জাগো হিন্দু জাগো - Jago Hindu

জাগো হিন্দু জাগো - Jago Hindu হিন্দুদের রক্ষা ও হিন্দু রাষ্ট্রের সম্প্রসারণ আমাদের মূল লক্ষ্য ।।

সঙ্ঘে ব্যক্তিকে দেখবেন না,ব্যক্তির ভিতর সঙ্ঘকে দেখুন। অনেক স্বয়ংসেবক আছেন যাঁরা সঙ্ঘের ভিতরে নেই কিন্তু প্রত্যেকের ভিতর...
09/07/2025

সঙ্ঘে ব্যক্তিকে দেখবেন না,ব্যক্তির ভিতর সঙ্ঘকে দেখুন। অনেক স্বয়ংসেবক আছেন যাঁরা সঙ্ঘের ভিতরে নেই কিন্তু প্রত্যেকের ভিতর সঙ্ঘ আছে সেটা দেখুন।

জাতীয় ছাত্র দিবস:- ৯ জুলাই।দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গঠনমূলক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষামূলক পরিবারের ধারণার দৃঢ় সংকল্প নি...
09/07/2025

জাতীয় ছাত্র দিবস:- ৯ জুলাই।

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গঠনমূলক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষামূলক পরিবারের ধারণার দৃঢ় সংকল্প নিয়ে, রাষ্ট্র পুনর্গঠনের বিস্তৃত প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে নিরন্তর কাজ করে যাওয়া বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবসে সকল জাতীয়তাবাদী ছাত্র ও শিক্ষক সমাজকে আমার আন্তরিক অভিনন্দন।
এই সংগঠন দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এমন একটি "সংস্কারিত ছাত্র শক্তি" তৈরি করে যা সমাজের প্রতিটি ক্ষেত্রকে পরিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

কিছুদিন আগে জিতেন্দ্র কুমার তিওয়ারি একটা পোস্ট করেছিল যে মাধায়গঞ্জ এলাকায় অবৈধভাবে কয়লা ডিপো চলছে, কিন্ত এখন যে ঝাঁঝরা ...
05/07/2025

কিছুদিন আগে জিতেন্দ্র কুমার তিওয়ারি একটা পোস্ট করেছিল যে মাধায়গঞ্জ এলাকায় অবৈধভাবে কয়লা ডিপো চলছে, কিন্ত এখন যে ঝাঁঝরা কলোনি থেকে কয়লা বোঝাই হয়ে চলে যাচ্ছে ঝাঁঝরা গ্রামের ডিপোতে তো #জিতেন্দ্রকুমারতিওয়ারি মহাশয় মহাশয় কেন কিছু লিখছেনা সেটা কি কারো জানা আছে না এখান থেকে কোনো মাসোহারা আপনারা পাচ্ছেন, যতদুর শুনেছি #জিতেন্দ্রকুমারতিওয়ারি মহাশয়ের কাছের লোক এক্স কনভেনর (2021) এর পরিবার এই ডিপটির সাথে যুক্ত আর ওকে সাহায্যের জন্য #তিওয়ারি মহাশয় এই ডিপটির চালু করবার জন্য মাধায়গঞ্জ ডিপটির নিয়ে পোস্ট করেছিল যাতে মাধায়গঞ্জ ডিপো বন্ধ হয়ে ঝাঁঝরা ডিপো চালু হয় তাইতো #তিওয়ারি মহাশয় ।

05/07/2025
04/07/2025

মহারাণী অহল্যাবাঈ হোলকার - (৩১শে মে ১৭২৫ - ১৩ই আগস্ট ১৭৯৫ )ছিলেন ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকার রাণী। তিনি তাঁর রাজধানী নর্মদা নদীর তীরে ইন্দোরের দক্ষিণে মহেশ্বর অঞ্চলে সরিয়ে নিয়ে যান।

অহল্যাবাঈ ৩১শে মে ১৭২৫ সালে চৌন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন, বর্তমানকালে এটি মহারাষ্ট্রের আহমদনগর জেলায়। তাঁর বাবা মানকোজি রাও শিন্দে গ্রামের পাটিল ছিলেন। সেই সময় মহিলারা বিদ্যালয়ে যেতেন না, কিন্তু অহল্যাবাঈয়ের বাবা তাকে পড়তে ও লিখতে শিখিয়েছিলেন।

ইতিহাসে তাঁর প্রবেশ একটি দুর্ঘটনার মতই ছিল : মল্লার রাও হোলকর, মারাঠা পেশোয়া বালাজী বাজি রাও এর সেবায় নিয়োজিত একজন সেনাপতি এবং মালওয়া অঞ্চলের শাসক ছিলেন।

