Ababhashbooks

Ababhashbooks A Kolkata-based Publisher in the Business of Ideas
Visit us at www.ababhashbooks.com

 নতুন মুদ্রণ প্রকাশিতদার্জিলিং: স্মৃতি সমাজ ইতিহাস, পরিমল ভট্টাচার্যবই‌‌টি বিশদে জানতে ও অনলাইনে কিনতে  আমাদের ওয়েবস্টো...
20/09/2025



নতুন মুদ্রণ প্রকাশিত

দার্জিলিং: স্মৃতি সমাজ ইতিহাস, পরিমল ভট্টাচার্য

বই‌‌টি বিশদে জানতে ও অনলাইনে কিনতে আমাদের ওয়েবস্টোর (link in bio)
হোয়াটসঅ্যাপেও (ক্যাটালগ দেখুন) অর্ডার দেওয়া
যাবে।
ভারতের যে কোনো জায়গায় ফ্রী ডেলিভারি।

অফলাইনে -- অবভাস ababhash -এর দপ্তর : ৩৬এ কলেজ রো, কলকাতা - ৯ এবং কলেজ স্ট্রিটে, জেলায় মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে পাওয়া যাবে।


 নতুন মুদ্রণ প্রকাশিতগদ্য সংগ্ৰহ ২, দেবারতি মিত্র ( নতুন মুদ্রণ) গদ্য সংগ্ৰহ ১ পাওয়া যাচ্ছে।বই‌‌টি বিশদে জানতে ও অনলাইন...
10/09/2025



নতুন মুদ্রণ প্রকাশিত

গদ্য সংগ্ৰহ ২, দেবারতি মিত্র ( নতুন মুদ্রণ)
গদ্য সংগ্ৰহ ১ পাওয়া যাচ্ছে।

বই‌‌টি বিশদে জানতে ও অনলাইনে কিনতে https://www.ababhashbooks.com/gadyasangraha-2-82.html
হোয়াটসঅ্যাপেও (ক্যাটালগ দেখুন) অর্ডার দেওয়া
যাবে।
ভারতের যে কোনো জায়গায় ফ্রী ডেলিভারি।

অফলাইনে -- অবভাস ababhash -এর দপ্তর : ৩৬এ কলেজ রো, কলকাতা - ৯ এবং কলেজ স্ট্রিটে, জেলায় মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে পাওয়া যাবে।


শারদ বই পার্বণ শুরু হয়েছে।মেলায় আসার আমন্ত্রণ রইল।অবভাস -এর স্টল নং ৩২
30/08/2025

শারদ বই পার্বণ শুরু হয়েছে।
মেলায় আসার আমন্ত্রণ রইল।
অবভাস -এর স্টল নং ৩২

 নতুন মুদ্রণ প্রকাশিত' আমার প্রধান আবেগ--- প্রায় তাড়নাই বলা যায়--- হল মানুষকে স্পর্শ করা, তাকে প্রভাবিত করা, তার শরীর...
24/08/2025



নতুন মুদ্রণ প্রকাশিত

' আমার প্রধান আবেগ--- প্রায় তাড়নাই বলা যায়--- হল মানুষকে স্পর্শ করা, তাকে প্রভাবিত করা, তার শরীর ও মনকে ছোঁয়া। আমার ছবিই হল সেই ছুঁয়ে যাবার পথ।'
---ইঙ্গমার বার্গম্যান

ইঙ্গমার বার্গম্যানের চিত্রনাট্য, সাক্ষাৎকার, দিনলিপি, বক্তৃতার অনুলিপি ও আত্মজীবনী থেকে উজ্জ্বল উদ্ধার।

বই‌‌টি বিশদে জানতে ও অনলাইনে কিনতে https://www.ababhashbooks.com/bergman-apni.html ,
হোয়াটসঅ্যাপেও (ক্যাটালগ দেখুন) অর্ডার দেওয়া
যাবে।
ভারতের যে কোনো জায়গায় ফ্রী ডেলিভারি।

অফলাইনে -- অবভাস ababhash -এর দপ্তর : ৩৬এ কলেজ রো, কলকাতা - ৯ এবং কলেজ স্ট্রিটে, জেলায় মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে পাওয়া যাবে।


 নতুন মুদ্রণ প্রকাশিত হয়েছে। বিশদে জানতে ও অনলাইনে অর্ডার করতে আমাদের ওয়েবস্টোর দেখে নিতে পারেন । হোয়াটসঅ্যাপ ক্যাটাল...
07/07/2025



