আপনপাঠ

আপনপাঠ একটি সমাজ বিজ্ঞান উদ্যোগ
পত্রিকা ও প্রকাশনা ইউটিউব চ্যানেল

মুজফ্ফর আহ্‌মেদ স্মৃতি পুরস্কারে নির্বাচিত হয়েছে আপনপাঠ প্রকাশিত তপন মিশ্রর বই “ডারউইন থেকে সেভান্তে পেবো : মানব অভিব্য...
02/08/2025

মুজফ্ফর আহ্‌মেদ স্মৃতি পুরস্কারে নির্বাচিত হয়েছে আপনপাঠ প্রকাশিত তপন মিশ্রর বই “ডারউইন থেকে সেভান্তে পেবো : মানব অভিব্যক্তির দ্বান্দ্বিক প্রক্রিয়া”। লেখককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

★বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

ব্লার্ব:

বিজ্ঞান গবেষণায় শেষ কথা হয় না। মানব অভিব্যক্তির গবেষণাও তার বাইরে নয়। ডারউইনের পরবর্তী সময়ে এই গবেষণা দ্রুত লয়ে এগিয়েছে। অভিব্যক্তির আধুনিক গবেষণা সমস্ত ভাববাদী ব্যাখ্যাকে অকার্যকর করে যুক্তিবাদ প্রতিষ্ঠা করেছে। মানব অভিব্যক্তি এক চলমান ইতিহাস যা জিনের জৈব অণুর মধ্যে বিভিন্ন পর্যায়ে রূপান্তরিত হয়েছে। ডারউইনের অনেক পরে পুরাজিনতত্ত্ব বিজ্ঞান বিকশিত হয়। সেভান্তে পেবো হলেন সেই পুরাজিনতত্ত্ব বিজ্ঞানের উজ্জ্বল জ্যোতিষ্ক যিনি হাজার হাজার বছরের মানব জীবাশ্ম থেকে নিউক্লিক অ্যাসিডের অণু অধ্যয়ন করে মানুষের দীর্ঘ সময়ের অভিপ্রয়াণ এবং অভিযোজনের ইতিহাস রচনা করার সঠিক পদ্ধতি নিরূপণ করেন। বস্তু অর্থাৎ ডিএনএ এবং আরএনএ-র মতো কণাই জীবনের মূল উৎস। মানব অভিব্যক্তি বিজ্ঞানের বিকাশের ধারায় অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই প্রকাশনায় সেই গবেষণার দ্বান্দ্বিক বিকাশের ধারার মুখ্য কিছু অংশকে তুলে ধরার প্রয়াস করা হয়েছে। ভারত উপমহাদেশ জনসমষ্টির গঠন সম্পর্কে মৌলবাদীদের প্রচারের বিরুদ্ধে সঠিক বৈজ্ঞানিক তথ্য বাংলা ভাষায় হাজির করার তাগিদ থেকে এই
প্রকাশনাটি কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারবে বলে আশা করছি।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই
#আপনপাঠবই
#আপনপাঠপ্রবন্ধসংকলন
#বিবর্তনবাদ

আপনপাঠ প্রবন্ধ সংকলন প্যালেস্তাইন ইন্তিফাদা মৃণালকান্তি দাস ব্লার্ব:প্যালেস্তিনীয়দের কোনও সদ্য তরুণ, জন্ম যার মৃত্যুশিবি...
01/08/2025

