Ababhashbooks

Ababhashbooks A Kolkata-based Publisher in the Business of Ideas

  পাঠের দেশকালস্বপন চক্রবর্তীবিন্দু থেকে সিন্ধুতেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা, রূপায়ণ অজয় গুপ্তসাতগাঁর হাওয়া...
03/05/2025



পাঠের দেশকাল
স্বপন চক্রবর্তী
বিন্দু থেকে সিন্ধুতে
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা, রূপায়ণ অজয় গুপ্ত
সাতগাঁর হাওয়াতাঁতিরা
পরিমল ভট্টাচার্য
চিকিৎসা: বিজ্ঞান/ কাণ্ডজ্ঞান
বিষাণ বসু

নতুন বইগুলো বিশদে জানতে ও অনলাইনে কিনতে আমাদের ওয়েবস্টোর দেখুন https://www.ababhashbooks.com/

এছাড়া আমাদের দপ্তর, জেলা ও বাংলাদেশের মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে পাওয়া যাচ্ছে।

আজ "বিশ্ব বই দিবস"বই সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা--‘...মুদ্রণ সংস্কৃতির সঙ্গে তাল রেখে হরফ ও বানান সংস্কারে তাঁর উদ্যম, ...
23/04/2025

আজ "বিশ্ব বই দিবস"

বই সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা--

‘...মুদ্রণ সংস্কৃতির সঙ্গে তাল রেখে হরফ ও বানান সংস্কারে তাঁর উদ্যম, বিশ্বভারতীর প্রকাশনায় বাংলায় সর্বপ্রথম হাউস স্টাইল প্রবর্তনের চেষ্টা, ছোটোদের পাঠ্যপুস্তক নিয়ে তাঁর মৌলিক ভাবনা, ছবিকে ঘিরে বইয়ের টেক্সট নির্মাণ- যেমন তিনি ‘সে’ রচনা সময় করেছিলেন, এবং সর্বোপরি কবিতা ছাপার সময় পৃষ্ঠায় হরফ, ফাঁক, মার্জিন ও ইনডেন্টের অভিনব বিন্যাস- এ সমস্তের মধ্যেই মুদ্রণের প্রযুক্তি ও ছাপা বইয়ের বহিরঙ্গের সৃজনক্ষম সম্ভাবনাগুলি সম্পর্কে রবীন্দ্রনাথের নিরন্তর অনুশীলনের সাক্ষ্য খুব স্পষ্ট। আমাদের সংস্কৃতির আরও অন্য অনেক কিছুর মতো ছাপা বই সম্পর্কে বাঙালির রুচিবোধ ব্যপক অর্থে রবীন্দ্রনাথের কাছে ঋণী...’

#রবীন্দ্রনাথ_শিল্পরূপ_পাঠরূপ_গ্ৰন্থরূপ, স্বপন চক্রবর্তী সম্পাদিত।

অবভাস ababhash প্রকাশিত বইগুলো বিশদে জানতে ও কিনতে ওয়েবস্টোরের লিঙ্ক কমেন্টে দেখুন।
এছাড়া আমাদের দপ্তর ও মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে পাওয়া যাচ্ছে।

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস..চিকিৎসক বিষাণ বসুর  #চিকিৎসা_বিজ্ঞান_কাণ্ডজ্ঞান বই থেকে কয়েকটি লাইন..‘আপনি হয়তো বিজ্ঞানী নন। ব...
07/04/2025

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস..

চিকিৎসক বিষাণ বসুর #চিকিৎসা_বিজ্ঞান_কাণ্ডজ্ঞান বই থেকে কয়েকটি লাইন..

‘আপনি হয়তো বিজ্ঞানী নন। বিজ্ঞান গবেষকও নন। কিন্তু, বিজ্ঞান কোন পথে এগোবে, কোন প্রশ্নের উত্তর খুঁজবে, ব্যক্তিজীবন বা সমাজজীবনের ঠিক কতখানি পরিসর বিজ্ঞানকে ছাড়া যেতে পারে, এবং কতখানি অংশ বিজ্ঞানভাবনার আওতায় থাকাটা একান্ত জরুরি, সে নিয়ে আপনার আমার মতো সাধারণ নাগরিকের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’...