তিনি একবার পুণে যাওয়ার পথে চৌন্ডি গ্রামে থামেন এবং, কিংবদন্তি অনুযায়ী আট বছর বয়সী অহল্যাবাঈকে গ্রামের মন্দিরের সেবায় নিযুক্ত দেখেন। তার ভক্তি এবং চরিত্র মহিমা অনুধাবন করে, তিনি মেয়েটিকে তাঁর পুত্র খান্দেরাও (১৭২৩–১৭৫৪) এর বধূ হিসাবে হোলকার অঞ্চলে নিয়ে আসেন। ১৭৩৩ সালে তাঁর খান্দেরাও হোলকর এর সঙ্গে বিবাহ হয়।

তিনি ১৭৪৫ সালে তাঁদের পুত্র মালেরাও এবং ১৭৪৮ সালে কন্যা মুক্তাবাঈ এর জন্ম দেন। মালেরাও মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ১৭৬৭ সালে অসুস্থতার কারণে মারা যান।

অহল্যাবাঈ একটি ঐতিহ্য ভেঙ্গেছিলেন, যখন তিনি তাঁর মেয়ের বিবাহ একজন সাহসী কিন্তু দরিদ্র যশবন্তরাও এর সঙ্গে দেন। যশবন্তরাও ডাকাতদের পরাজিত করতে সফল হয়েছিলেন।

১৭৫৪ সালে কুমহের দুর্গ অবরোধের সময় তাঁর স্বামীর মৃত্যু হয়। ১৭৫৪ সালে ইমাদ-উল-মুল্ক মুঘল সম্রাট আহমদ শাহ বাহাদুরের মীর বখশীর অনুরোধে কুমহের দুর্গ অবরোধ করেন। খান্দেরাও কুমহের এর যুদ্ধে একটি খোলা পাল্কিতে বসে তাঁর সৈন্যদের পরিদর্শন করছিলেন, তখন জাট সেনাবাহিনীর ছোঁড়া একটি কামানের গোলার আঘাতে তাঁর মৃত্যু হয়।

১৭৫৪ সালে খান্দেরাও এর মৃত্যুর পর তাঁর পিতা মল্লার রাও তাঁর স্ত্রী অহল্যাবাঈকে সতী হওয়া থেকে বিরত করেন। মল্লার রাও হোলকর ১৭৬৬ সালে তাঁর ছেলে খান্দেরাও এর মৃত্যুর ১২ বছর পর মারা যান। ১৭৬৬ সালে মল্লার রাও এর পৌত্র এবং খান্দেরাও এর একমাত্র পুত্র মালেরাও হোলকর অহল্যাবাঈ এর কর্তৃত্বাধীনে ইন্দোরের শাসক হন, কিন্তু তিনিও কয়েক মাসের মধ্যেই ৫ই এপ্রিল ১৭৬৭ সালে মারা যান।

তাঁর পুত্রের মৃত্যুর পর অহল্যাবাঈ ইন্দোরের শাসক হন। তিনি আক্রমণকারীদের লুটপাট থেকে তাঁর রাজ্য রক্ষা করার চেষ্টা করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধে সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। তিনি তুকোজিরাও হোলকরকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন।

রানী অহল্যাবাঈ ছিলেন একজন মহান এবং অগ্রণী মন্দির নির্মাতা। তিনি সারা ভারতে শত শত মন্দির ও ধর্মশালা নির্মাণ করেছিলেন।

কাশীর জ্যোতির্লিঙ্গ আদি বিশ্বেশ্বর বা বিশ্বম্ভর নামে পরিচিত ছিল : যা জ্ঞানবাপী কূপের জলে ছিল। ঔরঙ্গজেব মূল মন্দির ধ্বংস করলে রাজমাতা অহল্যাবাঈ হোলকার নতুনরূপে শ্রী বিশ্বনাথ প্রতিষ্ঠা করেন।

সদাচারের প্রতিমূর্তি মহারাণী অহল্যাবাঈ হোলকার সর্বদা মহিলা জগতের প্রেরণাস্রোত হয়ে থাকবেন। তিনি তাঁর স্বামী এবং শ্বশুরের মৃত্যুর পরে কেবল তাঁর রাজ্যের শাসন ব্যবস্থাই গ্রহণ করেননি, তিনি এমন একটি শাসনের উদাহরণ স্থাপন করেছিলেন যার প্রতিটি মুহূর্ত আমাদের আদর্শ হতে পারে।

