Readers Express

Readers Express Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Readers Express, Publisher, Garia, KOLKATA.

বিগত দুই দশকে কমিকস সংক্রান্ত সব কাজই হয়েছে আজ্ঞা মেনে। তাই সেগুলোয় আমার নাম থাকলেও ধাম নেই। কিন্তু এই বইটা আমার নাম, ধা...
25/06/2025

বিগত দুই দশকে কমিকস সংক্রান্ত সব কাজই হয়েছে আজ্ঞা মেনে। তাই সেগুলোয় আমার নাম থাকলেও ধাম নেই। কিন্তু এই বইটা আমার নাম, ধাম, ঠিকানা মায় প্যান, ভোটার, আধার দিয়ে একেবারে কেওয়াইসি করা।

আসলে এই বইয়ে আমি পুজো করেছি বুঝলেন, পুজো। কার পুজো, আজ্ঞে মাইক মিগনোলার তো বটেই সাথে আরও অনেকেরই। পাতা উল্টোলেই দেখবেন। এখানে যেমন MAD ম্যাগাজিনের ফিল্ম প্যাস্টিচ আছে তেমনই রয়েছে আমার অরিজিনাল
কিছু কাজ।

আর আছে বিরিয়ানি। কোভিডের সময় ঘরে আয়েস করে উদরস্থ (আসলে গিলছিলাম) করার সময় জিজ্ঞেস করেছিলাম, Where are you frommm??? কাজেই এই বইয়ের প্রতিটি পাতায় আমাকে পাবেন। কয়েক বছরে স্কেচ নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছি তার অনেকটাই তুলে ধরেছি আপনাদের জন্য।

আর আমার নিজের ভাষা, মাতৃভাষায় প্রকাশিত আমার প্রথম পুর্নাঙ্গ একক কাজের সংকলন। আশা করি আপনাদের ভালো লাগবে।

হর্ষ মোহন চট্টরাজ

সেই বাংলোতে একজন আর্টিস্ট থাকত। কিন্তু তারপর সেই বাংলোতে একটা খুন হয়ে গেল। খুনের ধরণ দেখে বোঝা যাচ্ছিল যে, খুনী আরও বড় এ...
25/06/2025

সেই বাংলোতে একজন আর্টিস্ট থাকত। কিন্তু তারপর সেই বাংলোতে একটা খুন হয়ে গেল। খুনের ধরণ দেখে বোঝা যাচ্ছিল যে, খুনী আরও বড় একজন 'আর্টিস্ট'। নিখুঁতভাবে খুন করাটাও কিন্তু এক নিপুণ আর্ট। আর সেই খুনের ধরণ এমনই ছিল যা আপনার মনকে পুরোপুরি নাড়িয়ে দেবে। কারণ খুনী যেমন অজানা, তেমনই গল্পে কার খুন হয়েছে সেটাও অভাবনীয়ভাবে অজানা।

তাহলে ভাবুন, কতটা অসাধারণ এই 'আর্টিস্টের' পরিকল্পনা? তাহলে আপনার জন্য চ্যালেঞ্জ হল, রহস্য-রোমাঞ্চের এই জগতে পদার্পণ করে খুঁজে বের করুন কে খুনী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কার খুন হয়েছে?

এমন এক রহস্য যা আগে কখনও 'অমিত খান'-এর কলম থেকে বেরিয়ে আসেনি।

অতএব প্রমাণ করুন – আপনি খুনীর চেয়েও বড় একজন আর্টিস্ট আর খুব অল্প সময়ের মধ্যেই সবচেয়ে বড় রহস্যের সমাধান করতে পারেন

ভয়ের গল্প বা উপন্যাস যাই হোক না কেন কম বেশি অনেক পাঠক, পাঠিকাই আছেন পড়তে ভালো বাসেন, আর সেই পাঠক, পাঠিকাদের কথা মাথায় রে...
24/06/2025

