Parul Prakashani West Bengal

Parul Prakashani West Bengal Based in Kolkata,New Delhi,Guwahati and Agartala, Parul Prakashani Pvt. Ltd. is a leading publication A Publisher of International Repute

05/11/2025

Happy Guru Nanak Jayanti! May Guru Nanak Dev Ji’s divine teachings guide you towards humility, kindness, peace and righteousness. Wishing you and your family a blessed, joyful and spiritually fulfilling Gurpurab!


প্রকাশিত সেমিস্টার 4 এর মনোবিজ্ঞান। আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে পারুল প্রকাশনীর ওয়েবসাইট এ।
04/11/2025

প্রকাশিত সেমিস্টার 4 এর মনোবিজ্ঞান।
আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে পারুল প্রকাশনীর ওয়েবসাইট এ।

এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে ভারতবর্ষের সমস্ত ভাষার, জাতীয় থেকে নিতান্তই স্থানীয় স্তরের সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোর ...
01/11/2025

এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে ভারতবর্ষের সমস্ত ভাষার, জাতীয় থেকে নিতান্তই স্থানীয় স্তরের সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোর বড় অংশ জুড়েই থাকছিল পহেলগাঁও ষড়যন্ত্র এবং অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন মনগড়া কাহিনি।
যার অধিকাংশ আসল ঘটনার থেকে কয়েক যোজন দূরে। অনেক সাংবাদিক সত্যনিষ্ঠ অনুসন্ধানের বদলে আপন মনের মাধুরী মিশিয়ে দর্শক পাঠকদের গল্প শোনানোর সহজ রাস্তা বেছে নিয়েছিলেন।
বাংলার অন্যতম অভিজ্ঞ সাংবাদিক, ১০টি অসামান্য তথ্য নির্ভর বইয়ের লেখক চিত্রদীপ চক্রবর্তী এবং তাঁর সহকর্মী প্রীতম প্রতীক বসু দু’জনে মিলে পাকিস্তানের মুখোশ খুলে দিতে একটা দুর্দান্ত কাজ করলেন।

মূল্য ; ২৮০

ভারতকে রক্তাক্ত করার নীল নকশা তৈরি সম্পন্ন আইএসআই...কীভাবে সংগঠিত হল এই হত্যালীলা ?
30/10/2025

ভারতকে রক্তাক্ত করার নীল নকশা তৈরি সম্পন্ন আইএসআই...কীভাবে সংগঠিত হল এই হত্যালীলা ?

নতুন পাঠ্যসূচি ও প্রশ্নকাঠামো অনুযায়ী তৈরি পারুল প্রকাশনীর উচ্চমাধ্যমিক সংস্কৃত রেফারেন্স এখন দ্বাদশ শ্রেণির সেমিস্টার ...
29/10/2025

নতুন পাঠ্যসূচি ও প্রশ্নকাঠামো অনুযায়ী তৈরি পারুল প্রকাশনীর উচ্চমাধ্যমিক সংস্কৃত রেফারেন্স এখন দ্বাদশ শ্রেণির সেমিস্টার IV শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। সাফল্যের পথে এগিয়ে যেতে আজই বইটি সংগ্রহ করুন।

Order Online: https://parulprakashani.in/
Call Us: 8100781909
#উচ্চমাধ্যমিক #সংস্কৃত

চুপ করে বসে থাকার বান্দা বাসিত কোনও দিনই ছিল না। তাই গা-ঢাকা দেওয়া অবস্থাতেও নিজের মতো করে ছক কষে নেয় সে। যতবার তাকে রাশ...
28/10/2025

