22/04/2025
বাংলা ভাষায় উপন্যাসের উদ্ভব উনিশ শতকে। বাংলা ভাষার উপন্যাসের প্রকৃত স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম-পরবর্তী সময়পর্বে উপন্যাসকে জীবনবাস্তবতার এক বিস্তৃততর ও সূক্ষ্মতর ভিত্তিভূমিতে প্রতিষ্ঠিত করেছিলেন রবীন্দ্রনাথ। প্রধানত কবি হলেও উপন্যাসের ক্ষেত্রে তিনি মৌলিকতার অভ্রান্ত পরিচয় রেখে গিয়েছেন। অসামান্য ভাব-কল্পনায় ও সত্য-সন্ধানী মনোবিশ্লেষণী শক্তিতে সমাজ ও ইতিহাসের জটিল বাতাবরণে ব্যক্তির যন্ত্রণা, আবেগ-উৎকণ্ঠা, নিভৃতসত্তার বেদনা এবং 'ব্যক্তির বন্ধন অবন্ধনের দ্বন্দুময় সমগ্রতা'কে রূপ দিলেন রবীন্দ্রনাথ। তিনি উপন্যাসের পরিধিকে ব্যাপ্ত করে তাকে অভূতপূর্ব মহিমা দান করেন। বর্তমান কালের বাংলা উপন্যাসে তাঁর প্রভাব সর্বাধিক। তিনি যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক ধারা প্রবর্তন করেছেন তাই নয়, মননপ্রধান দৃষ্টিভঙ্গি এনে বাংলা উপন্যাসকে এক নূতন দিগন্তে মুক্তি দিয়েছেন। রবীন্দ্র উপন্যাস: আলাপ ও আলাপন সংকলন গ্রন্থে বিভিন্ন প্রাবন্ধিকের বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্র উপন্যাসের বিচিত্র বিষয় নিয়ে যথাযথ মূল্যায়ন রয়েছে।
দাম ৪০০
আগ্রহী পাঠকরা বইটি কিনতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগযোগ করুন ৯৩৩০৬৫৭৩০৭.
অথবা ক্লিক করুন এই লিংকে:www.pustakbipani.com
amazon link: https://www.amazon.in/dp/B0F5GYV1WN