
25/06/2025
বিগত দুই দশকে কমিকস সংক্রান্ত সব কাজই হয়েছে আজ্ঞা মেনে। তাই সেগুলোয় আমার নাম থাকলেও ধাম নেই। কিন্তু এই বইটা আমার নাম, ধাম, ঠিকানা মায় প্যান, ভোটার, আধার দিয়ে একেবারে কেওয়াইসি করা।
আসলে এই বইয়ে আমি পুজো করেছি বুঝলেন, পুজো। কার পুজো, আজ্ঞে মাইক মিগনোলার তো বটেই সাথে আরও অনেকেরই। পাতা উল্টোলেই দেখবেন। এখানে যেমন MAD ম্যাগাজিনের ফিল্ম প্যাস্টিচ আছে তেমনই রয়েছে আমার অরিজিনাল
কিছু কাজ।
আর আছে বিরিয়ানি। কোভিডের সময় ঘরে আয়েস করে উদরস্থ (আসলে গিলছিলাম) করার সময় জিজ্ঞেস করেছিলাম, Where are you frommm??? কাজেই এই বইয়ের প্রতিটি পাতায় আমাকে পাবেন। কয়েক বছরে স্কেচ নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছি তার অনেকটাই তুলে ধরেছি আপনাদের জন্য।
আর আমার নিজের ভাষা, মাতৃভাষায় প্রকাশিত আমার প্রথম পুর্নাঙ্গ একক কাজের সংকলন। আশা করি আপনাদের ভালো লাগবে।
হর্ষ মোহন চট্টরাজ