26/10/2025
****** স্বার্থপর******
বাঙালি জাতিটা যে বেঁচে আছে তার যেন প্রমাণ পাওয়া গেল "স্বার্থপর" দেখতে এসে। হ্যাঁ সুরিন্দর ফিল্মসের প্রযোজনা ও অন্নপূর্ণা বসু পরিচালিত ছবি "স্বার্থপর" এর কথা বলা হচ্ছে। চারপাশে আবর্জনা যখন ভরে যায় তখন বাতাসে সুগন্ধ ছড়ায় না। স্বার্থপর এমনই একটা সুগন্ধি যেটা সম্ভবত আবর্জনা সরাতে সাহায্য করবে। বাণিজ্যিক ছবির নতুন মোড় বা বলা যেতে পারে নতুন ধারা হলো "স্বার্থপর"।
***এমনটা কেন বলা হচ্ছে? কী এমন আছে এই ছবির মধ্যে? অথবা এর বিশেষত্ব কি?
কিছুই না। এর একটা ভালো চিত্রনাট্য আছে, গল্প আছে, দৃশ্য পরিকল্পনা আছে, সিরিয়াল মার্কা ছেঁদো প্যানপ্যানানি নেই, দীর্ঘ সিন ও সংলাপের আতিশয্য নেই, ব্যাক গ্রাউন্ড মিউজিক সামঞ্জস্য পূর্ণ, গানের প্রয়োগ যথাযথ, ক্যামেরার কাজ ভালো, আলোক পরিকল্পনা ও সম্পাদনাও স্মার্ট, সবার অভিনয় ভালো।
তাহলে? তাহলে কী এমন এই ছবিতে আছে যার জন্য প্রয়োজন পড়ল না প্রচারের আতিশয্যে ঢাক পেটাতে, প্রয়োজন পড়ল না রিলিসের জন্য ইঁদুর রেসে নাম লেখাতে?
***উত্তর খুব সহজ। আপাদমস্তক একটা ভারতীয় গল্প। ঘরে ঘরে এই গল্প রয়েছে। ভাই বোনের সম্পর্কের গল্প। এই গল্প বাংলার শুধু নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তের গল্প। কিন্তু হলে হবে কি! এই গল্প এমন এক গল্প যাকে যেকোনো ভাষায় এনে ফেলে দেওয়া যায়। আশ্চর্যের তাসত্ত্বেও "স্বার্থপর" বাংলা ভাষায় বাঙালির "বই" হয়ে উঠেছে।
প্রথমদিন প্রথম শো প্রেক্ষাগৃহ পূর্ণ। দর্শক আবেগ এতটাই যে বিশেষ বিশেষ দৃশ্যে হল হাততালিতে ফেটে পড়ছিল। বাঙালি দর্শক নিজেকে, নিজেদের খুঁজে পাচ্ছিল। তাদের চোখে জল। ছবির পরিণতির সঙ্গে নিজেদের অতীতকে দেখছিল। এটাই কী একটা বাংলা ছবির সার্থকতা নয়!! এটাই কী বাংলা ছবির পাশে দাঁড়ানো নয়? শুধুমাত্র এইটুকু দিয়েই কী সাফল্য আসতে পারেনা!!?
***গল্পের কথা বলা ঠিক হবে না। যারা ট্রেইলার দেখেছেন তাঁরা কিছুটা অনুমান করতে পারছেন। শুধু এইটুকু বলতেই হবে খুব ভালো চিত্রনাট্য আর তার সঙ্গে পরিচালনা। বাণিজ্যিক সফল ছবিরও একটা ভাষা আছে। তরুণ মজুমদার, অজয় কর অসিত সেন, বিভূতি লাহা তার জলজ্যান্ত উদাহরণ। নবীন পরিচালক অন্নপূর্ণার চিত্রভাষা স্ট্রং। কাজ করতে করতে ধারালো হবে। "স্বার্থপর" টিমকে অনেক অভিনন্দন।
***সব শেষে আসি অভিনয়ে....
রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিকেরা আছেন, চলো গিয়ে দেখে আসি। দেখতে বসে চেনা অনির্বাণকে দেখবেন, কিন্তু নতুন করে চিনবেন কৌশিক সেনকে। প্রতিটা পরত যেন মেপে মেপে উনি তুলে ধরেছেন পর্দায়। আর কোয়েল মল্লিক কী অসম্ভব পরিণত!! ইঞ্চিতে ইঞ্চিতে। অভিমান যে কত সুন্দর হতে পারে তা কোয়েল মল্লিককে না দেখলে চেনা যায় না। আর রঞ্জিত মল্লিক? শেষ দৃশ্যে জাত অভিনেতার অভিনয়ে মুগ্ধ না হয়ে পারা যায় না।
***সব মিলিয়ে "স্বার্থপর" কে আমি Nine On Ten দিলাম (৯/১০)
*** চিত্র সমালোচক অসীম দাস Ashim Das
Koel Mallick Ranjit Mallick Surinder Films Annapurna Basu