
29/08/2025
"একটা আস্ত দিন, আর তার পিছে গোটা রাত
চলে যায় নিজের মতো রং রুটে
এভাবেই কাটছে জীবন যাহোক তাহোক
জমা ছিল যত মার্জিত লৌকিকতা
খোলস ছাড়ছে তারা আলত ঘাসে
বাজবারণের বারণ তবুও পিছনে ডাকে
আকাশও পরিত্যক্ত হয়, পাখিরা ঘর বেঁধে নিলে "
কালবেলার কবিতাগুলি লেখা হয়েছে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে। এই সময় পোস্ট পেন্ডামিক। রাজনৈতিকভাবে অস্থির পৃথিবী আর কবির ব্যক্তিগত অনুভূতি একসাথে ধরা পড়েছে এই কবিতাগুলির মধ্যে। কবিতাগুলির মধ্যে কিছু আছে ছন্দোবদ্ধ অন্তমিল। কিছু অনুষ্টুপ। কবিতাগুলি পড়লে একটু ভালোলাগা, একটু নিজের সাথে মিল খুঁজে পাওয়ার অনুভূতি তৈরী হয়। বাঁধাধরা কোনও বিষয় নয়, দিনগুলি কবির মনে যেমন করে দোলা দিয়েছে কবি কলমে সেই ছবিই ধরা পড়েছে মালা গাঁথা শব্দের অবয়বে।
ঋতবাক সম্পাদিত,কুমকুম বৈদ্য রচিত ' কালবেলা ' বইটি প্রকাশ পাচ্ছে আগামীকাল ঋতবাকের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩০ আগস্ট ২০২৫।
কালবেলাতে এই অস্থির সময়ের প্রেম, প্রকৃতি, পরিবর্তনশীল মন আর মানুষকে ধরে রাখার চেষ্টা। ব্যক্তিগত অনুভূতিকে সার্বজনীনতা দেবার প্রচেষ্টা। সময়ের দলিল। লেখিকা যত্ন সহযোগে কথার মালা দিয়ে এঁকেছেন কিছু ছবি। এর কিছু কবিতা গান হয়েছে। রূপঙ্কর বাগচী, অন্বেষা, জয়তী চক্রবর্তী, দ্বীপায়ন ব্যানার্জী, ইন্দ্রনীল মল্লিক গেয়েছেন।
বইটির মূল্য : ১৫০/-
বইটি আপনারা সংগ্রহ করতে পারেন,
https://www.flipkart.com/
https://www.amazon.in/
অথবা ঋতবাকের নিজস্ব শপ থেকে https://rritobak.in
হোম ডেলিভারির জন্য WhatsApp-এ যোগাযোগ করুন - +919836709009