আপনপাঠ প্রবন্ধ সংকলন

প্যালেস্তাইন ইন্তিফাদা
মৃণালকান্তি দাস

ব্লার্ব:
প্যালেস্তিনীয়দের কোনও সদ্য তরুণ, জন্ম যার মৃত্যুশিবিরে, কামানের গোলা আর যুদ্ধবিমানের শব্দে যার শৈশব কাটে, কৈশোরে যার পা দিতে হয় ইজরায়েলি ট্যাঙ্কের গায়ে ঢিল মেরে, সেই তরুণের হাতে প্রেমিকার হাতের চেয়ে বন্দুকই ভালো মানায়। তাদের আমরা সন্ত্রাসবাদী বলতে পারি। তাদের জন্য সামান্য সহানুভূতিও না দেখিয়ে তাদের বোকা প্যালেস্তিনীয় বলে বিদ্রুপ ছুঁড়ে দিতে পারি। কিন্তু তাতে কোনও প্যালেস্তিনীয়দের তরুণের স্বাধীনভূমির স্বপ্ন মরে যায় না। লায়লা খালেদের মতো কোনও তরুণীর জন্ম তাতে ঠেকানো যায় না। জায়নিস্ট নিয়ন্ত্রিত পশ্চিমি মিডিয়া আমাদের চোখে যে রঙিন চশমা এঁটে দিয়েছে, নিয়ত মৃত্যুর সঙ্গে হেঁটে চলা তরুণের চোখ সেই চশমা ছেড়ে সাদাকালো পৃথিবীকে অনেক আগেই দেখতে শিখেছে। আমরা কী ভাবলাম কী বললাম তাতে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য ছটফট করা প্যালেস্তিনীয়দের কিছু যায় আসে না...

★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই
#আপনপাঠবই
#আপনপাঠপ্রবন্ধসংকলন #প্রবন্ধসংকলন #প্রবন্ধ
#প্যালেস্তাইন

আপনপাঠ গল্প নয় সিরিজ বিরহান বনমালী মাল ব্লার্ব:যথাপ্রাপ্ত সময়ের দিনলিপি নির্মাণে লেখকের অনীহা। বাস্তব ও কল্পনার কুহকে প...
01/08/2025

আপনপাঠ গল্প নয় সিরিজ

বিরহান
বনমালী মাল

ব্লার্ব:

যথাপ্রাপ্ত সময়ের দিনলিপি নির্মাণে লেখকের অনীহা। বাস্তব ও কল্পনার কুহকে পাঠক কখনও কল্পলোকে বিচরণ করতে পারে, কখনও হার্ড রিয়্যালিটি তাকে অস্বস্তিতে ফেলে — লেখকও তাই চান। পাঠককে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে দিতে নারাজ তিনি, একক ব্যক্তির অনুভবে তুলে ধরেন যৌথজীবনের অস্বস্তিকর যাপনের চিত্র — তাঁর এই গ্রন্থ তাই আজকের পাঠক পাঠ করবেন নিজেকে ও নিজের সময়কে বোঝার জন্য।

★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং -এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।।

#আপনপাঠ

#আপনপাঠবই
#আপনপাঠগল্পনয়

আপনপাঠ প্রবন্ধ সংকলন-এর নতুন সংযোজন প্রকাশিত হল বাদল সরকার : বিকল্প নাটক বিকল্প মঞ্চ শুভেন্দু সরকার ব্লার্ব:বাদল সরকারের...
01/08/2025

আপনপাঠ প্রবন্ধ সংকলন-এর নতুন সংযোজন প্রকাশিত হল

বাদল সরকার : বিকল্প নাটক বিকল্প মঞ্চ
শুভেন্দু সরকার

ব্লার্ব:

বাদল সরকারের নাট্যতত্ত্বর ভিত্তি হলো মার্কসবাদের সৃষ্টিশীল প্রয়োগ। জনগণ (বিশেষ করে গ্রাম-শহরের খেটে খাওয়া মানুষ) তাঁর থিয়েটরে খুঁজে পাক দিনবদলের খোরাক-এমন ভাবনা থেকে গড়ে ওঠে বাদল সরকারের বিকল্প নাট্যতত্ত্ব। অঙ্গন/মুক্তমঞ্চর সব নাটকে তাই দেখা যায় শোষণ ভিত্তিক সমাজের চেহারা আর একইসঙ্গে ডাক দেওয়া হয় তা পালটানোর। বাজার-অর্থনীতির সঙ্গে আপস না-করে সমাজবদলের স্বপ্নকে কীভাবে আরও বড় এলাকায় ছড়িয়ে দেওয়া যায়– সেটিই হলো তৃতীয় থিয়েটরের প্রেরণা। নানা ধারা তাঁর নাট্যতত্ত্বকে পুষ্ট করলেও সেগুলির গুণগত পরিবর্তন হয়েছে তাঁর হাতে। তাই দেশ-কাল-পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তিনি তৈরি করতে পারলেন নাটকের এক বিকল্প ঘরানা আর তা দেখার জন্যে বিকল্প দর্শক।

