আন্দোলনের সংবাদ Movement's News

  • Home
  • India
  • KOLKATA
  • আন্দোলনের সংবাদ Movement's News

আন্দোলনের সংবাদ Movement's News Community

26/09/2025

"ভূভারত আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী"
'আনন্দময়ীর আগমনে' প্রকাশের দিন বিশেষ প্রতিবেদন।

সৌজন্যে-নজরুল ইসলাম অর্ধশত প্রয়াণবর্ষ স্মরণ কমিটি

আরোহন সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান ও বিদ্যাসাগর জয়ন্তী উদযাপনআজ ২৬ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় অনুষ্ঠিত ...
26/09/2025

আরোহন সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান ও বিদ্যাসাগর জয়ন্তী উদযাপন

আজ ২৬ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় অনুষ্ঠিত হল আরোহণ পত্রিকার প্রকাশ অনুষ্ঠান | মানবতার পরাকাষ্ঠা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসে আরোহণ পত্রিকার বিশেষ সংখ্যা _ বিষয় ঃ সম্প্রীতি ও সৌহার্দ্য প্রকাশ বিশেষ তাৎপর্যবাহী | শিক্ষার বিস্তার ও সমাজ সংস্কার ছিল যাঁর জীবনের মূল মন্ত্র তাঁর জন্মদিনে পত্রিকা প্রকাশ শুধু মাত্র একটি সমাপতন নয় বরং আরোহণ সাহিত্য পরিবারের এটি একটি সচেতন সুচিন্তিত সিদ্ধান্ত | যুক্তিনিষ্ঠ সমাজ মনন গড়ার লক্ষ্যে গভীর প্রত্যয়ী আরোহন পরিবার | যুক্তিসঙ্গত ভাবেই সম্প্রীতি ও সৌহার্দ্য বিষয়ক বিশেষ সংখ্যা প্রকাশের জন্য ২৬ সেপ্টেম্বর যথার্থ নির্বাচন |

বিদ্যাসাগর কে নিয়ে গান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সুমধুর কন্ঠে গান পরিবেশন করেন উদয় দাস | তার আগে যথারীতি বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ রহমান মহাশয় আরোহণ পত্রিকার এই বিশেষ সংখ্যা প্রকাশের গুরুত্ব বিষয়ে আলোকপাত করে প্রারম্ভিক বক্তব্য রাখেন | বক্তব্যের মধ্যে বর্তমান জটিলতা এবং তার থেকে পরিত্রাণের উপায় হিসেবে সম্প্রীতি চর্চার ধারাবাহিকতায় লালন ফকির রবীন্দ্রনাথ কাজী নজরুল ক্ষিতিমোহন সেন প্রমুখের পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ওপার বাংলার ফারজানা ওয়াহিদ সায়নের সেই সম্প্রীতি চাই গানের লিরিক্স পাঠও আলোচনা করলেন | এর পর তনুশ্রী মিশ্র এবং পল্লবী মণ্ডল যৌথভাবে একটি গীতি আলেখ্য পরিবেশ করলেন | উপস্থাপনা দুরন্ত | এক কথায় অন্যবদ্য |

এর পর ঝড় পত্রিকার সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায় মহাশয় সুদীর্ঘ আলোচনায় বিদ্যাসাগরের জীবন দর্শন এবং আরোহণ পত্রিকার এই সংখ্যার বিষয় ঃ সম্প্রীতি ও সৌহার্দ্য দুয়ের মধ্যে সেতু গড়ার উপকরণ হিসাবে শিক্ষা কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন | চেতনার বিকাশে শিক্ষা ছাড়া অগ্রগমন সম্ভব নয়। গান গল্প কবিতা প্রবন্ধ চর্চার অতিরিক্ত আরও অনেক কিছু করার কথা তিনি আলোচনা করলেন ।

সারাক্ষণ সভাঘর সুগম্ভীর হয়ে ছিল | শ্রোতৃবর্গের মেধাবী মনোযোগ ছিল চোখে পড়ার মতো | আলোচনার মাঝে গান কবিত অনুষ্ঠানকে গম্ভীরতার পাশাপাশি সুমধুর করে তুলেছিল |অনুষ্টানের সভাপতিত্ব করেন অধ্যাপক কমল মিশ্র।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরোহণ পত্রিকার সভাপতি সুরজিৎ দাস।

পুরুলিয়ায় নেতুড়িয়ায় শ্রী সিমেন্ট কারখানার দূষণের বিরুদ্ধে লাগাতার আন্দোলন “ দীঘা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটির”।এলাকার...
26/09/2025

পুরুলিয়ায় নেতুড়িয়ায় শ্রী সিমেন্ট কারখানার দূষণের বিরুদ্ধে লাগাতার আন্দোলন “ দীঘা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটির”।

