
23/06/2025
゚
চন্দ্রালোকে উপস্থিত জনতার কারও কারও যাও বা সন্দেহ হচ্ছিল, ছায়ামূর্তি দেশলাই এবং হ্যান্ড স্যানিটাইজার চাইতেই সম্বিত ফিরল। মানুষ হাত ধুয়ে ফেলতে পারে। চিরদিনের স্বভাব। কিন্তু ভূত নিশ্চয়ই হাত ধুয়ে ফেলবে না। এ ডাক্তারবাবু না হয়ে যায় না। ভোলা খুচরো ফেরত দিতে গিয়ে ছায়ামূর্তিকে জড়িয়ে ধরল।
ডাক্তারবাবু আপনি আমার টিবি অসুখটা যেভাবে সারিয়েছিলেন! নয়তো মরেই যেতাম।
ঠিক ধরেছ, ভোলা। আমি এখন ডাক্তার আত্মা প্রসাদ। তোমাদের জন্য সার্ভিস দিয়ে আজ নিজেই আত্মা হয়ে গেলাম। জানো কেন এমন হল?
ভোলার চোখ ছলছলে।
মাসখানেক আগের কথা। চেম্বারে এক রোগী এল। মোটাসোটা, ডায়াবেটিস। জ্বর। আমি দেখতে চাইছিলাম না। কিন্তু ঐ যে একটা শপথ নিতে হয়েছিল পাশ করার সময়। হিপোক্রেটিসের শপথ। অসহায় রুগী ফেরানো যাবে না। দেখলাম। ওষুধ পত্তর দিলাম।"
তারপর?
পরদিন খবর পেলাম রোগী মারা গেছেন। ভয়ে বুক কেঁপে উঠল। তবে কি রোগীর করোনা হয়েছিল? তবে কি আমারও?
জানি স্যার, উনি কৃষ্ণনগরের বিরাট বড় বিজনেসম্যান ছিলেন। শেষটা খুব খারাপ। মারা যাওয়ার পর ফ্যামিলির কাছে বডি যায়নি। এমনকী যেভাবে লুকিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে যেন ক্রিমিনাল।
ঠিক। বাস্তবটা এতটাই নিষ্ঠুর যে আমাকেও সেই ভয় তাড়া করল। আমার যদি রোগীর থেকে করোনা হয়, তাহলে আমারও কি একই পরিণতি? পাড়ায় লোকে আড়চোখে দেখবে, ফিসফাস করবে। মরে গেলে বউ, ছেলে, মেয়ে দেখতে পর্যন্ত পাবে না। এত বছর ধরে মানুষকে সেবা করার এই পুরস্কার?
উক্ত অংশটি ঋতবাক সম্পাদিত দোলনচাঁপা দাসগুপ্ত রচিত 'সুন্দরী' গল্পসংকলনের 'আত্মপ্রসাদ' গল্প থেকে গৃহীত ।
বইটিতে লেখিকা যা বলতে চেয়েছেন তা হলো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক--- যে কোনও দুর্যোগে দুঃসময়ে মেয়েরাই ভোগে বেশি। করোনাকালেও ভুগেছে। এমনিতে মেয়েরা পুরুষতান্ত্রিক সমাজে নিরন্তর নির্যাতনের শিকার। বঞ্চনা, লাঞ্ছনা তাদের নিত্যসঙ্গী। করোনার লকডাউনে মেয়েরা শুধু হতাশা আর দুশ্চিন্তায় নিমজ্জিত থাকেনি, শারীরিক এবং মানসিক নির্যাতনেও ভুগেছে কম নয়।
করোনাসময়ের নানা শ্রেণীর নানা নারীর জীবন লেখিকা তুলে ধরেছেন ছোট ছোট গল্পের মধ্যে। নারীর জীবনকে নারী যতটা দেখতে পায়, তত আর কেউ পায় না। নারীর সংগ্রামকে, নারীর বেদনাকে নারীই বুঝতে পারে বেশি।
বইটির মূল্য : ২৭৫/-
বইটি আপনারা সংগ্রহ করতে পারেন,
https://www.flipkart.com/
https://www.amazon.in/
অথবা ঋতবাকের নিজস্ব শপ থেকে https://rritobak.in
হোম ডেলিভারির জন্য WhatsApp-এ যোগাযোগ করুন - +919836709009