★ বইটি এখনই আপনপাঠ থেকে সরাসরি অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই
#আপনপাঠবই
#আপনপাঠপ্রবন্ধসংকলন #প্রবন্ধসংকলন #প্রবন্ধ

#বাদলসরকার #থার্ডথিয়েটর

আপনপাঠ প্রকাশনার নতুন সংযোজনপ্রতিবেশীর জানালা (অনুবাদ সিরিজ)দ্রোহের গল্প রশিদ জাহাঁ মূল উর্দু থেকে অনুবাদ: সঞ্চারী সেন ব...
01/08/2025

আপনপাঠ প্রকাশনার নতুন সংযোজন

প্রতিবেশীর জানালা (অনুবাদ সিরিজ)

দ্রোহের গল্প
রশিদ জাহাঁ
মূল উর্দু থেকে অনুবাদ: সঞ্চারী সেন

ব্লার্ব:

বিশ শতকের ত্রিশের দশক। উত্তাল ভারতবর্ষ। একদিকে গান্ধীবাদী আন্দোলন, অন্যদিকে সশস্ত্র বিপ্লব, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযান...

‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে...।’

এমন সময়েই, ১৯৩২-এ লক্ষ্ণৌ থেকে উর্দু ভাষায় প্রকাশিত হল একটি সাহিত্য গ্রন্থ। নাম ‘অঙ্গারে’, যার অর্থ অঙ্গার-ই। লেখক চার তরুণ-তুর্কি—সজ্জাদ জহীর, আহমদ আলি, রশিদ জাহাঁ এবং মহমুদ অল জাফর। এঁদের উদ্দেশ্য সামাজিক রক্ষণশীলতার বিরুদ্ধে বিদ্রোহ করা। যার ফল ফতোয়া ও কোতলের হুমকির পর রক্ষণশীলদের চাপে বই বাজেয়াপ্ত হওয়া। কিন্তু লেখকেরা তাঁদের উদ্দেশ্যে ছিলেন অনড়। এই দৃঢ়তাই পরবর্তীতে জন্ম দেয় প্রগতি লেখক সংঘের, যা অন্যান্য সামাজিক সংগ্রামের সঙ্গেই দুটি প্রধান ধর্মের বিভেদপন্থীদের বিরুদ্ধেও লড়াই চালিয়েছে অবিরাম। সজ্জাদ ও মেহমুদের মতো রশিদও এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। এবং সংগ্রামসুন্দর সাহিত্যের অগ্নিস্ফুলিঙ্গও। অসম সমাজে বিদ্রোহ অবিনশ্বর। দ্রোহ দীর্ঘজীবী হোক।

★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই
#সাহিত্য #বাংলাসাহিত্য
#আপনপাঠবই
#ছোটোগল্প #ছোটোগল্পসংকলন

#প্রতিবেশীরজানালা #গল্প
#অনুবাদ #তর্জমা #উর্দু
#বিশ্বসাহিত্য

আপনপাঠ প্রকাশিত একটি নতুন গল্প-সংকলন কথাকার শুভংকর গুহ-র ‘রাষ্ট্র ও রাইফেল’ বইটি। ব্লার্ব:লেখাগুলি গড়ে ওঠার সময় বারে বার...
01/08/2025

আপনপাঠ প্রকাশিত একটি নতুন গল্প-সংকলন কথাকার শুভংকর গুহ-র ‘রাষ্ট্র ও রাইফেল’ বইটি।

ব্লার্ব:

লেখাগুলি গড়ে ওঠার সময় বারে বারে ভেঙেছে, আবার গড়ে উঠেছে। কোনো লেখাই চূড়ান্ত নয়। লেখার পরেও চেতনায় জেগে ওঠে অনেক প্রশ্ন ও না-লেখা আখ্যানের অনেক বিবরণ। যদিও আখ্যানের মধ্যেই নিহিত ঘটনা, কল্পনা, ক্রোধ, অনুশোচনা ও বেদনা। প্রায় প্রতিটি গল্পের মধ্যে রাষ্ট্র নামক এক যন্ত্রের আস্ফালন যেমন আছে, তেমনি আছে মানব সমাজের বিষণ্ণতা ও ব্যক্তি মানুষের একাকীত্ব। রাইফেল কখনও কখনও প্রতীক হয়ে বিভিন্ন অনুষঙ্গে এসেছে, যা নাকি বিপন্ন মানুষের কাল্পনিক হাতিয়ার।