এলাকার মানুষ কাজ পাবে, পাল্টে যাবে জীবনযাত্রা, তৈরী হবে দূষণমুক্ত কারখানা– এই প্রতিশ্রুতি দিয়ছিল সরকার ও কারখানার মালিক। কিন্তু সামান্য কিছু যুবক ঠিকা শ্রমিকের কাজ পেলেও অন‍্যান‍্য কোন প্রতিশ্রুতি রাখেনি। মাত্র একবছর পার হতেই দূষণে ছেয়ে যাচ্ছে গোটা এলাকা। নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জমির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। পুকুরে ছাঁই এর আস্তরণ পড়ে যাচ্ছে, গবাদিপশু দূষিত ঘাস খাচ্ছে না, রাস্তার দুধারে ছাই-এর স্তুপ, কারখানার যান চলাচলের সময় এতটাই ডাস্ট উড়তে থাকে যে সেই রাস্তায় সাধারণ মানুষ যাতায়াত করতে পারেনা, অথচ এই রাস্তা দিয়ে এলাকার মানুষ বছরের পর বছর যাতায়াত করে আসছে। এককথায় এই ভয়াবহ দূষনের প্রতিবাদে দীঘা অঞ্চলের মানুষ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে গড়ে তুলেছেন আন্দোলনের হাতিয়ার “দীঘা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটি”। গত ২৭ আগষ্ট কয়েকশত এলাকার মানুষ কারখানার গেটে বিক্ষোভ ও অবরোধ করেন। সেই আন্দোলনের ফলে মালিক ও প্রশাসন বৈঠক করে সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়। কিন্তু আশ্চর্যের সাথে দেখা যায় দূষণ রোধে কোন পদক্ষেপ না নিয়ে বৈঠকের চুক্তি ভঙ্গ করে। সম্প্রতি আবারও অবৈজ্ঞানিক ভাবে ওয়াগন আনলোডিং করার সময় দূষণ ঘটাতে থাকে। তখনই কমিটির পাঁচশতাধিক মানুষ আবার গোটা এলাকা মিছিল করে কারখানার গেট অবরুদ্ধ করে। মালিক বাধ্য হয় আবারও বৈঠক করতে এবং সেখানেই আবার সিদ্ধান্ত হয় যতক্ষণ না পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব‍্যবস্থা করা হচ্ছে ততদিন ওয়াগন আনলোডিং করা হবে না। আন্দোলনের চাপে মালিক এই দাবি মানতে বাধ্য হয়। অন‍্যদিকে এই আন্দোলনের চাপে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই কারখানার বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
কমিটির নেতৃত্ব জানিয়েছেন দূষণ নিয়ন্ত্রণ না হলে আমরা আরও বৃহত্তম আন্দোলনের পথে যেতে বাধ্য হব।

আজ ২৬ শে সেপ্টেম্বর পার্থিব মানবতাবাদী বিদ্যাসাগরের ২০৬ তম জন্ম দিবসে রামপুরহাট হসপিটাল ক্যানেল মোড়ে বিদ্যাসাগর টেক্সট ...
26/09/2025

আজ ২৬ শে সেপ্টেম্বর পার্থিব মানবতাবাদী বিদ্যাসাগরের ২০৬ তম জন্ম দিবসে রামপুরহাট হসপিটাল ক্যানেল মোড়ে বিদ্যাসাগর টেক্সট বুক লাইব্রেরী এন্ড ফ্রি কোচিং সেন্টার এ বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন সহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অবক্ষমূর্তির আবরণ উন্মোচন করেন ভূতপূর্ব স্কুল পরিদর্শক, বিদ্যাসাগর বিবেকানন্দ মিশন( বহরমপুর) এর সভাপতি শ্রীযুক্ত ছবিরঞ্জন মজুমদার। অনুষ্ঠানে অতিথি ছিলেন নলহাটি মহাবিদ্যালয় এর ভূতপূর্ব অধ্যক্ষ ডক্টর চৈতন্য বিশ্বাস, রামপুরহাট মহাবিদ্যালয় এর ভূতপূর্ব অধ্যক্ষ ডক্টর আবুল খায়ের, বিদ্যাসাগর ট্রাস্ট( মেদিনীপুর) এর অন্যতম সদস্য অমল মাইতি। সংগীত, আবৃতি সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন সংগ্রাম ও সমাজ সংস্কারের সংগ্রামের নানান দিক নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি ছিল খুবই প্রাণোজ্জল। প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে কয়েকশো সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাব্রতী শ্রী মিহির মন্ডল।
#বিদ্যাসাগর
#26সেপ্টেম্বর
#206তম
#জন্মদিন

ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য
26/09/2025

ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য

রাজ্যের স্বীকৃতির দাবিতে অগ্নিগর্ভ লাদাখরাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন ঘিরে বুধবার উত্তাল হয়ে উঠল লাদাখের রাজধানী লে। ...
25/09/2025

রাজ্যের স্বীকৃতির দাবিতে অগ্নিগর্ভ লাদাখ

রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন ঘিরে বুধবার উত্তাল হয়ে উঠল লাদাখের রাজধানী লে। গায়ের জোরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়।

