Bongo Barta - বঙ্গ বার্তা

Bongo Barta - বঙ্গ বার্তা সত্যের সন্ধানে ও সমান্তরালে।

22/10/2025

আমাদের দেশে যখন রাজনীতি, পদ ও নানা নির্বাচন ব্যস্ত, তখন চীনের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, আধুনিক শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিচ্ছে।

19/10/2025

18/10/2025

মিমের প্রস্তুতি সভার স্টেজ তৈরীর কাজ চলাকালীন হঠাৎ হাজীর কান্দি থানার আইসি মৃণাল সিনহা।

14/10/2025

পুরন্দরপুর এর কাছে নদীতে জলে নেমে মৃ/ত্যু/র সাথে লড়াই করছে ছোট্ট শিশু।



একই ঘটনা বারবার ঘটে যাওয়ার পরও হুঁশ ফেরেনি বাড়ির মা-বাবাদের এমনই অভিযোগ স্থানীয় প্রতিবেশীদের।

09/10/2025

SIR সংক্রান্ত যে কোনো সমস্যায় সরাসরি BLO দের সাথে যোগাযোগ করুন। পশ্চিমবাংলা সমস্ত BLO দের সাথে যোগাযোগ করতে পারবেন নিচের দেওয়া লিংকে ক্লিক করলেই ‌✓

06/10/2025

মাদ্রাসা সার্ভিস কমিশন বোর্ডের সচিবের গাড়িতে হামলা ✓

সে কাদের বিরুদ্ধে অভিযোগ? সম্পূর্ণ ভিডিও।

02/10/2025

শুভ বিজয়া ..

মেয়েটির নাম রইসোনা খাতুন। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।বেশকিছুদিন আগে মেয়েটি খেলতে গিয়ে পা-টি...
22/09/2025

মেয়েটির নাম রইসোনা খাতুন। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।

বেশকিছুদিন আগে মেয়েটি খেলতে গিয়ে পা-টি ভেঙে যায় এবং বর্ধমানে তার চিকিৎসা করানো হয়। প্রথমে পা-টি অপারেশন হয় কিন্তু ঠিক না হওয়ার কারণে তাঁকে P.G

হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এখন PG হাসপাতালে ভর্তি আছে।

কিছুদিন পর পা-টি অপরাসন করা হবে। অনেক টাকার প্রয়োজন।

চিকিৎসার খরচ ইতিমধ্যেই অনেক বেশি হয়ে গেছে। পরিবার যা কিছু সঞ্চয় করেছিল, সব প্রায় শেষ। আমাদের নিজের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।

এই কঠিন সময়ে আপনাদের কাছে একটাই অনুরোধ-যে যতটুকু পারেন এই বারকোডে স্ক্যান করে টাকা পাঠিয়ে রইসোনা পাশে দাঁড়ান।

আপনার একটি ছোট সহানুভূতি একটি ভবিষ্যৎ গড়তে পারে।

Phonepay No=9064050589

Sk Saddam Hossain

দয়া করে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ান। ?

টাকাদিয়ে সাহায্য করতে না পারলে একটা শেয়ার করে দেবেন।

17/09/2025

মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সম্মানিত নারী ও পুরুষ সদস্যরা ইসরায়েলে অস্ত্রবাহী বিমান চালাতে অস্বীকার করেন।

14/09/2025

মারাত্মক অভিযোগ করছেন এসএসসি পরীক্ষার্থীরা ✓ ঘটনাস্থল : জঙ্গিপুর হাই স্কুল (এসএসসি পরীক্ষা কেন্দ্র)

দেখুন সেই ভিডিও..

সুস্থ পরিবেশ গঠনের উদ্দেশ্যে - পানপুর চ্যালেঞ্জ কাপ                                          ‌                          ...
11/09/2025

