03/11/2025
সমুদ্রের বহু দূরে, তীর থেকে প্রায় পাঁচ মাইল দূরে, নাবিকরা এমন এক দৃশ্য দেখল যা বিশ্বাস করা কঠিন — উত্তাল ঢেউয়ের মাঝে প্রাণপণে লড়ছে এক হাতি, তার শুঁড় বারবার জলের ওপর ভেসে উঠছে, আবার হারিয়ে যাচ্ছে গভীরে।
লগুন পার হতে গিয়ে স্রোতের টানে হাতিটি ভেসে গিয়েছিল গভীর সমুদ্রে, ক্লান্ত শরীর আর পেরে উঠছিল না ফিরে আসতে। খবর পেয়েই ছুটে আসে শ্রীলঙ্কার নৌবাহিনী। শুরু হয় টানা বারো ঘণ্টার এক অসম যুদ্ধ — একটি জীবনের জন্য।
ডুবুরিরা ঘিরে ফেলে হাতিটিকে। নরম গলায় কথা বলতে বলতে তারা দড়ি বেঁধে টেনে আনতে শুরু করে তাকে, ধীরে ধীরে, ধৈর্য ধরে। প্রতিটি মুহূর্ত তখন সময়ের সঙ্গে দৌড় — কিন্তু হাতিটির বেঁচে থাকার ইচ্ছা একবারও টলেনি।
সন্ধ্যার মুখে তার পা ছোঁয় বালির স্পর্শ। এক শেষ প্রচেষ্টায় সে উঠে দাঁড়ায়, শুঁড় উঁচু করে যেন জয়ধ্বনি দেয় — তারপর মিলিয়ে যায় জঙ্গলের আঁধারে।
তীরে দাঁড়িয়ে নৌসেনারা চুপ করে তাকিয়ে থাকে — ক্লান্ত, বিস্মিত, আর গভীরভাবে আপ্লুত।
সেদিন এক হাতির জীবনের লড়াই যেন মনে করিয়ে দিল বৃহত্তর এক সত্য — সাহস যখন মিশে যায় সহানুভূতির সঙ্গে, তখন সবচেয়ে ভারী প্রাণকেও টেনে আনা যায় ঘরের পথে।
#প্রাণী #প্রাণীপ্রেম #সহানুভূতি #দয়া #মানবিকতা #উষ্ণতা