ কোটি টাকা রেখে যান নি কিন্তু তিনি আমার মস্তিষ্কে যা রেখে গেছেন তা জন্ম থেকে জন্মান্তর মনে থাকবে। আপনি শ্রেষ্ঠ বাবা ছিলেন। অনেক ভালবাসি আপনাকে। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।