Dubela News

Dubela News প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ

দুবেলা নিউজ

দুবেলা, স্বর্ণেন্দু হালদার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় ২৫ তম বছরে পদার্পণ করেছেন। জনসেবায় তার ২৫ তম বর্ষপূর্ত...
09/10/2025

দুবেলা, স্বর্ণেন্দু হালদার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় ২৫ তম বছরে পদার্পণ করেছেন। জনসেবায় তার ২৫ তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশসেবা করার সুযোগ দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানান এবং উন্নত ভারত গড়ার প্রতি তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় এই সাফল্য ভারতের জনগণের কাছ থেকে এক মহান আশীর্বাদ। প্রধানমন্ত্রী মোদী X-এ লিখেছেন, ২০০১ সালের এই দিনে, আমি প্রথমবারের মতো গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করি। আজ আমি সরকার প্রধান হিসাবে জনগণের সেবা করার ২৫ তম বছরে পদার্পণ করেছি। এই বছর গুলি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি আমার দেশবাসীর জীবন উন্নত করার জন্য এবং তাদের উন্নয়নের জন্য নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি।...

Spread the loveদুবেলা, স্বর্ণেন্দু হালদার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় ২৫ তম বছরে পদার্পণ করেছেন। জনসেবায় তার .....

দুবেলা, স্বর্ণেন্দু হালদার: অন্ধপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের 'দ্য কল হিম ওজি' ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী তেলেগ...
09/10/2025

দুবেলা, স্বর্ণেন্দু হালদার: অন্ধপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের 'দ্য কল হিম ওজি' ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী তেলেগু ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২৫ শে সেপ্টেম্বর সুজিত পরিচালিত, মুক্তিপ্রাপ্ত ছবি ইতিমধ্যে ৩৩০ কোটি টাকা আয় করেছে। এটি মূলত একটি গ্যাংস্টার ছবি, যাতে অভিনয় করেছেন ইমরান হাশমি এবং প্রিয়াঙ্কা মোহন। চলচ্চিত্র সমালোচক জিভি রমনা বলেন, "পরিচালক পবন কল্যাণের একজন সত্যিকারের ভক্ত এবং তিনি প্রতিটি ফ্রেম প্রশংসার সাথে তৈরি করেছেন"। পরিচালক সুজিত, যিনি এর আগে প্রভাস-এর সাহো (২০১৯) ছবির পরিচালনা করেছিলেন। জিভি রমনা আরও বলেন, "যারা মাফিয়া এবং অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের অবশ্যই এটি পছন্দ হবে। সেই কারণে 'এ' সার্টিফিকেট থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটেছে"।...

Spread the loveদুবেলা, স্বর্ণেন্দু হালদার: অন্ধপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের ‘দ্য কল হিম ওজি’ ২০২৫ সালের সর্বোচ্.....

দুবেলা, রিয়া বিশ্বাস: উত্তরবঙ্গে খগেন মুর্মুর ওপর আক্রমনের প্রতিবাদের ঠাকুরনগরে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করল বিজেপি। উত্...
09/10/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: উত্তরবঙ্গে খগেন মুর্মুর ওপর আক্রমনের প্রতিবাদের ঠাকুরনগরে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করল বিজেপি। উত্তরবঙ্গের নাগরাকাটায় টানা বর্ষণের ফলে ভয়াবহ অবস্থা।পাহাড়ধসে প্রায় ৩৫ জন মানুষের জীবন সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা পার্টির নেতা তথা সাংসদ খগেন মুর্মু ও বিধানসভার অন্যতম মুখ শংকর ঘোষ। ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সময় বিজেপি নেতাদের অভিযোগ—তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলার চক্রান্ত করে। এই অভিযোগের প্রতিবাদে আজ ঠাকুরনগরের নেতাজি মূর্তির সামনে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালিত হয়।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: উত্তরবঙ্গে খগেন মুর্মুর ওপর আক্রমনের প্রতিবাদের ঠাকুরনগরে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ .....

