RuhiAlip Official

RuhiAlip Official personal vlogs and video creation
(3)

এক অদ্ভুত এই সমাজ আমাদের, অকারনে স্বামীর হাতে মার খাবেন, আর শশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম, রা...
07/07/2025

এক অদ্ভুত এই সমাজ আমাদের, অকারনে স্বামীর হাতে মার খাবেন, আর শশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম, রাগের সময় ওর সাথে তর্ক করো কেন ?

নিজের বাবা মাকে বলবেন ?
বলবে মানিয়ে নিয়ে চল, মারুক কাটুক ওটাই তোর ঘর, শশুর বাড়ি স্বামীর মার কে 'মার' বলেনা 'শাসন' বলে !

পাড়া পড়শি মিনিয়ে মিনিয়ে এসে বলবে মেয়েটির নিশ্চয় কোনো দোষ আছে নাহলে
এত মার খায় নাকি !

নিজের স্ত্রীকে যখন মেজাজ নিয়ে কথা বলবেন তখন আপনি পুরুষ, সিংহ পুরুষ আর যখন নরম নরম গলায় নিচু স্বরে ডাকবেন তখন আঁচল ধরা বেড়াল !

সংসারটা আপনার, বৌ টিও আপনার, যে মেয়েটিকে বা মহিলাটিকে বৌ করে ঘরে নিয়ে এসেছেন, তার দিকে একবার তাকান।
আপনি বাজার করে নিয়ে আসলে আপনিও খান আপনার পরিবার খায়, তার কষ্ট করে রান্না করা খাবার।

আপনার বাবা কে বাবা ও মাকে মা বলে ডাকে।
আপনার ও আপনার পরিবারের বিপদে আপদে কাউকে পাশে পান আর নাই পান, কেউ পাশে থাকুক আর নাই থাকুক আজীবন এই মেয়ে, মহিলাটিকেই আজীবন পাশে পাবেন আপনার পাশে আপনার পরিবারের পাশে।

তাই আপনার স্ত্রী কে সব সময় ভালো রাখার রাখার দায়িত্ব আপনার সেটা এই সমাজের নয় !!

"স্ত্রীকে যদি আবশ্যক জ্ঞান করি তবে স্ত্রী দাসী,
স্ত্রীকে যদি ভালোবাসি তবে সে লক্ষ্মী।"

অবশ্যই কাপুরুষে বউ মারে বা বাজে ভাষায় গালাগালি করে কারণ তাদের পারিবারিক শিক্ষাই এটা।

সংগৃহীত 🌸🌸

"তোমার সন্তান, তোমার দায়িত্ব। যারা যা খুশি বলুক..."তারা বলে—আমি বাড়াবাড়ি করি,বলে—আমি শিশুকে বেশি কোলে রাখি,বলে—আমি ওক...
07/07/2025

"তোমার সন্তান, তোমার দায়িত্ব। যারা যা খুশি বলুক..."

তারা বলে—আমি বাড়াবাড়ি করি,
বলে—আমি শিশুকে বেশি কোলে রাখি,
বলে—আমি ওকে সবসময় নিজের সঙ্গে জড়িয়ে রাখি।
বলে—আমি ওকে অত্যধিক নির্ভরশীল করে ফেলছি।

কিন্তু তারা ছিল কোথায়, যখন আমি রাতের অন্ধকারে বাথরুমে বসে নিঃশব্দে কেঁদেছি?
যখন বাচ্চাটি বুকের উষ্ণতা না পেলে ঘুমোত না, তখন কোথায় ছিল তারা?
যখন আমাকে প্রতিদিন ঠিক করতে হতো—নিজে খাবে, না বাচ্চার জন্য খাবার বানাবে?

তারা কিছু না জেনেই বিচার করে।
তারা আমার যন্ত্রণাগুলোকে বোঝে না, কারণ তারা কখনো আমার জায়গায় ছিল না।

হ্যাঁ, আমি ওকে কোলে রাখি—কারণ ওইটুকু শরীরের ভরই তো এখন আমার পৃথিবী।
হ্যাঁ, আমি নিজের অনেক কিছু বিসর্জন দেই—কারণ ওর একটুখানি হাসিই আমার পুরস্কার।
হ্যাঁ, আমি ঠিকঠাক ঘুমাই না—কারণ ওর নিঃশ্বাসের শব্দ আমার শান্তি।

এই শিশুটি হাওয়ায় ভেসে আসেনি—আমি তাকে বুকে বয়ে এনেছি, যন্ত্রণা সয়ে এনেছি, ভালোবেসে লালন করছি।
আমি চাই না, বাইরের কটু কথাগুলো ওর শৈশবকে বিষিয়ে দিক।

তারা বলুক আমি দুর্বল,
তারা বলুক আমি বেশি আগলে রাখি,
তারা বলুক আমি মাতৃত্বে ডুবে গেছি—
তাদের বলার অধিকার আছে, কিন্তু বোঝার নয়।

