14/07/2025
Pen : Manira Sultana Papri
যে আমার সাথে চালাকী করতে গিয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারলো না, সে আমাকে চালাক বলে নিন্দা করলো।
যে আমাকে ঠকাতে গিয়ে ঠকাতে পারলো না সে আমাকে ঠগবাজ বললো।
যে আমার মুখোমুখি বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে, আয়েশ করে বসে আমার দুর্বলতায় খোঁচাতে চাইলো, তাকে যখন তার নিজের ক্ষতস্থানের যত্ন নিতে বললাম, সে ভীষণ কষ্ট পেলো।
যে ভীষণ চতুরতায় ঘোড়ার আড়াই চাল দিয়ে আমাকে চেক মেট দিতে চাইলো,তার যখন রাণী বধ করলাম, আমাকে সে ঝানু প্লেয়ার বললো।
যে আমার পেছনে অকারণে নিন্দে করে আরাম পায়, তাকে আমি সামনাসামনি সে কথা জিজ্ঞেস করলে সে আমাকে ঝগড়াটে বললো।
যে আমাকে অযাচিত জ্ঞান বিতরণের চেষ্টা করলো,তাকে তার জ্ঞানের পরিধি চোখে আংগুল দিয়ে দেখাতেই সে আমাকে পন্ডিত বললো।
যে আমার একটু তীর্যক হাসির জন্য পেছনে ঘুরে ঘুরে জুতোর তলা ক্ষয়ে ফেললো, তাকে তার জায়গা দেখিয়ে দেয়াতে সে আমার চরিত্রের দিকে আঙ্গুল তুললো।
যে আমার সাহায্য নিয়ে,আমার হাত ধরে উঠে দাঁড়ালো এবং আবার আমাকেই সুযোগ পেয়ে আঘাত করলো,তাকে অতীত মনে করিয়ে দিতেই সে আমাকে অকৃতজ্ঞ বলে নিন্দে করলো।
যে আমার সাথে নির্দয় ছিলো,তাকে অতীত মনে করিয়ে দিতেই আমাকে সে নির্দয় ভাবলো।
যে আমাকে নিজের স্বার্থে টিস্যু পেপারের মতো ব্যবহার করলো,আমি যখন আর ব্যবহৃত হতে চাইলাম না, সে আমাকে স্বার্থপর বললো।
জীবন আর যুদ্ধ মানুষকে বোকা থাকতে দেয় না। বুদ্ধিমতী হওয়া কোন পাপ নয়। নিজের আত্মসম্মান বজায় রেখে চলা অন্যায় নয়, কারোর স্বার্থের টিস্যু পেপার হতে না চাওয়া স্বার্থপরতা নয়। অন্যায় মেনে না নেয়া অন্যায় নয়। এগুলোকে বলে আত্মরক্ষা। পৃথিবীতে প্রতিটি প্রাণীর নিজেকে রক্ষা করবার অধিকার আছে।
কি অদ্ভুত, লোকে আমার সাথে যা করে তাই যদি আমি তাদের করতে না দেই বা উল্টো ফিরিয়ে দেই, তখন লোকে কষ্ট পায়!
নিজের চেহারা আয়নায় দেখে নিজেই বিরক্ত হয়ে যান তাহকে অন্যের কেমন লাগে ভাবুন একবার!
আপনার প্রতি আমার আচরণ আর কিছু না, আপনারই আচরণের প্রতিবিম্ব মাত্র। যে বীজ বুনবেন, সে ফসলই তো ঘরে তুলবেন!
Valo laglo .. sothik kotha .. copy korlam ...