খসড়া খাতা Khosra Khata

খসড়া খাতা Khosra Khata বইয়ের শিল্প...

কলকাতার ৩৩৫ তম জন্মদিনে (!) কলকাতার বইপাড়ায় 'কলিকথা'মুদ্রিত মূল্য ৫৪৫.০০/- www.boighar.in দিচ্ছে মাত্র কয়েকদিনের জন্য ২২...
22/08/2025

কলকাতার ৩৩৫ তম জন্মদিনে (!) কলকাতার বইপাড়ায় 'কলিকথা'
মুদ্রিত মূল্য ৫৪৫.০০/-

www.boighar.in দিচ্ছে মাত্র কয়েকদিনের জন্য ২২% ছাড়।

(নোট: 'কলকাতার জন্মদিন' কথাটি বিজ্ঞাপনের অংশ মাত্র। কলকাতা শহরের জন্মদিনটির নির্দিষ্ট কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তবে ১৬৯০ সালের ২৪ আগষ্ট জব চার্ণক হুগলি নদীর তীরে ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করেন। তাই এই দিনটিকে কলকাতার জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। যদিও ঐতিহাসিকভাবে এই বিষয়ে বিতর্ক আছে। অনেক শহরের জন্মদিন পালন নিয়েও এমন উদাহরণ আছে। তাই কলকাতার জন্মদিনটির এই বিতর্কিত এবং জনপ্রিয় দিনটিকে ধরে নিয়েই এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ মাত্র। )

22/08/2025

কালকাতার জন্মদিনে (!) কলকাতার অনেক অজানা কথা নিয়ে 'কলিকথা'

আগামীকাল থেকে পাওয়া যাবে বইপাড়ায় সর্বত্র
এছাড়াও আমাদের বিপনিতে পাওয়া যাবে
ঠিকানা ২৫/১ কানাই ধর লেন, কল ১২
গুগল ম্যাপ লিংক https://maps.app.goo.gl/7eM9ewyxoM4eBP339?g_st=ac

অনলাইন www.boighar.in
যোগাযোগ 070036 80716

কলিকথা
কৌস্তুভ মণি সেনগুপ্ত
মুদ্রিত মূল্য ৫৪৫.০০/-

অমিত মণ্ডল চিত্রিতবিষ্ণু বসু প্রণীতসচিত্র বাবু থিয়েটারআসছে...
17/08/2025

অমিত মণ্ডল চিত্রিত
বিষ্ণু বসু প্রণীত

সচিত্র বাবু থিয়েটার

আসছে...

কালো বই সাদা কালিগ্রাফিক নভেল!!!!আসছে আসছে আসছে...বাংলা বইতে এমন প্রথম
16/08/2025

কালো বই সাদা কালি
গ্রাফিক নভেল!!!!
আসছে আসছে আসছে...

বাংলা বইতে এমন প্রথম

পাওয়া যাবে সামনের সপ্তাহের থেকেই বইপাড়ায় সর্বত্র।
13/08/2025

পাওয়া যাবে সামনের সপ্তাহের থেকেই বইপাড়ায় সর্বত্র।

দীর্ঘ আঠাশ বছরের বিরতির পর পাঠকের হাতে ফিরছে বাংলা সাহিত্যের এক বিরল দলিল—ইন্দিরা দেবীর স্মৃতিকথা, যা একই সঙ্গে আত্মজীবন...
11/08/2025

দীর্ঘ আঠাশ বছরের বিরতির পর পাঠকের হাতে ফিরছে বাংলা সাহিত্যের এক বিরল দলিল—ইন্দিরা দেবীর স্মৃতিকথা, যা একই সঙ্গে আত্মজীবনীমূলক ও ঐতিহাসিক গুরুত্বে সমৃদ্ধ। সাহিত্য-জগতের পাঠকমহলে ইন্দিরা দেবী শুধুই রবীন্দ্র-পরিমণ্ডলের অন্যতম উজ্জ্বল উপস্থিতি নন, তিনি ছিলেন এক অনন্য লেখিকা, যিনি তাঁর অভিজ্ঞতা, সম্পর্ক ও সময়কে নিখুঁত ভাষাশৈলীতে লিপিবদ্ধ করে গিয়েছেন।