বইটি বিশদে জানতে লিঙ্ক কমেন্টে দেখুন।

 ' সাংপো অভিযানের জন্য কিন্টুপকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে যখন, সেইসময় দার্জিলিঙে এসে ছিল এক চিনা লামা। তিব্বতে ঢোকা...
03/04/2025



' সাংপো অভিযানের জন্য কিন্টুপকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে যখন, সেইসময় দার্জিলিঙে এসে ছিল এক চিনা লামা। তিব্বতে ঢোকার ছাড়পত্র ছিল তার কাছে, লিখতে পড়তেও জানত। কিন্টুপ ছিল নিরক্ষর। স্থির হয়, লামার ভৃত্য সাজিয়ে পাঠানো হবে কিন্টুপকে। ছাড়পত্রের সুবাদে তিব্বতে নিষিদ্ধভূমিতে তাদের বিচরণ হবে অবাধ, আর জরিপের তথ্য লিপিবদ্ধ করে রাখার ব্যাপারে লামা সাহায্য করবে কিন্টুপকে।'

ইতিমধ্যেই #শাংগ্ৰিলার_খোঁজে , পরিমল ভট্টাচার্য, #নতুন_মুদ্রণ ( অষ্টম) প্রকাশিত হয়েছে।

পাওয়া যাচ্ছে --

অবভাস ababhash - এর দপ্তর --
৩৬এ কলেজ রো, কলকাতা- ৭০০০০৯ ও কলেজ স্ট্রিটে মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে।
অনলাইনে -- লিঙ্ক কমেন্টে

অজয় গুপ্ত ‘অনুবাদের প্রাসঙ্গিকতা’য় লিখছেন—…“মানুষ নিজেই নিজেকে সমাজবদ্ধ করেছে। নীতিনিয়ম, আইনকানুন বানিয়েছে। আচার আচরণের ...
21/03/2025

অজয় গুপ্ত ‘অনুবাদের প্রাসঙ্গিকতা’য় লিখছেন—

…“মানুষ নিজেই নিজেকে সমাজবদ্ধ করেছে। নীতিনিয়ম, আইনকানুন বানিয়েছে। আচার আচরণের বেড়া দিয়েছে সমাজে নিজেকে বেঁধে রাখার তাগিদে। আবার সে নিজেই সমাজবন্ধনের গ্রন্থিগুলি, জায়গায় জায়গায়, এমন আলগা করে বেঁধেছে যেন, মন চাইলেই, সেগুলো পার হয়ে ইচ্ছেডানায় গা-ভাসানো যায়। অর্থাৎ, বলগাছাড়া হবার অন্ধিসন্ধি জেনে নিয়েই সে বলগাটা ধরে রেখেছে। এই বজ্র আঁটুনি ফসকা গেরোর পথ ধরেই ঘটে রিপুর আক্রমণ—নল-এর শরীরে কলি-র প্রবেশের মতো। এ-কথা যতটা সেকালের ততটাই এ-কালের। কেননা, সত্যের কোনো অতীত-বর্তমান-ভবিষ্যৎ নেই—সে শাশ্বত।
এই গল্পে, ‘ক্রয়টজার সোনাটা’-য়, একদিকে যেমন রয়েছে নিয়মবদ্ধ রুশসমাজের নিয়মবিরুদ্ধ অবক্ষয়ের অকপট চিত্রায়ন, তেমনি অন্যদিকে আছে আবিশ্ব নারীপুরুষ-সম্পর্কের আবাহমান চলচ্চিত্রের চিরন্তন রূপাবয়ব। আমরা অত্যন্ত আস্থার সঙ্গে এ-কথা বলতে পারি—এই রচনাটি পড়তে পড়তে মাঝে মাঝেই পাঠক স্তম্ভিত হয়ে উপলব্ধি করবেন, কখন যে তিনি উনিশ শতকের সীমা পার হয়ে গোটা বিশ শতক অতিক্রম করে একুশ শতকে ঢুকে পড়েছেন—টেরও পাননি। আর, এখানেই এই সৃষ্টির এবং সৃষ্টিকর্তার চিরঞ্জীবী মহত্ত্ব”।…

