26/09/2025
পুরুলিয়ায় নেতুড়িয়ায় শ্রী সিমেন্ট কারখানার দূষণের বিরুদ্ধে লাগাতার আন্দোলন “ দীঘা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটির”।
এলাকার মানুষ কাজ পাবে, পাল্টে যাবে জীবনযাত্রা, তৈরী হবে দূষণমুক্ত কারখানা– এই প্রতিশ্রুতি দিয়ছিল সরকার ও কারখানার মালিক। কিন্তু সামান্য কিছু যুবক ঠিকা শ্রমিকের কাজ পেলেও অন্যান্য কোন প্রতিশ্রুতি রাখেনি। মাত্র একবছর পার হতেই দূষণে ছেয়ে যাচ্ছে গোটা এলাকা। নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জমির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। পুকুরে ছাঁই এর আস্তরণ পড়ে যাচ্ছে, গবাদিপশু দূষিত ঘাস খাচ্ছে না, রাস্তার দুধারে ছাই-এর স্তুপ, কারখানার যান চলাচলের সময় এতটাই ডাস্ট উড়তে থাকে যে সেই রাস্তায় সাধারণ মানুষ যাতায়াত করতে পারেনা, অথচ এই রাস্তা দিয়ে এলাকার মানুষ বছরের পর বছর যাতায়াত করে আসছে। এককথায় এই ভয়াবহ দূষনের প্রতিবাদে দীঘা অঞ্চলের মানুষ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে গড়ে তুলেছেন আন্দোলনের হাতিয়ার “দীঘা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটি”। গত ২৭ আগষ্ট কয়েকশত এলাকার মানুষ কারখানার গেটে বিক্ষোভ ও অবরোধ করেন। সেই আন্দোলনের ফলে মালিক ও প্রশাসন বৈঠক করে সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়। কিন্তু আশ্চর্যের সাথে দেখা যায় দূষণ রোধে কোন পদক্ষেপ না নিয়ে বৈঠকের চুক্তি ভঙ্গ করে। সম্প্রতি আবারও অবৈজ্ঞানিক ভাবে ওয়াগন আনলোডিং করার সময় দূষণ ঘটাতে থাকে। তখনই কমিটির পাঁচশতাধিক মানুষ আবার গোটা এলাকা মিছিল করে কারখানার গেট অবরুদ্ধ করে। মালিক বাধ্য হয় আবারও বৈঠক করতে এবং সেখানেই আবার সিদ্ধান্ত হয় যতক্ষণ না পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা করা হচ্ছে ততদিন ওয়াগন আনলোডিং করা হবে না। আন্দোলনের চাপে মালিক এই দাবি মানতে বাধ্য হয়। অন্যদিকে এই আন্দোলনের চাপে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই কারখানার বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
কমিটির নেতৃত্ব জানিয়েছেন দূষণ নিয়ন্ত্রণ না হলে আমরা আরও বৃহত্তম আন্দোলনের পথে যেতে বাধ্য হব।