★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং -এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ
#আপনপাঠবই
#আপনপাঠগল্পসংকলন

আপনপাঠ উপন্যাস ডিটেনশন ক্যাম্প সঞ্জয় সাহাব্লার্ব:“পূর্ববঙ্গ থেকে আশা পরিবারের দারিদ্র্যের সঙ্গে তফাৎ থাকে না ভূমিপুত্রদ...
01/08/2025

আপনপাঠ উপন্যাস

ডিটেনশন ক্যাম্প
সঞ্জয় সাহা

ব্লার্ব:

“পূর্ববঙ্গ থেকে আশা পরিবারের দারিদ্র্যের সঙ্গে তফাৎ থাকে না ভূমিপুত্রদের অভাবি বারমাস্যার। উত্তরের আম জাম কাশিয়া এলুয়া আর সুটুঙ্গা -মানসাই এর তীরে বাড়তে থাকা উত্তরের দুই বালক ঘাসজীবী না হয়েও, ঘাস কাটতে যায় মুসলমান টারিতে। পাট ক্ষেতের ভেতরে তারা নিজেরা জড়িয়ে পড়ে সমকামিতায়। খেটে খাওয়া হতদরিদ্র মুসলিম পরিবারগুলি স্নেহের আঁচল বিছিয়ে দিতে কার্পণ্য করে না। না, উপন্যাসের ফোকাস এটা নয়। ফোকাসে অন্য একজন যার অস্তিত্বের সংকট।

মানুষ আদতে কি হিন্দু, না, মুসলিম? শারীরিক না মানসিক? জৈবিক না মানবিক? সে নিজের, না, রাষ্ট্রের? আর রাষ্ট্রের ক্ষমতা কি অসীম? প্রাকৃতিক মানুষকে রাষ্ট্র কীভাবে নির্দেশ দেয় সে কোথায় থাকবে না থাকবে? আর এর উল্টো ভাবলেই–‘দেশদ্রোহী’? ডিটেনশন ক্যাম্প! শুধু মানুষ নয়, রাষ্ট্র তো প্রতিনিয়ত ‘ডিটেনশন ক্যাম্প’-এ পাঠাচ্ছে তার নদীকে, তার পাহাড়দের, তার সমস্ত প্রকৃত সম্পদ আর প্রাকৃত জীবনকে—তার বেলা!

এ উপন্যাস পড়লে আপনি ‘দেশদ্রো*হী’ হবেন না ঠিকই কিন্তু প্রশ্নের জন্ম হতে থাকবে অনেক। আর দেখবেন নিভাজ এক উত্তরবঙ্গ।”

★ বইটি আপনপাঠ থেকে সরাসরি সংগ্ৰহ করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই #বই
#আপনপাঠবই
#উপন্যাস

আপনপাঠ গল্পসিরিজ স্পাই মোজাফ্ফর হোসেন ব্লার্ব:মোজাফ্ফর হোসেন গল্পের সঙ্গে অ-গল্পকে মিশিয়ে নতুন ধরনের গল্প লিখছেন। তার গল...
01/08/2025

আপনপাঠ গল্পসিরিজ

স্পাই
মোজাফ্ফর হোসেন

ব্লার্ব:

মোজাফ্ফর হোসেন গল্পের সঙ্গে অ-গল্পকে মিশিয়ে নতুন ধরনের গল্প লিখছেন। তার গল্প পাঠকের বোধে প্রবল কুঠারাঘাত হানে। তবে সেই আঘাতই লেখকের একমাত্র উদ্দেশ্য নয়, বরঞ্চ তিনি তার নির্মোহ বয়ানে পাঠককেও যুক্ত করে নিতে চান তাঁর গল্পে। তিনি একদিকে যেমন অসামান্য গল্প বলিয়ে, তেমনি গল্পের ভিতরে গল্প পুরে নতুন ধরনের আখ্যান তৈরিতেও পাকা কারিগর। গল্প বলা ও গল্পকে রুদ্ধ করা—দুদিকেই মোজাফ্ফর পারদর্শী। সচেতন পাঠক সেটিকে পরাবাস্তব, যাদুবাস্তব বা অতি-আধুনিক গল্পের জগৎ-যে-নামেই চিহ্নিত করুন না কেন, গল্পের পাঠতৃপ্তি বিন্দুমাত্র ব্যাহত হয় না তাতে। বর্তমান গ্রন্থে মোজাফ্ফর-এর পাঠকপ্রিয় ১২টি গল্প গ্রন্থিত হল।