নতুন মুদ্রণ প্রকাশিত হয়েছে।
বিশদে জানতে ও অনলাইনে অর্ডার করতে আমাদের ওয়েবস্টোর দেখে নিতে পারেন । হোয়াটসঅ্যাপ ক্যাটালগ থেকেও অর্ডার করা যাবে। লিঙ্ক কমেন্টে।

এছাড়া পাবেন-- আমাদের দপ্তর ababhash ও কলেজ স্ট্রিটের মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে।

 নতুন মুদ্রণ প্রকাশিত হয়েছে। বিশদে জানতে ও অনলাইনে অর্ডার দিতে আমাদের ওয়েবস্টোর দেখে নিতে পারেন । হোয়াটসঅ্যাপ ক্যাটাল...
01/07/2025



নতুন মুদ্রণ প্রকাশিত হয়েছে। বিশদে জানতে ও অনলাইনে অর্ডার দিতে আমাদের ওয়েবস্টোর দেখে নিতে পারেন । হোয়াটসঅ্যাপ ক্যাটালগ থেকেও অর্ডার দেয়া যাবে। লিঙ্ক কমেন্টে রইল।
এছাড়া পাবেন-- আমাদের দপ্তর ababhash ও কলেজ স্ট্রিটের মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে।

এক জায়গায় নানান বইয়ের সম্ভার।সিগাল বুক স্টোর-এ বাংলা বইয়ের প্রদর্শনী ও কলেজ স্ট্রিটের মতো ছাড়ে বিক্রি শুরু হয়েছে।স...
08/06/2025

এক জায়গায় নানান বইয়ের সম্ভার।

সিগাল বুক স্টোর-এ বাংলা বইয়ের প্রদর্শনী ও কলেজ স্ট্রিটের মতো ছাড়ে বিক্রি শুরু হয়েছে।

সেখানে অবভাস-এর নির্বাচিত কিছু বই থাকছে।

আপনারা সবাই আসুন । বই দেখুন, পড়ুন ও পছন্দ মতো সংগ্রহ করুন।

 #পাঠ_প্রতিক্রিয়া #রং_কাঁকর_রামকিঙ্কর মণীন্দ্র গুপ্তচতুর্দিকে ঘটে চলা অবিরত দুঃসংবাদ। এমন সময় যেন অনাচার আর বে-নিয়মই ...
04/06/2025

#পাঠ_প্রতিক্রিয়া
#রং_কাঁকর_রামকিঙ্কর
মণীন্দ্র গুপ্ত
চতুর্দিকে ঘটে চলা অবিরত দুঃসংবাদ। এমন সময় যেন অনাচার আর বে-নিয়মই প্রতিষ্ঠিত সত্য। এসবের মাঝেও কিছু লেখা পড়লে মন ভাল হয়। মনে হয় পৃথিবীর সমস্ত ভাল একদিন শেষ হয়ে গেলেও শুধু এমন কিছু লেখা পড়ে রইবে, পড়ার জন্য। যা কিছু শুভ তার ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে এইসব অক্ষরের ঘ্রাণ হয়তো তখনও বাঁচিয়ে রাখবে প্রাণবায়ু।

মনীন্দ্র গুপ্ত, যাঁর লেখা পড়লে মনে হয় মনে হয় কোথাও গিয়ে লেখালেখি জিনিসটা অতটাও যে সস্তা হতে পারেনি এখনও সে একদিক থেকে ভালোই। যাঁর শৈলী ইহজগত ভুলিয়ে দেয়। একটা ডেলিরিয়াম তৈরি করে। বলেন কম, কিন্তু ওই স্বল্প বলাতেই কোত্থেকে এক উড়ো মেঘ ভেসে আসে। আবার মিলিয়ে যায় আনমনে। যেন একরাশ রিক্ততা বাঁচিয়ে রেখে অকস্মাৎ আড়াল হয়ে গেলো মানুষটা। চৈত্রের শুরুর দমকা বাতাস যেমন। আর এই মনীন্দ্র গুপ্ত যখন রামকিঙ্করে ট্রাভেল করেন তখন সে এক অনির্বচনীয় পথ, যেন একঝাঁক নক্ষত্রপুঞ্জ ক্রমাগত স্পষ্ট হচ্ছে ব্রহ্মাণ্ড জুড়ে।

