AMAR BANGLA

AMAR BANGLA AMAR BANGLA - আমার বাংলা
( Digital Media )

Under Register Government Of India Ministry of Micro, Small & Medium Enterprises. Since 2009
www.amarbangla.in

AMAR BANGLA: নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পরিবেশনের অঙ্গীকার

AMAR BANGLA ভারতীয় ও আন্তর্জাতিক বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য একটি জনপ্রিয় ডিজিটাল সংবাদ মাধ্যম। এটি দ্রুত ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ এবং প্রাসঙ্গিক সংবাদ কন্টেন্টের জন্য সুপরিচিত। সংবাদ পরিবেশনের স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখেই AMAR BANGLA প্রতিনিয়ত পাঠকদের আস্থা অর্জন করে চলেছে।

বিশ্বের প্রতিটি মিনিটের আপডেট তুলে

ধরবো সবার আগে সবার সামনে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, মুম্বাই থেকে কলকাতা, পাহাড় থেকে শিল্পাঞ্চল সর্বত্রই রয়েছে " আমার বাংলা ডট ইন " চোখ। বিনোদন থেকে রাজনীতি, শিক্ষা থেকে সংস্কৃতি। বাদ যাবে না ক্রিকেট থেকে ফুটবল খেলার খোঁজখবর। বাদ যাবেনা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের নানা খবর । ভ্রমণ পিপাসু মানুষদের জন্য থাকছে ভ্রমণ বিষয়ক নানা খোঁজ খবর। তাই আর দেরি না করে, প্রতিটি মুহূর্তের খবরের সাথে নিজেকে আপডেট রাখতে চোখ রাখুন আমাদের " আমার বাংলা ডট ইন " পেজে।


#আমারবাংলা


AMAR BANGLA
Under Register Government Of India Ministry of Micro, Small & Medium Enterprises. Since 2009


For any Complaint or Dispute Regarding Any New Posted On AMAR BANGLA you can Send your Appeal on our mail id [email protected] to our Grievance Officer Mr Sid .

পরিবারের কোনও সদস্য মারা গেলে, তাঁর ব্যবহার্য জিনিস অনেক সময় রেখে দেওয়া হয়। তবে শাস্ত্র মতে, মৃত ব্যক্তির পোশাক, গয়না, ঘ...
31/03/2025

পরিবারের কোনও সদস্য মারা গেলে, তাঁর ব্যবহার্য জিনিস অনেক সময় রেখে দেওয়া হয়। তবে শাস্ত্র মতে, মৃত ব্যক্তির পোশাক, গয়না, ঘড়ি, জুতো বা বাসনপত্র ব্যবহার করা উচিত নয়। গরুড় পুরাণে বলা হয়েছে, এই জিনিসগুলিতে মৃত ব্যক্তির শক্তি থাকে, যা জীবনে সুখ আনতে পারে আবার দুর্ভাগ্যও বয়ে আনতে পারে।

মৃত ব্যক্তির জিনিস ব্যবহারের ফলে পিতৃ দোষ হতে পারে, যা বহু প্রজন্ম ধরে প্রভাব ফেলতে পারে। তাই, মৃত ব্যক্তির জিনিসপত্র পুড়িয়ে ফেলা বা দান করা উচিত, এতে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

(বিঃ দ্রঃ - এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি আমার বাংলা।)

বাড়ির আশেপাশে পাখির বাসা থাকলে পাখির কিচিরমিচির শোনা যায়। কখনও কখনও পায়রা ঘরে ঢুকেও আসে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, পায়রার...
30/03/2025

বাড়ির আশেপাশে পাখির বাসা থাকলে পাখির কিচিরমিচির শোনা যায়। কখনও কখনও পায়রা ঘরে ঢুকেও আসে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, পায়রার ডাক শুভ ও অশুভ, দুটোই হতে পারে।

শুভ লক্ষণ:
প্রথম প্রহরে পায়রার ডাক শোনা সুখ ও শান্তির প্রতীক। পায়রা খাওয়ালে কুন্ডলীতে বৃহস্পতি ও বুধের শক্তি বৃদ্ধি পায়।