★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই #বই
#আপনপাঠবই
#আপনপাঠগল্পসিরিজ #গল্পসিরিজ #গল্প
#ছোটোগল্প #ছোটোগল্পসংকলন

আপনপাঠ প্রবন্ধ সংকলন পশ্চিমবঙ্গে সংঘ পরিবার : সংক্ষিপ্ত রূপরেখা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ব্লার্ব:স্বাধীনতার পর থেকে পশ্চি...
01/08/2025

আপনপাঠ প্রবন্ধ সংকলন

পশ্চিমবঙ্গে সংঘ পরিবার : সংক্ষিপ্ত রূপরেখা
সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

ব্লার্ব:

স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক শক্তি হিসেবে হিন্দু মহাসভা বা জনসংঘ বা বিজেপি কখনোই খুব শক্তি অর্জন করতে না পারলেও ২০১১-র পর থেকে বিজেপির শক্তি ক্রমবর্ধমান। শক্তিবৃদ্ধির ক্ষেত্রে আরএসএস-এর শাখা সংগঠনগুলি সিভিল সোসাইটি বা জনসমাজে, প্রান্তীয় ও নিরুচ্চারবর্গের মধ্যে, কীভাবে তাদের কর্ষিকাগুলির বিস্তার ঘটাচ্ছে, ইতিহাস ও পুরাণের বিকৃতির ওপর দাঁড়িয়ে, তার রূপরেখা নির্মাণের চেষ্টা আছে এই বইতে। বাংলা ভাষায় এই ধরনের প্রয়াস এই প্রথম।

★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই #পাঠক
#আপনপাঠবই
#প্রবন্ধসংকলন #সংঘপরিবার

প্রতিবেশীর জানালা (আপনপাঠ অনুবাদ সিরিজ)হুয়ান রুলফোর গল্পসমগ্ৰসম্পাদনা: শৈবাল কুমার নন্দলাতিন আমেরিকান সাহিত্যে অন্যতম প...
01/08/2025

প্রতিবেশীর জানালা (আপনপাঠ অনুবাদ সিরিজ)

হুয়ান রুলফোর গল্পসমগ্ৰ
সম্পাদনা: শৈবাল কুমার নন্দ

লাতিন আমেরিকান সাহিত্যে অন্যতম প্রভাবশালী লেখক হলেন মেক্সিকোর হুয়ান রুলফো। তাঁর সাহিত্যকীর্তি খুব বেশি বড়ো না হলেও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, কার্লোস ফুয়েন্তেসের মতো লেখকগণ তাঁদের লেখায় রুলফোর প্রভাব স্বীকার করেছেন। রুলফোর একমাত্র গল্পসংকলন ‘এল ইয়ানো এন ইয়ামাস’-এরই ১৭টি গল্পের অনুবাদ রয়েছে এই বইতে।

শৈবাল কুমার নন্দের সম্পাদনা করা এই বইটির গল্পগুলি অনুবাদ করেছেন—সংযুক্তা দাস, বাসুদেব দাস, মঞ্জুলেখা বেরা, দেবব্রত চট্টোপাধ্যায়, শৌভিক দে সরকার, কামারুজ্জামান, তৌফিক হোসেন, শুক্তি রায়, অরুণাভ ঘোষ, অনির্বাণ চট্টোপাধ্যায়, শৈবাল কুমার নন্দ, জয়া চৌধুরী, তৃষা দাস বেরা, সৌম্যসুন্দর মুখোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, অচিন্ত মারিক এবং অরুন্ধতী ভট্টাচার্য।

বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

#আপনপাঠ
#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই
#আপনপাঠবই

#প্রতিবেশীরজানালা
#অনুবাদ #তর্জমা
#বিশ্বসাহিত্য

আপনপাঠ গল্পসিরিজ-এর নতুন সংযোজন মিনিট কুড়ি অপেক্ষার মাঝে জয়দীপ চট্টোপাধ্যায়ব্লার্ব: পৃথিবী জুড়েই কোথাও না কোথাও একপ্র...
01/08/2025

