Sristisukh

Sristisukh Sristisukh Prokashan is a leading publishing house based in Kolkata, India.

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে কুন্তল মুখোপাধ্যায়-এর লেখায় আর সুমন কবিরাজ-এর আঁকায় বন্ধুত্বের এক অনন্যসাধারণ যাত্রা 'লেংচ...
18/06/2025

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে কুন্তল মুখোপাধ্যায়-এর লেখায় আর সুমন কবিরাজ-এর আঁকায় বন্ধুত্বের এক অনন্যসাধারণ যাত্রা 'লেংচু টুঁইটুঁই সান্টা আর বাবুই'।

প্রচ্ছদ - সুমন কবিরাজ

==========

চার্লি ম্যাকেশির ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স’ বইটি পড়ে ইচ্ছে হয়েছিল এইরকম একটা বই যেন একখানা আমাদের ভাষাতেও হয়। এই বইখানা থেকে এই বইয়ের ধারণা পেয়েছি। ফলে স্বীকার করে নিচ্ছি যে, এই বইয়ের মৌলিক ধারণা আমার নয়। সেদিক থেকে এই বইখানাকে যদি কেউ ম্যাকেশির বই থেকে অনুপ্রাণিত ভাবেন, তাঁকে আমি বাধা দেব না। কিন্তু বইয়ের ভিতরের সমস্ত কথা আমার নিজের। সেই সমস্ত নীরবতা মাখানো ঘটনাবলি কীভাবে এগিয়ে যেতে পারে, তার ধারণাও কিন্তু ম্যাকেশির বইখানা থেকে পেয়েছিলাম। চেয়েছিলাম এমন একটি বই হোক যা তিরিশ মিনিটে শেষ হতে পারে, কিন্তু শেষ যেন কোনোদিনই না হয়৷ ম্যাকেশির বইটা অন্তত এইরকমই। এই বইটা কেমন হবে তা যাঁরা বইখানার পাতা ওলটাবেন, তাঁরা জানবেন। বইটার ধারণা আসলে তো বন্ধুত্বেরই ধারণা, বন্ধুত্বেরই উদ্‌যাপন। ফলে এই বই লেখার সময় আমি আমার প্রিয় বন্ধুদের ভেবেছি সবচে বেশি করে। পাঠকরাও যদি তা-ই ভাবেন, তাহলেই হয়তো আমাদের পরিশ্রম সার্থক।
বইটি যেমন আমার, তেমনই সুমনের। সুমন কবিরাজ। আমার অন্যতম প্রিয় শিল্পী সুমন। এই সময়ে যাঁদের ছবি আমাদের ভাবায়, সুমন তাঁদের একজন। বইখানায় সুমনের কাজ নিশ্চয়ই পাঠকের ভালো লাগবে। সুমন এই বইয়ের আরও একজন কনট্রিবিউটর। ফলে তাঁকে ধন্যবাদ দেওয়ারও কোনও মানে নেই।
এই বইখানা লিখে রেখে দিয়েছিলাম এই ভেবে যে, বইটা প্রকাশ করা এত ব্যয়বহুল যে কেউ প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখাবেন না। কিন্তু এবারেও আশ্চর্য হতে হল! বইটার পাণ্ডুলিপি পড়ে সৃষ্টিসুখের রোহণ কুদ্দুস একবাক্যে রাজি হয়ে গেলেন! এই রকম বই প্রকাশ করাটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্ন যে এভাবে সত্যি হয়ে যাবে, বুঝতে পারিনি। তাঁকে আমার কৃতজ্ঞতা।
শেষে আমি যাঁর অনুরাগী এমন এক ভাই আর বন্ধুর নাম করতে চাই। এই বইয়ের ব্যাপারে তাঁর কৃতিত্বই সর্বাধিক। অনির্বাণ ভট্টাচার্য সত্যিই আমার কাছে এক আশ্চর্য মানুষ। তাঁকে পড়ে আমি প্রতিদিন যেমন শিক্ষিত হই, তেমনই নতুন বইয়ের উপাদান পাওয়া যায়। একদিন ম্যাকেশির বইয়ের সন্ধান তাঁর কাছে থেকেই পেয়েছিলাম। ফলে তাঁকেই পাণ্ডুলিপি তৈরি করে প্রথম পড়াই। সেটা ওঁর এত ভালো লেগে যায় যে, অনির্বাণ নিজেই আমার হয়ে প্রকাশককে বইয়ের প্রস্তাবটা দেন। সত্যিই এই বই সবদিক থেকে অনির্বাণেরও বই। ও না থাকলে এই বই হতই না। অনির্বাণকে ধন্যবাদ নয়, আমার অন্তরের ভালোবাসা জানাই।
সবশেষে আমার জীবনে যত বন্ধু এসেছেন, তাঁদের সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। কারণে অকারণে আমার জীবনে তাঁরা যে মাধুরী দান করেছেন, তার ফলাফল হিসাবে এই বই গড়ে উঠেছে। কোনোভাবেই তাঁদের ভালোবাসার ঋণ আমি প্রকাশ করতে পারব না।