অশুভ লক্ষণ:
চতুর্থ প্রহরে পায়রার ডাক বড় ক্ষতির ইঙ্গিত দেয়। ডান দিক থেকে পায়রা উড়ে গেলে তা অশুভ বলে মনে করা হয়।

তবে, বাড়ির আশেপাশে পায়রার আসা-যাওয়া শুভ।

(বিঃ দ্রঃ - এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি আমার বাংলা।)

বাস্তুশাস্ত্র মতে, ভুল বাস্তু জীবনে নেতিবাচক শক্তি বাড়ায়, বাধা সৃষ্টি করে সাফল্যে। কিছু সাধারণ জিনিস ঘরে রাখলেই নেমে আসত...
29/03/2025

বাস্তুশাস্ত্র মতে, ভুল বাস্তু জীবনে নেতিবাচক শক্তি বাড়ায়, বাধা সৃষ্টি করে সাফল্যে। কিছু সাধারণ জিনিস ঘরে রাখলেই নেমে আসতে পারে মহাবিপদ!

🔹 বন্ধ হয়ে যাওয়া ঘড়ি – এটি ভাগ্যের দরজা বন্ধ করে দিতে পারে।
🔹 জুতো-চটি – বাড়ির প্রধান দরজায় রাখলে বাড়ে নেতিবাচক শক্তি।
🔹 শুকনো গাছ – ঘরে রাখলে দুর্ভাগ্য ও বিপদ বাড়ায়।

এমন ভুল বাস্তু এড়িয়ে চলুন, জীবন হবে শুভ ও ইতিবাচক!

(বিঃ দ্রঃ - এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি আমার বাংলা।)

শাস্ত্র মতে, হনুমান স্বয়ং ত্রিকালদর্শী মহাদেবের অংশ। রামায়ণ অনুসারে, শ্রীরামের কাছ থেকে অমরত্বের বর পেয়েছিলেন তিনি। তাই ...
28/03/2025

শাস্ত্র মতে, হনুমান স্বয়ং ত্রিকালদর্শী মহাদেবের অংশ। রামায়ণ অনুসারে, শ্রীরামের কাছ থেকে অমরত্বের বর পেয়েছিলেন তিনি। তাই কলিযুগেও তাঁর অস্তিত্ব টিকে রয়েছে। মহাভারতে অর্জুনের পতাকায় ছিলেন বজরংবলী, কেউ তাঁকে আঘাত করতে পারেনি।

বিশ্বাস করা হয়, গন্ধমাদন ও কিষ্কিন্ধ্যা পর্বতে হনুমান এখনও অবস্থান করেন। অনেক সাধু-সন্ন্যাসী নাকি সেখানে তাঁর দর্শন পেয়েছেন। এমনকি, যেখানে রামায়ণ পাঠ হয়, সেখানেও তিনি উপস্থিত থাকেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।

(বিঃ দ্রঃ - এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি আমার বাংলা।)

এক ভক্ত প্রেমানন্দ মহারাজজির কাছে এসে জানান, মিথ্যা বলার কারণে তার স্ত্রী তাকে বিশ্বাস করতে পারেন না। মহারাজজি বলেন, সাম...
27/03/2025

এক ভক্ত প্রেমানন্দ মহারাজজির কাছে এসে জানান, মিথ্যা বলার কারণে তার স্ত্রী তাকে বিশ্বাস করতে পারেন না। মহারাজজি বলেন, সাময়িকভাবে পরিস্থিতি সামলাতে মিথ্যা বলা যায়, কিন্তু সমস্যা দূর হয় না, বরং বাড়ে।

তিনি পরামর্শ দেন, ধীরে ধীরে সত্য বলা অভ্যাস করতে হবে। হঠাৎ করে পুরোপুরি বদলানো কঠিন, তবে ধাপে ধাপে মিথ্যা ত্যাগ করলে জীবন স্বাভাবিক হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কে বিশ্বাস থাকাই সবচেয়ে জরুরি, না হলে সম্পর্কের মূল্য থাকে না।

