Itu life style

Itu life style Hi friends ami itu.tomader sobaike amr page welcome. my you tube channel name -Itu life style.

03/09/2025

#রাত ১১টাই সঞ্চিতাদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে এসে তবে ওর শান্তি হলো।......
দিদির সাথে খেলবে কিছুতেই ঘুমোবে না......

 #এক পেঁপের ভিতর আর এক পেঁপে কি অদ্ভুত দৃশ্য।।ভগবান কি আমার হাতেই যত অদ্ভুত দৃশ্যগুলো লিখে রেখেছে দেখার জন্য, দু এক বছর ...
29/08/2025

#এক পেঁপের ভিতর আর এক পেঁপে কি অদ্ভুত দৃশ্য।।
ভগবান কি আমার হাতেই যত অদ্ভুত দৃশ্যগুলো লিখে রেখেছে দেখার জন্য, দু এক বছর আগে আমি আমার বাড়িতেই পাঁচপাতা বেলপাতা পেয়েছিলাম সেটাও একটা বিরল দৃশ্য কোটি কোটি মানুষের ভিতরে একটা মানুষ পায়,
তবে যাই হোক এই অদ্ভুত দৃশ্যগুলো যে আমি দেখতে পাই এর জন্য আমার ভালই লাগে আর ভগবান কে অসংখ্য ধন্যবাদ এরপরে আরো যদি কিছু দেখতে পাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব🙏🙏





29/08/2025

#খুব ইচ্ছা ছিল মানির জন্মদিনের সমস্ত কিছু রান্না বান্না আমি নিজেই করব , তার সাথে কেকটাও আমি নিজেই বানাবো কিন্তু দুর্ভাগ্যবশত কেক বানানোর জন্য যেসব জিনিস লাগে সবই অর্ডার দিয়েছি বাট এসে পৌঁছায় নি।
এতদিন বানাতাম না বাড়িতে মাইক্রোওভেন ছিল না বলে। তো এবার নিয়েছি মাইক্রোওভেন কিন্তু যেগুলো দিয়ে বানাবো সেগুলো কিছু কিছু জিনিস এসে পৌঁছায়নি তাই আমাকে বাইরে থেকেই কেক কিনে আনতে হলো,
সামনের বছর অবশ্যই কেক থেকে শুরু করে সমস্ত রান্নাবান্না আমি করে দেবো মানি।
যাইহোক অনেক অনেক ভালো থাকো অনেক বড় হও আমি চাই তোমার সব স্বপ্ন পূরণ করুক ভগবান 🙏🙏

১.  #পাঁচ রকম ভাজা করেছি আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা,চিকেন পকরা ,মাছ ভাজা, এগ পোজ মানি কোন সবজি খায় না এই কারণে এই পাঁচ র...
28/08/2025

১. #পাঁচ রকম ভাজা করেছি আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা,চিকেন পকরা ,মাছ ভাজা, এগ পোজ মানি কোন সবজি খায় না এই কারণে এই পাঁচ রকম ভাজা করতে হলো এগুলোইও ভালোবাসে।
২. #নরমাল বাসমতি রাইস আমাদের বাড়ির সবাই ফ্রাইড রাইস পছন্দ করে না, এই কারণে নরমাল রাইসটাও করতে হলো।
৩. #কাতলা মাছের মাথা দিয়ে ভেজ ডাল মানি এটাই পছন্দ করে।
৪. #চিংড়ি ভাপা একটু আলু দিয়েছি ওর আবার আলু না হলে ভালো লাগেনা।
৫. #দই কাতলা ভাবলাম হলুদ দেব না কিন্তু আমার মেয়ের আবার একটু ছুচি বাই আছে হলুদ না দিলে ওনার আবার তরকারি টেস্ট লাগেনা।
৬. #ফ্রাইড রাইস করেছি, এটা মানির খুবই পছন্দের। ওকে জিজ্ঞাসা করলাম আজ কি বানিয়ে দেবো তোর জন্য ও শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই দুটো খাবারই খেতে চেয়েছে কিন্তু আমি ওর পছন্দের খাবারগুলো সবই বানিয়েছি।
৭. #চিলি চিকেন এটা ২-৩ দিন ধরে বলছে আমার জন্মদিনের দিন মা চিলি চিকেন করবা।
৮. #চিকেন দিয়ে ঘুগনি এটা রাত্রে খাওয়া হবে তার সাথে লুচিও হবে।
৯. #পায়েস এর ভিতরে কিছু দিতে পারিনি তার কারণ আমার মানি পায়েশে কাজু ,কিসমিস কিছু পছন্দ করে না।
১০. #চাটনি করেছি পেঁপে , কমলালেবু ,আনারস, খির খেজুর, আমসত্ত্ব দিয়ে জেলি।
১১. #পাপড় মানির পছন্দ না হলেও এটা তো দিতেই হয়।
১২. #লাল দই মানি লাল দই ছাড়া খাইনা ও লাল দই খুব ভালোবাসে।
১৩. #পাঁচ রকমের মিষ্টি সেটা ও নিজেই পছন্দ করে নিয়ে এসেছে।
এবার তোমরা অবশ্যই জানাবে খাবারগুলো কেমন হয়েছে ?