বইয়ের বিষয়বস্তু অর্থাৎ কিনা যাঁর ওপর লেখা। খুব সোজা করে বললে তাঁকে নিয়ে বলা যায় না। বলা ধৃষ্টতা। যতটা ধৃষ্টতা ব্রহ্মকে বিশেষণ করা। তাঁকে শুধু প্রণাম করতে হয় দূর থেকে। দিগন্ত শেষে যাঁর প্রতিচ্ছবি ভেসে ওঠে আচমকা। তাঁর হাসিমুখ তাঁর দুর্লঙ্ঘ্য বিশাল সৃষ্টির সামনে নতজানু হয়ে নির্বাক স্থবির হওয়া যায় শুধু। তিনি ঈশ্বর, তিনি রামকিঙ্কর...। বাঁকুড়া শহরের যুগীপাড়ার নিতান্তই হতদরিদ্র ঘর থেকে উঠে এসে গ্লোবাল ফিগার হয়ে ওঠা সেই চণ্ডে নাপ্তের ব্যাটা। সম্বল বলতে জন্মগত প্রতিভা বই কিচ্ছু ছিল না যাঁর। কনটেক্সচুয়াল মর্ডানিজমের পথিকৃৎ, দ্যা মাস্টার স্কাল্পচার অফ ইন্ডিয়া, রামকিঙ্কর বেইজ। যাঁর নিয়ে বলা শুরু করে সমরেশ বসু শেষ করে উঠতে পারেননি, যাঁর নিয়ে কাজ করতে শুরু করেও ঋত্বিক ঘটক চলে গেলেন পুরোটা বলার আগেই তাঁর নিয়ে আলাদা করে প্রণিধানযোগ্য বলে কিছু হয় কি! আকাশ বাতাস মহাসমুদ্রের মতোই তিনিও বর্ণনাতীত। বলার মাধ্যমে জানার মাধ্যমে আমরা শুধু তাঁকে নব্য আঙ্গিকে ভালবাসার যাচনাটুকু পরিতৃপ্ত করি মাত্র।

বইটি পড়তে গিয়ে একটি অংশে গিয়ে আমি কেঁদেছি। শেষবারের মতো তখন শান্তিনিকেতন ছেড়ে যাচ্ছেন "কিঙ্করদা"। এখানে এসেই বোধ হয় বাঁকুড়া থেকে আসা শিল্পী রামকিঙ্করের মূর্ত জীবন পূর্ণ হয়েছে। বাকি এস এস কে এম-এর চিকিৎসার দিনগুলি একটি উপন্যাসের এপিলগ বলা যায়। মনীন্দ্র গুপ্তও চাইলে এখানেই যবনিকা টেনে সরাসরি মৃত্যুতে চলে যেতে পারতেন। কিন্তু যথার্থ ক্লাইমেক্সের উপন্যাসের পরিপূর্ণতা তার কাছে বেশি জরুরি বলে মনে হয়েছে। রামকিঙ্করকে তিনি পাট খোলা শাড়ির মতো মেলে ধরেছেন। যেখানে অর্জন এবং ক্ষয় পাশাপাশি।

প্রকাশক হিসেবে অবভাসকে ধন্যবাদ। বেছে বেছে কি দারুণ কাজ করে!

রং কাঁকর রামকিঙ্কর
প্রকাশক - অবভাস।

  পাঠের দেশকালস্বপন চক্রবর্তীবিন্দু থেকে সিন্ধুতেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা, রূপায়ণ অজয় গুপ্তসাতগাঁর হাওয়া...
03/05/2025



পাঠের দেশকাল
স্বপন চক্রবর্তী
বিন্দু থেকে সিন্ধুতে
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা, রূপায়ণ অজয় গুপ্ত
সাতগাঁর হাওয়াতাঁতিরা
পরিমল ভট্টাচার্য
চিকিৎসা: বিজ্ঞান/ কাণ্ডজ্ঞান
বিষাণ বসু

নতুন বইগুলো বিশদে জানতে ও অনলাইনে কিনতে আমাদের ওয়েবস্টোর দেখুন https://www.ababhashbooks.com/

এছাড়া আমাদের দপ্তর, জেলা ও বাংলাদেশের মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে পাওয়া যাচ্ছে।

আজ "বিশ্ব বই দিবস"বই সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা--‘...মুদ্রণ সংস্কৃতির সঙ্গে তাল রেখে হরফ ও বানান সংস্কারে তাঁর উদ্যম, ...
23/04/2025

আজ "বিশ্ব বই দিবস"