এই স্মৃতিকথা প্রথম প্রকাশের পর থেকেই বাংলা সাহিত্যের পাঠক ও গবেষকদের মধ্যে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু দীর্ঘদিন বইটি আর বাজারে পাওয়া যায়নি। অবশেষে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ঠিক ইন্দিরা দেবীর ৬৫তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এই বইটির নতুন সাজে ও নির্ভুল পাঠে নব-প্রকাশ।

স্মৃতিসম্পুট
ইন্দিরা দেবী চৌধুরাণী
সম্পাদক | অনাথনাথ দাস

মুদ্রিত মূল্য ৪৭৫.০০/-

হোয়াটসঅ্যাপ 070036 80716
ইমেইল [email protected]
[email protected]

আমাদের বিপনি
খসড়া খাতা বই-বাড়ি
২৫/১ কানাই ধর লেন
কলকাতা ৭০০ ০১২

অনলাইন www.boighar.in

আসছে বইমেলায়...
11/08/2025

আসছে বইমেলায়...

আনন্দবাজার পত্রিকা | পুস্তক পরিচয় | শনিবার ৯ আগষ্ট ২০২৫১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণে প্রকাশিত হল রবীন্দ্রনাথের গীতগ্রন্থ ‘প...
10/08/2025

আনন্দবাজার পত্রিকা | পুস্তক পরিচয় | শনিবার ৯ আগষ্ট ২০২৫

১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণে প্রকাশিত হল রবীন্দ্রনাথের গীতগ্রন্থ ‘প্রবাহিণী’। তাতে ছিল ২৩৫টি গান, সিংহভাগ গানের রচনাকাল ১৯১৫-র সেপ্টেম্বর থেকে ১৯২৫। তত দিনে, সেই ১৮৮৪ সাল থেকেই একে একে বেরিয়েছে রবীন্দ্রনাথের গানের নানা বই: ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘রবিচ্ছায়া’, ‘গানের বহি’ ও ‘বাল্মীকি প্রতিভা’, ‘গান’, ‘বর্ষামঙ্গল’ ইত্যাদি; আবার ১৮৭৬ থেকে ১৯০৮ সময়কালে অন্য সম্পাদক-সঙ্কলকদের উদ্যোগে প্রকাশিত নানা গানের বইয়েও স্থান পেয়েছে রবীন্দ্রনাথের কিছু গান। গীতগ্রন্থের এই সম্পূর্ণ চিত্রটিতে ‘প্রবাহিণী’-র স্থানটি বিশেষ গুরুত্বের— এর কয়েক বছরের মধ্যেই বেরোবে ‘গীতবিতান’-এর প্রথম সংস্করণ। এই সময়ে নিজের গানের বইয়ে গানের নির্বাচন ও বিন্যাস-ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আগের থেকে অনেক পাল্টেছে, তার প্রতিফলন মেলে ‘প্রবাহিণী’-তে। ভূমিকায় রবীন্দ্রনাথ জানান, এই বইয়ের গানগুলি গীতিকাব্য রূপে পড়া যেতে পারে। এই বইয়ে গানের পর্যায়-বিন্যাসটিও সুস্পষ্ট রূপ পেল, আবার অন্য দিকে গানগুলিতে রাগ-তালের উল্লেখ বর্জিত হল। দীর্ঘ, সংহত ভূমিকায় মুগ্ধ মজুমদার স্পষ্ট করেছেন রবীন্দ্রনাথের গীতগ্রন্থগুলির মধ্যে ‘প্রবাহিণী’-র অবস্থান ও ভূমিকা, গানগুলির পাঠভেদও বুঝিয়ে দিয়েছেন যথাস্থানে। জরুরি কাজ।

রবীন্দ্রনাথের প্রবাহিণী
সম্পাদনা | ভূমিকা | পাঠভেদ
মুগ্ধ মজুমদার

মুদ্রিত মূল্য ৬২৫.০০/-

আমাদের বিপণন
খসড়া খাতা বই-বাড়ি
২৫/১ কানাই ধর লেন
কলকাতা ৭০০ ০১২

যোগাযোগ ০৩৩৩১৭৩২৬৮৯
070036 80716(WhatsApp)

ই-মেইল khosrakhata.2019@gmail,com
[email protected]

অনলাইন : www.boighar.in

বিশ্বভারতীর শতবর্ষের পথচলায় গ্রন্থন বিভাগের ভূমিকা অনন্য। একসময় এখান থেকেই প্রকাশিত হয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ বই, পত্র-প...
08/08/2025