[ #ক্রয়টজার_সোনাটা, লেভ তলস্তয়, বাংলা তরজমা অজয় গুপ্ত]

বইটি ইতিমধ্যেই দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত।

পাওয়া যাচ্ছে ---
অনলাইনে (লিঙ্ক কমেন্টে), সরাসরি -- দপ্তর: ৩৬এ কলেজ রো, কলকাতা -৯ এবং কলেজ স্ট্রিটে মুখ্য বাংলা বইয়ের দোকান।

রিভিউ ... #সাতগাঁর_হাওয়াতাঁতিরা পরিমল ভট্টাচার্যআনন্দবাজার পত্রিকায় প্রকাশিত।বইটি পাওয়া যাচ্ছে --- অবভাস -এর  দপ্তর: ...
11/03/2025

রিভিউ ...

#সাতগাঁর_হাওয়াতাঁতিরা পরিমল ভট্টাচার্য

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত।

বইটি পাওয়া যাচ্ছে ---
অবভাস -এর দপ্তর: ৩৬এ কলেজ রো, কলকাতা - ৯ , অনলাইনেও, লিঙ্ক কমেন্টে।
এছাড়া কলেজ স্ট্রিটে মুখ্য বাংলা বইয়ের দোকান।

আজ অবভাস প্রকাশিত এই তিনটি বই পাঠকদের জন্য।বইগুলো বিশদে জানতে ও কিনতে ওয়েবস্টোর দেখুন। লিঙ্ক কমেন্টে ..এছাড়া পাবেন অবভ...
08/03/2025

আজ অবভাস প্রকাশিত এই তিনটি বই পাঠকদের জন্য।

বইগুলো বিশদে জানতে ও কিনতে ওয়েবস্টোর দেখুন।
লিঙ্ক কমেন্টে ..

এছাড়া পাবেন অবভাস -এর দপ্তর: ৩৬এ কলেজ রো, কলকাতা - ৯ এবং কলেজ স্ট্রিট, বাংলাদেশে মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে।

পাঠ প্রতিক্রিয়া লিখেছেন চিকিৎসক জয়ন্ত দাস ----'আপনি একজন স্বাস্থ্য-সচেতন নাগরিক। আজকাল এ-কথাটার প্রথম অর্থ দাঁড়ায়, আপন...
03/03/2025

