
30/08/2024
মদ খেয়ে বাড়িতে ঢুকে কারও সাথে কথা বলার রিস্ক নিলাম না। সোওজা বাথরুমে গিয়ে ভা-আলো করে স্নান করে খেতে বসে গেলাম। প্ল্যান ছিলো খাওয়া শেষ করেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়বো।
খাওয়ার সময় বাবা কিছু একটা বলতে এসেছিলেন, কিন্তু আমি এমন একটা ভাব করলাম যেন তাঁকে দেখতেই পাইনি। পকেট থেকে মোবাইল বের করে কথা বলার অভিনয় শুরু করলাম।
কথা বলতে থাকলাম, "হ্যাঁ বস... না বস! সব কাজ করে গুছিয়ে রেখে এসেছি তো... ও সরি... হুম হুম... আচ্ছা... ও!"
খাওয়া শেষ করলাম। বাবা জিজ্ঞেস করলেন, "অফিসে কি কাজের খুব চাপ?"
বললাম, "হ্যাঁ, খুব।"
বাবা বললেন, "তোমাদের অফিসে কি কেউ মদ্যপান করে?"
বললাম, "নাতো! সবাই খুব ভালো, সম্ভ্রান্ত পরিবারের সন্তান।"
বাবা বললেন, "দেখো আবার, মদ-টদ খাওয়া শুরু কোরো না যেন। এসব ভালো না।"
বললাম, "হ্যাঁ, বাবা।"
বাবা আবার বললেন, "মদ-সিগারেট এসব খাওয়ার অভ্যেস তো তোমার নেই, তাই না?"
বললাম, "নাহ্, ভগবান সাক্ষী। ওসব খাওয়া পাপ।"
এরপর হঠাৎ করে বাবা স্যান্ডেল দিয়ে আমাকে পেটাতে শুরু করলেন। সে কী মার রে ভাই! আমি তো বুঝতেই পারলাম না যে বাবা বুঝলেন কি করে !!
পেটাতে পেটাতে একটু পরে উনি নিজেই উত্তর দিয়ে দিলেন। বললেন, "কুত্তার বাচ্চা, মদ সিগারেট খাস না... তাই না? তাহলে আমাকে এবার বোঝা যে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে, যাতে সিগারেটের প্যাকেট কানে লাগিয়ে বসের সাথে কথা বলা যায়?"