
24/06/2025
কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল থেকে শাসক দল কর্তৃক ছোঁড়া বোমার আঘাতে ৯ বছরের বালিকার মর্মান্তিক মৃত্যু! যা হাড় হিম করা সন্ত্রাসকেই মনে করিয়ে দেয়। এই হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনাকে ধিক্কার জানিয়ে এই নাবালিকা খুনে জড়িত সমস্ত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াইও'র পক্ষ থেকে পলাশী রেল গেট থেকে পলাশী থানা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এবং শেষে পলাশী জাতীয় সড়ক মোড়ের সম্মুখে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী, ছাত্র সংগঠনের জেলা সম্পাদক সাইদুল ইসলাম, যুব সংগঠনের জেলা সম্পাদক সেলিম মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রত্যেক বক্তা তৃণমূলের বিজয় উল্লাসের নামে বাড়িতে বাড়িতে বোমা ছোড়ার ঘটনাকে ধিক্কার জানায় এবং সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।