05/09/2025
জ্যামিতি পারের দেশের কবি / দেবাশিস তরফদার
"ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে"
এ গান আজও পালাপার্বণে মাইক ফাটিয়ে বাজে, রিক্ত আকাশে রিক্ত বাতাসে, বৃথাই বাজে। মিথ্যাই বাজে। এ আর আমাদের গান নয়। আমরা এই অসীম প্রাণের সঙ্গে, প্রাণোৎসবের সঙ্গে, জড়িয়ে নেই; আমরা এই ধরিত্রীকে চিনিই না, ভালবাসা দূরের কথা। আমরা এমনিই এসব কথা বলি, তোতা পাখির মত বলি, আমরা এই গানকেও পণ্য করে নিয়েছি।
যদি সত্যিই এই গান আমাদের হত, আমরা এক মিনিটও পারতাম না এই হৃদয়হীন রোবোটিক সমাজে, এই উন্মাদ বেচাকেনার নরকে, বেঁচে থাকতে। কিন্তু আমরা দিব্যি বেঁচে আছি। আমরা মৃত।
যাঁরা পারেননি এভাবে বেঁচে থাকতে, বসুধার শেষ বিন্দু সুধাকে যাঁরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে, মেধা দিয়ে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে আজও লড়ে যাচ্ছেন, ক্যামেরাজীবী সভ্যতা থেকে অনেক দূরে, "মাটির বুকের কাছাকাছি", তাঁরা সংখ্যায় বিরল, কিন্তু তাঁরা আছেন, তাঁরা পরাজয় নিশ্চিত জেনেও মহাকাব্যের নায়কের মত লড়ছেন...
আমরা কেউ কেউ জেনেছি, দেবল দেব তেমন একজন। জেনে, কিছুই করিনি,
"আজি দুর্দিনে ফেরানু তাঁদের
ব্যর্থ নমস্কারে"
কিন্তু কবিতার পরিচয় দিতে এই কথা কেন? কারণ, আমি বিশ্বাস করি একজন প্রকৃত কবির হৃদয়ই প্রকৃত যোদ্ধা গড়ে তোলে।
যার ভালবাসা নেই, যে সুন্দরকে জানে না, যার বিরহবোধ নেই, তার বিদ্রোহ নেই, তার পবিত্র ক্রোধ নেই, সে বিপ্লবী হতে পারে না, সে কর্মী হতে পারে না।
তাই, দেবল দেবের কবিতা জ্ঞানী, কর্মী, দ্রোহী দেবল দেবের অতিরিক্ত মুকুট-পালক নয়, এই কবিতাই তাঁর কর্মের গোপন শক্তি। "তিনি কবিতাও লেখেন" এমন উক্তি ভ্রান্ত হবে, আমাদের বুঝতে হবে তাঁর কবিসত্তাই প্রকাশিত হচ্ছে তাঁর অক্লান্ত জ্ঞানচর্চায়, নাছোড় কর্মে, তাঁর রক্তাক্ত যুদ্ধে।
ভালোবাসার কথায় ফিরে আসি। আমার বোধে, সকল সার্থক কাব্য, তার উপলক্ষ নারী হউক, বা পৃথিবী, বা মানুষ, বা প্রকৃতি, বা মহাবিশ্ব, বা বিশ্ববিধান, শেষ পর্যন্ত প্রেমের মহাকর্ষেই জাত। "প্রেম, যার টানে চলে সূর্য, গ্রহ তারা"- কবি দান্তে ত্রিলোক ঘুরে এটুকুই তো বুঝলেন!
এই বইটি, যার সঙ্গে আমার এই লেখাটি যুক্ত হল, বারবার পড়ার সৌভাগ্য আমার হয়েছে, একটি ভালবাসার নির্ঝরণ, যার উপলক্ষ নারী, এমন বলা যায়। আমি উপলক্ষ শব্দটিতে জোর দিচ্ছি। সেই যে গানটি, "ভালবাসি, ভালবাসি / এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজে বাঁশি" তার তো একটিই আবহমান কথা। সেই কথাটি এখানে একটি আধার পেয়েছে, তাকেই উপলক্ষ বলছি। কিন্তু উপলক্ষের চেয়ে বড়, চিরন্তন এক মহাজীবনের ধারা। চিরন্তন, তাই এর আবেদন ফুরাবে না।
"সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় জানা
ফুরাবে না ..."
বড় শুষ্ক, বড় তর্কবিলাসী, বড় চতুর হয়ে যাচ্ছি আমরা, বাঙালীরা। বাংলা কবিতা বড় বেশি চাতুর্য আর বক্র উক্তিতে ভরা, মাথার ঘামে ভেজা। প্রেমের অভাবেই এমন হয়। প্রেমের স্পর্শ না পেলে এই দীর্ণ ভূমিতে আর প্রাণ আসবে না। প্রাণই তো সব, সেই নিয়েই তো যুদ্ধ। দেবলের দীর্ঘদিনের যুদ্ধ।
-------------------
দেবল দেব
জ্যামিতি পারের দেশ
২২৫.০০
প্রকাশক: ধ্যানবিন্দু
প্রাপ্তিস্থান: ধ্যানবিন্দু। অনলাইনে পেতে হোয়াটস অ্যাপ করুন ৯৮৩৬৫৫৪২০৩ অথবা অর্ডার দিন dhyanbindu.com -এ
--------------------