জন্মদিবসে আপনার শ্রী'চরণে শত শত প্রণাম 🙏

04/07/2025

হিন্দুরা নিজেদের ইতিহাস সম্পর্কে জানুন। 🚩জয় শ্রীরাম 🚩
#গর্বের_সাথে_বলো_আমি_হিন্দু #হিন্দু #ভারত #ভারতমাতা #হিন্দু #বাঙালি

জয় ভারত মাতার জয় 🙏🙏🙏🚩🚩🚩
04/07/2025

জয় ভারত মাতার জয় 🙏🙏🙏🚩🚩🚩

২৫শে জুন — সংবিধান হত্যা দিবস ২৫শে জুন, ১৯৭৫ সালের এই দিনে ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে সবথেকে অন্ধকারময় দিন 'জ...
04/07/2025

২৫শে জুন — সংবিধান হত্যা দিবস

২৫শে জুন, ১৯৭৫ সালের এই দিনে ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে সবথেকে অন্ধকারময় দিন 'জরুরি অবস্থা'। কেড়ে নেওয়া হয় জনগনের মৌলিক অধিকার তথা সংবাদমাধ্যম স্বাধীনতা খর্ব, বিরোধী কণ্ঠরোধ করা হয়।

স্বৈরাচারী কংগ্রেস সরকারের হাতে নির্যাতন ও নিপীড়নের শিকার সেই ব‍্যক্তিদের শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম।

যুগে যুগে সন্ন্যাসীরা যখনই হিন্দু সমাজকে একত্রিত এবং উদ্বেলিত করেছে।।তখনই সেই বীর সন্ন্যাসীর উপর নেমে এসেছে,, হিন্দুবিরো...
04/07/2025

যুগে যুগে সন্ন্যাসীরা যখনই হিন্দু সমাজকে একত্রিত এবং উদ্বেলিত করেছে।।
তখনই সেই বীর সন্ন্যাসীর উপর নেমে এসেছে,, হিন্দুবিরোধীদের দালালদের নির্মম আঘাত।
সে প্রভু শ্রীচৈতন্য হোন বা স্বামী বিবেকানন্দ,স্বামী প্রনবানন্দ হোক বা আধুনিক যুগের যোগী আদিত্যনাথ বা বাংলাদেশের চিন্ময় প্রভু।
এবার পালা বর্তমান বাঙালী হিন্দুর মুক্তিসুর্য স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ।🙏🚩
🙏🚩 সারা বাংলা জুড়ে ঘুমিয়ে থাকা এবং নিজ গৌরব ভুলে থাকা,,বাঙালি হিন্দুকে জাগরণের।
যে মহান কার্য কার্তিক মহারাজ নিজের ব্রতরূপে গ্রহণ করে দিনরাত পরিশ্রম করছেন।
সেটা হিন্দুবিরোধী শাসক দলের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে।
তাই তো এক সর্বত্যাগী সন্ন্যাসীর চরিত্র হননের ঘৃণ্য এবং মিথ্যা চক্রান্তে লিপ্ত হয়েছে এই সরকার।
বাংলাদেশ সরকারের মতো চিন্ময় প্রভুর ন্যায় কার্তিক মহারাজকেও ঘৃণ্য চক্রান্তের শিকার করতে চাইছে এই রাজ্য সরকার।
এই জঘন্যতম মানবতাবিরোধী চক্রান্ত রুখে দিতেই হবে।
(সকল সনাতনী সজাগ থাকুন)

আমাদের গৌরব পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজীর গায়ে হাত পড়লে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকুন।
✊এই সরকারকে বুঝিয়ে দিতেই হবে ✊

🚩আমার মাটি,আমার মা🚩
বাংলাদেশ হবে না
🚩প্রবিত্র সনাতন ধর্ম কী জয়🚩
🙏🙏🙏

যে কন‍্যাশ্রী দিয়ে মাননীয়াকে ভোট কিনতে হয়, সেই কন‍্যাশ্রীর মেয়েটি আজ কলেজেই ধর্ষিত হয়।ক‍ন‍্যাশ্রী নয় সুরক্ষা চাই ‼️‼️
04/07/2025

যে কন‍্যাশ্রী দিয়ে মাননীয়াকে ভোট কিনতে হয়, সেই কন‍্যাশ্রীর মেয়েটি আজ কলেজেই ধর্ষিত হয়।

ক‍ন‍্যাশ্রী নয় সুরক্ষা চাই ‼️‼️

Address

Vip Road, Kestopur
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when জাগো হিন্দু জাগো - Jago Hindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share