পাঠ প্রতিক্রিয়া লিখেছেন চিকিৎসক জয়ন্ত দাস ----

'আপনি একজন স্বাস্থ্য-সচেতন নাগরিক। আজকাল এ-কথাটার প্রথম অর্থ দাঁড়ায়, আপনি নিয়ম-মতো হেলথ চেকআপ করান। কিন্তু স্বাস্থ্যের মূল কথাটা কোনো ওষুধ-বিষুধ-হাসপাতাল-চেম্বার-ডায়ানোস্টিক-ক্লিনিক নয়, মূল কথাটা হল সঠিক খাদ্যাভ্যাস, যথেষ্ট পরিমাণে দূষণবিহীন পানীয় জল, এবং নির্মল বায়ু। তারপরে আসে হাত ধোওয়া বা মশারি টাঙানোর মতো অভ্যাস, এবং আসে নানারকম টিকা। এগুলো বাদ দিয়ে হেলথ চেকআপের কোনো অর্থই নেই, এমনকি এগুলোর পরেও হেলথ চেকআপ খুব সম্ভব আপনার চাইতে ডায়াগনোস্টিক সেন্টার কিংবা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির বেশি কাজে লাগে।
হয়তো আপনি একজন ‘প্রকৃত’ স্বাস্থ্য-সচেতন নাগরিক, আপনি সিগারেট-বিড়ি-খৈনি ছোঁন না, তেল-ঝাল-হোটেলের খাদ্য খান না, ফিল্টার করা জল খান, ওজন নিয়ে সতর্ক, এবং রোজ খানিকটা হাঁটেন, হয়তো ব্যায়ামও করেন। খুব ভালো। কিন্তু আপনি কি নিশ্চিত, আপনার পানীয় জলে আর্সেনিক নেই, যা ক্যান্সার ঘটায়? কিংবা আপনার খাদ্যে সীসাঘটিত রঙ নেই, যা নার্ভের রোগ ঘটায়? কিংবা অন্য কোনো কেমিক্যাল, যা দেখার জন্য সরকারের তদারকি ব্যবস্থা নেহাতই কম? আপনার নিঃশ্বাসের বায়ু দূষণমুক্ত, তাতে রোগজীবাণু নেই, ফুসফুসের রোগ কিংবা ক্যান্সার ঘটানোর মতো ধুলো ও রাসায়নিক নেই, এমন আশা আপনি নিশ্চয়ই করেন না?
স্বাস্থ্যের জন্য সচেতনতা ঠিক কী বিষয়ে সচেতনতা? কর্পোরেট হাসপাতালগুলোও অনেক স্বাস্থ্য-সচেতনতা শিবির করে, তার উদ্দেশ্য হল বেশি মানুষকে রোগী হিসেবে হাসপাতালে টেনে আনা। এসবের ঘুলঘুলাইয়া থেকে মুক্তি পাবার জন্য দরকার সচেতনতা নিয়ে সচেতনতা, কোন সচেতনতা ঠিক আর কোনটা বন্ধু সেজে বিপদ, সেটা বোঝার মতো সচেতনতা। আপনি সত্যিই সেরকম সচেতন মানুষ?
না হলে, র এই বইটা আপনার জন্য। হলে, বিষাণের বইটার সঙ্গে আপনার তর্কাতর্কি জমবে ভালো। আমি বিষাণকে বলেছিলাম, এই বইটা আমার ১৫ বছর আগে লেখার কথা। না, বিষাণের মতো লিখতে পারতাম, এমন নয়; আসলে বলতে চেয়েছিলাম, স্বাস্থ্য নিয়ে এই মৌলিক কথাগুলোর উচ্চারণ করা আমাদের খুব দরকার ছিল, এবং সম্ভবও ছিল। আমরা ব্যর্থ হয়েছি। বিষাণ পেরেছে, অনেকটাই পেরেছে।' ..

For details and order, link in bio.


 #সাতগাঁর_হাওয়াতাঁতিরা পরিমল ভট্টাচার্যআনন্দবাজার পত্রিকায় প্রকাশিত।বইটি পাওয়া যাচ্ছে --- অবভাস -এর ababhash দপ্তর: ৩...
17/02/2025

#সাতগাঁর_হাওয়াতাঁতিরা পরিমল ভট্টাচার্য

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত।

বইটি পাওয়া যাচ্ছে ---
অবভাস -এর ababhash দপ্তর: ৩৬এ কলেজ রো, কলকাতা - ৯ , অনলাইনেও লিঙ্ক কমেন্টে।
এছাড়া কলেজ স্ট্রিটে মুখ্য বাংলা বইয়ের দোকান।

অবভাস -এর ababhash নতুন বইগুলোবিশদে জানতে ও কিনতে www.ababhashbooks.comবইমেলায়  #বইমেলায়_অবভাস_এর_স্টল_নং_৫২০
03/02/2025

অবভাস -এর ababhash নতুন বইগুলো

বিশদে জানতে ও কিনতে www.ababhashbooks.com

বইমেলায় #বইমেলায়_অবভাস_এর_স্টল_নং_৫২০

আমন্ত্রণ ...বিস্তারিত জানতে ও কিনতে আমাদের ওয়েবস্টোর দেখতে পারেন www.ababhashbooks.com (link in bio)
28/01/2025

আমন্ত্রণ ...

বিস্তারিত জানতে ও কিনতে আমাদের ওয়েবস্টোর দেখতে পারেন www.ababhashbooks.com (link in bio)

Address

36A College Row
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when Ababhashbooks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ababhashbooks:

Share

Category

অ ব ভা স

ABABHASH

A Kolkata-based Publisher in the Business of Ideas

www.ababhashbooks.com