
31/03/2025
পরিবারের কোনও সদস্য মারা গেলে, তাঁর ব্যবহার্য জিনিস অনেক সময় রেখে দেওয়া হয়। তবে শাস্ত্র মতে, মৃত ব্যক্তির পোশাক, গয়না, ঘড়ি, জুতো বা বাসনপত্র ব্যবহার করা উচিত নয়। গরুড় পুরাণে বলা হয়েছে, এই জিনিসগুলিতে মৃত ব্যক্তির শক্তি থাকে, যা জীবনে সুখ আনতে পারে আবার দুর্ভাগ্যও বয়ে আনতে পারে।
মৃত ব্যক্তির জিনিস ব্যবহারের ফলে পিতৃ দোষ হতে পারে, যা বহু প্রজন্ম ধরে প্রভাব ফেলতে পারে। তাই, মৃত ব্যক্তির জিনিসপত্র পুড়িয়ে ফেলা বা দান করা উচিত, এতে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
(বিঃ দ্রঃ - এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি আমার বাংলা।)