২০১৯ সালের আগস্ট মাসে একদা জম্মু ও কাশ্মীর রাজ্যকে দু’টুকরো করে মোদি সরকার। পরিবর্তে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। লাদাখের বাসিন্দারা পৃথক রাজ্যের স্বীকৃতির দাবিতে বহুদিন থেকে সরব। পাশাপাশি সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তাঁরা। এই দুই ইস্যুতে হিমালয়ের কোলে থাকা এই পার্বত্য অঞ্চলটিতে বনধও হয়েছে।

24/09/2025

অভয়া আন্দোলনের অন্যতম নেতৃত্ব ডাক্তার অনিকেত মাহাতোর আরজিকরে পোস্টিং সংক্রান্ত মামলার রায়ের পরিপ্রেক্ষিতে মেডিকেল সার্ভিস সেন্টারে রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্রের বক্তব্য

24/09/2025

CESC'র সদর দপ্তর অভিমুখে ABECA এর বিক্ষোভ।
বর্ষার জলে গোয়েঙ্কা- রাজ্য সরকারের সীমাহীন অবহেলায় বিদ্যুৎ পিষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ১০ জনের !!!
সরকারি মদতে গোয়েঙ্কার CESC কোম্পানি বিপুল মুনাফা তুলতে যতটা সক্রিয়, বন্টন পরিষেবা ও রক্ষনাবেক্ষণে তার বিন্দুমাত্র সচেষ্ট নয়।
আজকের উন্নত প্রযুক্তির যুগে একটু টাকা খরচ করে RCCB/RCDS/GFCLS/MCCB এই ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করলেই এই মৃত্যুর মিছিল দেখতে হোত না। একচেটিয়া পুঁজিপতি গোয়েঙ্কার যেখানে রাজ্য সরকারী দলকে ৪৬৪ কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দিতে পারে সেখানে সামান্য অর্থ ব্যয় করে এই সার্কিট ব্রেকার সংযোগ করলো না। পরিণতিতে যত্রতত্র খোলা তারে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর মিছিল সংঘটিত হলো!!!!
১) বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত প্রত্যেকের নিকট আত্মীয়কে ন্যূনতম ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
২) বিদ্যুৎ বন্টন ব্যবস্থার উন্নত প্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি (সেন্সিং সার্কিট ব্রেকার) ব্যবহার করতে হবে।
৩) এই চূড়ান্ত অবহেলার জন্য দায়ী কর্মী ও ইঞ্জিনিয়ারদের নামে FIR করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
দাবিতে

24/09/2025

অভয়া ন্যায়বিচারের দাবিতে আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলার রায়ের পরিপ্রেক্ষিতে কি বললেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি --- শুনুন

আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ‍্য।
24/09/2025

আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ‍্য।

জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু!!!প্রতিবছর এই অকাল মৃত্যুর জবাব চাইতে, সমস্যার সমাধান ও নিহতদের পরিবারব...
23/09/2025

জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু!!!
প্রতিবছর এই অকাল মৃত্যুর জবাব চাইতে,
সমস্যার সমাধান ও নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে
সারা বাংলা বিদ্যুৎ গ্রহ সমিতি (ABECA)- এর আহবানে
CESC দপ্তরে
বিক্ষোভ ডেপুটেশন
২৪ সেপ্টেম্বর, বেলা-২টা।
জমায়েতঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ।
আপনিও সামিল হোন।

আজ (২২ সেপ্টেম্বর ২০২৫) পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে দার্জিলিং জেলার পাহাড়ে পাঁচটি ব্লকের এক হাজার আশা কর্মী...
22/09/2025

আজ (২২ সেপ্টেম্বর ২০২৫) পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে দার্জিলিং জেলার পাহাড়ে পাঁচটি ব্লকের এক হাজার আশা কর্মীরা সি এম ও এইচ অফিসে ডেপুটেশনের জন্য মিছিলে শামিল হয়। তার আগে পাহাড়ের রাস্তা অবরোধ করা হয়। উল্লেখ্য পাঁচটি ব্লকের সমস্ত আশা কর্মীরা সেন্টার থেকে বেরিয়ে এসেছে এই মিছিলে পা মেলাতে। দীর্ঘক্ষণ সি এম ও এইচ অফিস ঘেরাও করা হয়। এবং লিখিত দেওয়া হয়েছে ন্যূনতম সমস্যা গুলি সমাধান না হলে আগামীকাল থেকেই পাহাড়ে সমস্ত কাজ বন্ধ হচ্ছে। সম্মিলিতভাবে সমস্ত কর্মী এই শপথ নিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, দার্জিলিং জেলা প্রেসিডেন্ট নমিতা চক্রবর্তী এবং এ আই ইউ টি জেলা সম্পাদক জয় লোধ।

Address

63B Sashi Bhushan Day Street
Kolkata
700012

Telephone

+918759926777

Website

Alerts

Be the first to know and let us send you an email when আন্দোলনের সংবাদ Movement's News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আন্দোলনের সংবাদ Movement's News:

Share