আপনপাঠ গল্পসিরিজ-এর নতুন সংযোজন

মিনিট কুড়ি অপেক্ষার মাঝে
জয়দীপ চট্টোপাধ্যায়

ব্লার্ব:

পৃথিবী জুড়েই কোথাও না কোথাও একপ্রকার বৃহত্তর আর ব্যক্তিগত ‘যুদ্ধবিরতি’-র দশা বিরাজমান। যুদ্ধের বাংকারে বসেই কেউ কবিতা লিখছে। ওয়ার ফ্রন্ট থেকে কিছু দূরে এক সুনীল হ্রদে ছোটো ছোটো ঢেউ উঠতে দেখার স্মৃতি—হঠাৎই ভোর রাতে আবির্ভূত হয়। ক্রিয়া-প্রতিক্রিয়ায় জর্জরিত জীবনটা এক বৃহত্তর গ্রাফ-পেপারে কোনো না কোনো অক্ষর বরাবর এগিয়ে চলা। অতিমারীর মাঝে বিবাহ, আর বিমানহানার মাঝে নবজাতকের পৃথিবীতে আসা—এও অনস্বীকার্য। বার বার কোল্যাটারাল ড্যামেজ, আর শরণার্থী হয়ে যায় মানুষ। আর আমরা একপ্রকার অভ্যস্তই হয়ে উঠি, চক্রাকারে আসা উৎসবরাজীতে আতসবাজী দেখতে। আমাদের অস্তিত্বের মতো, আমাদের জুবানীও সে অর্থে আকর্ষণ করে না (হয়তো)। আধুনিকতা নেই, উত্তর-আধুনিকতা নেই, পুনরাধুনিকতা নেই... শুধু স্পষ্ট এবং মৃদু আপত্তির আসা যাওয়া নিয়ে জুঝতে জুঝতে সার্ভাইভ করে যাওয়া আছে। এই ‘মেনে না নেওয়া’ আর ‘প্রশ্ন বিঁধে থাকা’ যাপনের মুহূর্ত নিয়েই কিছু কথোপকথন, কিছু গল্প।

★★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★★★এছাড়া আপনপাঠ এর সব বই কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, দে বুক স্টোর (দীপু), লালন, প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দেজ পাবলিশিং-এ পাওয়া যায়।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই #বই
#আপনপাঠবই
#আপনপাঠগল্পসিরিজ #গল্পসিরিজ
#ছোটোগল্প #ছোটোগল্পসংকলন #গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম অগ্ৰগতির যুগে যখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বাজার ছেয়ে ফেলেছে তখন মানুষের মেধা, তার অধিকার...
01/08/2025

বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম অগ্ৰগতির যুগে যখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বাজার ছেয়ে ফেলেছে তখন মানুষের মেধা, তার অধিকারের চর্চা আরও বেশি জরুরি হয়ে পড়েছে। ধনতান্ত্রিক অর্থনীতি থেকে সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার অবনতি পর্যন্ত অত্যন্ত গভীরভাবে জুড়ে রয়েছে মেধার অধিকার, মানুষের অধিকার। সেই বিষয়েই আলোকপাত করেছেন লেখক, অধ্যাপক অনিন্দ্য ভুক্ত এই ‘মেধার অধিকার বনাম মানুষের অধিকার’ বইটিতে।

★ বইটি আপনপাঠ থেকে সরাসরি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 8336075667 নম্বরে।

★ এছাড়া কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু, লালন, দে বুক স্টোর (দীপু), প্ল্যাটফর্ম, ক্রান্তিক, শহরতলি, প্রতিক্ষণ, দে’জ পাবলিশিং-এ আপনপাঠের বইগুলি পাওয়া যাচ্ছে।

#আপনপাঠ

#বাংলা #বাঙলা #বাঙালি
#বাংলাবই #বই
#আপনপাঠবই
#প্রবন্ধসংকলন

Address

51B/H/4 Chaulpatty(ardhendushaker Naskar Sarani)Road, Beleghata, KMC 33 Ward
Kolkata
700010

Alerts

Be the first to know and let us send you an email when আপনপাঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপনপাঠ:

Share

Category