10/08/2025
আনন্দবাজার পত্রিকা | পুস্তক পরিচয় | শনিবার ৯ আগষ্ট ২০২৫
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণে প্রকাশিত হল রবীন্দ্রনাথের গীতগ্রন্থ ‘প্রবাহিণী’। তাতে ছিল ২৩৫টি গান, সিংহভাগ গানের রচনাকাল ১৯১৫-র সেপ্টেম্বর থেকে ১৯২৫। তত দিনে, সেই ১৮৮৪ সাল থেকেই একে একে বেরিয়েছে রবীন্দ্রনাথের গানের নানা বই: ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘রবিচ্ছায়া’, ‘গানের বহি’ ও ‘বাল্মীকি প্রতিভা’, ‘গান’, ‘বর্ষামঙ্গল’ ইত্যাদি; আবার ১৮৭৬ থেকে ১৯০৮ সময়কালে অন্য সম্পাদক-সঙ্কলকদের উদ্যোগে প্রকাশিত নানা গানের বইয়েও স্থান পেয়েছে রবীন্দ্রনাথের কিছু গান। গীতগ্রন্থের এই সম্পূর্ণ চিত্রটিতে ‘প্রবাহিণী’-র স্থানটি বিশেষ গুরুত্বের— এর কয়েক বছরের মধ্যেই বেরোবে ‘গীতবিতান’-এর প্রথম সংস্করণ। এই সময়ে নিজের গানের বইয়ে গানের নির্বাচন ও বিন্যাস-ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আগের থেকে অনেক পাল্টেছে, তার প্রতিফলন মেলে ‘প্রবাহিণী’-তে। ভূমিকায় রবীন্দ্রনাথ জানান, এই বইয়ের গানগুলি গীতিকাব্য রূপে পড়া যেতে পারে। এই বইয়ে গানের পর্যায়-বিন্যাসটিও সুস্পষ্ট রূপ পেল, আবার অন্য দিকে গানগুলিতে রাগ-তালের উল্লেখ বর্জিত হল। দীর্ঘ, সংহত ভূমিকায় মুগ্ধ মজুমদার স্পষ্ট করেছেন রবীন্দ্রনাথের গীতগ্রন্থগুলির মধ্যে ‘প্রবাহিণী’-র অবস্থান ও ভূমিকা, গানগুলির পাঠভেদও বুঝিয়ে দিয়েছেন যথাস্থানে। জরুরি কাজ।
রবীন্দ্রনাথের প্রবাহিণী
সম্পাদনা | ভূমিকা | পাঠভেদ
মুগ্ধ মজুমদার
মুদ্রিত মূল্য ৬২৫.০০/-
আমাদের বিপণন
খসড়া খাতা বই-বাড়ি
২৫/১ কানাই ধর লেন
কলকাতা ৭০০ ০১২
যোগাযোগ ০৩৩৩১৭৩২৬৮৯
070036 80716(WhatsApp)
ই-মেইল khosrakhata.2019@gmail,com
[email protected]
অনলাইন : www.boighar.in