বাড়ির বাস্তু  ও জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ঘরের দক্ষিণ দিকে আয়না রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে...
26/03/2025

বাড়ির বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ঘরের দক্ষিণ দিকে আয়না রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ দিকটি যমরাজের অধীনস্থ, এবং এই দিকে আয়না রাখার অর্থ হল মৃত্যুর দেবতাকে বাড়িতে আমন্ত্রণ জানানো। ফলে পরিবারের উপর নেমে আসতে পারে নানা ধরনের বিপদ ও দুর্ভাগ্য।

দক্ষিণ দিকে আয়নার প্রভাব কী হতে পারে?

জ্যোতিষীদের মতে, যদি ভুলবশত দক্ষিণ দেয়ালে আয়না রাখা হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা সরিয়ে ফেলা উচিত। না হলে এর ফলে—
✅ কেরিয়ারে বাধা: চাকরি বা ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে, বড় ক্ষতির মুখেও পড়তে পারেন।
✅ পারিবারিক অশান্তি: পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, ভাই-বোনের সম্পর্কের অবনতি হতে পারে।
✅ আর্থিক ক্ষতি: দেবী লক্ষ্মীর কৃপা কমতে পারে, যার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে।
✅ নেতিবাচক শক্তির প্রভাব: বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে, মানসিক চাপ ও হতাশা বাড়তে পারে।

কী করবেন?
🔹 যদি দক্ষিণ দিকে আয়না থেকে থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে নিন।
🔹 আয়না রাখার সঠিক দিক হল উত্তর বা পূর্ব দিক, যা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে।
🔹 ভুলভ্রান্তি দূর করতে বাড়িতে নিয়মিত গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করুন।

(বিঃ দ্রঃ - এই প্রতিবেদনের তথ্য বাস্তু ও জ্যোতিষীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। এর সত্যতা যাচাই করেনি আমার বাংলা।)

চলছে চৈত্র মাস, বাংলা বছরের শেষ মাস। এই মাসে বাঙালির একাধিক গুরুত্বপূর্ণ পার্বণ পালিত হয়। তার মধ্যে অন্যতম নীল ষষ্ঠী, যা...
25/03/2025

চলছে চৈত্র মাস, বাংলা বছরের শেষ মাস। এই মাসে বাঙালির একাধিক গুরুত্বপূর্ণ পার্বণ পালিত হয়। তার মধ্যে অন্যতম নীল ষষ্ঠী, যা এবছর ১৩ এপ্রিল, রবিবার পালিত হবে।

🌿 নীল ষষ্ঠীর বিশেষত্ব:
✅ সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বাঙালি মায়েরা উপবাস করেন।
✅ দেবাদিদেব মহাদেব ও মা ষষ্ঠীর পূজা করা হয়।
✅ অর্ঘ্য নিবেদন ও ব্রত পালনের মাধ্যমে সন্তানদের কল্যাণ কামনা করা হয়।

এরপর ১৪ এপ্রিল পালিত হবে চড়কপুজো, এবং ১৫ এপ্রিল নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন করা হবে।

শাস্ত্রমতে, আমাদের আশপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কেবল কাকতালীয় নয়, বরং এগুলোর নির্দিষ্ট অর্থ বা ইঙ্গিত থাকে। বিশেষ করে প...
24/03/2025

শাস্ত্রমতে, আমাদের আশপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কেবল কাকতালীয় নয়, বরং এগুলোর নির্দিষ্ট অর্থ বা ইঙ্গিত থাকে। বিশেষ করে পুজোর সময় ঘটে যাওয়া কিছু ঘটনা ভবিষ্যতের শুভ বা অশুভ ফলের ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। নিচে এমন কিছু ঘটনা ও তাদের শাস্ত্রীয় ব্যাখ্যা দেওয়া হলো—

