Khaboronline

Khaboronline খবর অনলাইনের সংবাদকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের উন্মুক্ত ফোরাম এই ফেসবুক পেজ

২০১৪ সাল থেকে পথ চলা শুরু খবর অনলাইনের। তারপর থেকে ধারাবাহিক ভাবে সংবাদ ও অন্যান্য মননশীল লেখা প্রকাশ করে চলেছে খবর অনলাইন। মিডিয়া ফাইভের উদ্যোগ এই ওয়েব পোর্টাল ২০১৬ সাল থেকে পাঠকের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে নতুন আঙ্গিকে চলা শুরু করে। আমাদের ওয়েবসাইট https://www.khaboronline.com/

🛺রাজ্যের সব প্রান্তে চলাচল করা টোটোগুলিকে সরকারি নথিভুক্তির আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে র...
17/10/2025

🛺রাজ্যের সব প্রান্তে চলাচল করা টোটোগুলিকে সরকারি নথিভুক্তির আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে রাজ্যের পরিবহণ দফতর, যার লক্ষ্য টোটো চলাচলকে নিয়ন্ত্রণে আনা ও একটি সুশৃঙ্খল পরিবহণ নীতি গড়ে তোলা। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু হবে।

বিস্তারিত প্রতিবেদন কমেন্টে 👇

🌧 বিদায় নিয়েছে বর্ষা! উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্য থেকেই সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। শুষ্ক হাওয়া বইতে শু...
16/10/2025

🌧 বিদায় নিয়েছে বর্ষা! উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্য থেকেই সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। শুষ্ক হাওয়া বইতে শুরু করেছে, আর সেই সঙ্গেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শীতের প্রতীক্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা। এরপর থেকেই কার্যত শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব। তবে, মৌসুমি বায়ুর বিদায়ের মধ্যেই সপ্তাহান্তে ফের আবহাওয়ার ভোল বদলাতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের ছয় জেলায়।

বিস্তারিত প্রতিবেদন কমেন্টে👇

প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর।
15/10/2025

প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর।

🛺 রাজ্যে শুরু হয়েছে ব্যাটারি চালিত যানবাহনের রেজিস্ট্রেশন অভিযান। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলা টোটো ও ই-রিকশার বহ...
15/10/2025

🛺 রাজ্যে শুরু হয়েছে ব্যাটারি চালিত যানবাহনের রেজিস্ট্রেশন অভিযান। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলা টোটো ও ই-রিকশার বহরে শৃঙ্খলা আনতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। তবে প্রথম দুই দিনে রাজ্যজুড়ে মাত্র ৯৫০টি ব্যাটারি চালিত যানবাহন রেজিস্ট্রেশন হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

বিস্তারিত প্রতিবেদন কমেন্টে 👇

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আবারও শুরু হচ্ছে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া। তার প্রস্তুতি হিসেবেই ...
15/10/2025

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আবারও শুরু হচ্ছে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া। তার প্রস্তুতি হিসেবেই নির্বাচন কমিশন (EC) রাজ্যের ভোটার তালিকার এক নজিরবিহীন মানচিত্র তৈরি করেছে — যাতে তুলনা করা হয়েছে ২০০২ সালের বিশেষ তালিকা সংশোধনের (SIR 2002) সময়কার ভোটার তালিকা এবং বর্তমান ২০২৫ সালের ভোটার তালিকাকে।

এই তুলনামূলক বিশ্লেষণে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের সাতটি জেলায় ৫১.৩% থেকে ৬৫.২% ভোটারের নাম উভয় তালিকাতেই রয়েছে। অর্থাৎ, রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি ভোটার দুই সময়ের তালিকায় সাধারণভাবে চিহ্নিত। কোথায় কম , কোন জেলায় বেশি?

বিস্তারিত প্রতিবেদন কমেন্টে ?

আজ বুধবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড়ো প্রতিযোগিতা রনজি ট্রফি। এই ক্রিকেট প্রতিযোগিতা এখন দুটি স্তরে বি...
15/10/2025

আজ বুধবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড়ো প্রতিযোগিতা রনজি ট্রফি। এই ক্রিকেট প্রতিযোগিতা এখন দুটি স্তরে বিভক্ত — এলিট ও প্লেট। এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে। বুধবার ইডেন গার্ডেন্স-এ বাংলা মুখোমুখি হচ্ছে উত্তরাখণ্ডের।

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের কাদা, ডলোমাইট ও পলি সরিয়ে সাফারির পথ পরিষ্কার হ...
14/10/2025

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের কাদা, ডলোমাইট ও পলি সরিয়ে সাফারির পথ পরিষ্কার হওয়ার পর গত শুক্রবার থেকে চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি।

দীর্ঘ বিরতির পর এমন ছন্দে ফেরা দেখে বেজায় খুশি স্থানীয় জিপসি মালিকরা। তাঁদের কথায়, “একেবারে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা!” — দুর্যোগ কাটার এত দ্রুত পরেই যে এত পর্যটক সাহস করে কার সাফারির জন্য পাহাড়ে আসবেন, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