বই সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা--

‘...মুদ্রণ সংস্কৃতির সঙ্গে তাল রেখে হরফ ও বানান সংস্কারে তাঁর উদ্যম, বিশ্বভারতীর প্রকাশনায় বাংলায় সর্বপ্রথম হাউস স্টাইল প্রবর্তনের চেষ্টা, ছোটোদের পাঠ্যপুস্তক নিয়ে তাঁর মৌলিক ভাবনা, ছবিকে ঘিরে বইয়ের টেক্সট নির্মাণ- যেমন তিনি ‘সে’ রচনা সময় করেছিলেন, এবং সর্বোপরি কবিতা ছাপার সময় পৃষ্ঠায় হরফ, ফাঁক, মার্জিন ও ইনডেন্টের অভিনব বিন্যাস- এ সমস্তের মধ্যেই মুদ্রণের প্রযুক্তি ও ছাপা বইয়ের বহিরঙ্গের সৃজনক্ষম সম্ভাবনাগুলি সম্পর্কে রবীন্দ্রনাথের নিরন্তর অনুশীলনের সাক্ষ্য খুব স্পষ্ট। আমাদের সংস্কৃতির আরও অন্য অনেক কিছুর মতো ছাপা বই সম্পর্কে বাঙালির রুচিবোধ ব্যপক অর্থে রবীন্দ্রনাথের কাছে ঋণী...’

#রবীন্দ্রনাথ_শিল্পরূপ_পাঠরূপ_গ্ৰন্থরূপ, স্বপন চক্রবর্তী সম্পাদিত।

অবভাস ababhash প্রকাশিত বইগুলো বিশদে জানতে ও কিনতে ওয়েবস্টোরের লিঙ্ক কমেন্টে দেখুন।
এছাড়া আমাদের দপ্তর ও মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে পাওয়া যাচ্ছে।

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস..চিকিৎসক বিষাণ বসুর  #চিকিৎসা_বিজ্ঞান_কাণ্ডজ্ঞান বই থেকে কয়েকটি লাইন..‘আপনি হয়তো বিজ্ঞানী নন। ব...
07/04/2025

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস..

চিকিৎসক বিষাণ বসুর #চিকিৎসা_বিজ্ঞান_কাণ্ডজ্ঞান বই থেকে কয়েকটি লাইন..

‘আপনি হয়তো বিজ্ঞানী নন। বিজ্ঞান গবেষকও নন। কিন্তু, বিজ্ঞান কোন পথে এগোবে, কোন প্রশ্নের উত্তর খুঁজবে, ব্যক্তিজীবন বা সমাজজীবনের ঠিক কতখানি পরিসর বিজ্ঞানকে ছাড়া যেতে পারে, এবং কতখানি অংশ বিজ্ঞানভাবনার আওতায় থাকাটা একান্ত জরুরি, সে নিয়ে আপনার আমার মতো সাধারণ নাগরিকের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’...

বইটি বিশদে জানতে লিঙ্ক কমেন্টে দেখুন।

 ' সাংপো অভিযানের জন্য কিন্টুপকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে যখন, সেইসময় দার্জিলিঙে এসে ছিল এক চিনা লামা। তিব্বতে ঢোকা...
03/04/2025



' সাংপো অভিযানের জন্য কিন্টুপকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে যখন, সেইসময় দার্জিলিঙে এসে ছিল এক চিনা লামা। তিব্বতে ঢোকার ছাড়পত্র ছিল তার কাছে, লিখতে পড়তেও জানত। কিন্টুপ ছিল নিরক্ষর। স্থির হয়, লামার ভৃত্য সাজিয়ে পাঠানো হবে কিন্টুপকে। ছাড়পত্রের সুবাদে তিব্বতে নিষিদ্ধভূমিতে তাদের বিচরণ হবে অবাধ, আর জরিপের তথ্য লিপিবদ্ধ করে রাখার ব্যাপারে লামা সাহায্য করবে কিন্টুপকে।'

ইতিমধ্যেই #শাংগ্ৰিলার_খোঁজে , পরিমল ভট্টাচার্য, #নতুন_মুদ্রণ ( অষ্টম) প্রকাশিত হয়েছে।

পাওয়া যাচ্ছে --

অবভাস ababhash - এর দপ্তর --
৩৬এ কলেজ রো, কলকাতা- ৭০০০০৯ ও কলেজ স্ট্রিটে মুখ্য বাংলা বইয়ের দোকান থেকে।
অনলাইনে -- লিঙ্ক কমেন্টে

Address

36A College Row
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when Ababhashbooks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ababhashbooks:

Share

Category

অ ব ভা স

ABABHASH

A Kolkata-based Publisher in the Business of Ideas

www.ababhashbooks.com