দুবেলা, রিয়া বিশ্বাস: দিনের পর দিন অবিরাম বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ডু...
09/10/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: দিনের পর দিন অবিরাম বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে রয়েছে কোমর সমান জলে। একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। অসহায় অবস্থায় বাড়িছাড়া খাবার ছাড়া রয়েছে এলাকার একাংশ মানুষ। এমন দুর্যোগের সময় ত্রাণের হাত বাড়িয়ে দিল ময়নাগুড়ি থানার পুলিশ। আজ সকালে পুলিশকর্মীরা নিজ উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কোথাও হাঁটু সমান জল কোথাও বা গোড়ালি সমান আবার কোথাও কাঁদা এমন পরিস্থিতিতে শুকনো খাবার, জল, মোমবাতি, দেশলাই, এমনকি রান্নার জন্য বাসনপত্রের কিট পৌঁছে দেওয়া হয় বিপর্যস্ত মানুষের হাতে পুলিশের তরফে।এমনকি জলমগ্ন গ্রামগুলিতে নৌকায় করে পৌঁছে দেওয়া হয় এই ত্রাণসামগ্রী, ত্রিপল ।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: দিনের পর দিন অবিরাম বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছে ঘরবাড়.....

দুবেলা, রিয়া বিশ্বাস: বৃহস্পতিবার নৈহাটি রেলস্টেশনে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। জিআরপি এবং আরপিএফ এর তৎপরতায় ধরা পড়ে...
09/10/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: বৃহস্পতিবার নৈহাটি রেলস্টেশনে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। জিআরপি এবং আরপিএফ এর তৎপরতায় ধরা পড়ে চারজন পাচারকারী। এবং তাদের কাছ থেকে প্রায় ৭৭ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতদের পরিচয় নিউ ব্যারাকপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা কোচবিহার থেকে গাঁজা নিয়ে গৌড় এক্সপ্রেস ধরে নৈহাটি স্টেশনে নামে। তারপর স্টেশনে তারা লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছিল । স্টেশনে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয় সন্দেহভাজন চারজনের। আটক করে তাদের ব্যাগ তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমাণ গাঁজা।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: বৃহস্পতিবার নৈহাটি রেলস্টেশনে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। জিআরপি এবং আরপিএফ এর তৎপ....

দুবেলা, স্বর্ণেন্দু হালদার: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় শিশুদের অসুস্থতায় কাশির সিরাপ লিখে দেওয়ায় ১১ জন শিশুর মৃত...
05/10/2025

দুবেলা, স্বর্ণেন্দু হালদার: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় শিশুদের অসুস্থতায় কাশির সিরাপ লিখে দেওয়ায় ১১ জন শিশুর মৃত্যুর অভিযোগে এক ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে যে, মৃত শিশু এবং বর্তমানে চিকিৎসাধীন বেশিরভাগ শিশুকেই ডঃ সোনি ওষুধ লিখে দিয়েছিলেন। আরও পড়ুনঃনবমীতে শ্রীভূমিতে মহারাজের আবির্ভাব, ভিড় সামলাতে হিমশিম মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছে যে, নাগপুরে দুই বছরের একটি মেয়ে শিশুর মৃত্যু এবং পার্শ্ববর্তী পান্ডুরনা জেলায় একটি শিশুর মৃত্যুর সাথে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এফআইআরে আরও বলা হয়েছে যে, ছয় জন শিশু বর্তমানে নাগপুরে চিকিৎসাধীন রয়েছে।...

Spread the loveদুবেলা, স্বর্ণেন্দু হালদার: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় শিশুদের অসুস্থতায় কাশির সিরাপ লিখে দেওয়ায.....

