আন্দোলনের সংবাদ Movement's News

  • Home
  • India
  • KOLKATA
  • আন্দোলনের সংবাদ Movement's News

আন্দোলনের সংবাদ Movement's News Community

05/09/2025

জিন্দাল-পসকোর সাথে বিজেপি সরকারের স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রত্যাখ্যানের দাবিতে উড়িষ্যা রাজ্যের কেন্দুঝার কালেক্টরেটের সামনে গতকাল একটি বিশাল বিক্ষোভের আয়োজন করা হয় সংগ্রামী কৃষক সংগঠন AIKKMS এর নেতৃত্বে গঠিত জিন্দাল-পসকো প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি কালেক্টরের কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়।

প্রখ্যাত উর্দু ও হিন্দি কবি ও গীতিকার জাভেদ আখতারের অনুষ্ঠানের উপর মৌলবাদী শক্তির প্ররোচনায় অগণতান্ত্রিক নিষেধাজ্ঞার প্...
05/09/2025

প্রখ্যাত উর্দু ও হিন্দি কবি ও গীতিকার জাভেদ আখতারের অনুষ্ঠানের উপর মৌলবাদী শক্তির প্ররোচনায় অগণতান্ত্রিক নিষেধাজ্ঞার প্রতিবাদে PCIA পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।।

04/09/2025

আভায়ার ন্যায় বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বামপন্থী নারী সংগঠন এআইএমএসএস এর মিছিল কলকাতা কর্পোরেশনের সামনে আটকাল কলকাতা পুলিশ!

04/09/2025

বামপন্থী নারী সংগঠন এ আই এম এস এস এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে অভয়ার ন্যায় বিচার, নারীর নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন

04/09/2025

সংগ্রামী বামপন্থী নারী সংগঠন এ আই এম এস এস এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে অভয়ার ন্যায় বিচার, নারীর নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন

03/09/2025

সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ করে বেকারদের কাজ দিতে হবে, বাইক ট্যাক্সি-ডেলিভারি বয় সহ সমস্ত প্ল্যাটফর্ম বেসড অসংগঠিত শ্রমিকদের সামাজিক প্রকল্পে অন্তর্ভুক্তি করার দাবিতে এবং দুর্নীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও SIR এর নামে ঘুরপথে NRC চালু করা চলবে না।

৩রা সেপ্টেম্বর AIDYO'র নেতৃত্বে কলকাতায় যুব বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।।

রাজ্য সরকার স্মার্ট মিটার বন্ধের সিদ্ধান্ত নিলেও লাগিয়ে দেওয়া স্মার্ট মিটারগুলো খুলে ডিজিটাল মিটার লাগানো, গ্রাহকদের ট...
02/09/2025

রাজ্য সরকার স্মার্ট মিটার বন্ধের সিদ্ধান্ত নিলেও লাগিয়ে দেওয়া স্মার্ট মিটারগুলো খুলে ডিজিটাল মিটার লাগানো, গ্রাহকদের টাকা স্মার্টলি লুট করার যন্ত্র প্রিপেইড মিটার লাগানোর কেন্দ্রীয় সরকারের আর ডি এস এস স্কীম বাতিল, রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির এলাকায় বর্ধিত ফিক্সডচার্জ, মিনিমাম চার্জ এবং সি ই এস সি এলাকায় অন্যায় ভাবে নেওয়া এফপিপিএএস নামে হাট সারচার্জ আদায় বন্ধ, গৃহস্তে ২০০ ইউনিট পর্যন্ত ও কৃষিতে বিনামূল্যের বিদ্যুতের দাবিতে আজ অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)-র ডাকে ৫ হাজার বিদ্যুৎ গ্রাহক কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে লিখিত স্মারকলিপি নিয়ে মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছেন। কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে সুসজ্জিত ট্যাবলাতে কয়েক এক লক্ষ কুড়ি হাজারের বেশি স্বাক্ষর সহ মিছিল রানী রাসমণি অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস, অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অজয় চ্যাটার্জী, দার্জিলিং জেলা বিশিষ্ট সংগঠক রঞ্জিত বাড়ই, কলকাতা জেলার শাজাহান দেওয়ান, পূর্ব মেদিনীপুরের বিশ্বজিৎ দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন অ্যাবেকার সভাপতি অনুকূল ভদ্র। নেতৃত্ববৃন্দ বলেন, সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলোকে গোয়েঙ্কা, টাটা, জিন্দাল, আদানি, আম্বানিদের হাতে তুলে দেওয়ার জন্যই স্মার্ট প্রিপেইড মিটার লাগাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। একই রাজ্যের মধ্যে কিছু গ্রাহক স্মার্ট মিটারের বিল পাবে না আর কিছু গ্রাহক পুরনো ডিজিটাল মিটারের বিল পাবেন,-- এটা অন্যায় ও অনৈতিক। তারা অভিযোগ করেন একদিকে রাজ্য সরকার ক্ষুদ্র শিল্পমেলা করছেন আর অন্যদিকে ক্ষুদ্র শিল্পে প্রতি মাসে কেভিএ লোডে ২০০ টাকা মিনিমাম চার্জ ধার্য করায় রাজ্যের প্রায় অর্ধেক গমকল, হাস্কিং মিল, তেল কল সহ ছোট ছোট ক্ষুদ্র শিল্প ধ্বংস করে দিলেন। এই রাজ্যের লাগিয়ে দেওয়া স্মার্ট মিটারগুলো খুলে ফেলতে গ্রাহক প্রতিরোধ কমিটি তৈরি করে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার জন্য সকলের কাছে আহ্বান জানান। সিইএসসি-তে অন্যায় ভাবে এফপিপিএএস নামে সারচার্জ নেওয়া বন্ধ করার সাথে সাথে সারা রাজ্যে গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুতের দাবি জানানো হয়। ডেপুটেশনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রদ্যুৎ চৌধুরী।