27/08/2025

#সকালে উঠেই টু থ্রি লিখতে হবে তোর? pampers খুলে খাবার খেয়ে পড়তে বলেছি বলে আমাকে এত রাগ দেখাচ্ছিস ।।

 #আমরা ছোট থেকেই এই কথা শুনে আসছি আজকে খাবার দে কালকে দেখিস ঘরে উঠে আসবে দরজা খোলা পেলে..........আচ্ছা তোমরাই বল এটা কি ...
26/08/2025

#আমরা ছোট থেকেই এই কথা শুনে আসছি আজকে খাবার দে কালকে দেখিস ঘরে উঠে আসবে দরজা খোলা পেলে..........
আচ্ছা তোমরাই বল এটা কি বলার খুবই দরকার আছে?
ওরা কিসের জন্য আসে,শুধু তো একটু খাবারের খোঁজে মানে পেটের খিদে মেটানোর জন্য, যদি কোন খাবার পায় সেই আশাই ........
এসে তোমার ঘর বাড়ি নিয়ে চলে যাবে অথবা তোমার জিনিসপত্র ভেঙ্গেচুরে ফেলবে তাও নয়......
যখন আসে তখন যদি তুমি কিছু খাবার তাদেরকে নিজে থেকে দাও দেখবে চুপচাপ খেয়ে চলে যাবে কিন্তু আমরা তা করি না তাকে তাড়ানোর জন্য এমন ভাবে পিছনে পরি যে তারা বাধ্য হয় আমাদের জিনিসপত্র গুলো নষ্ট করতে.........
বলার তো অনেক কিছু আছে থাক আর বেশি কিছু বলে কথা বাড়ালাম না শুভ রাত্রি 🙏🙏🙏🙏

26/08/2025

#সারাদিন এত দুষ্টুমি করে ঘর এলোমেলো করলে কি করে আমি সংসারটা গুছিয়ে রাখি বল 😭😭😭😭


#ভিডিওভাইরালシ

 #খাবারটা দেখতে খুব সুন্দর না?কিন্তু এর সাথে যে গল্পটা জড়িয়ে আছে সেটা আরো সুন্দর একটু শোনো তাহলেই বুঝতে পারবে, আমি mee...
25/08/2025

#খাবারটা দেখতে খুব সুন্দর না?কিন্তু এর সাথে যে গল্পটা জড়িয়ে আছে সেটা আরো সুন্দর একটু শোনো তাহলেই বুঝতে পারবে,
আমি meesho তে অর্ডার দিয়েছিলাম ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার কেক বানানোর জন্য ভুলবশত আমার কাছে এই waffle maker চলে আসে,.... আমি তো সঙ্গে সঙ্গে দেখেই রিটার্ন করে দিয়েছি, বাট মানি স্কুল থেকে এসে এটা দেখে এত আনন্দ করছে ও তো কিছুতেই রিটার্ন দিতে দেবে না আর আমি সত্যিই জানতাম না এটার নাম কি আর এটাতে কি খাবার বানানো হয় .........
মেশিনটার নাম আর খাবারটার নামও মানি বলল আমাকে, এরপর আমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখলাম হ্যাঁ সত্যি এই খাবারটা বানানো হয়...
খাবারটা বানানো দেখে আমারও খুব ভালো লাগলো,
দেখতেও খুব সুন্দর আর বাচ্চাদের জন্য তো খুবই পারফেক্ট....
তখনই আমি এটা বানিয়েছি আর এতটা সুন্দর হয়েছে তোমরাই দেখো কি করে রিটার্ন দেই বল এত সুন্দর জিনিসটা ,সো এটা রেখে দিয়েছি তোমাদের কেমন
লাগছে আমাকে অবশ্যই জানিও❤️‍🩹❤️‍🩹
আমাদের লাইফের সাথেও প্রতিনিয়ত এই ভুলগুলো করে থাকি এর থেকে বোঝা গেল যে, কোন কিছু দেখে মানে সে মানুষও হতে পারে কোন পশুও হতে পারে বা কোন বস্তুও হতে পারে ,
তার বিষয়ে না জেনে, না বুঝে হট করে তাকে তাচ্ছিল্য করা ঠিক না কে জানে সেটাই তোমার ভবিষ্যতে খুবই পছন্দের হয়ে দাঁড়াবে তাই সবকিছুকেই শ্রদ্ধা করো ভালোবাসো 🙏🙏🙏


25/08/2025

gluta -hya নতুন বডি লোশনটা একদম স্কিনের সাথে যে এত সুন্দর মিশে যাবে সত্যি বিশ্বাস হচ্ছিল না, খুবই ভালো প্রোডাক্টটা👍👍👍👍 তার সাথে maybelline waterproof mascara, দুটোই অসাধারণ❤️‍🩹❤️‍🩹





 #যখন তোমার দরকার ছিল তোমাদের চিহ্নমাত্র পেলাম না এখন সাজি সাজি ফুটছ,শ্রাবণ মাসে কোথায় ছিলে গো তুমি 😭😭😭😭
25/08/2025

#যখন তোমার দরকার ছিল তোমাদের চিহ্নমাত্র পেলাম না এখন সাজি সাজি ফুটছ,শ্রাবণ মাসে কোথায় ছিলে গো তুমি 😭😭😭😭

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Misti Paul, Raghunath Pal, Jahid Hossain
13/03/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Misti Paul, Raghunath Pal, Jahid Hossain

শিব নিবাস ♥️♥️♥️♥️
10/03/2024

শিব নিবাস ♥️♥️♥️♥️

Address

Hanskhali
Krishnagar City

Alerts

Be the first to know and let us send you an email when Itu life style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share