সুস্থ পরিবেশ গঠনের উদ্দেশ্যে - পানপুর চ্যালেঞ্জ কাপ ‌ অভিজিৎ হাজরা

আমতা, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পানপুর স্কুল মাঠ - এ ছোটদের মোবাইল আসক্তি নির্মূল করতে, পরিবেশ ও তার বিলুপ্ত প্রায় জীবকূল রক্ষার্থে একদিন ব্যাপী ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা ' পানপুর চ্যালেঞ্জ কাপ ' অনুষ্ঠিত হল।এই এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পানপুর ৯ সি -র পরিচালনায়। পানপুর এর বুকে ছোটদের মোবাইল এর আসক্তি নির্মূল করতে, পরিবেশ ও তার বিলুপ্ত প্রায় জীবকূল রক্ষার্থে,গ্ৰাম - জেলা - রাজ্যকে শ্রেষ্ঠ খেলোয়াড় উপহার দিতে, মানুষকে সুস্থ রাখতে, বিশুদ্ধ অক্সিজেন গ্ৰহণের বার্তা নিয়ে পানপুর স্কুল মাঠ সারাদিন কেঁপে উঠলো। ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে শিশু - কিশোর - যুবদের মোবাইল আসক্তি কমানো, পরিবেশকে রক্ষা করার বার্তা দেওয়ার চেষ্টা সত্যিই অনন্য প্রচেষ্টা। এই খেলার আয়োজনের মুখ্য উদ্দেশ্য খেলার মাধ্যমে শিশু - কিশোর - যুব সমাজকে মোবাইল এর আসক্তি থেকে সরিয়ে আনা, মানুষকে সচেতন করা, গাছ না কাটা, পুকুর - খাল - বিল - নদী - জলাশয় - নয়নজুলির জলকে পরিশুদ্ধ রাখা,নয়নজুলি, পুকুর,খাল বুজিয়ে নির্মাণ কাজ না করা, প্লাস্টিক দূরিকরণে প্লাস্টিক ব্যবহার না করা, বন্যপ্রাণী সংরক্ষণ করা ইত্যাদি। এই সচেতনতা বাহী ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে এই খেলার মূল উদ্যোক্তা পানপুর ৯ সি - র সুজিত ঘোষ বলেন, " আমরা এই খেলা বহুদিন ধরে চালিয়ে আসছি। লকডাউনের সময় আমরা এই খেলা চালাতে পারি নি। এই ফুটবল খেলার এই বৎসরে আমাদের মূল বার্তা ' মোবাইল ছাড়ো - মাঠে ফেরো, ' গাছ লাগান - প্রাণ বাঁচান, ' ভূগর্ভস্থ জল অপচয় বন্ধ করুন ', ' পরিবেশের ভারসাম্য বজায় রাখুন ' , ' বন্যপ্রাণী সংরক্ষণ করুন ' । আমরা লক্ষ্য করছি ছোটো ছোটো শিশুরা - কিশোর - যুবরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।গ্ৰাম - বাংলায় খেলার মাঠ আছে কিন্তু খেলার ছেলে পাওয়া যায় না। মোবাইলে আসক্ত আমরা নির্মূল করার চেষ্টা করছি। শিশু - কিশোর - যুবকদের আমরা মাঠে আনার চেষ্টা করছি।যাতে আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে।গ্ৰাম - বাংলা থেকে প্রতিভাধর খেলোয়াড় উঠে আসুক। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গ্ৰাম - বাংলার ছেলেরা খেলার মাধ্যমে তাদের নিজেদের পারদর্শিতা দেখিয়ে গ্ৰাম - জেলা - রাজ্যের নাম উজ্জ্বল করুক। খেলাধুলার মানোন্নয়নের জন্য আমরা এখানে একটা ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলার চেষ্টা করছি "। একদিন ব্যাপী ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় আমতা ৭ স্টার, ব্যাচেলার ৭ স্টার,এস - এম এন্টারপ্রাইজ, উলুবেড়িয়া মেট্রো ক্লাব, নবজাগরণ সংঘ, ক্লাসিক ক্যাটারার,খালনা খেলাঘর,ডোমজুড় জনতা গ্যারেজ দলগুলি অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলাটি আমতা ৭ স্টার এবং ডোমজুড় জনতা গ্যারেজ এর মধ্যে অনুষ্ঠিত হল। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় ডোমজুড় জনতা গ্যারেজ জয়লাভ করে। সারাদিন ব্যাপী এই খেলায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর ফাঁড়ির স্বর্ণাভ রায়,ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিপা বসু,সদস্যা পম্পা ভোঁড়, বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীকান্ত টাট, বিশিষ্ট সমাজসেবী গৌতম বেরা,পানপুর স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ,সহঃ শিক্ষক বরুণ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার জয়ী ও পরাজিত দলকে সুদৃশ্য ট্রফি,নগদ অর্থ ছাড়াও প্রতিটি খেলোয়াড়কে উপহার, অংশগ্রহণকারী ৮ টি দলের শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরষ্কার, চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়। এছাড়াও পি বি এফ অ্যাকাডেমি - র পরিচালনায় সুজিত কুমার ঘোষ এর উদ্যোগে পানপুর ইউ(আন্ডার )১৫ চ্যালেঞ্জ কাপ এর চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হল রাকেশ অ্যাকাডেমি এবং ভান্ডারগাছা - কাজিরবেড়িয়া নবজাগরণ সংঘ - র মধ্যে। এই খেলায় রাকেশ অ্যাকাডেমি উইনার্স এবং ভান্ডারগাছা নবজাগরণ সংঘ রাণার্স এর যোগ্যতা অর্জন করে। সমগ্ৰ খেলার এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দু' টি খেলার উদ্যোক্তা সুজিত কুমার ঘোষ।

10/09/2025

সম্প্রীতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল ১১ জন বাঙালি শ্রমিক ওমানের কাজ করতে গিয়ে আটক হয়ে পড়ে রয়েছেন। ভিডিওতে উঠে এসেছিল তাদের দুরবস্থার কথা এবং কাজ হারিয়ে ঘরে ফেরার মানসিক যন্ত্রণা।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই তাদের যোগাযোগ নাম্বার ও বর্তমান লোকেশন সন্ধান করতে থাকে কয়েক জন‌ তারপর তারা যোগাযোগ করে ওমানে কর্মরত সাহেব খানের সাথে, সাহেব খান ঠিক যেমনটা জানিয়েছিলেন তেমনটাই ‌ করতে পেরেছেন সফলতার সাথে।

নিজ ঘরে রান্না করে তাদের জন্য আরো বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করে রওনা দেয় ওমানে আটকে পড়া সেই ১১ জন বাঙালি ভাইদের কাছে। সময় মত পৌঁছে যান তাদের কাছে এবং সকলকে নিয়ে একসাথে বেশ কিছুক্ষণ সময় দেন। অবশেষে ফেরার সময় তাদের হাতে অল্প কিছু অর্থ তুলে দেয় যাতে তারা দু একটা দিন কষ্ট করে হলেও নিজেরা চালিয়ে নিতে পারে।

Address

Kolkata
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Barta - বঙ্গ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bongo Barta - বঙ্গ বার্তা:

Share