
29/07/2024
আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে --
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে।
আবার আমি আসব ফিরে আঁধার হলে সাঁঝে
তোমার ঘরের মাঝে।
বাবার মতো যাব না মা, বিদেশে কোন্ কাজে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।