🔥 ১. প্রদীপের শিখা ঊর্ধ্বমুখী হলে
পুজোর সময় প্রদীপ জ্বালানোর পর যদি তার শিখা একদম সোজা ও ঊর্ধ্বমুখী হয়, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। শাস্ত্রমতে, এর অর্থ হল—
✔ দেবতা পুজো গ্রহণ করেছেন।
✔ মনের ইচ্ছা পূরণ হতে চলেছে।
✔ পারিবারিক কল্যাণ ও সুখ আসবে।
✔ জীবনের বাধা দূর হওয়ার ইঙ্গিত দেয়।

🌸 ২. দেবতার মূর্তি থেকে ফুল পড়া
অনেক সময় পুজোর সময় আমরা দেবতার মূর্তির গায়ে ফুল অর্পণ করি বা অঞ্জলি দিই। যদি দেখা যায়, কিছুক্ষণ পর মূর্তি থেকে নিজে থেকেই ফুল পড়ে যাচ্ছে, তবে এটি অত্যন্ত শুভ সংকেত।

✔ মনের কামনা পূরণ হওয়ার সম্ভাবনা।
✔ জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে।
✔ ঈশ্বরের আশীর্বাদ লাভের ইঙ্গিত।
✔ কোনও মহৎ কাজ সফল হতে চলেছে।

👴 ৩. পুজোর সময় গুরুজনের আচমকা প্রবেশ
যদি পুজোর সময় হঠাৎ করেই কোনও গুরুজন বা বয়স্ক ব্যক্তি ঘরে প্রবেশ করেন, তাহলে শাস্ত্রমতে এটি খুবই শুভ লক্ষণ।

✔ জীবনের চলমান ঝামেলা দূর হতে চলেছে।
✔ অর্থনৈতিক উন্নতি এবং শান্তির ইঙ্গিত।
✔ ঈশ্বরের আশীর্বাদ সরাসরি লাভ করা।
✔ সংসারে সুখ-সমৃদ্ধি আসবে।

😢 ৪. পুজোর সময় চোখের জল পড়া
অনেক সময় পুজোর সময় মন এতটাই ভক্তিময় হয়ে ওঠে যে, চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়ে। এটি অত্যন্ত শুভ লক্ষণ।

✔ এর মানে হল, ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা পৌঁছে গেছে।
✔ তিনি আপনার দুঃখ, কষ্ট বা সংকট দূর করতে পারেন।
✔ এটি আত্মার শুদ্ধতা ও ভক্তির প্রতীক।
✔ কোনও পুরনো ইচ্ছা বা অভিলাষ পূরণ হতে চলেছে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদন মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি আমার বাংলা।

বিহারের সীতামারহির যুবক অমিত কুমারের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়েছিল শেওহরের বাসিন্দা খুশবু কুমারীর। বিয়ের পর রিসেপশন, ফুলশ...
10/03/2025

বিহারের সীতামারহির যুবক অমিত কুমারের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়েছিল শেওহরের বাসিন্দা খুশবু কুমারীর। বিয়ের পর রিসেপশন, ফুলশয্যা—সব কিছুই হয়েছিল যথাযথভাবে। কিন্তু হানিমুনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ই ঘটল চাঞ্চল্যকর ঘটনা।

গত ২৪ ফেব্রুয়ারি মুজাফ্ফরপুর রেলওয়ে জংশনে স্ত্রীকে নিয়ে ট্রেনে ওঠেন অমিত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পান, স্ত্রী ট্রেনে নেই! প্রথমে ভেবেছিলেন, হয়তো ভুলবশত কোথাও চলে গেছেন। ট্রেনের পরের স্টেশনেই নেমে স্ত্রীকে খুঁজতে শুরু করেন তিনি। কিন্তু কোথাও খোঁজ না মেলায় সন্দেহ দানা বাঁধে। পরে জানা যায়, খুশবু স্টেশন থেকে হারিয়ে যাননি, বরং প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন।

অমিতের অভিযোগ, এটি ছিল পরিকল্পিত। বিয়ের সময় পাওয়া ১০-১২ হাজার টাকা ও ৫০-৬০ হাজার টাকার গয়না নিয়ে পালিয়েছেন খুশবু। ১ মার্চ মুজাফ্ফরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীকে কু*ড়ু*ল দিয়ে কু*পিয়ে খু*ন করার পর আ*ত্ম*ঘা*তী হয়েছিলেন অভয়...
10/03/2025

মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীকে কু*ড়ু*ল দিয়ে কু*পিয়ে খু*ন করার পর আ*ত্ম*ঘা*তী হয়েছিলেন অভয় রাজ যাদব। শুক্রবার চলছিল তাঁর শেষকৃত্যের কাজ। কিন্তু পরদিন ভোরে সেই চি*তার ওপরে তাঁর দাদু রমাবতার যাদবের পু*ড়ে যাওয়া দে*হ পাওয়া যায়, যা গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ডেপুটি পুলিশ সুপার গায়েত্রী ত্রিপাঠি জানান, অভয় রাজ কেন স্ত্রী সবিতা যাদবকে হ*ত্যা করেছিলেন, তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত রমাবতার বাড়িতে ছিলেন। পরে নিখোঁজ হয়ে যান, আর সকালে শ্ম*শানে গিয়ে দেখা যায়, তিনিও চি*তায় ঝাঁ*প দিয়েছেন।

পরপর তিনটি মৃ*ত্যু*র ঘটনায় রহস্য দানা বাঁধছে। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

মেষ - মনে অস্থিরতা থাকবে।বৃষ- উচ্চশিক্ষায় সাফল্য।মিথুন- সন্তানের শারীরিক সমস্যা।কর্কট- অর্থ বল বাড়বে।সিংহ- সুখবর পেতে ...
10/03/2025

মেষ - মনে অস্থিরতা থাকবে।
বৃষ- উচ্চশিক্ষায় সাফল্য।
মিথুন- সন্তানের শারীরিক সমস্যা।
কর্কট- অর্থ বল বাড়বে।
সিংহ- সুখবর পেতে পারেন।
কন্যা- দেহকষ্টের যোগ।
তুলা- সন্তানের বিদ্যা শিক্ষায় সাফল্য।
বৃশ্চিক- পেশায় উন্নতি।
ধনু- একাধিক সূত্রে অর্থাগম ।
মকর- কাজকর্মে কাঙ্ক্ষিত উন্নতি।
কুম্ভ- অর্থভাগ্য অনুকূল।
মীন- ক্রোধ সংবরণ করুন।

Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য " আমার বাংলার" নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷

🛕 জন্ম তারিখেই লুকিয়ে আপনার ইষ্টদেবতার রহস্য!হিন্দু ধর্ম মতে, প্রত্যেক ব্যক্তির ইষ্টদেবতা নির্ধারিত হয় তাঁর জন্ম তারিখ অ...
09/03/2025

🛕 জন্ম তারিখেই লুকিয়ে আপনার ইষ্টদেবতার রহস্য!

হিন্দু ধর্ম মতে, প্রত্যেক ব্যক্তির ইষ্টদেবতা নির্ধারিত হয় তাঁর জন্ম তারিখ অনুযায়ী। জানুন, কোন তারিখে জন্ম হলে কে হন আপনার ইষ্টদেবতা—

🔹 ১, ১০, ১৯, ২৮ → ভগবান বিষ্ণু
🔹 ৫, ৭, ১৪, ১৬, ২৩, ২৫ → গণেশ
🔹 ২, ১১, ২০, ২৯ → মহাদেব
🔹 ৪, ১৩, ২২, ৩১ → দেবী সরস্বতী
🔹 ৯, ১৮, ২৭ → হনুমানজী
🔹 ৬, ১৫, ২৪ → দেবী লক্ষ্মী
🔹 ৮, ১৭, ২৬ → শ্রীকৃষ্ণ
🔹 ৩, ১২, ২১, ৩০ → দেবী দুর্গা

💫 জন্ম তারিখ অনুযায়ী সঠিক ইষ্টদেবতার উপাসনা করলে জীবনে সমৃদ্ধি ও সাফল্য আসতে পারে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when AMAR BANGLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMAR BANGLA:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share