ভয়ের গল্প বা উপন্যাস যাই হোক না কেন কম বেশি অনেক পাঠক, পাঠিকাই আছেন পড়তে ভালো বাসেন, আর সেই পাঠক, পাঠিকাদের কথা মাথায় রেখে আমরা লেখক, লেখিকারা ভয়ের গল্প বা উপন্যাস লিখি. যার কিছু থাকে লেখক, লেখিকার কল্পনা প্রসূত বা কিছু থাকে বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। অতীতে অনেক লেখক বা সাহিত্যিক তো বটেই বর্তমানেও আছেন যাঁরা ভৌতিক প্রেক্ষাপটে লেখা কাহিনি তুলে ধরে আসছেন পাঠক, পাঠিকাদের মনের ক্ষিদে মেটাতে।

আমার সপ্তম সৃষ্টি বৈদেহী ও অন্যান্য তে তুলে ধরেছি এমনি চারটি ভৌতিক প্রেক্ষাপটে লেখা উপন্যাস।

অভিচার, উপচার, যন্ত্র ও মন্ত্র নিয়ে তন্ত্র। কিন্তু এখানেই এই সংকলনটি স্বতন্ত্র। বীভৎস রসের সঙ্গে করুণ রসের সঠিক মিশেলে ত...
23/06/2025

অভিচার, উপচার, যন্ত্র ও মন্ত্র নিয়ে তন্ত্র। কিন্তু এখানেই এই সংকলনটি স্বতন্ত্র। বীভৎস রসের সঙ্গে করুণ রসের সঠিক মিশেলে তৈরি পাকোয়ান পেশ করা হল পাঠকের দরবারে। কালবিলম্ব না করে উপভোগ করুন। ছ'তন্ত্র স্বতন্ত্র হলে পাঠকমনে তন্ত্রের প্রভাব চিরস্থায়ী হয় কি না সেটাই দেখার।

আসছে খুব শীঘ্রই

গুরু পদ্মসম্ভব তিব্বতে তান্ত্রিক বৌদ্ধধর্ম প্রবর্তনের পাশাপাশি সেখানে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। একই সময় বিখ্যাত ব...
23/06/2025

গুরু পদ্মসম্ভব তিব্বতে তান্ত্রিক বৌদ্ধধর্ম প্রবর্তনের পাশাপাশি সেখানে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। একই সময় বিখ্যাত বৌদ্ধ গুরু শান্তরক্ষিতও সেখানে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মকে কুসংস্কার মুক্ত করতে। এদের কেউই বাঙালি ছিলেন না কিন্তু এদের যাত্রার পেছনে পরোক্ষভাবে পাল সম্রাটদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। বৌদ্ধধর্মের এই বিশেষ পর্বের কাহিনি নিয়েই সাহিত্যিক অনিরুদ্ধ সরকারের গবেষণামূলক বই -
"ওম মণিপদ্মে হুম"।

চলে এলাম সেই বহু প্রতীক্ষিত গ্রাফিক নভেল সিরিজের প্রথম পর্ব নিয়ে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা Holy Cow Entertainment এর...
23/06/2025

চলে এলাম সেই বহু প্রতীক্ষিত গ্রাফিক নভেল সিরিজের প্রথম পর্ব নিয়ে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা

Holy Cow Entertainment এর সাড়াজাগানো সিরিজ
রাবণায়ন এবার বাংলা ভাষায়।
বাংলায় মুদ্রণ, প্রকাশনা ও বিতরণ এর স্বত্বাধিকারী রিডার্স এক্সপ্রেস।