02/09/2025

রাজভবন অভিমুখে বিদ্যুৎ গ্রাহকদের মিছিলঃ
*স্মার্ট মিটার খুলে নাও, পুরোনো ডিজিটাল মিটার ফিরিয়ে দাও।
**কেন্দ্রীয় স্মার্ট মিটার বসানোর RDSS স্কিম বাতিল কর।
***বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ ব্যাবসায়ীকরণ করা চলবে না।
****ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ সহ অন্যায়ভাবে বিভিন্ন সারচার্জ নেওয়া বন্ধের দাবিতে।
সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি(ABECA)

31/08/2025

১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদ দিবসে ১৯৯০ সালের ৩১শে আগস্ট বাস ভাড়া ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের শহীদ এসইউসিআই (কমিউনিস্ট)'র কর্মী কমরেড মাধাই হালদার শহীদ দিবস পালন। সকালে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে মাল্যদান করেন দলের পলিটব্যুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডী দাস ভট্টাচার্য ও অনান্য নেতৃত্ববৃন্দ।

SUCI (Communist)

CHG, TD ও AVD দের মাসিক বেতন ১২০০০ টাকা, AVD দের দৈনিক মজুরি ৫০০ টাকা ও অবসরকালীন অনুদান পাঁচ লক্ষ টাকা দাবিতে (এ আই ইউ ...
29/08/2025

CHG, TD ও AVD দের মাসিক বেতন ১২০০০ টাকা,
AVD দের দৈনিক মজুরি ৫০০ টাকা ও অবসরকালীন অনুদান পাঁচ লক্ষ টাকা দাবিতে (এ আই ইউ টি ইউ সি অনুমোদিত) ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়ন ও অল বেঙ্গল এভিডি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে নবান্ন অভিযান হয়। রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে সুসজ্জিত মিছিল শুরু হয়ে রানী রাসমণি রোড পর্যন্ত যায় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ট্রেড ইউনিয়নের প্রতিনিধি দল রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করেন।

"জরাগ্রস্থ পুরাতন পৃথিবী চেয়ে থাকে যুগে যুগে তোমাদেরই, এই কিশোরদের এই তরুণদের মুখের পানে। ... কত কাজ তোমাদের - ধরণীর দশদ...
29/08/2025

"জরাগ্রস্থ পুরাতন পৃথিবী চেয়ে থাকে যুগে যুগে তোমাদেরই, এই কিশোরদের এই তরুণদের মুখের পানে। ... কত কাজ তোমাদের - ধরণীর দশদিক ভরে কত ধূলি, কত আবর্জনা, কত পাপ, কত বেদনা - তোমরা ছাড়া কে তার প্রতিকার করবে? কে তার এলাজ করবে? তোমাদের আত্মদানে, তোমাদের আয়ুর বিনিময়ে হবে তার মুক্তি।”
...............কাজী নজরুল ইসলাম

অর্ধশত প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য।

স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে ২রা সেপ্টেম্বর'২৫ রাজভবন অভিযান। এ রাজ্যের সর্বত্র চলছে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ অভ...
27/08/2025

স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে ২রা সেপ্টেম্বর'২৫
রাজভবন অভিযান।
এ রাজ্যের সর্বত্র চলছে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।
সভ্যতার চালিকাশক্তি পাওয়ার সিস্টেমকে কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়ার নীল নকশা রিভাম্ড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম (RDSS) এর মাধ্যমে স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার বসাতে মরিয়া কেন্দ্র ও রাজ্য সরকার। দেশ ব্যাপি চলছে তীব্র গ্রাহক আন্দোলন। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের (AIECA) আহবানে রাজ্য-রাজ্যে চলছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন (ABECA)।

Address

63B Sashi Bhushan Day Street
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when আন্দোলনের সংবাদ Movement's News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আন্দোলনের সংবাদ Movement's News:

Share