
13/07/2025
বিনামূল্যে নাচের অনলাইন প্রতিযোগিতা
✨ ভিডিও পাঠানোর শেষ তারিখ : ১৫ই জুলাই ২০২৫
✨ হোয়াটস্যাপ নাম্বার @ 7003687634 (সম্পূর্ণ লেখাটি পড়ার পর আপনার ভিডিও পাঠাবেন)
🌹 নৃত্য শিল্পের প্রচার ও প্রসারে যোডিয়াক ইন্ডিয়া এন্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের একটি সামাজিক প্রয়াস 🌹 : BENGAL DANCE IDOL - PHASE II
❤ বিনামূল্যে নাচের অনলাইন প্রতিযোগিতা ❤
✨ যেকোনো নৃত্য (Bengali/Hindi/Instrumental) পরিবেশন করা যাবে।
✨ সর্বাধিক সময় ০৩ মিনিট।
✨ প্রতিযোগীতার দুটি বিভাগ :
১/ শিশু বিভাগ (০৭ বছর)
২/ কিশোর বিভাগ (১৫ বছর)
✨ প্রথম রাউন্ড অনলাইনে হবে।
✨ প্রতিযোগীকে যেকোনো নাচের ভিডিও আমাদের হোয়াটস্যাপে পাঠাতে হবে (সর্বচ্চ সময় ০৩ মিনিট ) ।
✨ হোয়াটস্যাপ নাম্বার @ 7003687634
✨ ভিডিও পাঠানোর শেষদিন ১৫ই জুলাই ২০২৫... তারপর আর কোনো ভিডিও গ্রহণ করা হবেনা।
✨ অনলাইন রাউন্ডে নির্বাচিত প্রতিযোগীদের ফিজিক্যাল অডিশন (ফাইনাল রাউন্ড) আগামি ২৭শে জুলাই ২০২৫, রবিবার স্টুডিও রেনেসা, লেকটউন, কলকাতায় অনুষ্ঠিত হবে। ।
✨ স্থান : স্টুডিও রেনেসা, লেকটউন, কলকাতা । সময় পরে জানিয়ে দেওয়া হবে।
✨ নির্বাচিত প্রতিযোগীদের আধার কার্ডের ফটোকপি এবং পাশপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।
✨ প্রতি গ্রুপ থেকে ০৩ জন করে বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
✨ পুরস্কার : ফাইনাল রাউন্ড থেকে নির্বাচিত বিজয়ীদের (০৩ + ০২ + ০১) নাচের প্রোগ্রাম HATHWAY Cable এর I-Link টিভিতে সম্প্রচার করা হবে I আমরা আপনার নাচ বিশ্বব্যাপী প্লেঅন টিভিতে প্রচার করব।
✨ প্রত্যেক গ্রুপের আলাদা করে ভিডিও এলবাম প্রকাশ করা হবে।
✨ বিজয়ীদের মেমেন্টো এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
✨ ফাইনাল রাউন্ডের প্রবেশ ফি @ ৭৫০/- টাকা (মধ্যাহ্নভোজ সহ)