12/11/2024
বৃষ্টি পড়ার দিনে (Romance) | Sayak Aman | Valentines Day | School Romance | Romantic Bengali story
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।
সেই একটা বয়স, যখন হাজার বাধা নিষেধ ছিল, হাজার চোখের পাহারা ছিল, সময়ে বাড়ি ফেরার শেকল ছিল পায়ে, অথচ তখনই আমাদের প্রশ্ন বিচিত্রার ফাঁকে লুকিয়ে ছিল গোলাপি চিঠি, কোচিন থেকে বেরনোর পথে কাজল লেপ্টে থাকা চোখের এক পলক ছুঁয়ে যাওয়া ছিল, বেখেয়ালি আঙ্গুলের স্পর্শে বুকের ভিতর ছটফট করতে থাকা পায়রা ছিল তখন, সেই হাজার নিষেধের বেড়াজাল পেরিয়ে ফিসফিস করে বলে যেত কেউ, ‘আজ স্যার স্পেশাল ক্লাস নেবে, তুই আসবি তো?’
আর ছিল সরস্বতী পুজো। শাড়ি, পাঞ্জাবি আর স্কুল-স্কুল গন্ধের মাঝে আঁকা রংচঙ্গে আলপনা কী সংকেত আঁকত তা কে জানে।
ঠিক এমনই এক সময়কে আঁকড়ে ধরে আমাদের পরবর্তী নিবেদন, সায়ক আমানের গল্প – বৃষ্টি পড়ার দিনে।