আমি মা হয়েছি কাউকে প্রমাণ করার জন্য নয়—
আমি মা হয়েছি কারণ আমার সন্তান আমাকে চোখ বন্ধ করে ভরসা করে।

যেসব মা আজও নিঃশব্দে বুকের ভেতর কান্না লুকিয়ে এগিয়ে চলেছেন—
জেনে রেখো, তুমি একা নও।
তোমার মায়া, তোমার নিঃস্বার্থ ভালোবাসা—এই দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ শক্তি।

তুমি মা। তুমি অলৌকিক। তুমি অপরাজেয়।
✍️( সংগৃহীত)

ইংরেজিতে 'প্রেগন্যান্ট অ্যান্ড প্রিটি স্টেজ' বলে একটা টার্ম আছে।এটাকে বলে- গর্ভাবস্থার সপ্তম মাসে একজন মেয়ের উপরে স্বর্...
07/07/2025

ইংরেজিতে 'প্রেগন্যান্ট অ্যান্ড প্রিটি স্টেজ' বলে একটা টার্ম আছে।

এটাকে বলে- গর্ভাবস্থার সপ্তম মাসে একজন মেয়ের উপরে স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে!

এই দেশের কতজন মেয়ে গর্ভাবস্থায় প্রোপার কেয়ারটুকু পায়? একজন মেয়েকে ওই নয়টা মাস অন্তত মাথায় করে রাখা উচিত।

আপনার স্ত্রী যখন লজ্জায় গাল লাল করে নীচু
গলায় আপনাকে কনসিভ করার খবর জানিয়েছিলো তখন কী করেছিলেন? আনন্দের আতিশয্যে তাকে কোলে তুলে নিয়েছিলেন?

খুবই ভালো কথা। সঙ্গে সঙ্গে নিজের কর্মতালিকাও ঠিক করে ফেলুন:-

রোজ অফিস থেকে ফিরে তার ফোলা পেটে
মাথা রেখেই কর্তব্য সম্পন্ন করবেন না। গোসল শেষে তার চুল আঁচড়ে দিন, মুখে তুলে খাইয়ে দিন।

এই সময় অনেক মেয়েই নিজের এবড়োথেবড়ো শরীর নিয়ে হীনমন্যতায় ভোগে। তার প্রশংসা করুন। এক মুহূর্তের জন্যেও যেন তার মুখ মলিন না হয়।

আপনার মাথায় যদি থাকে- মেয়েটা পরম মমতায় আপনারই অস্তিত্ব নিজের মধ্যে ধারণ করছে; তাহলে তাকে কোনোভাবেই অবহেলা করতে পারবেন না।

রাতে ঘুমুতে যাবার আগে তার কপালে চুমু খাওয়ার সময় মনে রাখবেন- আপনাদের ছোটো ছোটো ভালোবাসায় পেটের বাচ্চা দারুণভাবে
আন্দোলিত হয়!

আমেরিকায় সন্তান ডেলিভারির সময় স্বামীকে
তার স্ত্রীর হাত ধরে রাখতে হয়। এর পেছনের উদ্দেশ্যও দারুণ!

সন্তান জন্মদানের সময় একজন নারী যে বর্ণনাতীত কষ্ট হাসি মুখে বরণ করে, সেটা খুব
কাছ থেকে দেখলে তাকে অবলা ভেবে
অবজ্ঞা করা সম্ভব না।

ভেবে দেখুন, আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েই
তারস্বরে কেঁদে উঠছে! সেই কান্নার শব্দ শোনা মাত্র আপনার স্ত্রী তার সব কষ্ট ভুলে যাচ্ছে!

সদ্য মা হওয়া আপনার স্ত্রীর চোখে আনন্দাশ্রু
আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি।
এই অলৌকিক দৃশ্য এক্সপেরিয়েন্স করতে ইচ্ছা
হয় না?

সংগৃহীত 🌸🌸

আমার সোনা পাপা নাম....... Agniv Biswas অগ্নিভ বিশ্বাস নামটা কেমন তোমরা জানিও কিন্তু 🥰🥰
07/07/2025

আমার সোনা পাপা নাম.......

Agniv Biswas অগ্নিভ বিশ্বাস

নামটা কেমন তোমরা জানিও কিন্তু 🥰🥰

আমার পাপা আবার আমাকে রেখে ডিউটি চলে গেলো 😥😥মিস ইউ পাপা আবার কবে আসবে তুমি পাপা 😔😔
28/06/2025

আমার পাপা আবার আমাকে রেখে ডিউটি চলে গেলো 😥😥

মিস ইউ পাপা

আবার কবে আসবে তুমি পাপা 😔😔

বাবা ছেলে 💖🌸🥰 কেমন লাগছে জানিও
24/06/2025

বাবা ছেলে 💖🌸🥰 কেমন লাগছে জানিও

আমার সোনা বাবা 🌸💖 শুভ সকাল
24/06/2025

আমার সোনা বাবা 🌸💖 শুভ সকাল

রাধে রাধে 🌸💖 শুভ রাত্রি বন্ধুরা ....
19/06/2025

রাধে রাধে 🌸💖 শুভ রাত্রি বন্ধুরা ....