প্রিবুক করলে পেয়ে যাবেন ফ্রী পোস্টার এবং সাথে তিনটি কার্ড

মুদ্রিত মূল্য : ৩০০ টাকা

অর্ডার লিংক প্রথম কমেন্টে

WhatsApp : 7439686469

এবার তিতিরতিতির সেন ফাইট ব্যাক সিরিজ সতীর্থ দেআসছে খুব শীঘ্রই
22/06/2025

এবার তিতির
তিতির সেন ফাইট ব্যাক সিরিজ

সতীর্থ দে

আসছে খুব শীঘ্রই

আর্টিস্ট অমিত খান আসছে খুব শীঘ্রই মাত্র কয়েকদিনের অপেক্ষা
22/06/2025

আর্টিস্ট
অমিত খান

আসছে খুব শীঘ্রই

মাত্র কয়েকদিনের অপেক্ষা

চারটি ভৌতিক প্রেক্ষাপটে লেখা উপন্যাসের মধ্যে আপনারা পাবেন অতীতের গন্ধ যেমন তেমনি বর্তমানের স্বাদ পাবেন গা ছমছমে পরিবেশ, ...
22/06/2025

চারটি ভৌতিক প্রেক্ষাপটে লেখা উপন্যাসের মধ্যে আপনারা পাবেন অতীতের গন্ধ যেমন তেমনি বর্তমানের স্বাদ পাবেন গা ছমছমে পরিবেশ, পুরনো রাজবাড়ীর অন্দরমহল. বাঈজী নয়না বাঈয়ের ঘুঙুরের শব্দ, কোনো এক অমোঘ টানে সদ্য বিবাহিতা নন্দিনী তার শ্বশুর বাড়ির চিলেকোঠা ঘরে বারবার ছুটে যেত তার কাহিনী, কাহিনী রাণী অমৃতার রক্ত পিপাসু হৃদয়ের, তার কাছে নাকি সব পুরুষের রক্তের স্বাদই তিক্ত এছাড়া পাবেন 'বৈদেহী' কে

আমরা যারা আজ বেঁচে থাকার সংগ্রাম করে চলেছি তারা সব সময় ভেবে চলি যে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিরকম পৃথিবী, কিরকম সম...
20/06/2025

আমরা যারা আজ বেঁচে থাকার সংগ্রাম করে চলেছি তারা সব সময় ভেবে চলি যে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিরকম পৃথিবী, কিরকম সমাজ আমরা রেখে যাবো। আমরা উন্নতি আর অগ্রগতির একটা মাপকাঠি ঠিক করে নিয়েছি নিজেরাই। কিন্তু আজ থেকে সোয়াশো বছর আগে এক কল্পবিজ্ঞান লেখক আমাদের সামনে সেই ভয়ঙ্কর ভবিষ্যতের একটা খন্ড চিত্র তুলে ধরেছিলেন। সেই উপন্যাসে আমরা দেখেছি কি ভাবে সভ্যতার অগ্রগতির নেশায় বুঁদ মানুষজাতি ধীরে ধীরে খুঁজে নিয়েছে নিজের অন্ধকার জগতের প্রবেশের পথ। আজ যেটা আমরা উন্নতি বা প্রগতি বলে জানছি সেটার যে একটা এতো কদর্য ও অন্ধকার রূপ থাকতে পারে আমরা অনেকেই কল্পনা করতে পারতাম না যদি না তার মতো একজন লেখক আমাদের সামনে তুলে ধরতেন সেই তমসাময় সেই ভবিষ্যৎটিকে। এইচ জি ওয়েলস তার উপন্যাস টাইম মেশিনের মাধ্যমে আমাদেরকে মানে সারা মানবজাতিকে একটা সাবধানবাণী দিয়ে গেছিলেন। আজ এত বছর বাদেও তার সেই উপন্যাস এর আবেদন অমলিন। রিডার্স এক্সপ্রেস নিয়ে এসেছে সেই বিশ্বসাহিত্যের এই ক্ল্যাসিকের মূলানুবাদ। প্রতিম দাস এর অনুবাদের মধ্যে পথ চলা শুরু হচ্ছে আমাদের। আসুন সকলে মিলে শুরু করি এই যাত্রা।
রিডার্স এক্সপ্রেসের প্রথম নিবেদন
টাইম মেশিন।
মূল্য - ২৩৯.০০

Address

Garia
Kolkata
700096

Alerts

Be the first to know and let us send you an email when Readers Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category