চিলাপাতা, কোদালবস্তি-মেন্দাবাড়ি ও শালকুমার মিলিয়ে মোট ১৯টি জিপসি এখন সাফারিতে ব্যস্ত।
চিলাপাতা জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল রাভা সংবাদমাধ্যমকে বলেন, “পর্যটকদের ভিড় এমন যে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে সাফারির জন্য। দুর্যোগ কাটিয়ে যে এভাবে তারা ফিরে আসবেন, এটা আনন্দের।”

বিস্তারিত প্রতিবেদন পড়ুন কমেন্টে👇

⚠️ বাচ্চাদের কফ সিরাপে বিষ! WHO-র সতর্কতা ভারতে তিনটি ওষুধ নিয়ে 🚨মধ্যপ্রদেশে একের পর এক শিশুমৃত্যুর পর বিশ্ব স্বাস্থ্য স...
14/10/2025

⚠️ বাচ্চাদের কফ সিরাপে বিষ! WHO-র সতর্কতা ভারতে তিনটি ওষুধ নিয়ে 🚨
মধ্যপ্রদেশে একের পর এক শিশুমৃত্যুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) শনাক্ত করেছে তিনটি মারাত্মক দূষিত কফ সিরাপ —
👉 ‘কোল্ডরিফ’ (Sresan Pharmaceuticals)
👉 ‘রেসপিফ্রেশ টিআর’ (Rednex Pharmaceuticals)
👉 ‘রিলাইফ’ (Shape Pharma)

পরীক্ষায় ধরা পড়েছে মারাত্মক ডাইইথিলিন গ্লাইকোল (DEG) — যা অনুমোদিত সীমার ৫০০ গুণ বেশি! 😱
তামিলনাড়ুর সংস্থার লাইসেন্স বাতিল, মালিক গ্রেফতার। সরকার জানিয়েছে, এই বিষাক্ত সিরাপ বিদেশে রপ্তানি হয়নি।

🧪 WHO-র সতর্ক বার্তা: “এই রাসায়নিক কিডনি বিকল থেকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।”

🔗 বিস্তারিত পড়ুন কমেন্টে

অবশেষে রাজ্য থেকে বিদায় নিল বর্ষা।  উত্তর, দক্ষিণ সব প্রান্ত থেকেই এ বারের মতো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে বলে ...
13/10/2025

অবশেষে রাজ্য থেকে বিদায় নিল বর্ষা। উত্তর, দক্ষিণ সব প্রান্ত থেকেই এ বারের মতো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।🌞
উত্তুরে হাওয়ার ছোঁয়ায় রাত নামলেই বইবে শীতল হাওয়া, তৈরি হবে মনোরম পরিবেশ।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই — তাই এই সময়টাই ঘোরার, হেমন্তকে অনুভব করার সেরা সময়!

দিন কয়েক পরেই কালীপূজো। কুমোরটুলিতে জোরকদমে চলছে কালীমূর্তি তৈরির কাজ।  ছবি তুলেছেন চিত্র সাংবাদিক রাজীব বসু
12/10/2025

দিন কয়েক পরেই কালীপূজো। কুমোরটুলিতে জোরকদমে চলছে কালীমূর্তি তৈরির কাজ। ছবি তুলেছেন চিত্র সাংবাদিক রাজীব বসু

  আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। র...
11/10/2025


আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে।

রবিবার কোনও কোনও জায়গায় খুব সামান্যই বৃষ্টি হতে পারে।

সোমবার থেকে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ কমবে। তার পর টানা পাঁচদিন রোদ থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গে এখন আর কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, কখনও আংশিক মেঘলা থাকতে পারে।

পার্বত্য এলাকাগুলিতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে, তবে সেটিও ক্রমশ কমে যাবে।

কাশ্মীরে জঙ্গিদমনে গিয়ে তুষারঝড়ে মৃত দুই বাঙালি প্যারা কমান্ডোর দেহ ফিরছেছুটি শেষে পঞ্চমীর দিনই কাশ্মীর ফিরে গিয়েছিলেন।...
11/10/2025

কাশ্মীরে জঙ্গিদমনে গিয়ে তুষারঝড়ে মৃত দুই বাঙালি প্যারা কমান্ডোর দেহ ফিরছে

ছুটি শেষে পঞ্চমীর দিনই কাশ্মীর ফিরে গিয়েছিলেন। তবে বিবাহবার্ষিকীতে আবার বাড়ি ফেরার কথা ছিল। স্ত্রী-সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ারও কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই শনিবার বাড়ি ফিরছে মুর্শিদাবাদের বাসিন্দা, সেনার এলিট প্যারা ৭ স্পেশ্যাল ফোর্সের হাবিলদার পলাশ ঘোষের নিথর দেহ। শনিবার দুপুরের দিকে বছর সাতাশের সুজয়ের দেহ ফেরার কথা বীরভূমের রাজনগর ব্লকেরকুণ্ডীরা গ্রামের বাড়িতে

Address

81A, Nim Chand Moitra Street
Kolkata
700035

Alerts

Be the first to know and let us send you an email when Khaboronline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaboronline:

Share

খবর অনলাইন একটি ব্যতিক্রমী পোর্টাল। রাজনীতির দৈনন্দিন আকছাআকছির খবর নয়, দেশ-বিদেশের যে খবর পাঠকের মনে কিছু চিন্তার খোরাক জোগায়।

কাজের কথা, মনের খোরাক