My Papa my Super Hero 😘 love you papa তুমি তাড়াতাড়ি আসো পাপা        #পাপাবেটা            #আমারজান
16/06/2025

My Papa my Super Hero 😘 love you papa

তুমি তাড়াতাড়ি আসো পাপা

#পাপাবেটা #আমারজান

2020 সাল 17 জুন মানে  দিনটা কাল ...😌পাসিং আউট... সোনার পাপার চাকরি 5 বছর পূর্ণ হয়ে যাবে কাল 😌.... এটাও আমার একটা স্বপ্ন...
16/06/2025

2020 সাল 17 জুন মানে দিনটা কাল ...😌পাসিং আউট...

সোনার পাপার চাকরি 5 বছর পূর্ণ হয়ে যাবে কাল 😌....

এটাও আমার একটা স্বপ্ন ছিল তোমার এই দিনটা নিজের চোখে দেখার ..আর ভোলানাথ সেটা পূরণ করেছে আমার 🌸🙏

দেখতে দেখতে বছর গুলো কিভাবে হারিয়ে যায়...আর দিনগুলো স্মৃতির পাতায় রয়ে যায়..🥹 খুব মিস করি ফেলে আসা দিনগুলি...😭😭

তাইতো বলি নিঃশ্বাসে বিশ্বাস নেই,টাই যত টুকু বাঁচবো যেনো বাঁচার মত করেই বাঁচবো..কোনো আক্ষেপ থাকবে না..দুঃখ কষ্ট থাকবে না.. ঝগড়া অশান্তি থাকবে না ... সব পরিস্থিতি তে নিজেদের কে মানিয়ে নিয়ে বাঁচবো... কখনো তোমার কাছে আমার চাহিদা থাকবে না..আমার দামী গয়না শাড়ী ড্রেস দাও..আমার চাহিদা শুধু আমাদের তিন জনের একটা Happy Life হোক 🙏🌸 ...

ডেডিকেটেড টু মনির বাবা ...❤️❤️

#আমারজান #পাপাবেটা

বাবা হওয়ার পরই কিছু দিনের মধ্যে প্রথম পিতৃ দিবস 💖 Happy Father's Day Papa 💖🌸 My Super Hero 😘😘 My Ideal ❤️ Love you so m...
15/06/2025

বাবা হওয়ার পরই কিছু দিনের মধ্যে প্রথম পিতৃ দিবস 💖

Happy Father's Day Papa 💖🌸 My Super Hero 😘😘 My Ideal ❤️ Love you so much papa

তুমি তাড়াতাড়ি বাড়ি আসো 😌

#পাপাবেটা #আমারজান

আমার আর আমার ছেলের জীবন এটাই💖 আমি যতদিন বাঁচবো সারাজীবন রেখে দেবো যত্ন করে😌এখন তো তুচ্ছ পচা একটা জিনিস এটা🤮কিন্তু মনে আছ...
13/06/2025

আমার আর আমার ছেলের জীবন এটাই💖 আমি যতদিন বাঁচবো সারাজীবন রেখে দেবো যত্ন করে😌

এখন তো তুচ্ছ পচা একটা জিনিস এটা🤮

কিন্তু মনে আছে কি
দশটা মাস আপনার গর্ভজাত সন্তানের সাথে এই তুচ্ছ পচা জিনিসটা দিয়েই কিন্তু কানেক্ট ছিলেন |
খাবার অক্সিজেন সবকিছু কিন্তু এটার মাধ্যমে আপনি হয়ে আপনার সন্তানের কাছে পৌঁছাতো |

এই সেই নাড়ী🫰
মহামূল্যবান এই জিনিসটাই আপনার ভেতরে আপনার সন্তানকে জীবিত রাখতো |
অথচ দুনিয়াতে চলে আসার পরে সবাই অপেক্ষা করে কবে এই জিনিসটা সন্তান থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে কবে এটাকে ফেলে দেব😔 |
বাস্তবতায় এমনই প্রয়োজন শেষে সবাই শুধু ছুড়ে ফেলে দেয়ার অপেক্ষায় থাকে🫵

আমার কাছে এটা আমার স্মৃতি হয়ে থাক 🧿❤️

Address

Krishnagar City

Telephone

+918373067282

Website

Alerts

Be the first to know and let us send you an email when RuhiAlip Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RuhiAlip Official:

Share