
02/08/2025
মুজফ্ফর আহ্মেদ স্মৃতি পুরস্কারে নির্বাচিত হয়েছে আপনপাঠ প্রকাশিত তপন মিশ্রর বই “ডারউইন থেকে সেভান্তে পেবো : মানব অভিব্যক্তির দ্বান্দ্বিক প্রক্রিয়া”। লেখককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
★বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।
★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।
ব্লার্ব:
বিজ্ঞান গবেষণায় শেষ কথা হয় না। মানব অভিব্যক্তির গবেষণাও তার বাইরে নয়। ডারউইনের পরবর্তী সময়ে এই গবেষণা দ্রুত লয়ে এগিয়েছে। অভিব্যক্তির আধুনিক গবেষণা সমস্ত ভাববাদী ব্যাখ্যাকে অকার্যকর করে যুক্তিবাদ প্রতিষ্ঠা করেছে। মানব অভিব্যক্তি এক চলমান ইতিহাস যা জিনের জৈব অণুর মধ্যে বিভিন্ন পর্যায়ে রূপান্তরিত হয়েছে। ডারউইনের অনেক পরে পুরাজিনতত্ত্ব বিজ্ঞান বিকশিত হয়। সেভান্তে পেবো হলেন সেই পুরাজিনতত্ত্ব বিজ্ঞানের উজ্জ্বল জ্যোতিষ্ক যিনি হাজার হাজার বছরের মানব জীবাশ্ম থেকে নিউক্লিক অ্যাসিডের অণু অধ্যয়ন করে মানুষের দীর্ঘ সময়ের অভিপ্রয়াণ এবং অভিযোজনের ইতিহাস রচনা করার সঠিক পদ্ধতি নিরূপণ করেন। বস্তু অর্থাৎ ডিএনএ এবং আরএনএ-র মতো কণাই জীবনের মূল উৎস। মানব অভিব্যক্তি বিজ্ঞানের বিকাশের ধারায় অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই প্রকাশনায় সেই গবেষণার দ্বান্দ্বিক বিকাশের ধারার মুখ্য কিছু অংশকে তুলে ধরার প্রয়াস করা হয়েছে। ভারত উপমহাদেশ জনসমষ্টির গঠন সম্পর্কে মৌলবাদীদের প্রচারের বিরুদ্ধে সঠিক বৈজ্ঞানিক তথ্য বাংলা ভাষায় হাজির করার তাগিদ থেকে এই
প্রকাশনাটি কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারবে বলে আশা করছি।
#আপনপাঠ
#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই
#আপনপাঠবই
#আপনপাঠপ্রবন্ধসংকলন
#বিবর্তনবাদ