
26/07/2025
জি নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক: বড়সড় সাফল্য পেল হোগলবেড়িয়া থানার পুলিশ। পুলিশের জালে ধরা পড়লো আন্তঃজেলা মাদক চক্রের চাঁই আকবর মণ্ডল। আকবারের সঙ্গে তার শাগরেদ সাহিদুল মণ্ডলকেও পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে ডোমকল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার ধৃতদের ফের আদালতে তুলে, পুলিশি হেফাজতে নেওয়া হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে একের পর এক কাশির সিরাপ পাচারের চেষ্টা রুখে দিয়েছে হোগলবেড়িয়া থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে একাধিক পাচারকারীকে। তাদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃজেলা মাদক চক্রের চাঁই আকবর মণ্ডলের নাম জানতে পারে পুলিশ। আকবর ও তার শাগরেদ সাহিদুলের বাড়ি হোগলবেরিয়ার বড়োজের পাড়াতে। কিন্তু তারা গা ঢাকা দেয় ডোমকলে। শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। অবশেষে আকবর পুলিশের জালে ধরা পড়ায় দুই জেলার ফেন্সিডিলের কারবার অনেকটাই রুখে দেওয়া যাবে বলে মনে করছে পুলিশ।