বিশ্বভারতীর শতবর্ষের পথচলায় গ্রন্থন বিভাগের ভূমিকা অনন্য। একসময় এখান থেকেই প্রকাশিত হয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ বই, পত্র-পত্রিকা ও পুস্তিকা, যা আজ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ। এই উত্তরাধিকারের অন্যতম সাক্ষ্য ‘বিশ্বভারতী নিউজ’—বিশ্বভারতীর ইতিহাস-চর্চার এক গুরুত্বপূর্ণ দলিল।

এই ‘নিউজ’-এর বিশেষ আকর্ষণ এর প্রচ্ছদচিত্র। স্বল্প পরিকাঠামোর মধ্যেও কীভাবে নান্দনিক সৃজন সম্ভব, তার এক অনন্য উদাহরণ এই প্রচ্ছদগুলি। কলাভবনের ছাত্র-শিক্ষকের মিলিত হাতেকলমে ছাপচিত্র চর্চা এখানে যেমন শিল্পসাধনার পরিচয় দিয়েছে, তেমনি শিল্পকলা ও প্রকাশনার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে।

এই সংকলনে তুলে ধরা হয়েছে ‘বিশ্বভারতী নিউজ’-এর প্রথম দশ বছরের প্রচ্ছদচিত্র। নন্দলাল বসুর ছাপচিত্র দিয়ে যাত্রা শুরু হয়ে শেষ হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ এক লিনোকাট—প্রাকৃতিক দৃশ্যের মূর্ত প্রতিচ্ছবি দিয়ে। এর মাঝে শিল্পী রানী চন্দ, বিশ্বরূপ বসু সহ আরও অনেকে তাদের সৃজনশীল অবদান রেখেছেন।

এই প্রচ্ছদচিত্রগুলি শুধু বিশ্বভারতীর শিল্পঐতিহ্যের অংশই নয়, বরং ভারতের আধুনিক শিল্পকলার ইতিহাসে এক অমূল্য দলিল।

VISVA-BHARATI NEWS
প্রথম দশকের প্রচ্ছদপট
১৯৩২-১৯৪২

সম্পাদনা
সুশোভন অধিকারী | দেবাঙ্গন বসু

মুদ্রিত মূল্য ৭৫০.০০/-

খসড়া খাতা বইবাড়ি
২৫/১ কানাই ধর লেন
কলকাতা ১২

যোগাযোগ 070036 80716
অনলাইন www.boighar.in

অবন ঠাকুরের জন্মদিনে...সুবচনীর খোঁড়া হাঁসের পিঠে চড়ে আকাশ পথে যেতে যেতে বুড়ো আংলা ‘রিদয়’ জানতে পেরেছিল ওবিন ঠাকুরের ...
07/08/2025

অবন ঠাকুরের জন্মদিনে...

সুবচনীর খোঁড়া হাঁসের পিঠে চড়ে আকাশ পথে যেতে যেতে বুড়ো আংলা ‘রিদয়’ জানতে পেরেছিল ওবিন ঠাকুরের কথা, যে ছবি লেখে। সেই ওবিন ঠাকুরের কথা তাঁর আপন ছেলে অলোকেন্দ্রনাথ দুই মলাটের মধ্যে সাজিয়ে তুলেছেন এই বইতে। লেখকের প্রধান উদ্দেশ্য সেই সব ছোটোদের কাছে তাদের প্রিয় অবুদাদুর জীবনের ছবি ফুটিয়ে তোলা, যারা নিজের চোখে দেখেনি এই শিশুবৎসল শিল্পীকে। অপত্যস্নেহে সদামগ্ন এই অবনীন্দ্রনাথ আমাদের কাছে হয়ত খুব পরিচিত নন, যাঁকে ভাষার স্বচ্ছ সুপাঠ্য অবয়বে প্রকাশ করেছেন লেখক। নিজের প্রিয় বাবামশায়ের কথা বলতে গিয়ে, ১৮৯৬ সালে ভূমিষ্ঠ অলোকেন্দ্র শতাধিক বর্ষপূর্বের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্তরের ইতিহাসকেও উজ্জ্বল করে তুলেছেন। সেখানে ‘হরদম তাজা গড়গড়া’ আর পান মুখে অবনীন্দ্রনাথ কতই না বিচিত্র কর্মে নিজেকে ছড়িয়ে দেন। তিনতলার পাথরের ঘরে মেঝেতে বসে সেজের বাতিতে তাঁর মুখে রামায়ণ মহাভারতের গল্প শুনতে শুনতে বড় হয় বাড়ির শিশুরা। এলাহাবাদের প্রবাস যাপনে রচিত হয় ‘রাজকাহিনী’র মালা— অবনীন্দ্রনাথ সবাইকে পড়ে শোনান। রবীন্দ্রনাথের পক্ষ থেকে ফ্রান্স যাত্রার পরামর্শ এলে বলে বসেন— হুগো বালজাক পড়া হয়েছে যখন, তখন বাড়ি বসেই প্যারিসের ছবি এঁকে দিতে পারি।
বাঙালীর সাংস্কৃতিক ইতিহাসের সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ পর্বের এক প্রধান কুশীলবকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শীর এই স্মৃতিচারণ একাধারে আমাদের মনকে, ফেলে আসা ঐশ্বর্যময় যুগের আকর্ষণে ব্যাকুল করে তোলে আবার একই সঙ্গে ভাবতে শেখায় উত্তরাধিকারের দায়বোধ বিষয়েও।

