
07/07/2025
এক অদ্ভুত এই সমাজ আমাদের, অকারনে স্বামীর হাতে মার খাবেন, আর শশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম, রাগের সময় ওর সাথে তর্ক করো কেন ?
নিজের বাবা মাকে বলবেন ?
বলবে মানিয়ে নিয়ে চল, মারুক কাটুক ওটাই তোর ঘর, শশুর বাড়ি স্বামীর মার কে 'মার' বলেনা 'শাসন' বলে !
পাড়া পড়শি মিনিয়ে মিনিয়ে এসে বলবে মেয়েটির নিশ্চয় কোনো দোষ আছে নাহলে
এত মার খায় নাকি !
নিজের স্ত্রীকে যখন মেজাজ নিয়ে কথা বলবেন তখন আপনি পুরুষ, সিংহ পুরুষ আর যখন নরম নরম গলায় নিচু স্বরে ডাকবেন তখন আঁচল ধরা বেড়াল !
সংসারটা আপনার, বৌ টিও আপনার, যে মেয়েটিকে বা মহিলাটিকে বৌ করে ঘরে নিয়ে এসেছেন, তার দিকে একবার তাকান।
আপনি বাজার করে নিয়ে আসলে আপনিও খান আপনার পরিবার খায়, তার কষ্ট করে রান্না করা খাবার।
আপনার বাবা কে বাবা ও মাকে মা বলে ডাকে।
আপনার ও আপনার পরিবারের বিপদে আপদে কাউকে পাশে পান আর নাই পান, কেউ পাশে থাকুক আর নাই থাকুক আজীবন এই মেয়ে, মহিলাটিকেই আজীবন পাশে পাবেন আপনার পাশে আপনার পরিবারের পাশে।
তাই আপনার স্ত্রী কে সব সময় ভালো রাখার রাখার দায়িত্ব আপনার সেটা এই সমাজের নয় !!
"স্ত্রীকে যদি আবশ্যক জ্ঞান করি তবে স্ত্রী দাসী,
স্ত্রীকে যদি ভালোবাসি তবে সে লক্ষ্মী।"
অবশ্যই কাপুরুষে বউ মারে বা বাজে ভাষায় গালাগালি করে কারণ তাদের পারিবারিক শিক্ষাই এটা।
সংগৃহীত 🌸🌸