--- কুন্তল মুখোপাধ্যায়

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ (হ য ব র ল) থেকে প্রকাশিত হয়েছে অরুণ কর-এর গল্প সংকলন'ভূতের গল্প অদ্ভুতের গল্প'।প্রচ্ছদ ও অলংকরণ - দিবাকর চন্দ...
18/06/2025

সৃষ্টিসুখ (হ য ব র ল) থেকে প্রকাশিত হয়েছে অরুণ কর-এর গল্প সংকলন
'ভূতের গল্প অদ্ভুতের গল্প'।

প্রচ্ছদ ও অলংকরণ - দিবাকর চন্দ

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে তন্ময় ভট্টাচার্য সম্পাদিত সাক্ষাৎকার সংকলন 'ঈর্ষাক্ষাৎকার'।প্রচ্ছদ - আকাশ গঙ্গোপাধ্যায়====...
17/06/2025

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে তন্ময় ভট্টাচার্য সম্পাদিত সাক্ষাৎকার সংকলন 'ঈর্ষাক্ষাৎকার'।

প্রচ্ছদ - আকাশ গঙ্গোপাধ্যায়

==========

‘ঈর্ষাক্ষাৎকার’ শব্দটি ব্যাকরণসিদ্ধ নয়, বরং উচ্চারণসিদ্ধ বলা চলে। ‘ঈর্ষা’ আর ‘সাক্ষাৎকার’— এই দুই শব্দের মিলমিশ। যে-সমস্ত লেখক-গবেষক-আঞ্চলিক ইতিহাসবিদের কাজের প্রতি সম্পাদক ঈর্ষান্বিত, তাঁদের কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে, পরোক্ষে সেই কাজগুলিই ছুঁয়ে থাকার চেষ্টা। বিভিন্ন প্রজন্মের ১৫ জনের সঙ্গে সম্পাদকের কথোপকথন সংকলিত হয়েছে এই খণ্ডে।

যাঁদের সাক্ষাৎকার এই বইতে সংকলিত হল—

কমল চৌধুরী, সাধন চট্টোপাধ্যায়, অঞ্জন সেন, তুহিন মুখোপাধ্যায়, কানাইপদ রায়, চন্দ্রা মুখোপাধ্যায়, সুপ্রিয় চৌধুরী, সুশীলকুমার বর্মন, কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, সোমা মুখোপাধ্যায়, স্বপনকুমার ঠাকুর, মৌমিতা সাহা, বিশ্বজিৎ রায়, শুভদীপ চক্রবর্ত্তী ও অলোক সরকার

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

আজ সৌমনা দাশগুপ্ত-র শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমনা দাশগুপ্ত-র টানটান থ্রিলারের আঙ্গিকে আমাদের নিজস্ব স...
16/06/2025

আজ সৌমনা দাশগুপ্ত-র শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমনা দাশগুপ্ত-র টানটান থ্রিলারের আঙ্গিকে আমাদের নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরার আখ্যান ‘মাশান রহস্য’।

প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস

==========

সংস্কৃতি, বিশেষত কৌম সংস্কৃতিই আমাদের জাতি-জনজাতির প্রকৃত ইতিহাসের সন্ধান দেয়। রাজারাজড়াদের যুদ্ধবিগ্রহের তুলনায় সেই ইতিহাস কম মূল্যবান নয়। তা বলে মানুষের কথা। তার যাপনের সংগ্রাম, দুখ-বেদন, রাগ-ক্রোধ, আহত অভিমান, আদান-প্রদান এসবেরই সন্ধান দেয় এই ইতিহাস। আদিম মানুষ থেকে আজকের সমাজবদ্ধ মানুষ হয়ে ওঠার ধারবাহিকতার দিকে লক্ষ করলে এবং মিথ ও মৌখিক ইতিহাস মিলিয়ে-মিশিয়ে দেখলে দেখা যায় পুরাণে বর্ণিত দেবদেবীর পুজো করা ছাড়াও ধীরে ধীরে প্রকৃতির কাছে অসহায় মানুষের মধ্যে স্থানীয় নানা প্রতিকূল অবস্থার থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি হয় এক সমান্তরাল পূজা-অর্চনার ধারা, যা জন্ম দিয়েছে বিভিন্ন লোকদেবতার। এরকমই ঘন জঙ্গল, বন্য জন্তু, শ্বাপদ, বিপজ্জনক কীটপতঙ্গসংকুল উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের এক সুপ্রাচীন লোকদেবতা হলেন মাশান। গবেষকদের মতে, মানুষের ব্যক্তিগত বা সমষ্টিগত কল্যাণ কামনায় এই দেবতার পুজো করা হয়। আবার ভিন্নমতও রয়েছে। প্রায় পাল রাজাদের সময় থেকে মাশানের ভাবনার সূত্র পাওয়া যায়। উত্তরবঙ্গের নানা অঞ্চল, সিকিম, মেঘালয় এবং আসাম ছাড়াও বৌদ্ধ-ধর্ম প্রভাবিত শ্রীলংকা, নেপাল আর বাংলাদেশের কিছু অঞ্চলে মাশানের আরাধনা প্রচলিত রয়েছে। প্রাচীন অঙ্কনশৈলীর ছোঁয়া মাশানের গঠনের মধ্যে এখনও রয়ে গেছে। এর থেকে এই দেবতার অস্তিত্বের প্রাচীনতা সম্পর্কে একটা ধারণা করা যায়। পাওয়া যায় নানা রূপভেদ, যথা– বাড়ীকা মাশান, তিসিলা মাশান, ঘাটিয়া মাশান, ছুঁচিয়া মাশান, চলান মাশান, বহিতা মাশান, কাল মাশান, কুহুলীয়া মাশান, নাঙ্গা মাশান… গভীর আগ্রহে মাশান নিয়ে এইসব গবেষণা করে চলেছিলেন তরুণী মেঘনা। হঠাৎই খোঁজ পেলেন মাশানের বেশ কিছু দুষ্প্রাপ্য পটের। তারপরই রহস্যজনকভাবে উধাও তিনি। সেই সঙ্গে নিখোঁজ হল মাশানের দুষ্প্রাপ্য পটগুলিও। কোথায় গেলেন মেঘনা? কোথায় হারাল এই দুষ্প্রাপ্য সম্পদ?