ছবির রাজা ওবিন ঠাকুর
অলোকেন্দ্রনাথ ঠাকুর

মুদ্রিত মূল্য ৩০০.০০/-(রুপি)

আমাদের বিপণন
খসড়া খাতা বই-বাড়ি
২৫/১ কানাই ধর লেন
কলকাতা ৭০০ ০১২

যোগাযোগ ০৩৩ ৩১৭৩-২৬৮৯
070036 80716 (WhatsApp)

ই-মেইল khosrakhata.2019@gmail,com
[email protected]

Online Store : boighar.in

রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় থেকে উন্মোচিত ‘ছিন্নপত্র’—যাঁর উদ্দেশ্যে লেখা হয়েছিল, সেই ইন্দিরা দেবী চৌধুরানীর 'স্মৃতিসম্পুট'...
03/08/2025

রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় থেকে উন্মোচিত ‘ছিন্নপত্র’—যাঁর উদ্দেশ্যে লেখা হয়েছিল, সেই ইন্দিরা দেবী চৌধুরানীর 'স্মৃতিসম্পুট' আমাদের হাতে তুলে দেয় এক বিশেষ যুগের অপূর্ব অন্তরঙ্গ দলিল। মহর্ষি দেবেন্দ্রনাথের পৌত্রী, সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা, প্রমথ চৌধুরীর অনুপম জীবনসঙ্গিনী—এই ব্যতিক্রমী নারী জীবনের প্রতিটি স্তরে আঁকা রয়েছে উনবিংশ ও বিংশ শতাব্দীর শিক্ষিত, অভিজাত বাঙালির ইতিহাস ও সংস্কৃতির মনোমুগ্ধকর চিত্র।

ঠাকুরবাড়ির গৌরবোজ্জ্বল পরিবেশ, রবীন্দ্রনাথের সান্নিধ্যের কোমল ছোঁয়া, ফরাসি সাহিত্যপ্রেমের নিপুণ স্বাদ এবং তৎকালীন মননশীল সমাজের বহুমাত্রিক প্রতিফলন—সব মিলিয়ে গাঁথা হয়েছে এই স্মৃতিকথা, যার ভাষা সরল অথচ সমৃদ্ধ, সংবেদনশীল অথচ নির্মোহ। নিজেকে কখনোই স্মৃতির কেন্দ্রে প্রতিষ্ঠা করতে চাননি ইন্দিরা দেবী, তবু তাঁর উপস্থিতি স্পন্দিত হয় প্রতিটি মুহূর্তের আলোয়, প্রতিটি অভিজ্ঞতার ছায়ায়।

স্মৃতিসম্পুট । প্রথম খণ্ড
ইন্দিরা দেবী চৌধুরানী
সম্পাদনা । অনাথনাথ দাস

মূদ্রিত মূল্য ৪৭৫/-

Address

Office Address : 2 Panchkari Sadukha Road, Natagarh, Sodepur, Kolkata 700 113
Kolkata
700113

Alerts

Be the first to know and let us send you an email when খসড়া খাতা Khosra Khata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খসড়া খাতা Khosra Khata:

Share

Category