আন্দোলনের সংবাদ Movement's News

  • Home
  • India
  • KOLKATA
  • আন্দোলনের সংবাদ Movement's News

আন্দোলনের সংবাদ Movement's News Community

কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল থেকে শাসক দল কর্তৃক ছোঁড়া বোমার আঘাতে ৯ বছরের বালিকার মর্মান্ত...
24/06/2025

কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল থেকে শাসক দল কর্তৃক ছোঁড়া বোমার আঘাতে ৯ বছরের বালিকার মর্মান্তিক মৃত্যু! যা হাড় হিম করা সন্ত্রাসকেই মনে করিয়ে দেয়। এই হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনাকে ধিক্কার জানিয়ে এই নাবালিকা খুনে জড়িত সমস্ত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াইও'র পক্ষ থেকে পলাশী রেল গেট থেকে পলাশী থানা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এবং শেষে পলাশী জাতীয় সড়ক মোড়ের সম্মুখে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী, ছাত্র সংগঠনের জেলা সম্পাদক সাইদুল ইসলাম, যুব সংগঠনের জেলা সম্পাদক সেলিম মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রত্যেক বক্তা তৃণমূলের বিজয় উল্লাসের নামে বাড়িতে বাড়িতে বোমা ছোড়ার ঘটনাকে ধিক্কার জানায় এবং সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

17/06/2025

মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মী স্বীকৃতি, বেতন বৃদ্ধি, বছরে ১২ মাসের বেতন প্রদান সহ বিভিন্ন দাবিতে আজ শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নবান্ন অভিযান অনুষ্ঠিত হয়।

ভিডিও সৌজন্যে - সি.এন

17/06/2025

কলকাতা হাইকোর্টে দেশবন্ধু স্মরণ

গতকাল সারা বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যুশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে বর্ষ ব্যাপি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রয়াণ শতবর্ষ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠান হল কলকাতা হাইকোর্টে।

উদ্বোধন করলেন কলিকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি Sri T S Shivagnanam.

ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস এর মৃত্যুর ১০০ বছর পূর্তি উপলক্ষে ১৬ই জুন বালুরঘাট কোর্টের অভ্যন্তরে কতিপয় আইনজীবী যথাযোগ্য ...
16/06/2025

ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস এর মৃত্যুর ১০০ বছর পূর্তি উপলক্ষে ১৬ই জুন বালুরঘাট কোর্টের অভ্যন্তরে কতিপয় আইনজীবী যথাযোগ্য মর্যাদায় সি আর দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাল্য দানের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করা হয় । উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মাননীয় Shibhotosh Chatterjee, Ranotosh Togder, Biren Mahanta ,Krishna Pramanik , Niranjan Shil, Shubhendu Sarkar Dhiman Sarker Milan Mahatoএবং অন্যান্য আইনজীবী মুহুরী বাবুগণ। এই কর্মসূচি সারা বছর ধরে চলতে থাকবে।

ভারতবর্ষের নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১০১ তম প্রয়াণ দিবসে ছাত্র সংগঠন AIDSO যুব সংগঠন AIDYO ...
16/06/2025

ভারতবর্ষের নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১০১ তম প্রয়াণ দিবসে ছাত্র সংগঠন AIDSO যুব সংগঠন AIDYO মহিলা সংগঠন AIMSS কিশোর সংগঠন KOMSOMOL ও PATHIKRIT এর উদ্যোগে কলকাতার কেওড়াতলা শ্মশানে সামনে দেশবন্ধু স্মৃতিসৌধ তে মাল্যদানের মধ্যে দিয়ে পদযাত্রা শুরু হয়ে হাজরা চত্বরে চিত্তরঞ্জন দাশের নামে নামাঙ্কিত চিত্তরঞ্জন হাসপাতালে তার মূর্তিতে মাল্যদান করে সুজাতা সদন হলের সামনে এসে পদযাত্রা শেষ হয়। পদযাত্রার শেষে সুজাতা সদন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত, বিশিষ্ট চিকিৎসক চন্দন শীট। সভাপতিত্ব করেন অধ্যাপক নীলেস মাইতি।

স্মার্টলি লুট করার যন্ত্র বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (ABECA)'র নেতৃত্বে র...
16/06/2025