চুপ করে বসে থাকার বান্দা বাসিত কোনও দিনই ছিল না। তাই গা-ঢাকা দেওয়া অবস্থাতেও নিজের মতো করে ছক কষে নেয় সে। যতবার তাকে রাশ টানতে বলে সাজ্জাদ, ততবারই সে বলে, ‘বড়া কুছ করনা হ্যায়।’ দেখতে দেখতে শীত নেমে আসে কাশ্মীরে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কাশ্মীরে মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের নতুন তালিকা বের করে। তাতে দেখা যায়, সাজ্জাদ-বাসিত একাসনে। বস্তুত যে পোস্টার পড়েছিল দেওয়ালে দেওয়ালে, তাতে সাজ্জাদের আগে বাসিতের নাম। সঙ্গে একমুখ দাড়ি, ঠোঁটে হাসি দেওয়া ছবি। মাথার দাম দু’জনেরই ১০ লক্ষ টাকা করে। উপত্যকায় তখন নিজের প্রভাবে সাজ্জাদকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাসিত। গোয়েন্দা থেকে পুলিশ বা সেনা — সকলের পয়লা নম্বর টার্গেট হয়ে ওঠে টিআরএফ-এর ‘ছোটা’। ততদিনে অন্তত ১৮ জন পুলিশকর্মী এবং সাধারণ মানুষকে খুনের ঘটনায় নাম জড়িয়ে গিয়েছে তার।
কিন্তু তখনও আস্তিনে কী লুকিয়ে রেখেছে, কাউকে টের পেতে দেয়নি বাসিত। দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকলেও, নিজের নেটওয়ার্কের মাধ্যমে জম্মু-কাশ্মীর পুলিশের সব খবরাখবর সে রাখত নিয়মিত। আর সেই ইনপুট থেকেই বাসিত বেছে নিয়েছিল তার পরের টার্গেট।
কাশ্মীর পুলিশের যে ক’জন অফিসারকে জঙ্গিরা সমঝে চলত, তাঁদের একেবারে উপরের দিকে ছিল একটা নাম — ইনস্পেক্টর মশরুর আহমেদ ওয়ানি। পেশিবহুল চেহারা, শরীরে আসুরিক শক্তি। এক ঝলক দেখলে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে — ‘এঁকে এত দিন কেন দেখেননি বলিউডের কেউ!’ হ্যান্ডসাম শব্দটাও গুনে গুনে দশ গোল খাবে মানবে মশরুরের স্মার্টনেসের সামনে।
প্রাণবন্ত, তরুণ অফিসার ছিলেন পরিবার এবং ফোর্সের প্রাণভোমরা। অপারেশনে যাওয়ার সময়ে গলা খুলে ‘বর্ডার’ সিনেমার গান গাইতেন। অপারেশন থেকে ফেরার পথেও গান। আর প্রিয় ছিল ক্রিকেট। বিরাট কোহলির অন্ধ ভক্ত। প্রতি রবিবার শ্রীনগরে নিজের বাড়ির পাশে ইদগা মাঠে ক্রিকেট খেলতেন তিনি। এই রুটিনে ছেদ পড়েনি কখনও। বাড়িতেও তখন খুশির মহল। নতুন অতিথি আসছে যে!
অক্টোবর ২৯, ২০২৩। রবিবার। মশরুর ক্রিকেট খেলছেন ইদগা মাঠে। সার্ভিস রিভলবারও সঙ্গে নেই। মাঠের পাশে সজোরে ব্রেক কষে দাঁড়াল একটা কালো গাড়ি। নেমে এল বাসিত!
তারপর...?

হাড় হিম করা এক একটা অপারেশন। একের পর এক হত্যাকাণ্ড-ষড়যন্ত্রের নীল নকশা তৈরী হচ্ছিলো কাশ্মীরকে ঘিরে...
সব প্রশ্নের উত্তর পাবেন 'পহেলগাওঁ : ষড়যন্ত্রের নীল নকশা' বইটি থেকে। পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট সহ সর্বত্র।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট সহ সমস্ত বইয়ের দোকানে।
27/10/2025

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট সহ সমস্ত বইয়ের দোকানে।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট সহ সমস্ত বইয়ের দোকানে।
25/10/2025

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট সহ সমস্ত বইয়ের দোকানে।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট সহ সমস্ত বইয়ের দোকানে।
24/10/2025

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট সহ সমস্ত বইয়ের দোকানে।

23/10/2025

ভাতৃদ্বিতীয়া উপলক্ষে রইল শুভেচ্ছা। ভালোবাসা, আদর আর খুনসুটির মিষ্টি মুহূর্তে ভরে উঠুক জীবন। এই বন্ধন থাক অটুট, ভালোবাসার ফোঁটা থাক চিরকাল হৃদয়ে।

#শুভভাতৃদ্বিতীয়া #ভাতৃদ্বিতীয়া #ভাইফোঁটা #ভাইবোনেরবন্ধন #ভাইবোনেরভালোবাসা

20/10/2025

May the radiance of Diwali fill your life with brilliance, innovation, and endless growth.
Celebrate the triumph of light, wisdom, and goodness.🪔 Wishing you a Happy Diwali!

Happy Dhanteras! Let the divine light of this day ignite curiosity in your soul, wisdom in your mind, and learning that ...
18/10/2025

Happy Dhanteras! Let the divine light of this day ignite curiosity in your soul, wisdom in your mind, and learning that guides you toward success, happiness, and peace.

Address

Aurobindo Abasan, 46/C/37, Biplabi Barin Ghosh Sarani
Kolkata
700054

Telephone

+919062487200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parul Prakashani West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parul Prakashani West Bengal:

Share

Category