17/05/2025
দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার,সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তী আদেশে নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের ২৫% মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এই পরিমাণ প্রায় ১০,৪৪২.৭৩ কোটি, যা ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া। মোট বকেয়ার পরিমাণ ৪১,৭৭০.৯৫ কোটি হলেও, আপাতত ২৫% পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্যের আর্থিক অক্ষমতার যুক্তি খারিজ করে জানিয়েছেন যে, রাজ্যের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। প্রথমে ৫০% বকেয়া পরিশোধের প্রস্তাব দেওয়া হলেও, রাজ্যের আর্থিক সংকটের কথা বিবেচনা করে তা ২৫% এ নামিয়ে আনা হয়।...
Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার,সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তী আদেশে নির্দেশ দিয়েছে যে, ....