স্মার্টলি লুট করার যন্ত্র বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (ABECA)'র নেতৃত্বে রাজ্য ব্যাপী গড়ে ওঠে প্রতিরোধ আন্দোলন। সেই আন্দোলনের চাপে রাজ্য সরকার স্মার্ট মিটার লাগানো হবে না এই ঘোষণা করতে বাধ্য হয়। ১৬ জুন ২০২৫ সোমবার কোচবিহার শহরে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুতের রিজিওনাল অফিসে ডেপুটেশন দেওয়া হয় এবং প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির কোচবিহার জেলা সম্পাদক মানিক রায় বলেন স্মার্ট মিটার লাগানো বন্ধের সিদ্ধান্ত বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের একটি অন্যতম জয়। এই জয়ের জন্য সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের তিনি অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বলেন ইতিমধ্যেই যে সমস্ত গ্রাহকদের স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো খুলে নিতে হবে।
যতদিন স্মার্ট মিটার গুলো খুলে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।

বর্ষ ব্যাপি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৃত্যুশতবর্ষ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠান হল আজ কলকাতা হাইকোর্টে। ভীড়ে ঠাসা হাইকোর্টে এ...
16/06/2025

বর্ষ ব্যাপি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
মৃত্যুশতবর্ষ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠান হল আজ কলকাতা হাইকোর্টে। ভীড়ে ঠাসা হাইকোর্টে এই উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন‌ করেন কলিকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি,‌ Sri T S Shivagnanam. মহামান্য প্রধান বিচারপতি মাল্যদনের পর তার বক্তৃতায় দেশবন্ধুর নানা দিক তুলে ধরেন। বিশিষ্ট আইনজীবী শ্রী পার্থসারথি সেনগুপ্ত তার বক্তৃতায় কলকাতা হাইকোর্টের অডিটোরিয়ামের নামকরণ দেশবন্ধুর নামে করার এবং কলকাতা হাইকোর্টের কোন এক গুরুত্বপূর্ণ স্থানে তাঁর মূর্তি স্থাপন করার প্রস্তাব রাখেন। এছাড়া কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিগণ এবং বহু বিশিষ্ট সিনিয়র আইনজীবী দেশবন্ধুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এছাড়া উপস্থিত ছিলেন সারা বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বিশিষ্ট আইনজীবী শ্রী কার্তিক রায় সহ আরো অনেকে।

"ধনীর ধনবৃদ্ধি হইলেই দরিদ্রের ধনবৃদ্ধি হয় না। দেশের আপামর সাধারণে যদি সুখে স্বচ্ছন্দে জীবন যাপন না করিতে পারিল, তবে “দেশ...
16/06/2025

"ধনীর ধনবৃদ্ধি হইলেই দরিদ্রের ধনবৃদ্ধি হয় না। দেশের আপামর সাধারণে যদি সুখে স্বচ্ছন্দে জীবন যাপন না করিতে পারিল, তবে “দেশের ধন” লইয়া দেশ কি করিবে?"
(দেশবন্ধু রচনাসমগ্র, দেশের কথা, পৃষ্ঠা ৭২)

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
প্রয়াণ শতবর্ষে
শ্রদ্ধার্ঘ্য

রাজ্যে আর কোন ক্ষেত্রেই স্মার্ট মিটার লাগানো হবে না মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর এই ঘোষণাকে 'বিদ্যুৎ গ্রাহকদের আন্দোল...
14/06/2025

রাজ্যে আর কোন ক্ষেত্রেই স্মার্ট মিটার লাগানো হবে না মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর এই ঘোষণাকে 'বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের জয়' বলে অভিহিত করে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন "অ্যাবেকা"র পক্ষ থেকে অভিনন্দন সভা।।

"স্মার্ট মিটার বাতিল কর" - এই দাবিতে আন্দোলন সফল হওয়ায় সর্বস্তরের গ্রাহকদের অভিনন্দন জানাল রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের এ...
12/06/2025

"স্মার্ট মিটার বাতিল কর" - এই দাবিতে আন্দোলন সফল হওয়ায় সর্বস্তরের গ্রাহকদের অভিনন্দন জানাল রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র সংগঠন ABECA

12/06/2025

বিধানসভায় মাননীয় মন্ত্রীর ঘোষণা "পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার লাগানো হবে না।" -- এটা ABECA এর নেতৃত্বে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের জয়। ⁣

পশ্চিমবঙ্গের লড়াকু বিদ্যুৎ গ্রাহকদের অভিনন্দন!!⁣

এই স্মার্ট মিটার বসানোর এই সর্বনাশা পরিকল্পনা সম্পূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলুক।

Centre for Protection of Democratic Rights and Secularism (CPDRS)Condemning the detention of Greta Thunberg by Israeli D...
11/06/2025

Centre for Protection of Democratic Rights and Secularism (CPDRS)
Condemning the detention of Greta Thunberg by Israeli Defense Forces.

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কর্তৃক গ্রেটা থানবার্গকে আটকের নিন্দা CPDRS এর।

Address

63B Sashi Bhushan Day Street
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when আন্দোলনের সংবাদ Movement's News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আন্দোলনের সংবাদ Movement's News:

Share