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

গতকাল ছিল মদনগোপাল মুখোপাধ্যায়-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে মদনগোপাল মুখোপাধ্যায়-এর নিবন্ধ সংকলন 'স্বা...
16/06/2025

গতকাল ছিল মদনগোপাল মুখোপাধ্যায়-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে মদনগোপাল মুখোপাধ্যায়-এর নিবন্ধ সংকলন 'স্বাক্ষরিত বইয়ের সন্ধানে'।

প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে কাজী জহিরুল ইসলাম-এর কাব্যগ্রন্থ 'চমক দেখি তার'।প্রচ্ছদ - আকাশ গঙ্গোপাধ্যায়বইটির প্রাপ্তিস...
14/06/2025

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে কাজী জহিরুল ইসলাম-এর কাব্যগ্রন্থ 'চমক দেখি তার'।

প্রচ্ছদ - আকাশ গঙ্গোপাধ্যায়

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে শাশ্বত গঙ্গোপাধ্যায়-এর কবিতা সংকলন 'রাক্ষসের ছেলেমেয়ে'।প্রচ্ছদ - প্রশান্ত সরকারবইটির প্রাপ...
14/06/2025

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে শাশ্বত গঙ্গোপাধ্যায়-এর কবিতা সংকলন
'রাক্ষসের ছেলেমেয়ে'।

প্রচ্ছদ - প্রশান্ত সরকার

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

কবিসম্মেলন থেকে প্রকাশিত হয়েছে অনুপ সেনগুপ্ত-এর কাব্যগ্রন্থ 'ওম ওমেগা'।প্রচ্ছদ - অর্পিতা প্রধানবইটির প্রাপ্তিস্থান ও অন্...
13/06/2025

কবিসম্মেলন থেকে প্রকাশিত হয়েছে অনুপ সেনগুপ্ত-এর কাব্যগ্রন্থ
'ওম ওমেগা'।

প্রচ্ছদ - অর্পিতা প্রধান

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

কবিসম্মেলন থেকে প্রকাশিত হয়েছে মৃণালকান্তি দাশ-এর কাব্যগ্রন্থ 'সঙ্গে যাব সাঁই'।প্রচ্ছদ - প্রশান্ত সরকারবইটির প্রাপ্তিস্থ...
13/06/2025

কবিসম্মেলন থেকে প্রকাশিত হয়েছে মৃণালকান্তি দাশ-এর কাব্যগ্রন্থ
'সঙ্গে যাব সাঁই'।

প্রচ্ছদ - প্রশান্ত সরকার

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে কমল সরকার-এর কাব্যগ্রন্থ 'পারুলবালা সরকার ও একটি উড়ন্ত হাফপ্যান্ট'।প্রচ্ছদশিল্পী -  প্রশান...
12/06/2025

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে কমল সরকার-এর কাব্যগ্রন্থ
'পারুলবালা সরকার ও একটি উড়ন্ত হাফপ্যান্ট'।

প্রচ্ছদশিল্পী - প্রশান্ত সরকার

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অনুপম চট্টোপাধ্যায় ও সুপ্রতীক পাল-এর কবিতা সংকলন 'ক্যালাইডোস্কোপ ও ফেরিওয়ালা'।প্রচ্ছদশিল্প...
12/06/2025

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অনুপম চট্টোপাধ্যায় ও সুপ্রতীক পাল-এর কবিতা সংকলন 'ক্যালাইডোস্কোপ ও ফেরিওয়ালা'।

প্রচ্ছদশিল্পী - দেবাশিস সাহা

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

Address

72/2a Potuatola Lane
Kolkata
700009

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+918961237050

Alerts

Be the first to know and let us send you an email when Sristisukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sristisukh:

Share

Category