27/09/2025
শ্যামনগরের ২৩ নং রেল গেট সংলগ্ন এলাকায় অত্যন্ত মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, রেললাইন পারাপার করার সময় ট্রেনে কাটা পড়ে ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাঁদের বাঁচাতে গিয়ে আরও এক ব্যক্তি গুরুতর আহত হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তাঁরও মৃত্যু হয়।
এই ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা এর প্রতিবাদে রেললাইনে অবরোধ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিক, আর পি এফ এবং জগদ্দল ও নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এই মোট তিনজনের প্রাণহানি হয়েছে, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
#শ্যামনগর #এক্সিডেন্ট #ট্রেন