দুবেলা, রিয়া বিশ্বাস: শহরের রবিবারের আকাশে রাজনীতির ঢেউ উঠবে অনুমান করা যায়। একদিকে শাসক দলের উদ্যোগে আয়োজিত “সর্ববৃহৎ ক...
05/10/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: শহরের রবিবারের আকাশে রাজনীতির ঢেউ উঠবে অনুমান করা যায়। একদিকে শাসক দলের উদ্যোগে আয়োজিত “সর্ববৃহৎ কার্নিভাল”, অন্যদিকে বিরোধী দল বিজেপি-র শক্তিপ্রদর্শনমূলক প্রতিবাদ মিছিল। আরও পড়ুনঃনবমীতে শ্রীভূমিতে মহারাজের আবির্ভাব, ভিড় সামলাতে হিমশিম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলের একদম সর্ববৃহৎ সারিতে থাকবেন। অবশ্য তৃণমূল কংগ্রেস এই মিছিলকে তেমন পাত্তা দিতে নারাজ। পুজো কার্নিভাল,পুজোর শেষে, শেষ পাতে যেন একটা আলাদাই আনন্দ। এই পুরো আয়োজনটি করা হয়েছে কলকাতার রেড রোডে। ইতিমধ্যে সাজসজ্জা আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: শহরের রবিবারের আকাশে রাজনীতির ঢেউ উঠবে অনুমান করা যায়। একদিকে শাসক দলের উদ্যোগে আয়োজি...

দুবেলা, রিয়া বিশ্বাস: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ডুয়...
05/10/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ডুয়ার্স সহ একাধিক এলাকা জলমগ্ন। নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, ভেঙে পড়েছে একাধিক কাঁচা ঘরবাড়ি, বন্ধ রেল ও সড়ক যোগাযোগের বহু পথ। আরও পড়ুনঃ নবমীতে শ্রীভূমিতে মহারাজের আবির্ভাব, ভিড় সামলাতে হিমশিম শিলিগুড়ি শহরের প্রধান সড়কগুলো—হিলকার্ট রোড, সেভক রোড ও বর্ধমান রোডে হাঁটু থেকে কোমর পর্যন্ত জল জমে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার দুরবস্থার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বাজার, স্কুল ও অফিস কার্যত বন্ধ।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ...

দুবেলা, রিয়া বিশ্বাস: আজ ষষ্ঠী দেবীর বোধন পিতৃগৃহে মা দুর্গার আগমনের এই শুভক্ষণে শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। উত্তর থেকে দক...
01/10/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: আজ ষষ্ঠী দেবীর বোধন পিতৃগৃহে মা দুর্গার আগমনের এই শুভক্ষণে শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গায় একই ছবি। চারিদিকে আলোকসজ্জা, ঢাকের শব্দ, আর মানুষের উপচে পড়া ভিড় যেন এক আলাদাই পরিবেশ তৈরি হয়েছে। মধ্য কলকাতার অন্যতম আকর্ষণ সন্তোষ মিত্র স্কোয়ার ষষ্ঠীর রাতেই নেমেছে জন মানুষের ঢল। প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কোয়ারের একটি আলাদাই চমক থাকে। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি।এবছর তাদের বিশেষ থিম অপারেশন সিন্দুর। যেহেতু তাদের পূজা মন্ডবটি আলোকসজ্জার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই সন্ধ্যা গড়াতেই হাজারো মানুষের ভিড়ে মণ্ডপ প্রাঙ্গন ভরে ওঠে। চতুর্থী থেকে একই রকম ভিড় দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারে। দর্শকদের ভিড় দেখেই বোঝা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বিশেষ থিম তাদের কাছে কতটা পছন্দের হয়েছে। বিভিন্ন এলাকা থেকে পরিবারের ছোট-বড় সকলেই ভিড় জমিয়েছেন প্রতিমা দর্শনে। শৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন। নিরাপত্তার কড়া নজরদারিতে প্রতিমা দর্শনে মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: আজ ষষ্ঠী দেবীর বোধন পিতৃগৃহে মা দুর্গার আগমনের এই শুভক্ষণে শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। .....

