27/07/2023
#রাকেশশর্মা
আপনি কি জানেন আপনার ছোটবেলায় পড়া ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা এখনও জীবিত?
হ্যাঁ ঠিক শুনছেন এটাই সত্যি ।
আর এই সত্যটা ভারতের শতকরা ৯০ ভাগ মানুষই জানেন না ।
আজ উনি আর কোনো আলোচনায় নেই।
এমনকি কয়েকদিন আগে যে চন্দ্রযান টু নিয়ে এতো আলোচনা সেখানেও নেই উনি।
রাকেশ শর্মা ১৯৪৯ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য পাঞ্জাবের পাতিয়ালায় জন্মগ্রহণ করেন। তিনি হায়দরাবাদের সেন্ট জর্জেস গ্রামার স্কুলে অধ্যয়ন করেন। নিজাম কলেজ থেকে তিনি স্নাতক হন। মাত্র ১৮ বছর বছরে তিনি এয়ার ফোর্সের একজন ক্যাডেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে, তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ১৯৬৬ খ্রিষ্টাব্দের জুলাইতে ভর্তি হন একজন এয়ার ফোর্সের কর্মী হিসেবে। রাকেশ নিজেকে জাহির এবং একজন উৎসর্গিত ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত করে ১৯৭০ খ্রিষ্টাব্দে ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট নিযুক্ত হন।
এবং বলাযায় সেখান থেকেই মহাকাশে যাওয়ার বীজ রোপণ করে ফেলেন।
ইন্টারকসমস কার্যক্রমের অঙ্গ হিসেবে সোয়ুজ টি-১১ উৎক্ষেপণ করা হয় ১৯৮৪ খ্রিষ্টাব্দের ৩ এপ্রিল।
আর উনিই প্রথম ভারতীয় মহাকাশচারী।
মহাকাশে অবস্থানকাল ছিল ৭ দিন ২১ ঘণ্টা ৪০ মিনিট।
হ্যাঁ এই মানুষটি এখন হারিয়ে গেছেন।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয় উনি এখনও জীবিত।
ভাবতে পারছেন।
বর্তমানে তামিলনাড়ুর কন্নুর নামের জায়গায় খুব সাধারণ ভাবে জীবনযাপন করছেন।
#রাকেশশর্মা