দুবেলা, রিয়া বিশ্বাস: নবমীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে দেখা গেল এক অনন্য দৃশ্য।প্রত্যেকবছরই নতুন চমক থাকে শ্...
01/10/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: নবমীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে দেখা গেল এক অনন্য দৃশ্য।প্রত্যেকবছরই নতুন চমক থাকে শ্রীভূমি স্পোটিং ক্লাব।এবছরও তার ব্যাতিক্রম নয়। পুজো প্রাঙ্গনে দর্শণার্থীদের নজরকারা ভিড়।দেবী দর্শনের ভিড়ের পাশাপাশি মানুষের ভিড় জমল এক ঝলক দেখতে প্রিয় মহারাজকে। কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নবমীর দিন হাজির হন শ্রীভূমির আকাশছোঁয়া আলোকসজ্জার প্যান্ডেলে। তাঁকে এক ঝলক দেখার জন্য মুহূর্তের মধ্যেই ভিড় সামলানো দায় হয়ে পড়ে ক্লাব কতৃপক্ষ ও প্রশাসনের। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। দু’জনকে একসঙ্গে দেখে সাধারণ দর্শনার্থীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। সেলফির ভিড়, সব মিলিয়ে পুজোমণ্ডপ মুহূর্তের মধ্যেই পরিণত হয় মিনি ক্রিকেট মাঠে।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: নবমীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে দেখা গেল এক অনন্য দৃশ্য।প্রত্যেকবছরই ন...

দুবেলা, রিয়া বিশ্বাস: কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট যেখানে বই মানেই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু সোমবার রাত থেকে ট...
26/09/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট যেখানে বই মানেই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু সোমবার রাত থেকে টানা ভারী বর্ষণের পর মঙ্গলবার সকালে সেই কলেজ স্ট্রিট যেন পরিণত হলো এক অজানা দুঃস্বপ্নে। চারদিক জলমগ্ন, রাস্তাজুড়ে হাঁটু সমান থেকে কোমর সমান জল, আর সেই জলের নিচেই ডুবে রইল অসংখ্য বইয়ের দোকান। যে গলিগুলোতে প্রতিদিন ছাত্রছাত্রী, গবেষক, পাঠকরা ভিড় জমান, সেখানেই আজ নিস্তব্ধতা কেবল ভাসমান কাগজ, বই আর দোকানদারদের হাহাকার।আর সেই সব ভেজা নষ্ট হয়ে যাওয়া বই ভরতে হচ্ছে আবর্জনার বস্তায়।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট যেখানে বই মানেই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু সো.....

দুবেলাঃ বাংলার দুর্গোৎসব মানেই শুধু ধর্মীয় আচার নয়, এ এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে থিম ও কল্পনার ভ...
26/09/2025

দুবেলাঃ বাংলার দুর্গোৎসব মানেই শুধু ধর্মীয় আচার নয়, এ এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে থিম ও কল্পনার ভিন্ন ভিন্ন রূপে মণ্ডপসজ্জা পেয়েছে বিশেষ মাত্রা। সেই ধারাতেই এ বছর মহেশতলার সম্পা মির্জা নগর হাউসিং এস্টেট ফেজ–১ পূজা পদার্পণ করছে তাদের ৪৯তম বছরে। আরও পড়ুনঃ ভারতের হয়ে বিশ্বে ‘শান্তির বার্তা’ বঙ্গ শিল্পীর মোট ৬৮০টি ফ্ল্যাট-এর বাসিন্দাদের মিলিত উদ্যোগে এই পূজা আজ মহেশতলার অন্যতম দর্শনীয় আয়োজন। প্রতিবছরের মতো এ বছরও থিমে থাকছে অভিনবত্ব—“পুরনো জমিদার বাড়ি”। জমিদারি আবহে প্রবেশদ্বার দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন পূজামণ্ডপে। তখনই তাঁদের মনে হবে যেন তাঁরা পা রেখেছেন বাংলার শতবর্ষ পুরনো জমিদার বাড়িতে। প্রবেশদ্বারগুলো সাজানো হচ্ছে জমিদার বাড়ির আদলে—দৃঢ় খিলান, দোতলার জানলা, বারান্দা, নকশা করা লোহার গ্রিল—সব মিলিয়ে গড়ে উঠছে ইতিহাসের স্পর্শ।...

Spread the loveদুবেলাঃ বাংলার দুর্গোৎসব মানেই শুধু ধর্মীয় আচার নয়, এ এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে থি...

Address

JANAKINATH BOSE Road
Kolkata
700147

Telephone

+918902367599

Alerts

Be the first to know and let us send you an email when Dubela News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dubela News:

Share